Voiz of Bengal

Voiz of Bengal বঞ্চিতদের সকল বঞ্চনার অবসানে ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় এই মিডিয়ার একমাত্র উদ্দেশ্য।

10/12/2024

গতকাল 09/12/2024সুপ্রিম কোর্টে ইপিএফ এক্সামশান মামলার SLP এ্যাডমিট হয়েছে। যার নং SLP(C) 029603 OF 2024 সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কাম্য।

24/11/2024
 #প্রেসিডেন্ট_সাহেব_ভাবুন_ভাবা_প্রাক্টিস_করুন। ফোরামের ঘোষিত ২৫ নভেম্বর তারিখের মিটিংয়ে সিদ্ধান্ত নিন।
23/11/2024

#প্রেসিডেন্ট_সাহেব_ভাবুন_ভাবা_প্রাক্টিস_করুন। ফোরামের ঘোষিত ২৫ নভেম্বর তারিখের মিটিংয়ে সিদ্ধান্ত নিন।

আজকের মিটিং এ যোগ দিতে রাজ্য পার্শ্ব-শিক্ষক সমন্বয় সমিতির  প্রতিনিধি আর একজন মুকুল সরকার অন দ্য ওয়ে।
10/11/2024

আজকের মিটিং এ যোগ দিতে রাজ্য পার্শ্ব-শিক্ষক সমন্বয় সমিতির প্রতিনিধি আর একজন মুকুল সরকার অন দ্য ওয়ে।

WE DEMAND JUSTICE JUSTICE FOR R.G KARসাথি,আর জি কর মেডিকেল কলেজের কর্তব্যরত তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যাকান্ডের প...
09/11/2024

WE DEMAND JUSTICE JUSTICE FOR R.G KAR

সাথি,

আর জি কর মেডিকেল কলেজের কর্তব্যরত তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যাকান্ডের পরে তিনমাস অতিক্রান্ত, যদিও সুপ্রিম কোর্ট শুয়োমটো মামলা করেছে। যা বর্তমানে বিচারাধীন, আমরা বিচারব্যবস্থার প্রতি আস্থা রেখেই বলছি-
মূল অপরাধীরা এখনো গ্রেফতার পর্যন্ত হয়নি, যে ঘটনায় কোটি কোটি ভারতবাসীর সাথে আমারাও স্তম্ভিত এবং মর্মাহত। এই নারকীয় ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসনের এই ভয়ঙ্কর চক্রান্ত আমাদেরকে আরো নিরাপত্তা হীনতা এবং আতঙ্কের মধ্যে ঠেলে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা করছি। তিনমাস হল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আহ্বানে বিভিন্ন চিকিৎসক সংগঠন, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সংগঠন সহ কোটি কোটি সাধারণ মানুষ সঠিক বিচারের দাবিতে ধারাবাহিক আন্দোলন করে চলেছেন। সেই সাথে এই নারকীয় ঘটনার মূলে যে স্বাস্থ্য ক্ষেত্রের সীমাহীন দুর্নীতি, সিন্ডিকেট রাজ রয়েছে সেই বিষয়টিও উঠে এসেছে এবং তার বিরুদ্ধেও প্রতিবাদ ধনিত হচ্ছে।

আন্দোলনের দাবি হিসেবে সঠিকভাবে উঠে আসছে স্বাস্থ্য পরিকাঠামোর বিপুল ঘাটতির কথা, সরকারের জনগণের স্বাস্থ্যের দায়িত্ব ঘাড় থেকে ঝেড়ে ফেলার বিষয়টিও সঠিক ভাবে উঠে এসেছে এই আন্দোলনের মধ্য দিয়ে। যার নিরসন হওয়া অত্যন্ত জরুরি। অন্যথায় আরো অনেক অভয়া কান্ড ঘটে যেতে পারে। সুতরাং অভয়ার প্রকৃত বিচার এবং স্বাস্থ্য দপ্তরের সিন্ডিকেট রাজ ধ্বংস করতে আজ রাজ্যজুডে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনের ডাক দিয়েছে, তাকে সাফল্যমন্ডিত করতেই আমরাও সামিল। এবং এই নারকীয় ঘটনা যাতে আর না ঘটে তার লক্ষ্যে ধারাবাহিক ভাবে চাপ সৃষ্টির জন্য একটি কমিটি গঠন করা উচিৎ। সাথে সাথে এই গণ কনভেনশন অভয়া সহ লক্ষ লক্ষ নির্যাতিতার বিচারের দীর্ঘ সুত্রিতা রদ করে প্রকৃত বিচারের দাবি রাখে।

05/11/2024

আগামী রবিবার রাজ্যের পার্শ্ব-শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে মাননীয় রমিউল ইসলামের নেতৃত্বে জয়েণ্ট ফোরাম অব প্যারাটিচার্স নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ভাবে কালীঘাটে মুখ্যমন্ত্রী'র বাড়ি যাচ্ছেন।

09/03/2024

আগামী ১২ই মার্চ "বঞ্চিত পার্শ্ব-শিক্ষক "দের আহ্বানে বেতন বৃদ্ধি র দাবিতে আবেদন সমাবেশ ও শিক্ষামন্ত্রীর নিকট ডেপুটেশন। পার্শ্ব-শিক্ষক শিক্ষিকাদের উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। জমায়েত বিধাননগর PNB মোড়, কোলকাতা। দুপুর ১২ টা।

09/03/2024

এই পেজে সকলকে আন্তরিক ভাবে আহ্বান করছি।

Address

AL-AMEEN MANZIL, FALIA, AMIYA NARAYANPUR, NATIDANGA KRISHNANAGAR Road. NADIA
Karimpur
741165

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voiz of Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share