HAL Learning TRIPS

HAL Learning TRIPS Education is the backbone of Nation. So, this page is created for the purpose of Extension & outreac
(1)

25/01/2024

কেনো জানি পেইজের রিচ অনেক কমেগেছে। সকলের সহযোগিতা প্রয়োজন,
আমার পোস্টগুলোতে বেশী বেশী লাইক কমেন্ট সেয়ার চাই।
Pleas🙏

Happy Republic Day 2024
25/01/2024

Happy Republic Day 2024

HAPPY REPUBLIC DAY 2024Happy Republic Day!Freedom has not come easy, it is because of the sacrifices of our freedom figh...
25/01/2024

HAPPY REPUBLIC DAY 2024
Happy Republic Day!
Freedom has not come easy, it is because of the sacrifices of our freedom fighters, so never take it for granted. Happy Republic Day!
A thousand salutes to this great nation of ours. May it become even more prosperous and great. Happy Republic Day!
Have lots of fun and enjoy your freedom, but also spare a thought for the numerous sacrifices made by our freedom fighters. Happy Republic Day!
Our heroes waged a valiant struggle so that the future generations could their lives with dignity.

16/01/2024

পৃথিবীতে এমন একজন নারী ছিলেন।
যার পিতা ছিলেন নবী,
স্বামী ছিলেন নবী,
ভাই ছিলেন নবী এবং ছেলেও ছিলেন নবী,কে সে মহিয়সী নারী?

10/01/2024

Please ,আমার fb Profile Hanif A Laskar এর যত বন্ধুরা আছেন সভাইকে অনুরোধ করছি আমার এই পেজ টে একটা করে ফলো করুন,
এটাতে শুধু শৈক্ষিক কন্টেন্ট দেবো ইনশা আল্লাহ।

09/01/2024

প্রশ্ন ?
মানুষের সব চেয়ে ছোট হাড় কোনটি?

07/01/2024

প্রীয় দর্শক পেজ টি ফলো করে পাশে থাকবেন।

07/01/2024

Online Correction & Edit Link Activated/ADRE 12600 Grade III & IV Post/Assam Direct Recruitment.

👉যদি কেহ ঘরে বসে Online Correction/Edit করাতে চান
নিচের 👇Whatspp নং বা Linke এ গিয়ে massage করুণ।
নং⇨7330776011
Link⇨https://whatsapp.com/channel/0029Va6DnzF3AzNT4XzpsG2v
Link⇨https://chat.whatsapp.com/HbiGuWTnQSh25COVnpPRL2

👉Employment Exchange Re Registration Process Video⇨https://youtu.be/b-2RUgQ3ifs?si=U865PcnwqQhzJDsH

👉আসসাম সরারের Free E Rikshow সেলাই মেসিন Apply⇨https://youtu.be/b-2RUgQ3ifs?si=U865PcnwqQhzJDsH

Coming soon the videoযারা এখনও পেজটি Follow করেন নি, অবষ্য Like বা Follow করে রাখুন,আগন্তুক ভিডিও গুলা সবার আগে দেখার জন...
05/01/2024

Coming soon the video
যারা এখনও পেজটি Follow করেন নি, অবষ্য Like বা Follow করে রাখুন,আগন্তুক ভিডিও গুলা সবার আগে দেখার জন্য।
ধন্যবাদ।

01/01/2024

অসম সরকারের বিনা মুল্যে ই রক্সা,শেলাই মেসিন ও পেপার প্লেট তৈরীর মেসিন। তাড়াতাড়ি আবেদন করুণ।

যারা যারা সরকারী টয়লেটের জন্য আবেদন করেছেন নিচে👇 দেওয়া লিঙ্কে ক্লিক করে  Take Pledge এ ক্লিক করে  এই পত্রটি সংগ্রহ করে র...
31/12/2023

যারা যারা সরকারী টয়লেটের জন্য আবেদন করেছেন
নিচে👇 দেওয়া লিঙ্কে ক্লিক করে Take Pledge এ ক্লিক করে এই পত্রটি সংগ্রহ করে রাখবেন।

https://pledge.mygov.in/swachhta-pledge-2022/

24/12/2023

আমার নতুন পেইজ
দয়া করে সভাই ফলো করে সাহাজ্যের হাত বাড়িয়ে দিন।

20/12/2023

How To Link aadhar with Bank Aadhar
আধার এর সঙ্গে ব্যাঙ্ক আকাউন্ট কিভাবে লিঙ্ক করবেন।

একটা মজার গল্প Noun আর তার ভাইয়েরা মোট  ৮ জন । তাদের বাড়ির নাম হল Sentence ভিলা । সমাজের মানুষ তাদের Parts of speech বল...
22/11/2023

একটা মজার গল্প
Noun আর তার ভাইয়েরা মোট ৮ জন । তাদের বাড়ির নাম হল Sentence ভিলা । সমাজের মানুষ তাদের Parts of speech বলে ডাকে । এক বাড়িতেই (Sentence) তারা ৮ ভাই থাকে । তবে তাদের কাজকর্ম এক না ।
১ম ভাইয়ের নাম হল Noun । তার কাজ হল সব কিছুর নাম বলা । বাড়িতে যা যা দরকার শাকসবজি, গোশত, মাছ সবকিছুর নাম বলা ।
২য় ভাইয়ের নাম হল Pronoun । Noun বাড়িতে না থাকলে সে noun এর কাজ করে দেয় । Noun এর অনুপস্থিতিতে Noun এর সব কাজ Pronoun ই করে ।
৩য় ভাইয়ের নাম হল Adjective । Noun ও Pronoun এর পিছনে গোয়েন্দাগিরি করা । তাদের দোষ-গুণ লিখে রাখাই হল Adjective এর কাজ ।
৪র্থ ভাইয়ের নাম হল Verb । তার কাজ হল সবার কাজ বলে দেওয়া । খাওয়া-দাওয়া, ঘুম, গোসল সব কাজ বলে দেওয়া ।
৫ম ভাইয়ের নাম হলো Adverb । তার কাজ হল ৩য় ও ৪র্থ ভাই (Verb, Adjective) এর নজরদারি করা । তাদের অবস্থা পর্যবেক্ষণ করা । মাঝেমধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে ।
৬ষ্ঠ ভাইয়ের নাম হল Preposition । ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই তার কাজ ।
(Noun ‌+ Verb+Pronoun, Noun+ Noun)
৭ম ভাইয়ের নাম হল Conjunction । তার কাজ Preposition এর কাজের চেয়ে বড় । সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায় ।
(Sentence + Sentence)
৮ম ভাইয়ের কাজটা খুবই দারুণ ! তার নাম Interjection । সে আনন্দে-দুঃখে সব সময় সবার পাশে থাকে । সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ।

Collected.....

04/10/2023

How to Stop Ads On Mx Player?
MX প্লেয়ারে Adsআসা কিভাবে বন্ধ করবেন?
Remove Ads On MX Player/Mobile Screen.

04/10/2023

How to Ads On Mx Player?

04/09/2023

🔥দ'শের লাঠি একের বোঝা, 🔥
🔥Follow বাড়ানো একদম সোজা🔥
🔥–follow to follow –🔥

01947510590নিজে জানুন,অন্যকে জানান।     জেনে রাখা ভালো !??????১/ রাতে একা একা হাটলে যদি বুঝেন আপনার পিছনে কেউ আছে ঘাড় ঘু...
04/09/2023

01947510590
নিজে জানুন,অন্যকে জানান।
জেনে রাখা ভালো !??????
১/ রাতে একা একা হাটলে যদি বুঝেন আপনার পিছনে কেউ আছে ঘাড় ঘুরাবেন না, পুরু শরীর ঘুরিয়ে দেখোন,আর পিছনে না তাকানোই উত্তম।

২/ ঘরে, মসজিদে বা বিছানায় সাপ দেখলে প্রথমে মারবেন নাহ, চলে যেতে বলবেন, কারণ জ্বীনেরা সাপের রুপ ধারণ করতে পছন্দ করে, না গেলে বুঝবেন ওটা সাপ,মারতে পারেন বা তাড়িয়ে দিন।

৩/ যদি রাতে কখনো দেখেন গাছের ডাল বা বাঁশ ঝুকে আছে এর উপর বা নিচ দিয়ে যেতে চেষ্টা করবেন নাহ, সুরা ইখলাস পাঠ করোন।

৪/ গভীর রাতে ঘরের বাহির থেকে কেউ একবার ডাকলে সারা দিবেন না, তিনবার ডাকলে সতর্কতার সহিত বের হোন।

৫/ যদি কখনো গাছের ডগায় বা ডালে অস্বাভাবিক কিছু দেখতে পান,দ্বিতীয় বার না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে চলে যান।

৬/ যদি রাতে আপনার রুমে এসে দেখেন আপনিই আপনার রুমে বসে আছেন, ভয় না পেয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পরবেন তারপর চোখ খুলুন, এটা আপনার সাথে থাকা ( কারিন জ্বীন)

৭/ রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন নাহ, আর যদি ভয়ের স্বপ্ন দেখেন, বুকের বাম পাশে তিনবার থুথু ফেলবেন, (বুখারী)

৮/ পুকুরে বা নদীতে গোসল করার সময় যদি কেউ আপনার পা টেনে নিচের দিকে নিয়ে যায় এমন বুঝেন প্রথমে চিৎকার দিবেন, পরে কষ্ট হলেও দোয়া ইউনুস পাঠ করোন, পানির নিচে জ্বীন বাস করে।

৯/ যদি রাতেকখনো দেখতে পান কুকুর বা বিড়াল আপনার সাথে অস্বাভাবিক আচরণ করছে তাহলে সাথে সাথে মাটিতে একটা বৃত্ত একে তার ভিতরে দাড়িয়ে যান,আর দোয়া ইউনুস পাঠ করোন।

১০/ যদি কখনো রাতের বেলায় পথ হারিয়ে ফেলেন বা একি রাস্তায় বারবার চলে আসেন, বা গন্তব্য মনে পরছে নাহ,আজান দিবেন ঠিক হয়ে যাবে, গয়রান- নামক জ্বীন আপনাকে ঘোরাচ্ছে।

১১/ রাতে ঘুমের মধ্যে যদি দেখেন আপনার বুকে কেউ ভর করে আছে চিৎকার দিবেন নাহ লাভ নেই কারণ আপনার চিৎকার কেউ শুনতে পাবেনা, আপনার জানা যেকোনো সুরা বা আয়াত পাঠ করোন।

১২/ মরা মানুষের আত্মা আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু ঘটলে ভয় না পেয়ে আয়াতুল কুরসি পরবেন, জ্বীনেরা এমনটা করে থাকে। শুধু সালাম দিয়ে চলে যান।

১৩/ কবরস্থান পবিত্র জায়গা হলেও সেখানে (ঘুল) নামক জ্বীন থাকে, সতর্ক হওয়া উচিত।

১৪/ আয়নার মধ্যে জ্বীন প্রবেশ করতে পারে তাই পর্দা দিয়ে রাখবেন, বাতরুমের আয়না রাতে না দেখা ভালো।

১৫/ যদি কখনো দেখেন আপনি মিষ্টি জাতীয় কিছু খাচ্ছেন পিঠা বা অন্য কিছু সামনে বিড়াল খেতে চাচ্ছে অবশ্যই তাকেও খেতে দিন,সাপ আর বিড়ালের রুপ ধারণ করতে জ্বীন পছন্দ করে আর ওদের প্রিয় খাবার মিষ্টি।

১৬/ মাগরিবের সময়, ঠিক দুপুর বেলায় এবং রাত ১২ টার দিকে জ্বীনদের প্রভাব বেশি থাকে, এই সময় সতর্ক থাকবেন বাচ্চা দের সতর্ক রাখবেন, বিশেষ করে সন্ধ্যায় বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করবেন।

ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য।
01947510590

31/08/2023

অহংকার, হিংসা এবং রাগ এই তিনটিই মানুষকে ধ্বংস করে দেয়।

31/08/2023

আমি যার পেজ সামনে পাই ফলো না দিয়ে যাই না,
আমার পেজে একবার ফোলো দিন দয়া করে।
শুধু একটা আঙ্গুলের চাপ দিলেইতো শেষ।

Many  Many congratulations and best wishes to all of Scientists of ISRO, India's mission of Chandrayaan-3 Vikram Robot i...
23/08/2023

Many Many congratulations and best wishes to all of Scientists of ISRO, India's mission of Chandrayaan-3 Vikram Robot is successfuly Landed On The Moon,India become the first country in the world to reach the south pole of the moon.
So The 23rd August 2023 is Become a Histrical Day for all Indians.

23/08/2023

চন্দ্র যান ৩ আজ বিকাল০৬:২০ মিনিটে সফট লেন্ডিং করবে। ভারত প্রথম বারের মত ইতিহাস গড়তে চলেছে।

21/08/2023

আমরা যদি একে অন্যকে ফলো করি তাহলে 30k হওয়া কোন ব্যাপার না।
এতে সকলের উপকার।
✅Follow For Follow Me ✅

31/07/2023

Follow দিলে follow back পাবেন 💯

একটু দেরি হলেও follow back পাবেন ইনশাআল্লাহ!
চলুন শুরু করা যাক

Along with all over In INDIA,72nd Republic Day celebration of our great Nation "INDIA" organised at ASSAM PUBLIC SENIOR ...
26/01/2021

Along with all over In INDIA,72nd Republic Day celebration of our great Nation "INDIA" organised at ASSAM PUBLIC SENIOR SECONDARY SCHOOL,Jhalnacherra ESTD:-2016 located at the centre of Betcherra-Jhalnacherra Rural Area. We all are committed to safeguarding and upholding our constitutional value and it's ethos.

A very happy Republic Day 2021! With a beautiful atmosphere of patriotism present in India on January 26, people have ta...
26/01/2021

A very happy Republic Day 2021! With a beautiful atmosphere of patriotism present in India on January 26, people have taken a day off and are celebrating the day with family and other local communities they are a part of. During situations like this you hear patriotic songs around and people hoisting the national flag.

A very happy Republic Day 2021! With a beautiful atmosphere of patriotism present in India on January 26, people have taken a day off and are celebrating the day with family and other local communi…

 #ভর্তি  #চলিতেছে             #ভর্তি  #চলিতেছে #প্রথম  #শ্রেনী  #হইতে       #নবম  #শ্রেনী  #পর্যন্তসুধী শিক্ষানুরাগী জনস...
08/01/2021

#ভর্তি #চলিতেছে #ভর্তি #চলিতেছে
#প্রথম #শ্রেনী #হইতে #নবম #শ্রেনী #পর্যন্ত

সুধী শিক্ষানুরাগী জনসাধারণ তথা অভিবাবকবৃন্দেরপ্রতি..........
আপনারা নিশ্চয় অবগত আছেন যে এতদ অঞ্চলের শিক্ষানুরাগী ব্যক্তিদের নিয়ে #আসাম #পাবলিক #সিনিওর #সেকেণ্ডারী #স্কুলের ভিত্তিপ্রস্তর স্তাপন করা হয়েছিল। এই শিক্ষা প্রতিষ্টানটি বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষয়িত্রী দ্বারা পরিচালিত হবে। শিক্ষিত সমাজ গড়ে তোলা, সময়োপযোগী শিক্ষা প্রদান এবং প্রতিযোগীমূলক পরিক্ষার জন্য প্রস্তুত করে তোলা আমাদের প্রধান লক্ষ্য।
সর্বোপরি ২০২১ সনের প্রথম শ্রেনী হইতে নবম শ্রেনীর ভর্তি প্রক্রিয়া অদ্য থেকে শুরু হয়ে গেছে।
তাই ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা স্কুলের অফিস থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করিতে পারিবেন।
পরিশেষে, শিক্ষার প্রচার ও প্রসারের ক্ষেত্রে সদা সর্বদা আপনাদের সহযোগীতা ও মূল্যাবান পরামর্শ একান্ত কাম্য।
ভর্তির জন্য যোগাযোগ করুন।.......
M:-8011131642/7086915124/7330776011

Address

Betcherra Road
Katlicherra
788165

Opening Hours

Monday 9:30am - 3pm
Tuesday 9:30am - 3pm
Wednesday 9:30am - 3pm
Thursday 9:30am - 3pm
Friday 9:30am - 3pm
Saturday 9:30am - 3pm

Telephone

+917330776011

Alerts

Be the first to know and let us send you an email when HAL Learning TRIPS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HAL Learning TRIPS:

Videos

Share


Other Digital creator in Katlicherra

Show All