রাজ্য বার্তা RAJYA BARTA

রাজ্য বার্তা RAJYA BARTA ONLY NEWS. WhatsApp number 9883758954 N. A
(1)

বিয়ের কয়েক বছরের মধ্যেই জায়গা বদল! 'ভ্যালেন্টাইনস ডে'তেও স্বামী যশ দাশগুপ্তর পাশে জায়গা পেলেন না নুসরত জাহান। সেই জায...
18/02/2025

বিয়ের কয়েক বছরের মধ্যেই জায়গা বদল! 'ভ্যালেন্টাইনস ডে'তেও স্বামী যশ দাশগুপ্তর পাশে জায়গা পেলেন না নুসরত জাহান। সেই জায়গায় এখন অন্য কেউ। নুসরত নিজেই জানালেন সে কথা। কে দখল করে নিলেন নুসরতের জায়গা?
🔸সময়ের সঙ্গে বদলে যায় সম্পর্ক।‌ ঠিক তেমনই কি বদল এল যশ-নুসরতের সম্পর্কে?প্রেম দিবসেও স্বামী যশের থেকে দূরে থাকতে হল নুসরতকে। এক অনুষ্ঠানে এসে এই ঘটনার কথা জানালেন অভিনেত্রী স্বয়ং। 'ভ্যালেন্টাইনস ডে'তে গাড়িতে স্বামী যশের পাশে জায়গা পেলেন না নুসরত, বরং তাকে বসতে হল পিছনের সিটে। কারণ সেই জায়গার অধিকার এখন তাঁদের ছেলে ঈশানের।
🔹নুসরতের কথায়, "আগে যশ গাড়ি চালালে পাশে আমি বসতাম। তবে এখন আর তা হওয়ার উপায় নেই। এই যেমন 'ভ্যালেন্টাইন্স ডে'তে যশের পাশে সিটে ঈশান, দু'জনে সামনে আর আমি পিছনে বসলাম। তবে আমি সব সময় চাই ওই জায়গাটা ঈশানের থাকুক, আমার সন্তানদের জন্য খুশি মনে আমি জায়গা ছেড়ে দিতে রাজি।"
🔹এই মুহূর্তে সন্তান, বাড়ি এবং নিজেদের প্রযোজনা সংস্থার আগামী ছবি 'আড়ি' নিয়ে অত্যন্ত ব্যস্ত যশ-নুসরত দু'জনেই। এখন নিজেদের সন্তানকে নিয়ে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করেন তাঁরা। প্রথমে পরিবার এবং তারপর কাজ, এইভাবেই নিজেদের জীবন গুছিয়ে নিয়েছেন যশ-নুসরত।▪️

'বিয়ে করার জন্য প্রেম করব, না হলে করব না..', প্রেম নিয়ে কী মত অদ্রিজার?🔸প্রেম দিবসে কেউ নিঃশব্দে ভালোবাসা প্রকাশ করছেন...
18/02/2025

'বিয়ে করার জন্য প্রেম করব, না হলে করব না..', প্রেম নিয়ে কী মত অদ্রিজার?
🔸প্রেম দিবসে কেউ নিঃশব্দে ভালোবাসা প্রকাশ করছেন প্রেমিকার কাছে, কেউ আবার বড় পার্টির আয়োজন করেছেন। ভালোবাসার সংজ্ঞা সকলের কাছে এক হয় না তবে ভালোবাসা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। ভালোবাসা দিবসে প্রেম নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন অভিনেত্রী অদ্রিজা রায়।
🔹অনুপমা খ্যাত অদ্রিজা ভালোবাসা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, আমি ভীষণ খোলামেলা প্রকৃতির মানুষ।তবে আমি এখন সিঙ্গল আছি। তবে আমি যদি কখনও কোনও সম্পর্কে যাই, তাহলে বিয়ে করার জন্যই সেই সম্পর্কে যাব। ভালোবাসা নিয়ে আমি ভীষণ সিরিয়াস।
🔸অদ্রিজা আরও বলেন, আমার জীবনে ভালোবাসা এলে সেটা সবার সঙ্গে সেলিব্রেট করবো না প্রাইভেট রাখবো সেটা এখন থেকে বলতে পারব না, এটুকু বলতে পারি যে মানুষটা আমার জীবনে আসবে সে প্রচন্ড স্পেশাল হবে। যদি আমার সম্পর্কটা প্রাইভেট থাকে তাহলে তাকে প্রাইভেট সেলিব্রেট করব আর যদি সকলের সামনে চলে আসে তখন অবশ্যই সকলের সামনেই সেলিব্রেট করব।
🔸সিচুয়েশনশিপ অথবা শো অফ সম্পর্কের পৃথিবীতে ভালোবাসার সংজ্ঞা দিতে গিয়ে অদ্রিজা বলেন, সত্যি কথা বলতে কিছু কিছু সময় শো অফ করাটা প্রয়োজন, কিন্তু আমার পার্টনার যদি সোশ্যাল মিডিয়ায় শো অফ করা পছন্দ না করে তাহলে আমি একদমই করবো না। আমি নিজে খোলামেলা মানুষ হয়েও এটুকু বলতে পারি আমি আমার ভালবাসার মানুষের কথা রাখব। তবে আমার কাছে সোশ্যাল মিডিয়া পোস্ট মানে শুধুই শো অফ নয়, হৃদয় দিয়ে পোস্ট করা একটি অনুভূতি।
🔹অদ্রিজা আরও বলেন, সিচুয়েশনশিপ অথবা ফ্লার্টিং আমি একদমই পছন্দ করি না, হয়তো তার জন্যই আমি এখনও সিঙ্গল রয়েছি। তবে অনুপমায় যখন ভ্যালেন্টাইন ডে শ্যুট করা হয়েছিল তখন ভীষণ মজা হয়েছিল, যদিও শুটিংয়ের প্রতিদিন ভীষণ মজা হয় তা রোমান্টিক সিন হোক বা কোনও গানের দৃশ্য।▪️

অভিমানী লাজ্জো কি সত্যি ঝাঁপ দেবে কুয়োয়? 'তেঁতুলপাতা'র ঘরের কিস্‌সা ফাঁস করলেন আভেরী🔹বাঙালি পরিবারে বিয়ে হয়েছিল তার, কিন...
18/02/2025

অভিমানী লাজ্জো কি সত্যি ঝাঁপ দেবে কুয়োয়? 'তেঁতুলপাতা'র ঘরের কিস্‌সা ফাঁস করলেন আভেরী
🔹বাঙালি পরিবারে বিয়ে হয়েছিল তার, কিন্তু মনে-প্রাণে কি আজও সে গোঁড়া বিহারি পরিবারের সন্তান? ছেলে নিজের পছন্দে বিয়ে করেছে বলে আত্মঘাতী হতে চায় লাজ্জো!
🔸ধারাবাহিকের নাম 'তেতুঁলপাতা'। পরিবারের সকলে যে সুজন তা নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। না হলে আর বাড়ির নাম কেন 'তেঁতুলপাতা' রাখা হবে!
🔹আভেরী জানান, সারা বছর লাজ্জো মেটে সিঁদুর পরলেও বিজয়ার দিনে লাল পাড় সাদা শাড়ির সঙ্গে, শাঁখা-পলা, লাল সিঁদুরে নিজেকে সাজায়। শুধু তা-ই নয়, বাড়ির নতুন বৌ ঝিল্লিকে সে বার সে-ই শিখিয়ে দিয়েছিল দুর্গাবরণের পারিবারিক রীতি। আবার, দু'সপ্তাহের মধ্যেই তেঁতুলপাতা বাড়িতে শুরু হয়েছিল ছটপুজো। সে দিন সকলেই লাজ্জোর সঙ্গে পুজো দিয়েছিল ভোরবেলায়।
🔸এমন চিত্রনাট্যের পিছনে কি কোনও ভাবে বাঙালির ঘরের পাশে বিহারি প্রতিবেশীর সংখ্যাবৃদ্ধির প্রভাব রয়েছে? বাংলা ধারাবাহিকের প্রতি তাঁদেরও আকৃষ্ট করার প্রয়াস কাজ করছে? প্রশ্ন করায় অভিনেত্রী সাফ জানালেন, তাঁর এমন মনে হয় না। আভেরীর কথা, 'বাংলা সাহিত্যে তো অনেক দৃষ্টান্ত রয়েছে যা 'পশ্চিম'-এর প্রেক্ষাপটে, সেখানে অনেক দেহাতি চরিত্র রয়েছে। সতীনাথ ভাদুড়ি প্রধান পুরুষ। তাঁর সঙ্গে কোনও ভাবেই তুলনীয় নয়, তবু এ ধারাবাহিকের কাহিনি পরম্পরায় উঠে এসেছে আশপাশের সংস্কৃতি। সে তো স্বাভাবিক।'▪️

কার কখন ভাগ্য বদলায়, তা কেউ বলতে পারে না— প্রচলিত এই কথাকেই যেন সত্য প্রমাণ করলেন মহাকুম্ভের 'ভাইরাল গার্ল' মোনালিসা। গি...
18/02/2025

কার কখন ভাগ্য বদলায়, তা কেউ বলতে পারে না— প্রচলিত এই কথাকেই যেন সত্য প্রমাণ করলেন মহাকুম্ভের 'ভাইরাল গার্ল' মোনালিসা। গিয়েছিলেন মেলায় পুঁতির মালা বিক্রি করতে। সেখানেই কোনও এক নেটপ্রভাবীর ক্যামেরায় বন্দি হন। তাতেই কেল্লাফতে, রাতারাতি ভাইরাল। পুণ্যস্নানের পাশাপাশি মহাকুম্ভের অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন এই ষোড়শী।
🔹ইতিমধ্যেই অভিনয়ের জন্য ডাক পেয়েছেন। ডাক পাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য। সম্প্রতি কোঝিকোড় গিয়েছিলেন মোনালিসা। প্রথম বার বিমানসফরের আগে কী করেন তিনি?
🔸পরিচালক সনোজ মিশ্রর সঙ্গে প্রথম বার বিমানে চাপেন মোনালিসা। বিমানবন্দরে তাঁকে দেখা গিয়েছিল সবুজ সালোয়ার, খোলা চুল, চোখে রোদচশমায়। তাঁর এমন পোশাক সচেতনতার প্রশংসা হয়েছে নেটপাড়ায়। যদিও বিমান ওঠার আগে বাবাকে জড়িয়ে ধরেন তিনি। তার পরই চোখ ছলছল করে ওঠে মেয়ের। 'দ্য মণিপুর ডায়েরি' ছবিতে ইতিমধ্যেই অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মোনালিসা। সনোজ মধ্যপ্রদেশের খরগোন জেলার মাহেশ্বর গ্রামে মোনালিসার বাড়ি গিয়ে ছবির প্রস্তাব দিয়েছেন। সেই ছবি সনোজই ভাগ করে নিয়েছিলেন সমাজমাধ্যমে। ফেব্রুয়ারি মাসেই শুটিং শুরু করবেন পরিচালক। তবে মোনালিসা বা তাঁর পরিবারের সঙ্গে কী কথা হয়েছে, তা জানাতে নারাজ সনোজ। পরিচালকের দাবি, তিনি মোনালিসার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন, অভিনয় শিক্ষার দায়িত্বও তাঁর।▪️

'রক্তবীজ ২'-এর কাস্টিংয়ে চমক! আবির-মিমির সঙ্গে দেখা যাবে নুসরতকেও🔸তেইশের পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল 'রক্তবীজ'। ...
18/02/2025

'রক্তবীজ ২'-এর কাস্টিংয়ে চমক! আবির-মিমির সঙ্গে দেখা যাবে নুসরতকেও
🔸তেইশের পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল 'রক্তবীজ'। এবছরের পুজোয় মুক্তি পাবে ছবিটির সিকুয়েল। গত মাসেই প্রকাশ্যে এসেছিল মোশন পোস্টার। এবার জানা গেল, ছবিতে আবির-মিমির পাশাপাশি থাকতে চলেছেন নুসরতও। তেমনই গুঞ্জন টলিপাড়ায়। কেবল নুসরতই নন, ছবিটিতে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ ও কৌশানিকেও।
🔹এখন থেকেই ছবিটি ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে। আর এই অবস্থাতেই নতুন চমক তৈরি করল নুসরতের ‘এন্ট্রি’।কোন ভূমিকায় দেখা যাবে নুসরতকে? সেই বিষয়ে এখনই কিছু বলতে নারাজ ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা। আসলে শিবপ্রসাদ-নন্দিতার ছবি মানেই চমক। কাজেই জনপ্রিয় এই অভিনেত্রীকে যে বিশেষ কোনও চরিত্রে ভাবা হবে তা নিশ্চিত।
🔸২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার 'রক্তবীজ' একের পর এক রেকর্ড গড়েছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুলপ্রশংসিত হয়েছে 'পুলু' ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিকুয়েলে কোন চমক দেবেন টলিপাড়ার 'হিট মেশিন' পরিচালকদ্বয়, নজর থাকবে সেদিকে। প্রথম ছবিটিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটকে ব্যবহার করা হয়েছিল। এবার নন্দিতা-শিবপ্রসাদ কোন বাস্তব ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলবেন, সেটা এখনও অধরা। গত মাসে মুক্তি পেয়েছিল ছবির মোশন পোস্টার। দশ সেকেন্ডের ঝলকে দেখা যায় রুক্ষ জমির ওপর একফোঁটা রক্ত থেকেই চারদিকে ছড়িয়ে পড়ছে রক্তবীজ। ক্রমে সেখানেই ফুটে উঠছে 'রক্তবীজ ২' ছবির নাম। গুঞ্জন রয়েছে ছবিতে নাকি সোহম চক্রবর্তীকেও দেখা যেতে পারে। সব মিলিয়ে ছবি ঘিরে গুঞ্জন ক্রমেই বাড়ছে।
🔹গত বছরের মতো এবারও পুজোর সময় বাংলা ছবি ঘিরে ঝড় উঠবে। পুজোর স্লট বুক করে রেখেছে দেব, ধ্রুব বন্দ্যোপাধ্যায় জুটি। 'রঘু ডাকাত' নিয়েও চর্চা শুরু হয়েছে। ফলে ‘রক্তবীজ ২’-কে যে কড়া টক্করে পড়তে হবে তা বলাই যায়।▪️

লম্বায় ছুঁয়েছে বাবার কাঁধ! হৃদান যেন হৃতিকের জেরক্স কপি, কবে আসছে অভিনয়ে?🔹বলিউডের গ্রিক গড বলা হয় হৃতিক রোশনকে। তারকা থে...
18/02/2025

লম্বায় ছুঁয়েছে বাবার কাঁধ! হৃদান যেন হৃতিকের জেরক্স কপি, কবে আসছে অভিনয়ে?
🔹বলিউডের গ্রিক গড বলা হয় হৃতিক রোশনকে। তারকা থেকে সাধারণ মানুষ, সকলেই অভিনেতার সৌন্দর্যে থাকে মুগ্ধ। তবে এবার চর্চায় অভিনেতার ছেলে হৃদান। সম্প্রতি এক ইভেন্টে দেখা মিলল তাঁর। আর তারপর থেকেই চর্চায় এই তারকা-সন্তান। নেটিজেনদের দাবি, 'এ তো বাবার জেরক্স কপি'।
🔸রবিবার হৃদান তাঁর বাবা হৃতিকের সঙ্গে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ডকুমেন্টারি সিরিজ দ্য রোশনসের সাফল্য উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।
🔹পরিবারের সবাই একসঙ্গে ছবি তোলার সময়, বেশ কয়েকটি ভিডিয়ো অনলাইনে ছড়িয়ে পড়লে, তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। হৃতিক ও সুজন খানের ছেলে হৃদান।
🔸আপাতত হৃদানকে দেখে অনেকের মনেই প্রশ্ন, সে কি বলিউডে পা রাখতে চলেছে? কারও কারও আবার মন্তব্য, 'হৃতিকের মুখ, কিন্তু সুজনের চোখ'। তৃতীয়জন আবার লেখেন, 'বাবার কাঁধ ছুঁয়ে ফেলছে তো…'। আরেকজন আবার লিখেছেন, 'আপকামিং সুপারস্টার'। সব মিলিয়ে হৃতিক-পুত্রকে ঘিরে চর্চার পারদ তুঙ্গে।
🔹এই অনুষ্ঠানের জন্য হৃতিক কালো ডেনিম জ্যাকেট, ট্রাউজার পরেছিলেন। এই পার্টিতে হৃতিকের বাবা রাকেশ রোশন, মা পিঙ্কি রোশন এবং বোন সুনয়না রোশনও উপস্থিত ছিলেন। রেখা, অনুপম খের, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, আমিশা প্যাটেল, বাণী কাপুরের মতো সেলিব্রিটিরাও উপস্থিত ছিলেন।
🔸হৃতিক এবং সুজানের বিচ্ছেদ
হৃতিক এবং সুজন খান ২০০০ সালে গাঁটছড়া বাঁধেন। অভিনেতা তার বাবা রাকেশ রোশনের রোমান্টিক সিনেমা কহো না প্যায়ার হ্যায় দিয়ে আত্মপ্রকাশ করেন। ২০০৬ ও ২০০৮ সালে যথাক্রমে দুই পুত্র রেহান ও হৃদানের বাবা-মা হন তাঁরা। তবে এরপর সবাইকে অবাক করে দিয়ে, ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের।
🔸বিচ্ছেদের বেশ অনেকগুলো বছর পর, নিজের প্রেম-সম্পর্ক অফিসিয়াল করেছেন হৃতিক রোশন। বর্তমানে তিনি ডেট করছেন সাবা আজাদকে। এমনকী, এদিনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন সাবা। এমনকী, হৃদান ও সাবার মধ্যেকার কেমিস্ট্রিও নজর কাড়ে নেটপাড়ার।হৃতিকের মতো নতুন করে জীবন শুরুর সিদ্ধান্ত নিয়েছেন সুজন খান-ও। টিভি অভিনেতা আরসালান গোনির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।
🔹কাজের সূত্রে, হৃতিককে আগামীতে অয়ন মুখার্জির অ্যাকশন থ্রিলার ওয়ার ২-তে সুপারস্পাই কবীরের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দের ১০১৯ ব্লকবাস্টার ওয়ার-এর সিক্যুয়েল এটি। আদিত্য চোপড়ার ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পরবর্তী কিস্তি 'ওয়ার ২'।▪️

'৯ ঘণ্টা আমি...', সৃজিতের ছবিতে অভিনয়ের সুযোগ! বড় খেসারত দিতে হচ্ছে কৌশানীকে🔹কথায় বলে, 'দায়িত্ব বাড়লে কাজের চাপও বাড়ে...
18/02/2025

'৯ ঘণ্টা আমি...', সৃজিতের ছবিতে অভিনয়ের সুযোগ! বড় খেসারত দিতে হচ্ছে কৌশানীকে
🔹কথায় বলে, 'দায়িত্ব বাড়লে কাজের চাপও বাড়ে'। আর এই প্রবাদই বোধহয় এবার হাড়েহাড়ে টের পাচ্ছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'কিলবিল সোসাইটি'তে অভিনয় করছেন কৌশানী। এটিই তাঁর সৃজিতের সঙ্গে প্রথম কাজ।
🔸আর এই ছবি করতে গিয়েই কালঘাম ছুটেছে নায়িকার। ৬০ ঘণ্টা ধরে টানা শুটিং। নায়িকা জানাচ্ছেন, '৬০ ঘণ্টার মধ্যে মাত্র ৯ ঘণ্টা আমি ঘুমোনোর সুযোগ পেয়েছি।'
🔹ঘেমেনেয়ে ক্লান্ত, তবু শুটিংয়ের বিরাম নেই। গ্ল্যামার ছেড়ে এই ছবিতে কৌশানী যেন মাটির আরও কাছে। ছবিটি সৃজিতের হেমলক সোসাইটিরই দ্বিতীয় অধ্যায়। কৌশানীর বিপরীতে এই ছবিতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এ ছাড়াও দেখা যাবে সন্দীপ্তা সেনকেও।
🔸ইন্ডাস্ট্রিতে কড়া ধাঁচের পরিচালক হিসেবে বেশ নামডাক রয়েছে সৃজিতের। শিল্পীরা বলেন, তিনি নাকি বেশ খুঁতখুঁতে। কৌশানীর ক্ষেত্রেও একই নিয়ম। মধ্যিখানে ভাল কাজের বড় খেসারত দিচ্ছেন নায়িকা। এর আগে হেমলকে কাজ করেছিলেন পরম ও কোয়েল মল্লিক। তবে কোয়েল সদ্য মা হয়েছেন। তাই আপাতত ছবি থেকে খানিক দূরেই তিনি। ছবিটির জন্য পরিচালকের পছন্দ অবশ্য ছিলেন মিমি চক্রবর্তী।
🔹তবে সূত্রের খবর, বেশ কিছু দৃশ্যের কারণেই নাকি রাজি হননি নায়িকা। সুযোগ পান কৌশানী। বিগত দেড় বছর ধরে নতুন যাত্রা শুরু হয়েছে কৌশানীর। রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়', শিবপ্রসাদের 'বহুরূপী' আর এখন সৃজিতের এই ছবি-- কৌশানী এক্সপ্রেস চলছে দুর্বার গতিতে।▪️

সোহেলের সঙ্গে ভাঙা প্রেম জুড়ে নিলেন তিয়াশা! কেন মেনে চলতে চান প্রেমিকের সব কথা?🔹তাঁদের বন্ধুত্ব দীর্ঘ দিনের। তার পর ধীর...
18/02/2025

সোহেলের সঙ্গে ভাঙা প্রেম জুড়ে নিলেন তিয়াশা! কেন মেনে চলতে চান প্রেমিকের সব কথা?
🔹তাঁদের বন্ধুত্ব দীর্ঘ দিনের। তার পর ধীরে ধীরে প্রেমে পড়েছেন দু'জন দু'জনের। তাঁরা টেলিভিশনের অন্যতম চর্চিত মুখ। এক জন তিয়াশা লেপচা, অন্য জন সোহেল দত্ত। তিয়াশাকে আজও মানুষ মনে রেখেছেন 'কৃষ্ণকলি' হিসাবে। এই মুহূর্তে অবশ্য পর্দায় তিনি 'রোশনাই'। অন্য দিকে শিশুশিল্পী হিসাবে ছোট থেকে পর্দার সামনে সোহেল।
🔸সে সব অনেক দিনের কথা। এই মুহূর্তে 'মিত্তির বাড়ি' ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে।২০২৩ সালে সোহেলের সঙ্গে প্রেমের খবরে সিলমোহর দিয়েছিলেন তিয়াশা। কিন্তু মাস কয়েক যেতে না যে ছন্দপতন। মন ভাঙার কথা আকারে-ইঙ্গিতে সমাজমাধ্যমে জানান অভিনেত্রী। যদিও এই প্রেম দিবসে ফের এক হলেন সোহেল-তিয়াশা। কিন্তু প্রেমে এ ভাবে বিরতি নিয়ে ফিরে আসা কি সম্ভব? আনন্দবাজার অনলাইনকে জানালেন অভিনেত্রী।
🔹তিয়াশা অকপটে জানালেন, প্রেম ছিল। তবে মনোমালিন্য এতটাই বেড়ে গিয়েছিল, আলাদা হয়ে গিয়েছিলেন। তাঁর কথায়, ''আসলে আমাদের ভুল বোঝাবুঝি বেড়ে গিয়েছিল এক সময়। তখনই আলাদা হই। কিন্তু আলাদা থাকতে গিয়ে বুঝলাম সোহেলের অভাব অনুভব করছি। কারণ ওর মতো আর কেউ আমার খেয়াল রাখতে পারে না। তবে শুধু আমি না। সোহেলও বুঝতে পেরেছে আমরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারব না।''
🔹প্রেম ভাঙার ক্ষেত্রেও নিজের ঘাড়েই সব দায় নিয়েছেন তিয়াশা। তাঁর দাবি, এ জন্য দায়ী ছিল তাঁরই একরোখা মনোভাব। সোহেল নাকি বরাবরই সঠিক দিশা দেখানোর চেষ্টা করতেন। নিজের মর্জির মালিক তিয়াশাই সে সব মানতে চাইতেন না। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ''বিচ্ছেদের পর বুঝেছি, ওর কথা একবাক্যে মেনে চলব। সোহেল যদি কিছু নিষেধ করে, ওর কথা মেনে নেব। কারণ আমি সিদ্ধান্ত নিতে পারি না, মানুষ চিনতে ভুল করি, যেটা সোহেল পারে।' তিয়াশা মনে করেন, এমন কিছু মানুষের জন্য তিনি এর আগে সোহেলের সঙ্গে বিবাদে জড়িয়েছেন, যাঁরা আদতে তাঁর বন্ধু নয়।
🔸বোঝাই যায়, তিয়াশা জীবন সম্পর্কে গভীর বোধ থেকেই ভালবাসার হাত ধরতে রাজি। প্রেমের মাস ফাল্গুনেই তাঁরা এক হয়েছেন ফের। জানিয়েছেন অনুরাগীদেরও। তবে প্রেমের আবেগে গা ভাসাতে নারাজ সোহেল-তিয়াশা। তাঁরা দু'জনেই বাস্তববাদী। তাই 'আই লভ ইউ' বলে প্রেম জাহির করায় বিশ্বাসী নন। যদিও তিয়াশা বলেন, ''ও আমার জীবনে এমন একজন মানুষ যাকে আমার সব কিছু বলতে পারি। না বলতে পারলেই অস্বস্তি হয়। ও কী করছে, কোথায় যাচ্ছে, আমি কী করছি, কোথায় যাচ্ছি— দু'জনেই সবটা জানি।'' তিয়াশা মনে করেন মনোমালিন্যের পর কাছাকাছি আসাটা খুব দরকার ছিল। যদিও এই মুহূর্তে বিয়ের পরিকল্পনা করতেও চাইছেন না। সেই দায়িত্বটা পরিবারের উপর ছেড়েছেন। নিজেরা আপাতত ভাল থাকতে চান, উপভোগ করতে চান পরস্পরের সঙ্গ।
🔹তবে তিয়াশার একটি বিশেষ সাধ রয়েছে। বিয়ের আগে তিনি সোহেলের সঙ্গে অন্তত একটি ধারাবাহিকে কাজ করতে চান। মজা করে নিজেই বলেছেন, 'সোহেল অবশ্য মনে করছে আমার এই সাধ নাকি আসলে ওকে খানিকটা চোখে চোখে রাখার জন্য।'▪️

মনখারাপ করে নয়, তথাগত-র সঙ্গে সম্পর্ক ভাঙলেও জীবনকে কোথায়, কীভাবে উদ্‌যাপন করছেন বিবৃতি?🔸কাজের পাশাপাশি নেটপাড়ায় চর্চিত...
18/02/2025

মনখারাপ করে নয়, তথাগত-র সঙ্গে সম্পর্ক ভাঙলেও জীবনকে কোথায়, কীভাবে উদ্‌যাপন করছেন বিবৃতি?
🔸কাজের পাশাপাশি নেটপাড়ায় চর্চিত বিবৃতি চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক। অভিনেত্রীর ব্যক্তিগত নিয়ে দর্শকের মনে কৌতূহলের শেষ নেই। মডেল হিসাবেও ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়। অভিনেত্রীর লড়াকু মনোভাবের ঝলক মাঝেমধ্যেই প্রকাশ পায় সমাজমাধ্যমে। পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একটা সময় বহু চর্চা হয়েছে টলিপাড়া থেকে নেটপাড়ায়।
🔹যদিও এইমুহূর্তে 'সিঙ্গল' বিবৃতি। তবে সম্পর্ক ভাঙলেও তিনি ভেঙে পড়তে নারাজ। তাই তো নিজের তন্বী চেহারাকে আরও আকর্ষণীয় করে তোলার বিষয়ে মনোযোগী হয়েছেন তিনি। সমাজমাধ্যমে নিজের শরীরচর্চার একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, রেয়ার ডেল্ট এবং ট্র্যাপস অর্থাৎ কাঁধের পিছনের মাংসপেশি সুডৌল করার যন্ত্রের সামনে বসে রয়েছেন অভিনেত্রী। তবে ব্যায়াম করার সময়েও তাঁর মাথায় ঘুরছে চটপটে, নোনতা খাবারের কথা। কোন খাবার? সেই জবাবও একটি মজাদার ইমোজির সাহায্যে জানিয়েছেন বিবৃতি। নিজের মাথার উপরে বাবলের ইমোজিতে দেখা যাচ্ছে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইজ ভর্তি ঠোঙার ছবি।
🔸প্রসঙ্গত, খাতায় কলমে স্বামী স্ত্রী হলেও গত তিন বছর এক ছাদের তলায় থাকে না তথাগত-দেবলীনা। বিবৃতির নাম না তুলে দেবলীনা তাঁর এবং তথাগতর জীবনে এক 'মধ্যবর্তিনী'র কথা তুলে বলেছিলেন, "যে খবর তৈরি করা হয়েছে, ছড়ানো হয়েছে- সেটা মিথ্যে। গত তিন বছরে কেউ ছিল না ওর জীবনে, কোনও প্রেম ছিল না। গত তিন বছরে যে মধ্যবর্তিনী খবরের শিরোনামে এসেছেন, তাঁর সঙ্গে 'প্রেমে আছি'- এই কথাটা ও বলেনি কেন?
🔹অন্য দিকে শোনা যাচ্ছে, তথাগতর জীবনে এসেছেন একজন বিশেষ মানুষ। খবর, পরিচালক তাঁরই 'রাস' ছবির এক সহকারী পরিচালকেই মন দিয়েছেন। তাঁর নাম, আলোকবর্ষা বসু। তাঁর উপরেই মন মজেছে 'ভটভটি' পরিচালকের। দিন কয়েক আগে হঠাৎ-ই তথাগতর প্রেমের খবর ছড়িয়ে পড়ে।▪️

ছোটপর্দায় ফিরলেন বাসবদত্তা! নতুন চরিত্রে কোন ধারাবাহিকে ফের মন জয় করবেন অভিনেত্রী?🔹দর্শকের মনোরঞ্জনের জন্য ফিরেছে ১০০ ...
18/02/2025

ছোটপর্দায় ফিরলেন বাসবদত্তা! নতুন চরিত্রে কোন ধারাবাহিকে ফের মন জয় করবেন অভিনেত্রী?
🔹দর্শকের মনোরঞ্জনের জন্য ফিরেছে ১০০ পর্বের টেলি সিরিজ। যা একসময় দর্শক মহলে বেশ জনপ্রিয় ছিল। সেই রকমই দুরদর্শনে শুরু সাপ্তাহিক টেলি সিরিজ। নাম 'হরি ঘোষের গোয়াল'। পরিকল্পনায় কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। এই সাপ্তাহিক টেলি সিরিজের পরিচালনায় রয়েছেন নন্দিনী চট্টোপাধ্যায়।
🔸ভরপুর কমেডিতে মোড়া এই সিরিজ। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে 'ঘোষ বাড়ি'। আর সেই বাড়ির কর্তা হরি প্রসন্ন ঘোষ। এই চরিত্রে রয়েছেন অভিনেতা বিশ্বনাথ বসু।
🔹ঘোষ বাড়িকে ঘিরে এগোয় নানা মজার গল্প। গল্পের সৌজন্যে দেখা গিয়েছে নতুন চরিত্রদের। সেই তালিকায় এবার যোগ হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে নিজেই এই সুখবর ভাগ করেছেন অভিনেত্রী।
🔸ছোটপর্দায় মাধ্যমে অভিনয় জগতে পথ চলা শুরু করলেও বড়পর্দা থেকে ওটিটির দুনিয়ায় নজর কেড়েছেন বাসবদত্তা। টেলিভিশনের পরিচিত মুখ বলে তাঁকে সাদরে গ্রহণ করেছেন দর্শক মহল। ছোটপর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছিল জি বাংলার 'কার কাছে কই মনের কথা'য়। আগামীতে মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি 'ঘাসফুল'। ছবিতে দেখা যাবে দেবশঙ্কর হালদার ও সৌমিলি বিশ্বাসকে।▪️

চুপিসারে বিয়ে সারলেন গায়ক অনুভ জৈন! পাত্রী উচ্চশিক্ষিতা, কী করেন তিনি?🔸জেন জি'র পছন্দের গায়ক অনুভ জৈন। সদ্য ব্রেকআপ হওয়া...
18/02/2025

চুপিসারে বিয়ে সারলেন গায়ক অনুভ জৈন! পাত্রী উচ্চশিক্ষিতা, কী করেন তিনি?
🔸জেন জি'র পছন্দের গায়ক অনুভ জৈন। সদ্য ব্রেকআপ হওয়া তরুণীর কলার টিউন তিনি। সেই অনুভই শত শত তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করে ফেললেন চুপিসারে। পাত্রী তাঁর ছোট্টবেলার প্রেমিকা। যোগ নেই সঙ্গীত জগতের সঙ্গেও। তবে সেই কন্যের পড়াশোনা কিন্তু বহুদূর।
🔹কী করেন অনুভের স্ত্রী?
তাঁর নাম হৃদি নারাং। ইনস্টাগ্রামে ফলোয়ার মোটে ৪৫০। মার্কেটিংয়ে ব্যাচেলর ডিগ্রি রয়েছে তাঁর। মাস্টার্স করেছেন ওই একই বিষয় নিয়ে। তবে এ দেশে নয়, সিডনি থেকে কোর্স করেছেন হৃদি। ২০১৬ সালে শিক্ষিকা হিসেবে প্রথম কাজ শুরু করেন তিনি। এরপর এভিএ, অগিলভি, রেফিনিটিভ সহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থায় কখনও অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, আবার কখনও বা ব্র্যাণ্ড ম্যানেজর হিসেবে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে তিনি রয়েছেন নয়া দিল্লির কালেক্টিভ আর্টিস্ট নেটওয়ার্কের ক্যাম্পেন ম্যানেজার পদে।
🔸২০২১ সালেই প্রেমিকার কথা প্রকাশ্যে আনেন অনুভ। তবে সম্পর্ক নিয়ে পিডিএ অর্থাৎ মাতামাতি করতে দেখা যায়নি তাঁকে। অবশেষে বিয়ে করলেন অনুভ-হৃদি। ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে ভাগ করলেন বিশেষ দিনের বিশেষ মুহূর্ত।▪️

ঈদে রিলিস হচ্ছে ''সিকান্দার'' ! ভরপুর একশনের প্রমিস করলেন ভাইজান🔸নিজের পরবর্তী মুভি ''সিকান্দার''- এর পোস্টার রিলিস করলে...
18/02/2025

ঈদে রিলিস হচ্ছে ''সিকান্দার'' ! ভরপুর একশনের প্রমিস করলেন ভাইজান
🔸নিজের পরবর্তী মুভি ''সিকান্দার''- এর পোস্টার রিলিস করলেন বলিউডের ভাইজান সালমান খান। তার সাথে সাথে নিজের ভক্তদের জন্য একটি একশন প্যাকড ঈদ উপহার দেওয়ার প্রমিস করলেন তিনি। এই পোস্টারে সালমান খানের অনবদ্য লুকস দারুন নজর কেড়েছে নেটিজেনদের। সকলেই ভাইজানের একটি একশনে ভরপুর মুভি দেখার জন্য অনেকদিন মুখিয়ে ছিলেন।
🔹আর এবার নিজের ভক্তদের এই প্রতীক্ষা পূরণ করতে আবার হাজির হচ্ছেন ভাইজান।▪️

একহাতে ব্রেস্ট পাম্প, অন্য হাতে শ্যাম্পেন! 'ভুল বার্তা', রাধিকা আপ্তের সমালোচনায় নেটপাড়া🔹ফের বিতর্কে রাধিকা আপ্তে। অন্ত...
18/02/2025

একহাতে ব্রেস্ট পাম্প, অন্য হাতে শ্যাম্পেন! 'ভুল বার্তা', রাধিকা আপ্তের সমালোচনায় নেটপাড়া
🔹ফের বিতর্কে রাধিকা আপ্তে। অন্তঃসত্ত্বা হতে না চেয়েও তিনি গর্ভধারণ করেছেন এমন এক মন্তব্য করেছিলেন তিনি। তা নিয়ে সমালোচিত হতে হয়েছিল তাঁকে। এবার বিতর্ক ঘনাল অন্য কারণে। গত ডিসেম্বরেই মা হয়েছেন অভিনেত্রী। এবার তাঁকে দেখা গেল এক হাতে শ্যাম্পেন, অন্য হাতে ব্রেস্ট পাম্প নিয়ে ছবি তুলতে।
🔸সম্প্রতি বাফটা অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। আর সেখানেই শৌচাগারের ভিতরে এই ভঙ্গিতে দেখা গিয়েছে রাধিকাকে। তিনি ইনস্টায় পোস্ট করেছেন ছবি। দাবি করেছেন, তাঁকে সাহায্য করেছেন নাতাসা নামের এক মহিলা। যার ফলে একদিকে ব্রেস্ট পাম্প করা সম্ভব হয়েছে। অন্যদিকে শ্যাম্পেন পান করার সুযোগও মিলেছে। তিনি লিখলেন, 'নতুন মা হলে কাজ করাটা কঠিন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন যত্ন খুবই বিরল।'
🔹সোশাল মিডিয়ায় এই ছবি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। এক নেটিজেনের দাবি, 'আমি দুঃখিত রাধিকা। কিন্তু এই ছবি ভুল বার্তা পৌঁছে দেবে। আপনি যদি স্তন্য বের করার সময় পানও করেন তাহলে সেই দুধে অ্যালকোহল মিশে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। ফলে আপনার শিশুর শরীরেও তা প্রবেশ করবে। যা ওর জন্য অত্যন্ত অস্বাস্থ্যকর।'
🔸তবে অন্য একজন দাবি করেছেন, এতে কোনও সমস্যা নেই। সন্তানকে স্তন্যপান করানোর সময় শ্যাম্পেন পান করায় কোনও ক্ষতি নেই। এভাবেই নানা মত ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়। সব মিলিয়ে বিতর্ক ক্রমেই দানা বেঁধেছে। অধিকাংশই কিন্তু প্রশ্ন তুলেছেন, সন্তানকে স্তন্যপান করানোর সময় মদ্যপান করার প্রয়োজনটাই বা কী?
🔹গত বছরের শেষ মাসে, সকলকে নিজের মা হওয়ার খবর শোনান রাধিকা আপ্তে। তার আগে গত ১৭ আক্টোবর আচমকাই বেবিবাম্প-সহ ছবি পোস্ট করেন তিনি। যদিও ক্যাপশনে নিজের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে সেই সময় কোনও কথা লেখেননি অভিনেত্রী। তবে ছবি দেখেই নায়িকার অনুরাগী ও সহকর্মীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।▪️

বলিউডের হার্টথ্রব ভিকি কৌশল দীর্ঘদিন ধরে আলোচনায় না থাকলেও, তিনি ফিরে এসেছেন 'ছাওয়া' সিনেমার মাধ্যমে। ক্যাটরিনা কাইফের স...
18/02/2025

বলিউডের হার্টথ্রব ভিকি কৌশল দীর্ঘদিন ধরে আলোচনায় না থাকলেও, তিনি ফিরে এসেছেন 'ছাওয়া' সিনেমার মাধ্যমে। ক্যাটরিনা কাইফের সঙ্গে তার সম্পর্কের কারণে কিছুটা গোপন জীবন কাটাচ্ছিলেন তিনি, তবে এবার তার কামব্যাকের সঙ্গে আবার কাঁপছে বলিউড। নতুন সিনেমা 'ছাওয়া' নিয়ে দারুণ সাড়া ফেলেছেন ভিকি কৌশল।
🔹সিনেমাটি ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় এবং ইতোমধ্যে বক্স অফিসে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।
'ছাওয়া' সিনেমার গল্প শিবাজির পুত্র ছত্রপতি শম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে তৈরি। ভিকি কৌশল এই চরিত্রে অভিনয় করেছেন এবং তার বিপরীতে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা। রশ্মিকা সিনেমাটিতে শম্ভাজি মহারাজের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও, সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা, ডায়না পেন্টি, এবং দিব্যা দত্ত। লক্ষ্মণ উতেকার পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন দীনেশ বিজন, এবং সিনেমাটির বাজেট ছিল প্রায় ১৪০ কোটি টাকা।
🔸মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পেলেও, দর্শকরা 'ছাওয়া' সিনেমাকে ব্যাপক সমর্থন জানিয়েছেন। প্রথম চারদিনেই সিনেমাটি ভারতে আয় করেছে ১৬৮.৬ কোটি টাকা, এবং বিদেশে আয় করেছে ২৭ কোটি টাকা। ফলে, বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৯৫.৬ কোটি টাকা।
🔹'ছাওয়া' সিনেমার মুক্তির আগেই কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল, বিশেষ করে এক গান নিয়ে আপত্তি ওঠে। তবে, নির্মাতারা গানটি সিনেমা থেকে বাদ দিতে বাধ্য হন। সুতরাং, সিনেমার মুক্তি প্রেক্ষাগৃহে দর্শক এবং সমালোচকদের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছিল, কিন্তু সিনেমার বক্স অফিস সাফল্য তার সব বিতর্ককে ছাপিয়ে গেছে।
🔸ভিকি কৌশলের কামব্যাকের পর, 'ছাওয়া' সিনেমা দর্শকদের কাছে তার অভিনয় দক্ষতা এবং নির্বাচিত চরিত্রের মাধ্যমে নতুন দিগন্ত খুলেছে। এটি চলতি বছরে তার প্রথম সিনেমা, এবং এটি তার ক্যারিয়ারের জন্য নতুন উচ্চতায় পৌঁছানোর অন্যতম সোপান হতে পারে।▪️

18/02/2025

অতিরিক্ত মদ্যপানের কারণেই কি ২৯ বছরেই থমকে গেলো একটি তরতাজা প্রাণ ?

18/02/2025

অবৈধভাবে বালি পাচার,বাজেয়াপ্ত -১টি ট্রাক্টর, গ্রেপ্তার-২,চার ঘন্টার মধ্যে বাইক উদ্ধার, খানাকুল থানার একের পর এক সাফল্য!

18/02/2025

ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে পরিদর্শনে গিয়ে চাষীদের সঙ্গে আলোচনায় পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী !

🔸হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিলেন খানাকুলের মাধ্যমিক পরীক্ষার্থী। পাশে আরামবাগ SDPO সুপ্রভাত চক্রবর্তী ও খানাকুল থানার...
18/02/2025

🔸হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিলেন খানাকুলের মাধ্যমিক পরীক্ষার্থী। পাশে আরামবাগ SDPO সুপ্রভাত চক্রবর্তী ও খানাকুল থানার ওসি মুন্সী হামিদুর রহমান ।
🔹জানা গেছে মাধ্যমিক পরীক্ষার্থীর নাম শ্যামলী ঘোড়ুই, নন্দনপুর একাডেমীর ছাত্রী। মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিলেন কুমারহাট হাইস্কুলে। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সে। খানাকুল থানার পুলিশ,স্কুল কর্তৃপক্ষ ও খানাকুল গ্রামীণ হাসপাতালের সহযোগিতায় পরীক্ষা কেন্দ্র কুমারহাট হাইস্কুল থেকে তাকে নিয়ে এসে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
🔸শারীরিক অসুস্থতার একটু উন্নতি হলে হাসপাতালের বেডে বসেই পরীক্ষা শুরু করে ওই মাধ্যমিক পরীক্ষার্থী শ্যামলী ঘোড়ুই।▪️

Address

Arambagh, Khanakul, Hooghly
Khanakul
712406

Alerts

Be the first to know and let us send you an email when রাজ্য বার্তা RAJYA BARTA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাজ্য বার্তা RAJYA BARTA:

Share