30/12/2023
অর্কিড পত্রিকার পক্ষ থেকে কিছু কথাঃ
আমাদের এবারের সংখ্যা প্রকাশ হতে চলছে আর কিছু দিনের মধ্যেই। ইতিমধ্যে আমরা রূপান্তর সংখ্যার সূচী প্রকাশ করেছি এবং রূপান্তর সংখ্যার কভার পেজও আমরা আর কয়েকদিনের মধ্যে প্রকাশ করবো। এই অবসরে কিছু কথা জানানো প্রয়োজন বলে মনে হলো।
অর্কিড পত্রিকার রূপান্তর সংখ্যার জন্য নির্ধারিত সময়েই বিঙ্গাপন প্রকাশ করেছিলাম। ব্যক্তিগত পরিসরে পরিচিত মানুষদের কাছে প্রতিবারের মতোই লেখা চেয়েছিলাম। তাদের অনেকেই সাড়া দিয়ে এগিয়ে এসেছেন, আবার অনেকের সময় বা ইচ্ছের অভাব দেখা গেছে। আবার অনেকেই নিজে থেকেই লেখা পাঠিয়েছেন সাহিত্যকে ভালোবেসে, অর্কিড কে ভালোবেসে। আমার মনে হয় আমরা যারা সাহিত্যকে ভালোবাসি, লিটল ম্যাগাজিনকে ভালোবাসি, এর উন্নতির বিষয়ে ভাবনা চিন্তা করি, বিভিন্ন পরিস্থিতিতে লিটল ম্যাগাজিনকে তুলে ধরার কথা বলি তাদের সবসময়ই স্বতঃস্ফূর্তভাবে লেখা দেওয়ার জন্য এগিয়ে আসা উচিত।
অর্কিড পত্রিকা দল,মত, ধর্ম, দাদা -দিদি, গোষ্ঠী কোন কিছুর মুখাপেক্ষী নয়, এসব কিছুর পরোয়া না করেই নির্ভেজাল সাহিত্য শিল্প রচনায় নিমগ্ন থাকায় বিশ্বাসী। এবং সেই পথেই এগিয়ে চলেছে। অর্কিড পত্রিকা লিটল ম্যগাজিন হিসাবে আত্মপ্রকাশ করলেও সাহিত্য প্রেমীদের ভালোবাসায় আজ বইয়ের রূপ ধারণ করেছে। তাই এবারের সংখ্যা প্রায় ১৭ ফর্মায় বা ২৮৬ পৃষ্ঠায় পরিনত হয়েছে। দিন প্রতিদিন প্রিন্টিং প্রসেসের মূল্য আশাতীত ভাবে বৃদ্ধির ফলে কিছু সীমিত ক্ষেত্র ছাড়া আমরা সবাইকে লেখক কপি বা সৌজন্য সংখ্যা দিতে অপারগ। নামমাত্র শুভানুধ্যায়ীর সাহায্য ছাড়া আর কোন রকম আর্থিক সাহায্য আমরা অন্য কোথাও থেকে পাইনা। কিন্তু আমাদের সাধ বহু তাই এই পত্রিকায় সাহিত্যের সাথে সাথে পেন্টিং ও ফটোগ্রাফিও রাখার চেষ্টা করে চলি। এই এত কিছুর সমারোহ নিয়ে হাজির হওয়ার জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা বছরে একটা সংখ্যা করতেই সমর্থ হই। আমাদের লক্ষ্য সংখ্যা নয়, পত্রিকার গুণমান। দিন প্রতিদিন অর্কিড এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি প্রমাণ করে আমরা আমাদের লক্ষ্যে সফল। জন্মগ্রহনের কিছুকালের মধ্যেই পাঠকদের কাছে, লেখক লেখিকা এবং শিল্পী ও ফটোগ্রাফারদের কাছে এই পত্রিকা একটা বিশেষ স্থান অর্জন করতে পেরেছে এটাই আমাদের বিশেষ পাওয়া। আগামীতেও আপনারা এভাবেই অর্কিড এর পাশে থাকবেন সাথে থাকবেন এই কামনা রাখি।
সমস্ত সাহিত্যপ্রেমী সৃজনশীল মানুষ অর্কিডকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সাহায্য করবেন, সাথী হবেন আশা রাখি। পাঠক পাঠিকা এবং লেখক লেখিকা ও শিল্পীরা অর্কিড এর পাশে না থাকলে অর্কিড এর সৌন্দর্য ম্লান হয়ে যাবে।
সবাইকে জানাই আগামী নতুন বছরের আগাম অভিনন্দন ও শুভকামনা। সমস্ত সাহিত্যপ্রেমী ও সৃজনশীল মানুষদের জন্য আন্তরিক ভালবাসা। সাহিত্যকে ভালোবাসুন, লিটল ম্যাগাজিন, নতুন ম্যগাজিনকে ভালোবাসুন, নতুন লেখক লেখিকা, কবিদের উৎসাহ দিন, তাদের সুযোগ দিন বিকশিত হওয়ার। সমালোচনা অবশ্যই করুন কিন্তু সেটা যেন গঠনমূলক হয়। শুধুমাত্র নিজের কাজকে শ্রেষ্ঠতর প্রমাণ করতে বা কোনভাবে নিজের ইগোর কারনে কোন কাল্পনিক সমালোচনা যেন না হয়। দু একটি বিশেষ পরিস্থিতির কারণে এই কথাটি বলতে হলো। ভালো থাকুন, সৃষ্টিশীলতায় থাকুন।
স্বাতী রায়
সম্পাদক, অর্কিড
ডিসেম্বর ৩০, ২০২৩