Orchid Creative Café

Orchid Creative Café A page from Orchid Little Magazine. We publish poems,stories,short articles,paintings & photograph.

April 15 : Birth anniversary of one of the greatest minds in recorded history, LEONARDO DA VINCIOur respect to the GENIU...
15/04/2024

April 15 : Birth anniversary of one of the greatest minds in recorded history, LEONARDO DA VINCI

Our respect to the GENIUS 🌷


             #নববর্ষ১৪৩১
14/04/2024

#নববর্ষ১৪৩১

10/04/2024

May your life always be filled with the colours of joy and happiness.
25/03/2024

May your life always be filled with the colours of joy and happiness.

21/03/2024

20/03/2024




Please..... Please..... Pleas....
07/03/2024

Please..... Please..... Pleas....




01/03/2024
27/02/2024




অর্কিডের 'রূপান্তর' সংখ্যার অভাবনীয় সাফল্যের পরে অর্কিড আবার আসতে চলেছে নতুন রূপে একটি বৈপ্লবিক সংখ্যা নিয়ে, 'উজানি'। পর...
19/02/2024

অর্কিডের 'রূপান্তর' সংখ্যার অভাবনীয় সাফল্যের পরে অর্কিড আবার আসতে চলেছে নতুন রূপে একটি বৈপ্লবিক সংখ্যা নিয়ে, 'উজানি'। পরবর্তী সংখ্যা আমরা উৎসর্গ করছি স্রোতের বিরুদ্ধে চলা দুই কিংবদন্তি সাহিত্যিককে, মলয় রায়চৌধুরী এবং তসলিমা নাসরিন। আমরা প্রস্তুতি পর্ব শুরু করতে চলেছি। কিছুদিনের মধ্যেই লেখা আহ্বানের বিজ্ঞপ্তি দেওয়া হবে। প্রতিবারের মতো এবারেও সমস্ত অর্কিড অনুরাগীদের আন্তরিক সহযোগিতা পাবো এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। অর্কিড পরিবার এভাবেই এগিয়ে চলুক এই কামনা করি। ধন্যবাদ।

স্বাতী রায়
সম্পাদক, অর্কিড

আজকের আনন্দবাজারে। অনেক ধন্যবাদ ABP. 💐
10/02/2024

আজকের আনন্দবাজারে।
অনেক ধন্যবাদ ABP. 💐

04/02/2024






প্রথমবার আমাদের প্রিয় অর্কিড পৌঁছে গেল কলকাতা বইমেলায়। অর্কিডের খুব কাছের মানুষ সম্মাননীয় সাহিত্যিক সমীর ভট্টাচার্য ম...
21/01/2024

প্রথমবার আমাদের প্রিয় অর্কিড পৌঁছে গেল কলকাতা বইমেলায়। অর্কিডের খুব কাছের মানুষ সম্মাননীয় সাহিত্যিক সমীর ভট্টাচার্য মহাশয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বইপ্রেমীদের এই তীর্থক্ষেত্রে অর্কিড সকলের মন জয় করতে পারবে এই কামনা করি।

15/01/2024







অর্কিড ২০২৪ 'রূপান্তর' সংখ্যার প্রচ্ছদ প্রকাশ করা হলো। সকলের ভালো লাগলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। প্রচ্ছদ শিল্পী  : স...
03/01/2024

অর্কিড ২০২৪ 'রূপান্তর' সংখ্যার প্রচ্ছদ প্রকাশ করা হলো। সকলের ভালো লাগলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে।

প্রচ্ছদ শিল্পী : স্বাতী রায় ( Cover design : Swati Roy )

অর্কিড পত্রিকার পক্ষ থেকে কিছু কথাঃআমাদের এবারের সংখ্যা প্রকাশ হতে চলছে আর কিছু দিনের মধ্যেই। ইতিমধ্যে আমরা রূপান্তর সংখ...
30/12/2023

অর্কিড পত্রিকার পক্ষ থেকে কিছু কথাঃ

আমাদের এবারের সংখ্যা প্রকাশ হতে চলছে আর কিছু দিনের মধ্যেই। ইতিমধ্যে আমরা রূপান্তর সংখ্যার সূচী প্রকাশ করেছি এবং রূপান্তর সংখ্যার কভার পেজও আমরা আর কয়েকদিনের মধ্যে প্রকাশ করবো। এই অবসরে কিছু কথা জানানো প্রয়োজন বলে মনে হলো।
অর্কিড পত্রিকার রূপান্তর সংখ্যার জন্য নির্ধারিত সময়েই বিঙ্গাপন প্রকাশ করেছিলাম। ব্যক্তিগত পরিসরে পরিচিত মানুষদের কাছে প্রতিবারের মতোই লেখা চেয়েছিলাম। তাদের অনেকেই সাড়া দিয়ে এগিয়ে এসেছেন, আবার অনেকের সময় বা ইচ্ছের অভাব দেখা গেছে। আবার অনেকেই নিজে থেকেই লেখা পাঠিয়েছেন সাহিত্যকে ভালোবেসে, অর্কিড কে ভালোবেসে। আমার মনে হয় আমরা যারা সাহিত্যকে ভালোবাসি, লিটল ম্যাগাজিনকে ভালোবাসি, এর উন্নতির বিষয়ে ভাবনা চিন্তা করি, বিভিন্ন পরিস্থিতিতে লিটল ম্যাগাজিনকে তুলে ধরার কথা বলি তাদের সবসময়ই স্বতঃস্ফূর্তভাবে লেখা দেওয়ার জন্য এগিয়ে আসা উচিত।
অর্কিড পত্রিকা দল,মত, ধর্ম, দাদা -দিদি, গোষ্ঠী কোন কিছুর মুখাপেক্ষী নয়, এসব কিছুর পরোয়া না করেই নির্ভেজাল সাহিত্য শিল্প রচনায় নিমগ্ন থাকায় বিশ্বাসী। এবং সেই পথেই এগিয়ে চলেছে। অর্কিড পত্রিকা লিটল ম্যগাজিন হিসাবে আত্মপ্রকাশ করলেও সাহিত্য প্রেমীদের ভালোবাসায় আজ বইয়ের রূপ ধারণ করেছে। তাই এবারের সংখ্যা প্রায় ১৭ ফর্মায় বা ২৮৬ পৃষ্ঠায় পরিনত হয়েছে। দিন প্রতিদিন প্রিন্টিং প্রসেসের মূল্য আশাতীত ভাবে বৃদ্ধির ফলে কিছু সীমিত ক্ষেত্র ছাড়া আমরা সবাইকে লেখক কপি বা সৌজন্য সংখ্যা দিতে অপারগ। নামমাত্র শুভানুধ্যায়ীর সাহায্য ছাড়া আর কোন রকম আর্থিক সাহায্য আমরা অন্য কোথাও থেকে পাইনা। কিন্তু আমাদের সাধ বহু তাই এই পত্রিকায় সাহিত্যের সাথে সাথে পেন্টিং ও ফটোগ্রাফিও রাখার চেষ্টা করে চলি। এই এত কিছুর সমারোহ নিয়ে হাজির হওয়ার জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা বছরে একটা সংখ্যা করতেই সমর্থ হই। আমাদের লক্ষ্য সংখ্যা নয়, পত্রিকার গুণমান। দিন প্রতিদিন অর্কিড এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি প্রমাণ করে আমরা আমাদের লক্ষ্যে সফল। জন্মগ্রহনের কিছুকালের মধ্যেই পাঠকদের কাছে, লেখক লেখিকা এবং শিল্পী ও ফটোগ্রাফারদের কাছে এই পত্রিকা একটা বিশেষ স্থান অর্জন করতে পেরেছে এটাই আমাদের বিশেষ পাওয়া। আগামীতেও আপনারা এভাবেই অর্কিড এর পাশে থাকবেন সাথে থাকবেন এই কামনা রাখি।
সমস্ত সাহিত্যপ্রেমী সৃজনশীল মানুষ অর্কিডকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সাহায্য করবেন, সাথী হবেন আশা রাখি। পাঠক পাঠিকা এবং লেখক লেখিকা ও শিল্পীরা অর্কিড এর পাশে না থাকলে অর্কিড এর সৌন্দর্য ম্লান হয়ে যাবে।
সবাইকে জানাই আগামী নতুন বছরের আগাম অভিনন্দন ও শুভকামনা। সমস্ত সাহিত্যপ্রেমী ও সৃজনশীল মানুষদের জন্য আন্তরিক ভালবাসা। সাহিত্যকে ভালোবাসুন, লিটল ম্যাগাজিন, নতুন ম্যগাজিনকে ভালোবাসুন, নতুন লেখক লেখিকা, কবিদের উৎসাহ দিন, তাদের সুযোগ দিন বিকশিত হওয়ার। সমালোচনা অবশ্যই করুন কিন্তু সেটা যেন গঠনমূলক হয়। শুধুমাত্র নিজের কাজকে শ্রেষ্ঠতর প্রমাণ করতে বা কোনভাবে নিজের ইগোর কারনে কোন কাল্পনিক সমালোচনা যেন না হয়। দু একটি বিশেষ পরিস্থিতির কারণে এই কথাটি বলতে হলো। ভালো থাকুন, সৃষ্টিশীলতায় থাকুন।

স্বাতী রায়
সম্পাদক, অর্কিড
ডিসেম্বর ৩০, ২০২৩

অর্কিড এর রূপান্তর সংখ্যার সূচী প্রকাশ করা হল:আসন্ন খড়্গপুর বইমেলায় আগামী ৬ জানুয়ারি, ২০২৪ আপনাদের সকলের প্রিয় অর্কিড এর...
29/12/2023

অর্কিড এর রূপান্তর সংখ্যার সূচী প্রকাশ করা হল:

আসন্ন খড়্গপুর বইমেলায় আগামী ৬ জানুয়ারি, ২০২৪ আপনাদের সকলের প্রিয় অর্কিড এর আনুষ্ঠানিক প্রকাশ হতে চলছে। অর্কিড - এর সমস্ত সম্মাননীয় লেখক, লেখিকা ও শিল্পী বন্ধুদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাই। বইমেলায় আমরা উপস্থিত থাকবো ৬ থেকে ১৩ জানুয়ারী। আমাদের ক্ষুদ্র সামর্থ অনুযায়ী আমরা আপনাদের জন্য একটি সম্মাননা পত্রের ব্যবস্থা করেছি। আমাদের স্টলে উপস্থিত হয়ে ঐ ক্ষুদ্র উপহারটি গ্রহণ করে বাধিত করবেন।

Merry  Christmas
24/12/2023

Merry Christmas





Address

Kharagpur, P. O. Paschim Midnapore, Pin. 721305
Kharagpur
721305

Website

Alerts

Be the first to know and let us send you an email when Orchid Creative Café posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Orchid Creative Café:

Share

Category


Other Magazines in Kharagpur

Show All