
18/02/2025
বিয়ের কয়েক বছরের মধ্যেই জায়গা বদল! 'ভ্যালেন্টাইনস ডে'তেও স্বামী যশ দাশগুপ্তর পাশে জায়গা পেলেন না নুসরত জাহান। সেই জায়গায় এখন অন্য কেউ। নুসরত নিজেই জানালেন সে কথা। কে দখল করে নিলেন নুসরতের জায়গা?
🔸সময়ের সঙ্গে বদলে যায় সম্পর্ক। ঠিক তেমনই কি বদল এল যশ-নুসরতের সম্পর্কে?প্রেম দিবসেও স্বামী যশের থেকে দূরে থাকতে হল নুসরতকে। এক অনুষ্ঠানে এসে এই ঘটনার কথা জানালেন অভিনেত্রী স্বয়ং। 'ভ্যালেন্টাইনস ডে'তে গাড়িতে স্বামী যশের পাশে জায়গা পেলেন না নুসরত, বরং তাকে বসতে হল পিছনের সিটে। কারণ সেই জায়গার অধিকার এখন তাঁদের ছেলে ঈশানের।
🔹নুসরতের কথায়, "আগে যশ গাড়ি চালালে পাশে আমি বসতাম। তবে এখন আর তা হওয়ার উপায় নেই। এই যেমন 'ভ্যালেন্টাইন্স ডে'তে যশের পাশে সিটে ঈশান, দু'জনে সামনে আর আমি পিছনে বসলাম। তবে আমি সব সময় চাই ওই জায়গাটা ঈশানের থাকুক, আমার সন্তানদের জন্য খুশি মনে আমি জায়গা ছেড়ে দিতে রাজি।"
🔹এই মুহূর্তে সন্তান, বাড়ি এবং নিজেদের প্রযোজনা সংস্থার আগামী ছবি 'আড়ি' নিয়ে অত্যন্ত ব্যস্ত যশ-নুসরত দু'জনেই। এখন নিজেদের সন্তানকে নিয়ে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করেন তাঁরা। প্রথমে পরিবার এবং তারপর কাজ, এইভাবেই নিজেদের জীবন গুছিয়ে নিয়েছেন যশ-নুসরত।▪️