আমার কথা live tv

আমার কথা live tv MEDIA

28/01/2024

1st All Bengal Yogasana Sports Championship 2024 বরানগর পৌরসভার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হোল শ্রী সৌরভ নায়ক মহাশয়ের তত্ত্বাবধানে ও সৌরভ পাওয়ার যোগা সেন্টারের পরিচালনায়। ৬ থেকে ৪০ বছর এবং তার বেশি বহু মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

28/09/2021
24/09/2021

PRESS MEET AT PRESS CLUB KOLKATA

এক গুরুত্বপূর্ণ নির্ণয়ের সন্ধিক্ষনে দাঁড়িয়ে আমরা। বাংলার মাটিতে এমন গুরুত্বপুর্ণ সময় এর আগে তেমন ভাবে উপস্থিত হয়নি। আমাদের একটি সিদ্ধান্ত আগামীর বাংলাকে কোন পথে নিয়ে যাবে তা ঠিক করে দেবে। আমরা জানি, বিশ্বাস রাখি, মানুষ তাঁদের সঠিক সিদ্ধান্ত-ই গ্রহন করবে। তবু মানবিক ও সামাজিক ক্ষেত্রে আমাদের আবেদন ভবানীপুরের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের কাছে।
আপনারা জানেন,ভবানীপুরের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ভোটে জয়, তাঁকে সম্মানের সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে নিশ্চিত করবে। আমরা কোনও রাজনৈতিক আবেদন করছি না। মানবিক ও সামাজিক স্তরে রাজ্যের বর্তমান সমস্ত পরিস্থিতির কথা মাথায় রেখে, আমাদের আবেদন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করে রাজ্যে দৃষ্টান্ত স্থাপন করুন।
গত ১০ বছরের বেশী সময় ধরে আমরা রাজ্যে একের পর এক শুভকাজের পরিবর্তন দেখেছি। এই রাজ্যের নাগরিকদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রকল্প নিয়ে রাজ্য সরকার অভাবনীয় ভাবে মানুষের পাশে আছে। একদিকে কৃষকদের পাশে দাঁড়ানো, অন্যদিকে শিল্পতালুকে বিনিয়োগ রাজ্যে এক নতুন দিগন্ত এনেছে। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু জনমুখী প্রকল্প বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে। কন্যাশ্রী এনেছে আন্তর্জাতিক সম্মান। স্বাস্থ্যসাথী সারা বাংলার মানুষের কাছে ভরসার জায়গা হয়ে উঠেছে। রেশনের খাদ্যসামগ্রী, বাংলার গৃহ আবাস যোজনা, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুতেই মানুষের পাশে সরকার রয়েছে সর্বোতোভাবে। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাংলার নারীদের অর্থনৈতিক স্বাধীনতা এনে দিয়েছে।
এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সর্বধর্ম সমন্বয়ের এক নজির দেখা গেছে। উত্সবে, আনন্দে, মেলায়, খেলায় এক অনন্য ভ্রাতৃত্ব ও সম্প্রীতি গড়ে উঠেছে।
তাই এই বাংলায় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রয়োজন। তাঁর দুরদর্শিতায় এগিয়ে চলবে বাংলা। আমাদের মত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলোর তাই আবেদন, শুধু জয় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে এমন ব্যবধানে জয় এনে দিন, যাতে গোটা দেশের কাছে এই বার্তা’ই পৌঁছে যায়, যে দেশে আগামীর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ধন্যবাদান্তে-
শ্রী বুম্বা মুখোপাধ্যায়
চেয়ারম্যান অল ইন্ডিয়া হিউম্যান রাইটস
ফরিদ খান
চেয়ারম্যান অল ইন্ডিয়া মাইনরটি ফেডারেশন
সোফিয়া খান
চেয়ারপার্সন সুফি হিউম্যানিটি ফাউন্ডেশন

24/09/2021

হাওড়া জদীশপূরে মাকালতলায় সুরক্ষা হেলথ কেয়ারের পরিচালনায় রক্তদান শিবির।

06/09/2021

বরাহনগর বারুইপাড়ায় "বন্ধু এ্যাথলেটিক ক্লাবের" উদ্যোগে কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে শিব কালী মন্দিরে আয়োজিত শ্যামা মায়ের পূজো।।

31/08/2021

দক্ষিণেশ্বর হীরালাল কলেজে আজ চলছে "দুয়ারে সরকার"

11/08/2021

বাঁকুড়ায় বড়সড় জালিয়াতির চক্রের পর্দা ফাঁস। বাঁকুড়া সদর থানা গ্রেফতার করলো ছয় জনকে।।

04/08/2021

"বার্নপুর ওয়াগেন কলোনিতে পানীয় জল ও বিদ্যুৎ দাবিতে রিলে অনশনে মঞ্চে গিয়ে কেন্দ্র সরকারের সমালোচনা করলেন অভিজিৎ ঘটক"

বার্নপুর ওয়াগেন কলোনিতে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে রিলে অনশন মঞ্চে গিয়ে কেন্দ্র সরকারের সমালোচনা করলেন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য শ্রী অভিজিৎ ঘটক। গত কয়েক দিন ধরে বার্নপুরের ওয়াগেন কলোনি এলাকায় পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে।এরফলে এলাকার মানুষেরা সমস্যায় পড়েছেন। তাই পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার দাবিতে বার্ন স্ট্যান্ডার্ড কারখানার সামনে এলাকার মানুষেরা রিলে অনশন শুরু করেছেন। এদিন অনশন মঞ্চে গিয়েছিলেন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক।তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্র সরকারের সমালোচনা করলেন পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক।

পূজো পরিক্রমা ২০২১
29/07/2021

পূজো পরিক্রমা ২০২১

28/07/2021
আমার কথা live tv বাংলা
28/07/2021

আমার কথা live tv বাংলা

28/07/2021

"বেলঘরিয়ায় ভুয়ো আই পি এস অফিসার রাজশ্রী ভট্টাচার্য পুলিশি হেফাজতে"

24/05/2021

और कुछ घंटों के बाद चक्रवात यश पश्चिम बंगाल से टकराने वाला है। दीघा सागर की लहरों के कुछ पल।

23/05/2021
22/05/2021
16/05/2021

নিজস্ব প্রতিনিধিঃ শিলিগুড়ি ঘোগোমালীর বাসিন্দা আদিত্য সাহা মহাশয়ের স্বর্গীয় বাবার প্রয়াণ দিবস উপলক্ষে প্রায় ২০০ জন অসহায় মানুষের মুখে একটু ভালো-মন্দ খাবার তুলে দেয়া হলো।
ইচ্ছা ছিল বাবার আত্মার শান্তি কামনার জন্য শিলিগুড়ি সংলগ্ন এক চা বাগানের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে বাবার ইচ্ছে পূরণ করা। অসহায় মানুষগুলো জানতোই না তাদের স্বপ্ন পূরণ হতে চলছে একটু ভালো-মন্দ খাবার খাবার। ওরা আজ প্রথম খেলো নতুন নতুন রান্না করা ভাল-মন্দ খাবার। অনেক অনেক ধন্যবাদ সাহা পরিবারকে এই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য। অসহায় মানুষগুলোর আশীর্বাদ সব সময় থাকবে তোমাদের জন্য।।

সংবাদ দাতাঃ রিক্ ব্যানার্জী,শিলিগুড়ি

Kolkata poolice
15/05/2021

Kolkata poolice

কাজের ফাঁকে
08/05/2021

কাজের ফাঁকে

"আংশিক লকডাউন কোলকাতা শহরে,পুরনো চেনা  ছবি"
08/05/2021

"আংশিক লকডাউন কোলকাতা শহরে,পুরনো চেনা ছবি"

আজ থেকে লোকাল ট্রেন বন্ধ
06/05/2021

আজ থেকে লোকাল ট্রেন বন্ধ

"ভোটের ফল (WB Assembly Election Result) বেরতেই রাজ্যজুড়ে হিংসার খবর"নিজস্ব প্রতিনিধি,বীরভূমঃ এই প্রেক্ষিতে দুই বিজেপি ম...
06/05/2021

"ভোটের ফল (WB Assembly Election Result) বেরতেই রাজ্যজুড়ে হিংসার খবর"

নিজস্ব প্রতিনিধি,বীরভূমঃ এই প্রেক্ষিতে দুই বিজেপি মহিলা কর্মীর ধর্ষণের অভিযোগ তুলেছে বিজেপি (BJP)। যা নিয়ে মঙ্গলবার দিনভর উত্তেজনা চরমে,যদিও রাজ্য পুলিশ একে ভুয়ো খবর বলে আগেই জানিয়ে দিয়েছে। কয়েকজন বিজেপি নেতা সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, বীরভূমের নানুরে তাঁদের এক মহিলা কর্মী গণধর্ষিণের শিকার হয়েছেন। এবার সেই মহিলাকেই পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির পাশে বসে বিজেপি কর্মীও জানালেন এমন কোনও ঘটনাই ঘটেনি।
নানুরে সাওতা গ্রামের বাসিন্দা অপর্ণা রায় এবারের ভোটে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন। কিন্তু নির্বাচনের পর থেকেই তাঁকে খুজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন বিজেপি নেতৃত্ব। ঘটনাক্রমে মঙ্গলবার সকাল থেকেই টুইটার ও ফেসবুকে বিজেপি নেতারা দাবি করতে শুরু করেন যে, ওই মহিলাকে গণধর্ষণ করা হয়েছে। আঙুল তোলা হয় তৃণমূলের দিকে। এরপরই আসরে নামেন অনুব্রত। বোলপুরের দলীয় কার্যালয়ে সেই বিজেপি কর্মীকে নিয়ে সাংবাদিক বৈঠকের ডাক দেন তিনি।
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অনুব্রত বলেন, “এভাবে ফেক নিউজ রটাচ্ছে বিজেপি আইটি সেল। একজন মেয়েকে এভাবে বদনাম করা একেবারে ঠিক নয়। উনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।” পাশাপাশি ভুয়ো খবর ছড়ানোর জন্য বজেপির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা।
কিন্তু ভোটের পর ওই বিজেপি কর্মী নিখোঁজ ছিলেন কেন?
তাঁর নিজের কথায়, “আমি একজন বিজেপি কর্মী। আমার বাড়ির সামনে হইহুল্লোড় হচ্ছিল বলে ভয়ে বাপের বাড়ি চলে গিয়েছিলাম। এর মধ্যে কে বা কারা সোশ্যাল মাধ্যমে রটিয়েছে যে আমার ধর্ষণ হয়েছে। একথা একেবারেই মিথ্যা। আমার সঙ্গে এমন কোনও ঘটনা ঘটেনি।”

05/05/2021

আজ পশ্চিবঙ্গে তৃতীয়বারের জন্য মূখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বাংলার মেয়ে মমতা ব্যানার্জী।।

04/05/2021

Address

Kolkata / Calcutta

Telephone

+17604090182

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার কথা live tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Kolkata / Calcutta media companies

Show All