পূর্নিমার শুভারম্ভে অন্তরের আরতি দিয়ে বালগোপাল ও রাধাকৃষ্ণের পূজায় আদর্শ তিতুমীর পত্রিকা।
পূর্নিমার শুভারম্ভে অন্তরের আরতি দিয়ে বাল গোপাল ও রাধাকৃষ্ণের পূজায়।
উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক আসন্ন লোকসভা নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আজ সাক্ষাৎ করেন।জেলাশাসকের দফতরের কনফারেন্স হল ১- এ। ওই সাংবাদিক সম্মেলনে বারাসাত প্রেসক্লাবের সম্পাদক প্রদীপ্ত ভট্টাচার্য ও সভাপতি ধৃতরাষ্ট্র দত্ত উপস্থিত ছিলেন। জেলাশাসকের উপস্থিতিতে উক্ত সাংবাদিক সম্মেলনে জেলা সাংবাদিকদের পক্ষে বিভিন্ন দাবি তুলে ধরেন বারাসাত প্রেসক্লাবের সভাপতি ধৃতরাষ্ট্র দত্ত।
সমস্ত অন্ধকারের বিপরীতে দাঁড়াতে পারে একমাত্র শিক্ষা। সেই শিক্ষার দেবী আমাদের সরস্বতী। শুভ হোক সার্থক হোক সকলের সারস্বত দিবস, আমাদের প্রাত্যহিক জীবনে ও যাপনে বাগদেবীর উপস্থিতি প্রতিমুহূর্তে টের পাই আমরা।
শুভ সারস্বত দিবস। বাগদেবী আরাধনা ক্ষণে জাতি - বর্ণ - ধর্ম, দেশ - কাল নির্বিশেষে আদর্শ তিতুমীর পত্রিকার পক্ষ থেকে সকলের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
সাংবাদিক মানুষের কাছে ফিরে আসে প্রতিটি মুহূর্তে
নিজের ভিতরে, বীজের ভিতরে
আত্মবোধের অনিকেত দোরে।
সাংবাদিক জেগে ওঠে
মানুষের জীবনের জন্য। পথঘাট চিনে চিনে .....
আজ পূর্ব আগরপাড়া কল্যানসংস্থার শীতবস্ত্র দানে অবিনশ্বর মানুষের জন্য গলা তুলে তিতুমীর...
বছর শেষে চাকদা শিল্পাঙ্গন একাডেমীর সমাবর্তনে সংবর্ধিত আদর্শ তিতুমীর পত্রিকা
নদীয়া জেলার চাকদহের সুপরিচিত শিল্পাঙ্গন একাডেমীর এই অনন্য শ্রদ্ধার্ঘ্য আদর্শ তিতুমীর পত্রিকার সকল সাংবাদিকদের প্রবল স্মৃতি হয়ে জাগরূক থাকল। এই প্রবল দুঃসময়ে চাকদহের শিল্পাঙ্গন একাডেমী যেভাবে সাংস্কৃতিক চর্চা করছে তাতে সত্যি আপ্লুত আদর্শ তিতুমীর পত্রিকা।
আমরা যারা বাংলা ভাষায় লেখালেখি ও সাংবাদিকতা করি তাদের কাছে এই সম্মানপ্রাপ্তি সত্যিই তৃষ্ণার্তের কাছে পরম জলরাশি।
২০২৪
সাধারণ অব্দের শুভেচ্ছা ও ভালোবাসা।
ভালো থাকবেন।
অন্যদের ভালো রাখবেন।
ভাইফোঁটা। ভাই বোনের পবিত্র ভালবাসার স্পর্শ।যে স্পর্শে অন্ধকারেও আলো জ্বলে ওঠে।
#bhai #Bhaifota #sisters
আদর্শ তিতুমীর পত্রিকার শ্যামা পুজো আলোকিত ভক্ত সমাগমে #maa #maakali #viralpost #kalipuja
আদর্শ তিতুমীর পত্রিকার শ্যামা পুজো আলোকিত
#maakali #maa #kali #viralpost
অন্ধকারেও জ্বলুক আলো, ভালবাসার কোনও খামতি নেই 'আদর্শ তিতুমীর পত্রিকা'র শ্যামা পুজোতে। ভক্তদের পঙতি ভোজনেই ফুটে ওঠে ভালবাসা স্পর্শ 🪔
মনে আলো আসুক।
উৎসব কেবল মাত্র আনন্দ নয়, অন্যকেও দেখা এবং সমাজের পরিচর্যা করা।
আলোর সাধনায় মগ্ন হয়ে উঠুন।
এবং মনের আবিলতা মলিনতা দূর করুন।
কালীমায়ের আরাধনা মানে চিরযৌবনের সাধনা
সত্য ও সুন্দরের পথে অগ্রসর হওয়া,
কালীমায়ের আরাধনায়
সাদর আমন্ত্রণ।
#kali #maakali
আদর্শ তিতুমীর পত্রিকার তরফে শুভ বিজয়ার শুভেচ্ছা। 💕
#durgapuja #durga #maadurga
উৎসব মানে ভালো থাকা ও অন্যকে ভালো রাখা।
আনুষ্ঠানিক উৎসবের সমাপন মানে নতুন উৎসাহে ভালো সামাজিক কাজের প্রতিজ্ঞার শুরু।
' সংবাদ তিতুমীর'ও 'আদর্শ তিতুমীর পত্রিকা'র তরফে শুভ বিজয়ার
শুভেচ্ছা ও প্রীতি এবং শ্রদ্ধা।
ভালো থাকবেন নিজে।
ভালো রাখবেন অন্যকে। 💕
#durgapuja #durga #maadurga #BijoyaDashami #adarshatitumeerpatrika
https://youtu.be/QgUOB5qyvnE
দিদিমার জন্য রইল আমাদের শ্রদ্ধাঞ্জলি
সাংবাদিকদের গায়ে কোনও রাজনৈতিক রং থাকে না।
#reporter #journalists #news #NewsUpdate
অন্যদের থেকে একটু হলেও আলাদা। যে কালী মা, সেই মা দুর্গা।
সে -রীতি মেনে আজ ষষ্ঠীতে আমার পুজো শুরু হলো।
#kali #durgapuja #durga
ক্লান্ত চোখের জল মুছিয়ে প্রাণের মাঝে তুমি আলো দাও প্রভু
#gopal #krishna #krishnalove
শারদ উৎসবের প্রাক্কালে পূর্ব আগরপাড়া কল্যান সংস্থার উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আদর্শ তিতুমীর পত্রিকার সম্পাদক ধৃতরাষ্ট্র দত্তের আবেগী বক্তব্যে জমে উঠেছিল অনুষ্ঠান।