1st All Bengal Yogasana Sports Championship 2024 বরানগর পৌরসভার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হোল শ্রী সৌরভ নায়ক মহাশয়ের তত্ত্বাবধানে ও সৌরভ পাওয়ার যোগা সেন্টারের পরিচালনায়। ৬ থেকে ৪০ বছর এবং তার বেশি বহু মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
"সাংবাদিক বৈঠক"
PRESS MEET AT PRESS CLUB KOLKATA
এক গুরুত্বপূর্ণ নির্ণয়ের সন্ধিক্ষনে দাঁড়িয়ে আমরা। বাংলার মাটিতে এমন গুরুত্বপুর্ণ সময় এর আগে তেমন ভাবে উপস্থিত হয়নি। আমাদের একটি সিদ্ধান্ত আগামীর বাংলাকে কোন পথে নিয়ে যাবে তা ঠিক করে দেবে। আমরা জানি, বিশ্বাস রাখি, মানুষ তাঁদের সঠিক সিদ্ধান্ত-ই গ্রহন করবে। তবু মানবিক ও সামাজিক ক্ষেত্রে আমাদের আবেদন ভবানীপুরের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের কাছে।
আপনারা জানেন,ভবানীপুরের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ভোটে জয়, তাঁকে সম্মানের সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে নিশ্চিত করবে। আমরা কোনও রাজনৈতিক আবেদন করছি না। মানবিক ও সামাজিক স্তরে রাজ্যের বর্তমান সমস্ত পরিস্থিতির কথা মাথায় রেখে, আমাদের আবেদন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করে রাজ্যে দৃষ্টান্ত স্থাপন করু
"মানুষ মানুষের জন্য "
নিজস্ব প্রতিনিধিঃ শিলিগুড়ি ঘোগোমালীর বাসিন্দা আদিত্য সাহা মহাশয়ের স্বর্গীয় বাবার প্রয়াণ দিবস উপলক্ষে প্রায় ২০০ জন অসহায় মানুষের মুখে একটু ভালো-মন্দ খাবার তুলে দেয়া হলো।
ইচ্ছা ছিল বাবার আত্মার শান্তি কামনার জন্য শিলিগুড়ি সংলগ্ন এক চা বাগানের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে বাবার ইচ্ছে পূরণ করা। অসহায় মানুষগুলো জানতোই না তাদের স্বপ্ন পূরণ হতে চলছে একটু ভালো-মন্দ খাবার খাবার। ওরা আজ প্রথম খেলো নতুন নতুন রান্না করা ভাল-মন্দ খাবার। অনেক অনেক ধন্যবাদ সাহা পরিবারকে এই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য। অসহায় মানুষগুলোর আশীর্বাদ সব সময় থাকবে তোমাদের জন্য।।
সংবাদ দাতাঃ রিক্ ব্যানার্জী,শিলিগুড়ি
"তৃতীয়বার মূখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জী"
আজ পশ্চিবঙ্গে তৃতীয়বারের জন্য মূখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বাংলার মেয়ে মমতা ব্যানার্জী।।
বোম নিষ্ক্রিয় করতে মৃত্যু
দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা খেয়াদহ দুই নম্বর গ্রাম পঞ্চায়েত রানা ভুতিয়া অঞ্চলে বোম নিষ্ক্রিয় করতে গিয়ে বোম বাস্ট করে মৃত্যু হল বোম স্কোয়াডের এ এস আই জয়ন্ত বল বয়স 42 বছর আগরপাড়া সাউথ স্টেশন রোড দক্ষিণ পল্লীর বাসিন্দা গত শুক্রবার দিন বাড়ি থেকে ডিউটিতে জয়েন করেন বাড়িতে বলে জানান আগামী মঙ্গলবার দিন বাড়িতে আবার ফিরবেন কিন্তু সেই ফেরা হলো না ফিরতে হল মৃতদেহ নিয়ে পরিবারের লোকেরা চাকরি জীবন 17 বছর আটকি 9 বছর বিয়ে হয়েছে মৃত এ এস আই জয়ন্ত বল রেখে গেলেন তার পরিবারের তার মা বাবা এক ভাই স্ত্রী নাম সুস্মিতা বল ও এক মেয়ে সাত বছর বয়স সুপর্ণা বল ব্যারাকপুরে একটি স্কুলে পড়ে ঘটনার খবর বাড়িতে পৌঁছাতে পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়ে এবং এলাকায় নেমে আসে শোকের ছায়া এলাকার মানুষের কথা পড়াশোনায় খুব ভালো ছেলে ছিল এবং ব্যবহারে মেলামেশায় খুব ভ
নিরুদ্দেশ ঘোষণা
বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল
প্রবর্তক জুটমিল বন্ধ
কামারহাটি অঞ্চলে ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক জুট মিল প্রবর্তক জুট মিল আজ সকালে এ শিফট এবং নাইট শিফট শেষ হওয়ার সময় নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ থাকবে নোটিশে উল্লেখ করা হয় শ্রমিকদের অনুপস্থিতি এবং কাঁচামালের সাপ্লাই না থাকার জন্য মিল চালানো যাচ্ছে না সে কারণেই অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধের নোটিশ কর্তৃপক্ষ ঝুলিয়ে দেয় 17 তম বিধানসভা নির্বাচন শেষ না হতেই বিভিন্ন জায়গায় জুট মিল বন্ধ করে দেওয়া হচ্ছে তারই অঙ্গ হিসেবে বেলঘড়িয়ার ওতো জুটমিল আজ বন্ধ হয়ে গেল এই জুট মিলে শ্রমিক সংখ্যা প্রায় 2500 জন শ্রমিক কাজ করে এই শ্রমিকেরা আজ থেকে কাজ হারিয়ে বসলেন এবং এর সাথে সাথে প্রবত্তক অঞ্চলের এবং দেশপ্রিয় নগর অঞ্চলের ব্যবসায়ীদের উপর একটা চাপ সৃষ্টি হলো একদিকে করোনাভাইরাস এর মত কঠিন রোগের ভয়ে মানুষ দিশাহারা হয়ে পড়ছে
মানুষ মানুষের জন্য
রাজ্যে ভয়ানক পরিস্থিতি নিয়েছে করণা সংক্রমণ আতঙ্কের দিনেও তিনি কিন্তু সদা সতর্ক তিনি দুস্থ মানুষজনের পাশে সর্বদাই থাকেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বালিয়া গ্রামের একটি ইঁটভাটার ৩০ টি পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিলেন নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের মানব দরদী শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী। শুকনো দুধের পেকেট,ছাতু, বিস্কুট, সয়াবিন,সাবান ও সেম্ফু সহ আরও একাধিক খাদ্য সামগ্রী ও বাচ্চাদের চকলেট তুলে দেন। শিক্ষকের এহেন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন গোপীবল্লভপুরের সাধারণ মানুষজন।
সংবাদ দাতাঃ- সুমন পাত্র
বস্ত্র বিতরণ
Subrata Babu of Gopiballavpur hands over clothes to poor people on his seventh wedding anniversary
১১০ উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী ড: অর্চনা মজুমদারের সমর্থনে শ্রী রাজীব ব্যানার্জী বিরাটীতে "আমরা ক'জন" ক্লাবের মাঠে জনসভায় বক্তব্য রাখছেন।
কামারহাটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্রের রোড-শোতে ঘাটালের সাংসদ দীপক অধিকারী(দেব)।।
ভোটের প্রচার
নির্বাচন প্রচারে মদন মিত্র