Naksha নকশা

Naksha নকশা A Monthly Life Style E-magazine

আসছে বাংলার সবচেয়ে বড়ো পুজো সংখ্যা, নকশা, শারদীয়া ১৪৩১। রইল এবারের প্রবন্ধের দ্বিতীয় পর্বের ও অপ্রকাশিত প্রবন্ধের তালিকা...
08/09/2024

আসছে বাংলার সবচেয়ে বড়ো পুজো সংখ্যা, নকশা, শারদীয়া ১৪৩১।
রইল এবারের প্রবন্ধের দ্বিতীয় পর্বের ও অপ্রকাশিত প্রবন্ধের তালিকা।

আসছে বাংলার সবচেয়ে বড়ো পুজো সংখ্যা, নকশা, শারদীয়া ১৪৩১। রইল এবারের গল্পের দ্বিতীয় পর্বের তালিকা।
06/09/2024

আসছে বাংলার সবচেয়ে বড়ো পুজো সংখ্যা, নকশা, শারদীয়া ১৪৩১।
রইল এবারের গল্পের দ্বিতীয় পর্বের তালিকা।

আসছে বাংলার সবচেয়ে বড়ো পুজো সংখ্যা, নকশা, শারদীয়া ১৪৩১। রইল এবারের গল্পের প্রথম পর্বের তালিকা।
06/09/2024

আসছে বাংলার সবচেয়ে বড়ো পুজো সংখ্যা, নকশা, শারদীয়া ১৪৩১।
রইল এবারের গল্পের প্রথম পর্বের তালিকা।

আসছে বাংলার সবচেয়ে বড়ো পুজো সংখ্যা, নকশা, শারদীয়া ১৪৩১। রইল এবারের উপন্যাসের তালিকা।
06/09/2024

আসছে বাংলার সবচেয়ে বড়ো পুজো সংখ্যা, নকশা, শারদীয়া ১৪৩১।
রইল এবারের উপন্যাসের তালিকা।

আপাতত এইটুকুই থাকনজর রাখুন পরবর্তী পোস্টে
24/08/2024

আপাতত এইটুকুই থাক
নজর রাখুন পরবর্তী পোস্টে

ছান্দোগ্য শ্রুতির ষষ্ঠ প্রপাঠকের সপ্তম খণ্ডে পিতা আরুণি এক পরীক্ষার মধ্যে দিয়ে শ্বেতকেতুকে বোঝালেন মন অন্নময়, প্রাণ জলময়...
24/07/2024

ছান্দোগ্য শ্রুতির ষষ্ঠ প্রপাঠকের সপ্তম খণ্ডে পিতা আরুণি এক পরীক্ষার মধ্যে দিয়ে শ্বেতকেতুকে বোঝালেন মন অন্নময়, প্রাণ জলময় ও বাক্ তেজোময়ী। আমাদের কাজ হলো সেই ব্যালান্সসটুকু রক্ষা করা। আর তা বিগড়োলেই জীবন বিপন্ন। আম্ফান ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ে যেমন আমরা আমাদের সাধ্যমতো মানুষের পাশে থেকেছি, তেমনই প্রতি বছর পুজোর আগে তুলে নিয়েছি কিছু দায়িত্ব।

প্রতিবছরের মতোই এবছরও ক্রিয়াজ সিদ্ধান্তেই আমরা 'নকশা' পত্রিকার তরফ থেকে কিছু দায়িত্ব বেছে নিয়েছি। প্রতি বছর একে একে পাশে এসে দাঁড়িয়েছেন একাধিক মানুষ। কেউ শ্রম দিয়ে, কেউ অর্থ দিয়ে। পত্রিকার তরফ থেকে 'শেয়ার দ্য ডিলাইট' সম্পন্ন করেছে সকল কাজ। 'শেয়ার দ্য ডিলাইট' কোন এন জি ও নয়। স্বেচ্ছায় এগিয়ে আসা একদল মানুষ।

"কর্ম্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষরসমূহম্।
তস্মাৎ সর্ব্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম্।।"

আগেও বলেছি, সব কাজ একটা ভাবকে আশ্রয় করে করতে হয়, নাহলে যেকোন কর্মযোগই অসফল হয়ে যায়। মানুষ শ্রম দিক বা অর্থ বা জিনিস - আসল বিষয় হল অন্যের খারাপ থাকাটুকু ভাগ করে একটু কমিয়ে নেওয়া। এ দানে আসলে ঋণী হয় দাতাই। আর এই কাজের মূল ভাব হল হিত। এক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হল -
১| পথশিশুর মুখে খাবার ও প্রয়োজনীয় রেশন তুলে দেওয়া হোক, ২| পুজোর আগে পথশিশুরা নতুন জামা পাক, ৩| শিশুশিক্ষা, ৪| বৃক্ষরোপণ (পরিবেশের প্রতি দায়িত্ব পালনে)- এসব আমাদের প্রয়াস।

প্রকাশিত হয়েছে আষাঢ় সংখ্যা। পুজো সংখ্যা নির্মাণের কাজ শুরু হয়েছে মাসদুয়েক আগে থেকে। এবার দ্রুত আগামী বারো দিনের মধ্যে পুজো সংখ্যার জন্য লেখা পাঠান আপনিও। সংখ্যাটি প্রস্তুত হলে তার বিনিময় মূল্য বাবদ যে অর্থ সংগ্রহ হবে তা দিয়েই সম্পন্ন হবে উপরোক্ত কাজগুলি। তাই দ্রুত নিয়ম মেনে লেখা পাঠিয়ে দিন আমাদের।

শীঘ্রই প্রকাশ পেতে চলেছে নতুন সংখ্যা। এবারের সংখ্যার প্রচ্ছদের ছবিটি তুলেছেন শুভদীপ সেনশর্মা।বিস্তারিত জানতে পরের পোস্টে...
26/06/2024

শীঘ্রই প্রকাশ পেতে চলেছে নতুন সংখ্যা। এবারের সংখ্যার প্রচ্ছদের ছবিটি তুলেছেন শুভদীপ সেনশর্মা।

বিস্তারিত জানতে পরের পোস্টে নজর দিন।

বছরের প্রথম সংখ্যাটি প্রকাশ পেয়েছে বেশ কিছুদিন আগেই।রইল সেই সংখ্যার প্রচ্ছদ।প্রচ্ছদের মডেল : অন্বেষা দাসছবিটি তুলেছেন : ...
26/06/2024

বছরের প্রথম সংখ্যাটি প্রকাশ পেয়েছে বেশ কিছুদিন আগেই।
রইল সেই সংখ্যার প্রচ্ছদ।

প্রচ্ছদের মডেল : অন্বেষা দাস
ছবিটি তুলেছেন : অর্ণব বিশ্বাস

শুভ দীপাবলি সকলকে। রইল এই বছরের শেষতম সংখ্যার প্রচ্ছদ।
12/11/2023

শুভ দীপাবলি সকলকে। রইল এই বছরের শেষতম সংখ্যার প্রচ্ছদ।

পত্রিকা প্রকাশের মুহূর্ত
19/10/2023

পত্রিকা প্রকাশের মুহূর্ত

বইপাড়ার বিভিন্ন দোকানে মিলছে আমাদের পত্রিকা এবং বহু জেলাতেও এবং অবশ্যই বাংলাদেশেও। আপনার সংগ্রহে আছে তো?
19/10/2023

বইপাড়ার বিভিন্ন দোকানে মিলছে আমাদের পত্রিকা এবং বহু জেলাতেও এবং অবশ্যই বাংলাদেশেও। আপনার সংগ্রহে আছে তো?

আর এক ঘণ্টার অপেক্ষা। আসছো তো বন্ধুরা? দেখা হোক কফি হাউসের আড্ডাতে।আজ বিকেল ৫টা কফিহাউসে আনুষ্ঠানিক প্রকাশিত হচ্ছে এবারে...
19/10/2023

আর এক ঘণ্টার অপেক্ষা। আসছো তো বন্ধুরা? দেখা হোক কফি হাউসের আড্ডাতে।

আজ বিকেল ৫টা কফিহাউসে আনুষ্ঠানিক প্রকাশিত হচ্ছে এবারের লাইফ peg-এর পুজো সংখ্যা।

কলেজস্ট্রিটে মিলছে সোমবার থেকেই।

সঙ্গে থাকুন
15/10/2023

সঙ্গে থাকুন

গত বছরের পুজো সংখ্যা নানান জনের হাতে। এবছরেরটি মিলবে কাল থেকে। এবারের প্রচ্ছদে গণেশ পাইন। সঙ্গে থাকছে নানান চমক। নজর রাখ...
15/10/2023

গত বছরের পুজো সংখ্যা নানান জনের হাতে। এবছরেরটি মিলবে কাল থেকে। এবারের প্রচ্ছদে গণেশ পাইন। সঙ্গে থাকছে নানান চমক। নজর রাখুন পেজে।

Address

Panchabatipara
Katwa
700004

Alerts

Be the first to know and let us send you an email when Naksha নকশা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naksha নকশা:

Videos

Share

Category