24/06/2024
২৩ এ জুন ২০২৪ রবিবার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে নৈবেদ্য প্রকাশনীর বই প্রকাশের অনুষ্ঠান সম্পাদিত হয়। খোলাচিঠি পাবলিকেশন, লেখাঘর ও বাণিশ্রী সাহিত্য কুঠিরের সহযোগিতায়। ওই দিন প্রেস পার্টনার ছিলো খ এ খবর। উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রকাশক ও সাহিত্যিক শুভম মুখার্জী, নৈবেদ্য প্রকাশনীর কর্ণধার মৌসম মুখার্জী, বিশিষ্ট চিকিৎসক ড.সুভাষ চন্দ্র সাউ, বিশিষ্ট অভিনেতা রাজা চ্যাটার্জী, বিশিষ্ট অভিনেত্রী মল্লিকা সিংহ রায়, বাংলা মেগা সিরিয়ালের ডিরেক্টর অয়ন সেনগুপ্ত, বিশিষ্ট মিউজিক ডিরেক্টর প্রতীক কর্মকার এবং বিশিষ্ট কবি কৌশিক গাঙ্গুলী। উপস্থিত ছিলেন খোলাচিঠি পাবলিকেশনের কর্ণধার অভিষেক দে, লেখাঘরের কর্ণধার রবিন জয়সওয়াল এবং বাণিশ্রী সাহিত্য কুঠিরের কর্ণধার অয়ন চক্রবর্তী।
প্রকাশক শুভম মুখার্জীর তৎপরতায় প্রকাশিত হয়েছে বিশিষ্ট লেখক লেখিকাদের একক বই - বিধুভূষণ মুখোপাধ্যায় এর লেখা জনপদ জননী, শ্বেতা মন্ডলের লেখা অপ্রেমিকা, সুদীপ মুখার্জীর লেখা অজানার সন্ধানে, রবিনা জয়সওয়ালের লেখা বেওয়াকুফ দিল, সাহিত্য সাধক সম্মান প্রাপ্ত শুভম মুখার্জীর লেখা ঈশ্বরের পৃথিবী, কবি সুস্মিতা দাসে লেখা তুমি আছো ও শ্বেতা মন্ডলের সম্পাদনায় ওরা ভালো থাক, ষড়রিপু এবং তুমি, তুমি আসবে বলে, স্বপ্ন সাথী, এলিশা দাসের সম্পাদনায় চোখের কোনায় জলবিন্দু, এলিশা দাস এ জিৎ রাউতের সম্পাদনায় মহীরুহ, রবিনা জয়সওয়ালের সম্পাদনায় সখী, পৌষ সংক্রান্তী ম্যাগাজিন, কানামাছি, ভানুসিংহ পত্রিকা, শেষ দেখা, গাঁয়ের বধু, অয়ন চক্রবর্তীর সম্পাদনায় কবিকথা, দৃষ্টিকোণ সবটাই দৃশ্যের খেলা,অভিষেক দে ও দোলানাথের সম্পাদনায় শব্দনীলা, ধনী চৌধুরী, সুব্রত বাগচী, শ্রীপর্ণা পাল, অর্পিতা সাহা ও অভিষেক দে এর মিলিত সম্পাদনায় শিল্পীর খোঁজে এক দূরত্বের ইতিকথা, সুদীপ্তা চক্রবর্ত্তী ও জয়ন্তীর সম্পাদনায় স্মৃতির ভীড়ে এর মত আকর সমৃদ্ধ সাহিত্য সংকলন প্রকাশিত হয়।
ওইদিন স্মারক সম্মানে সম্মানিত করা হয় বিশিষ্ট সাহিত্যিক চঞ্চল প্রামানিক মহাশয়,কবি শঙ্খশুভ্র চট্টোপাধ্যায় এবং অনুরিমা চ্যাটার্জী মহাশয়াকে। নৃত্য শিল্পী রিঙ্কিতা কোলে মহাশয়াকে নতুনের খোঁজে সম্মানে সম্মানিত করা হয়৷ এছাড়াও ওইদিন রঙ তুলি ও চিত্র কলাকেন্দ্রের বিনোদ হালদার, সৌম্যদীপ ঘোষ এবং বিশাল ঘোষকে স্মারক সম্মানে সম্মানিত করা হয়৷ ক্ষুদে প্রতিভাবান শিল্পীদের শিল্পী হওয়া সোজা নয় সম্মানে সম্মানিত করা হয়৷
সাহিত্য জগতের পাশাপাশি অনলাইন ডিজিটাল মাধ্যমের পেজ যথা- লেখনী চিরন্তন, ঝালমুড়ি, গোধুলী লগ্নে, স্বপ্নের কলম, সাদরে সম্ভাষণ, C/O কোলকাতা, B**g nostalgia, এবং The Crayons পেজ পরিবারকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। Mrs & Mrs Fashion Kolkata এর তরফ থেকে এস.নন্দি, বাপ্পা নন্দি এবং সানু বাড়ুইকে তাদের প্রগতীশীল কাজের জন্যে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়৷ খ এ খবরের তরফ থেকে কার্তিক কোলে মহাশয়কে নৈবেদ্য প্রকাশনী কর্তৃক নতুন চিন্তার খোঁজে সম্মানে সম্মানিত করা হয়। উপস্থিত আমন জেমস এবং দীপক প্রসাদকে স্মারক সম্মানে সম্মানিত করা হয়৷ অনলাইন বই কেনার নতুন দিশা দেখানো বিবলিও ফাইলের কর্ণধার কমলিকা দাস মহাশয়াকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়৷
#আবৃত্তি
বাণীশ্রী সাহিত্য কুঠির নৈবেদ্য প্রকাশনী লেখা ঘর Kholachithi Publication