26/03/2023
P.O.V -Now times... লক্ষিন্দর একজন স্নেকবাইট অ্যাডিক্ট, কোটিপতি ব্যবসায়ীর একমাত্র বখাটে ছেলে।
ফুলশয্যার রাত, গোদরেজ এর আয়রন ভল্ট... চাঁদ সওদাগর প্রচুর টাকা ইনভেস্ট করেছে, ফুলশয্যা হয়ে গেলে ভল্টটাকে তুলে এনে ব্যাংকে বসাবে। কিন্তু ও তো জানেনা যে গোড়ায় গলদ। প্রোডাকশন ম্যানেজার বিশ্বকর্মার সাথে মনসার সাঁট আছে। অ্যাটেনশন সিকিং, ক্লাউট চেসিং এর জন্য লোকে যেকোনো এক্সটেন্ড পর্যন্ত যেতে পারে। মনসা তার আইডিয়াল এক্সাম্পল...
-"শোন বিশ্বকর্মা "তোরা যে যা বলিস ভাই, আমার এক্সপোজার চাই ", তার জন্য আমার একটা কাজ করে দিতে হবে.... "
-" দেখিস আমাকে ফাসিয়ে দিস না যেন "
-" চাঁদ সওদাগরের ছেলের ফুলশয্যার ভল্টটা তোর আন্ডারেই তৈরি হচ্ছে না ...."
-" হ্যাঁ আমার আন্ডারেই হচ্ছে কিন্তু কি .... এই ..এই..!! কি প্যাচাল করছিস বলতো তুই ? তোর সাথে এই লোকটার খিটকেলি আছে জানি,কিন্তু এর মধ্যে আমাকে ইনক্লুড করছিস কেন ? আমি ফেঁসে যাবো ভাই!! আমায় ছেড়ে দে!! "
-" দেখ আমার কিন্তু ওপর মহলে ভালো কন্টাক্ট আছে তোর ওয়ার্কশপের জন্য ভালো ডোনেশনের ব্যবস্থা করে দিতে পারব, ভেবে দেখ ....ওই তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চালাস সবটা । নিজের যা পোটেনশিয়াল তার থেকে প্রোডাকশন তো অনেক কম... "
-" হম্্্ ( দীর্ঘশ্বাস ফেলার শব্দ ) কি করতে হবে বল.... ?! "
-" কিছুই না ,তুই তোর ফাইনাল মেটেরিয়ালটা একটু ফল্টি রাখবি, ব্যাপারটা আমি তোকে বুঝিয়ে বলছি শোন.... "
*ফুলশয্যার দিন*
-" এবার বেহু তোমায় খাবো, এবার বেহু... "
-" ছি্ঃ, এখনই শুরু হয়ে গেছেন আপনি, নিন এক গ্লাস দুধ খেয়ে নিন.... দাঁড়ান ...( পেছন ফিরে দুধের গ্লাস আনতে যাওয়া,* টপাৎ * করে একটা বড়ি পড়ে যাওয়ার শব্দ হল দুধের গ্লাসে )
Things are about to go down.... ঠিক তখনই...
" ফোঁস্ ফোঁস্ মিঠুন মিঠুন ফোঁস ফোঁস....... "
-* ছোবল *
-" Aaaaah, Oooooohh sh ...what tfe huck was that....aaah fuu.... "
-" কক্.. কি হলো ?? কি হলো আপনার??...."
-" that snake!!! thaf tucking snake !!! Aaaah...."
-" হে ভগবান এবার কি হবে ? আমি ডেড বডি ক্যারি করতে পারবো নাআআআআআ অ্যাঁ অ্যঁআঁ...... "
-" Oh, hold up !!! That thing isn't so bad....dammn... মালটা তো হেবি, আলাদাই মাথায় ঝিম দিচ্ছে..... কোথাকার মাল এটা কাকা ?? সেরাআআআ তো.... ও ফাআআআআআক্, কি নেশা দিচ্ছে ..... ফাআআআআআআক্ ...."
-" ফোঁস ফোঁস মিঠুন মিঠুন মিঠুন....অ্যাঁ ? একি হলো ? এরকমটা তো হওয়ার কথা ছিল না.... এই একি ?? এই.. এই... একি?? মালটা এরকম ভূতের মতন আমার দিকে তেড়ে আসছে কেন ?? আমায় ধরবে নাকি? এই গার্মেরেছে... ওরে বাবা মিস্ট্রেস মনসা... help help !! আমাকে আগে জানানো হয়নি মালটা এরকম নেশাখোর... "
-" আলাদাই নেশাআআ দিচ্ছে ...আরো নেশা করব .... কোথায় গেল সাপটা...... কতদিন এরকম পাওয়ারফুল পোটেন্ট স্নেক বাইট নেইনি, ওফফফফ্ এদিকে আয়..... "
( বেহুলা এদিকে ফুল হুব্বা হয়ে বসে বসে সব দেখছে )
-" ওরে বাবারে ....তোমাকে কামড়াতে এসে আমার ভুল হয়েছিল ভাই!!! ছেড়ে দাও, মা মনসার দিব্যি আর কোনদিনও তোমার ফুলসজ্জা নষ্ট করব না...বাঁচাওওওওও....."
-"তুই এদিকে আয় ......"
( বেচারা সাপটার কাতর আর্তনাদ সেদিন গোদরেজের ভল্ট ভেদ করে কারো কানে পৌঁছায়নি.... )