14/08/2024
কোন রাজ্যে মেয়েরা প্রতিবাদ করছে ভাবলেও হাসি পাবে
১.যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে মেয়েদের সুরক্ষার জন্য মিছিল এ নামতে হচ্ছে
২. যেই রাজ্যে ১১ জন MP মহিলা তাদের গলা খালি ভোটার প্রচারে বের হয় , এখন গদি বাঁচাতে ব্যস্ত
৩. বুদ্ধি জীবীদের ২১ জুলাই এর মঞ্চে এ দেখা যায় , বাকি সময় এদের খুব একটা দেখা যায় না,
৪. জেই রাজ্যের পুলিশ অপরাধী দেড় সুরক্ষা দেই সেই রাজ্যে সঠিক বিচার আশা করাটাই অন্যায়
আজ প্রজন্ত পচিমবঙ্গের ইতিহাসে কোন রাপিএস্ট এর শাস্তি হয় নি সব ই মুখ্যমন্ত্রী এর ছত্রছয়াতে বেচে যায়
আসল অপরাধী কে সরিয়ে নিয়েছে দুই দিন পর একজন কে ধরে এনে বলবে এরা অপরাধী
জয় বিচার ব্যবস্তার জয় , জয় বাংলা , মা মাটি মানুষ জয় ,
২০২৬ এ এই সরকার আমাদের আবার দরকার