All In One

All In One today I will do what others won't,
so tomorrow I can do what others can't
(3)

30/05/2024

অনুশ্রী যশ দিদি লিখেছেন👇

পাটনা রেল স্টেশন থেকে ধানকি মোড়, আধ ঘণ্টার রাস্তা। অটোয় বসতেই চল্লিশোর্ধ অটো ড্রাইভার জিজ্ঞেস করলেন,"বাঙ্গাল সে আয়ে হো কা? এগজাম দেনে?" । আমি সংক্ষেপে "হ্যাঁ" বলার পর উনি যে বাক্যটি বললেন তা হল ভিন রাজ্যের কাছে সমগ্র পশ্চিমবঙ্গের ছবি। "পহেলে তো বিহার কি লোগ কাম ধান্দে কে লিয়ে বাঙ্গাল যাতে থে, আব বাঙ্গাল বিহার আনে লাগা হে"। এরপর আমার ভাঙা ভাঙা হিন্দি ও উনার ভোজপুরি মিশ্রিত হিন্দিতে চলল কথোপকথন। (সেই কথোপকথন আমি বাংলায় লিখলাম)
- বাংলায় তো ভোট হয়ে গেছে? তাই না?
- কিছু কিছু জায়গা বাকি।
- ওখানে তো খুবই খুন খারাপি হয়। বিহারে আগে হতো।এখন হয় না। ওখানে ভোটের হাওয়া কেমন? কে জিতবে মনে হচ্ছে?
- এখনও বোঝা যাচ্ছে না,দাদা। বিহারে কী মনে হচ্ছে?
- এখানে তো মোদি...মোদি বলছে সবাই। তেজস্বী কিন্তু ভালো কাজ করেছে। নীতীশ কুমারের তো ভরসা নেই। কাল আবার দল পাল্টাতে পারে। জানি না। মোদি তো কেবল হিন্দু-মুসলিম লড়াই লাগাতে চায়। বলো, ধর্ম বেচে কি রুটি পাওয়া যায়? ৪০ টাকায় আটা কিনতে হচ্ছে। বাজার খুব খারাপ।
- তাহলে সবাই মোদি...মোদি করছে কেন?
- ধর্মের নামে। তোমরা পড়াশোনা করছ, তোমরা নিশ্চয়ই মোদিকে ভোট দেবে না?
- না। বিহারে তো নিয়মিত চাকরির পরীক্ষা হচ্ছে, নিয়োগ হচ্ছে।
- হ্যাঁ। চাকরি খুব হচ্ছে। তুমি শিক্ষকের চাকরির পরীক্ষা দিতে এসেছ, না?
- হ্যাঁ।
- পাঠক খুব কড়া লোক। কোনও অনিয়ম বরদাস্ত করে না। ওকে সবাই ভয় পায়। বাংলায় তো স্ক্যাম হয়। টাকা নেয়। মমতা দিদি খুবই খারাপ করেছে।
- আপনি জানেন?
- হ্যাঁ। খবর দেখি। পাটনায় কত ছেলেমেয়ে এসে স্টেশনে রাত কাটাচ্ছে। খারাপ লাগে।
- আচ্ছা চারিদিকে 'চকা-চক পাটনা' পোস্টার দেখছি কিন্তু স্টেশন সংলগ্ন এলাকা তো খুব নোংরা দেখছি। খোলা ড্রেন, রাস্তার উপর দিয়ে ড্রেনের জল বইছে।
- আগের থেকে অনেক সাফ হয়েছে। স্টেশন বাজারের এদিকটাই এরকম। তোমার সেন্টার এসে গেছে। ভালো করে পরীক্ষা দিও।
- ধন্যবাদ।

জানি না বিহারের ভোটের ফলাফল কী হবে। জানি না বাংলার ভোটের ফলাফল কী হবে। ফিরে অবধি কানে ওই কথাটাই বাজছে, "পহেলে তো বিহার কি লোগ কাম ধান্দে কে লিয়ে বাঙ্গাল যাতে থে, আব বাঙ্গাল বিহার আনে লাগা হে"।

© White Politics

18/04/2024

ভাবুন ভাবুন....ভেবে বুঝতে শিখুন🤔।।

14/04/2024

শুভ নববর্ষ।❤️

কেউ ১ কাপ চা পান করে দেহের তৃষ্ণা মিটায় আর কেউ ১ কাপ চা বিক্রি করে তার পুরো পরিবারের তৃষ্ণা মিটায় ☕♥️
30/11/2023

কেউ ১ কাপ চা পান করে দেহের তৃষ্ণা মিটায় আর কেউ ১ কাপ চা বিক্রি করে তার পুরো পরিবারের তৃষ্ণা মিটায় ☕♥️

Hurry UpNew ReqruitmentPost Name : IB ACIO-II/Exe(Assistant Central Intelligence Officer Grade-II/Executive)Online appli...
26/11/2023

Hurry Up
New Reqruitment
Post Name : IB ACIO-II/Exe
(Assistant Central Intelligence Officer Grade-II/Executive)
Online applications are invited for direct recruitment to the post of ACIO-II/Exe in the Intelligence Bureau(Ministry of Home Affairs), GoI.
Opening Date of Online Application-25.11.2023
Closing Date-15.12.2023
Details and online application link given below.
Link-
https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/86382/Registration.html

22/11/2023

বলোতো দেখি :
Current Affairs :
(1) In which state is the 54th 'International Film Festival of India' being organised?
(a) Maharashtra
(b) Uttar Pradesh
(c) Rajasthan
(d) Goa

(2) Which team won the title of ICC Men's Cricket World Cup 2023?
(a) India
(b) Australia
(c) New Zealand
(d) South Africa

(3) Who has been appointed as the new Managing Director and CEO of Kotak Mahindra Bank?
(a) Ashwani Narayan
(b) Rajeev Awasthi
(c) Vivek Sinha
(d) Ashok Vaswani

(4) Brijinder Nath Goswami passed away recently, he was a famous _____.
(a) Politician
(b) Journalist
(c) Scientist
(d) Historian

(5) Who has been awarded the Indira Gandhi Peace Prize?
(a) NITI Aayog
(b) Indian Medical Association
(c) Indian Trained Nurses Association
(d) both b and c

(6) 72nd Miss Universe Shennis Palacios is from which country?
(a) Nicaragua
(b) Thailand
(c) Japan
(d) El Salvador

(7) Which player won the Player of the Tournament title in the ICC Men's Cricket World Cup 2023?
(a) Travis Head
(b) Glenn Maxwell
(c) Virat Kohli
(d) Rohit Sharma

***উত্তর কমেন্ট এ দিয়ে দেওয়া হবে।

22/11/2023

বলোতো দেখি ::
2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে আয়োজিত হতে চলেছে?

বছর ছত্রিশের ডান হাতি ওপেনারটা তাড়াহুড়োয় করমর্দন পর্ব শেষ করেই দৌড়ে গিয়েছিলো সিঁড়ির দিকে। বাঁধ মানছে না চোখের জল। কিন্তু...
20/11/2023

বছর ছত্রিশের ডান হাতি ওপেনারটা তাড়াহুড়োয় করমর্দন পর্ব শেষ করেই দৌড়ে গিয়েছিলো সিঁড়ির দিকে। বাঁধ মানছে না চোখের জল। কিন্তু, অধিনায়কদের যে এভাবে ভেঙে পড়তে নেই!..... এক ছুটে ড্রেসিং রুমের দিকে লোকটা উধাও হতে না হতেই এবার ক্যামেরার কবলে পড়লো "সে"!...... কানাঘুষোয় তখন হবু ম্যান অফ দ্য সিরিজ। ক্লান্ত হাত বাড়িয়ে দিচ্ছে সদ্য বিশ্বজয়ী বিপক্ষ দলের অধিনায়কের দিকে। তারপর , একদা আইপিএল সতীর্থ ওয়াটসনের সাথে দুটো কথার বিনিময় করেই ছুটলো সেই সিঁড়িটার দিকে। হাত বাড়িয়ে মাথার টুপি নামিয়ে আড়াল করলো চোখ দুটো। .....যেন নিজের কাছেই নিজের আরেকটু অপেক্ষা করার কাতর অনুরোধ .....অন্তত ওই ড্রেসিং রুমের দরজা অবধি!
দু পা সিঁড়ি ভাঙতেই পিছু নিলেন কোচ। তাঁর ঠিক পরেই আইয়ার, শামী.... মাঝ মাঠে কান্নায় ভেঙে পড়া সিরাজ আর তাকে সস্নেহে সামলে নিয়ে যাওয়া বুমরা, সূর্যরা।
পেছনে পড়ে রইলো বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট গ্রাউন্ড....আর তার গ্যালারী জুড়ে জ্বলজ্বলে শোক নিয়ে দাঁড়িয়ে থাকা নিস্তব্ধ নীল সমুদ্র! পেছনে পড়ে রইলো অন্য কারোর নামে আকাশ ছেয়ে যাওয়া অতশবাজির ধোঁয়া.......গোটা বিশেক হলুদ জার্সির হুঙ্কার....আর কয়েক লক্ষ দীর্ঘশ্বাসের এক থমথমে বিষাদ!
পেছনে পড়ে রইলাম আমরা..... পর্দার এপারে...নাওয়া খাওয়া ভুলে, আসন্ন উৎসবের আমেজে বিভোর হতে না হতেই হঠাৎ সর্বস্ব হারানোর ধাক্কা খাওয়া কয়েক কোটি উন্মাদ!
চারটে বছর আবার প্রলাপ বকবো। তারপর আবার আশায় বুক বাঁধবো। রঙ্গমঞ্চ বদলাবে। দল বদলাবে। মুখ বদলাবে। তবু, আমাদের জায়গা থাকবে। আমরা থাকবো। শুধু, প্রতিস্থাপিত হয়ে যাবে ওই নিজের চিন্তা না করে দলের জন্য উজাড় করে দেওয়া ক্যাপ্টেনটা,,আর, বহু যুদ্ধে পোড় খেয়ে ইস্পাত হয়ে যাওয়া সেই রাজা। যার মাথায় মুকুট উঠলো ....হাতের তলোয়ার চললো.... যার নামে সিংহাসন সাজলো.....শুধু রাজ্য জয় হলো না !

বি:দ্র:: জানি আজ সবার মন ভেঙেছে। তবু, আমরা তাদের মতো ভাঙিনি! তারা কতখানি ভেঙেছে , আমরা কল্পনাও করতে পারি না!....
ছেলেরা আজ অনেক আশা নিয়ে মাঠে নেমেছিলো। ওদের পাশে থাকুন।

©~কেয়া দেব। Keya Deb

Stay strong Virat Kohli ! Stay strong Rohit Sharma !.... Stay strong men in blues!...🖤
***লেখাটা জাস্ট অসাধারন, শেয়ার না করে পারলাম না।

খারাপ লাগছে এই দুজনের জন্য 💔, এটা হয়তো তাদের শেষ একসাথে খেলা ওয়ানডে বিশ্বকাপ ছিলো।
20/11/2023

খারাপ লাগছে এই দুজনের জন্য 💔, এটা হয়তো তাদের শেষ একসাথে খেলা ওয়ানডে বিশ্বকাপ ছিলো।

এ কষ্ট ভোলার নই.... তবুও ভালোবাসি তোমাদের, তোমাদের জন্য গর্বিত। খারাপ দিন ছিলো আমাদের জন্য।
20/11/2023

এ কষ্ট ভোলার নই.... তবুও ভালোবাসি তোমাদের, তোমাদের জন্য গর্বিত। খারাপ দিন ছিলো আমাদের জন্য।

19/11/2023





18/11/2023

পছন্দের একটা গান....❤️

পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই,কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে।প্রিয়টা শেষ বিশ্বকাপ খেলে ফেলছে...
16/11/2023

পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই,কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে।
প্রিয়টা শেষ বিশ্বকাপ খেলে ফেলছেন?
চারটে বিশ্বকাপ মঞ্চে দুটি ফাইনাল এবং দুটি সেমিফাইনাল হার!! রূপকথার ইতিহাসেও সোনালী ট্রফি স্পর্শ পাওয়া গেলো না!হয়তো বিশ্বকাপের 🏆 দূর্ভাগ্য এই মহান খেলোয়াড়ের ছোঁয়া না পেয়ে! 👍👍Kane williamson ☺️

"শ্যামা পূজার প্রাক্কালে সেজে উঠছে দক্ষিণেশ্বর মন্দির" 🤍🦋>>
10/11/2023

"শ্যামা পূজার প্রাক্কালে সেজে উঠছে দক্ষিণেশ্বর মন্দির" 🤍🦋>>

08/11/2023

চাকরি পাওয়া মানে শান্তি নয়। চাকরি পাওয়া মানে একটা সাময়িক সাফল্য আর সেই দমবন্ধ পরিস্থিতিটার থেকে মুক্তি, যেটা তোমাকে একটু একটু করে টুঁটি টিপে ধরছিল। কিন্তু তারমানে এই নয় যে তুমি শান্তি পেয়ে গেলে।

কিন্তু চাকরি পাবার পরে একটা উপলব্ধি তোমার হবে। সঙ্গে সঙ্গেই নয়। বরং বড্ড ধীরে ধীরে। এমন একটা উপলব্ধি যেটা তুমি অনুভব করবে ঠিকই কিন্তু সবার সঙ্গে চাইলেই ভাগ করে নিতে পারবে না। এমন একটা উপলব্ধি যেটা তোমাকে সব দেবে যা তুমি চেয়েছিলে, কিন্তু কোথাও না কোথাও একটা শূন্যতার সঙ্গে, যেটা তুমি কখনও চাওনি বা ভাবোনি।

চাকরি পাবার পরে তুমি বুঝতে পারবে যত উৎসব, আয়োজন, অনুষ্ঠান, উদযাপন, সবই প্রায় তোমার প্রচ্ছন্ন উপস্থিতিতে এবং বাস্তবে তোমাকে ছাড়া। তোমার মন পড়ে থাকবে সেখানে কিন্তু কাজের বাধ্য বাধকতায় তোমার শরীর উপস্থিত থাকবে তিন বাই দুইয়ের আয়তাকার টেবিলের সামনে রাখা নির্বিবাদী চেয়ারে অথবা কোনো পাণ্ডব বর্জিত পথে রাতের ডিউটি দিতে দিতে।

যারা খুব আষ্ঠেপিষ্টে জড়িয়ে থাকে তাদের মানুষ আর গ্রাম গঞ্জের সাথে, তাদের আড়ালে কোথাও চোখও ভিজতে পারে ঈষৎ। চাকরি পাবার পরে বুঝবে, দায়িত্ব আসলে একটা প্রসংসাহীন কাজ। করতে পারলে কেউ প্রশংসা করবে না। কিন্তু না করতে পারলে কেউ সমালোচনা করতেও ছাড়বে না।

চাকরি পাবার পরে বুঝবে, পরিবার কতটা দামী। তার আগে পর্যন্ত তোমার যত ব্যর্থতা জনিত রাগ, ক্ষোভ, সবকিছু যে পরিবারের ওপরই দেখাতে, বড্ড মিস করবে তখন তাদের। এতটাই যে মাঝে মাঝে সব ছেড়ে কিছুক্ষণের জন্য চলে আসতে ইচ্ছে করবে, কিন্তু পারবে না।

চাকরি পাবার বেশ কয়েক বছর পরে তুমি খানিকটা বাধ্য যন্ত্রের মতো জীবন যাপন করবে। একই নিয়ম, একই সময়, একই কাজ। রোজ। একভাবে। নিয়মিত। অবিরাম। আর এটা তুমি অনুভব করবে কিন্তু কিছু বলতে পারবে না, কারণ মাসের শেষে একটা এসএমএস পেইন কিলারের মতো তোমার সমস্ত ব্যথাকে অদ্ভুত কায়দায় ভুলিয়ে রাখবে সামনের কয়েকদিন।

আর এভাবেই একটা সময় পরে অভ্যস্ত হয়ে যাবে। আর কিছু মনে হবে না তখন। শুধু মানুষ বলবে বদলে গেছো তুমি। আসলে তুমি নিজেও জানো, তুমি অনুভব করেছো সবই, কিন্তু সবটা সবাইকে বোঝাতে পারোনি।

সৌজন্যে:: অরিন্দম দে/বাবাই

05/11/2023

স্বরুপা বসু.
বি.এ পাশ ডেলিভারি গার্ল...
Salute জানাই স্বরুপা বসু ma'am...🫡

Video credit - Bapan Das.

04/11/2023


04/11/2023

🔴🔴ভারতের প্রধান শহরগুলির প্রতিষ্ঠাতা ::-

1. কলকাতা - জব চার্নক
2. মুম্বাই - ওনাল্ড ওগিয়া
3. ভোপাল - রাজা ভোজ
4. নয়াদিল্লি - এডউইন লুটিয়েন্স
5. আগ্রা - সিকান্দার লোদী
6. ইন্দোর - অহিল্যা বাই
7. ধর - রাজা ভোজ
8. তুঘলকবাদ - মোহাম্মদ তুঘলক
9. জয়পুর - সওয়াই রাজা জয়সিংহ
10. সাগর {এমপি} - উদলশে
11. লক্ষ্ণৌ - আসাফুদ্দৌলা
12. এলাহাবাদ - আকবর
13. ঝাঁসি - বীর সিং জুদেব
14. আজমির - অজয়রাজ সিং
15. উদয়পুর - রানা উদয় সিং
16. টাটানগর - জামশেদজি টাটা
17. ভরতপুর - রাজা সুরজমল
18. কুম্ভলগড় - রাজা কুম্ভ
19. পাটনা - উদয়ন
20. মুঙ্গের - চন্দ্রগুপ্ত মৌর্য
21. নালন্দা - রাজা ধর্মপাল
22. রায়পুর - ব্রহ্মদেব
23. দুর্গ - জগৎপাল
24. দেরাদুন - রাজা জৌনসার বাবর
25. পুরী - গ্যাং চোলা
26. দ্বারকা - শঙ্করাচার্য
27. জম্মু - রাজা জম্মু লোচন
28. পুনা - শাহজি ভোঁসলে
29. হায়দ্রাবাদ - কুলি কুতুব শাহ
30. অমৃতসর - গুরু রামদাস
31. দিল্লি - অনন্তপল তোমর ।।

04/11/2023

'আর পারছি না', 'সময় কি কঠিন', 'হতাশ লাগছে', 'হে ভগবান', 'কেন এমন হল আমার সঙ্গে' ইত্যাদি, ইত্যাদি। জীবনে চলার পথে হতাশ হয়...
03/11/2023

'আর পারছি না', 'সময় কি কঠিন', 'হতাশ লাগছে', 'হে ভগবান', 'কেন এমন হল আমার সঙ্গে' ইত্যাদি, ইত্যাদি। জীবনে চলার পথে হতাশ হয়ে যাওয়া, হতাশ হতে চলা মানুষের সংখ্যা আমাদের চারপাশে কম নয়, যাদের মুখ থেকে প্রায়শই বেরিয়ে আসে এসব শব্দবন্ধ। দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। লড়তে লড়তে ক্লান্ত হয়ে হেরে যেতে বসেছেন যাঁরা, তাঁদের উদ্দেশে বলা, যদি এই প্রতিবেদন আপনি/আপনারা দেখছেন/পড়ছেন, প্লিজ মন দিয়ে পড়ুন একটিবার। আপনার হতাশার 'হত' হয়তো সরে যাবে দূরে। অন্ধকারের ভিতর থেকে আবার প্রাণ ফিরে পাবে আশা। সূর্য উঠবে নতুন। মুখ আর মন একসঙ্গে বলে উঠবে, জীবন তুমি কত সুন্দর।

সুরজ তিওয়ারি (Suraj Tiwari)। যার লড়াই উপলব্ধি করার পর এটা মনে না হয়ে যায় না যে কত তুচ্ছ আমাদের কষ্টগুলো, তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বেরিয়ে তো যাওয়াই যায়। সুরজ। পা নেই। দুটো হাত আছে বটে, তবে না থাকাই। মুখে লেগে আছে সবসময়ের প্রশান্তির, যুদ্ধজয়ের একটা হাসি। যার কাছে জীবনের যে কোনও চ্যালেঞ্জ সামনে দাঁড়াতে ভয় পাবে।

শুয়ে নয়, ঘুমিয়ে নয়, রাত জেগে স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে, তাই আজ তিনি বেজায় খুশি। আর UPSC-র স্বপ্ন তিনি দেখেছিলেন দুহাজার উনিশ সালে। কিন্তু তার আগে সুরজের সঙ্গে যে ঘটনাটা (Train Accident) ঘটে গিয়েছিল, তার পর আর পাঁচটা মানুষের আর বোধহয় ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল না। কিন্তু হেরে যাননি সুরজ।

ফ্ল্যাশব্যাক
২০১৭ সালের ২৯ জানুয়ারি। এক ট্রেন দুর্ঘটনায় বদলে গিয়েছিল চারপাশের সবকিছু। পা হারিয়ে, হাত হারিয়ে বেঁচে থাকার লড়াইটাই তখন ছিল সবকিছু। মে মাসে আসে আরও এক ধাক্কা। মারা যান সুরজের বড়দা। প্রকৃত অর্থেই কঠিন পরিস্থিতি তখন। সুরজের কথায় "চারিদিকে অন্ধকার লাগছে। রাস্তা যেন দেখতে পাচ্ছিলাম না।" আর এখন আলোই আলো।

লড়াইটা অবশ্য এখানেই শুরু নয়। দর্জির কাজ করে অতিকষ্টে সংসার চালাচ্ছেন বাবা। আর নুন আনতে পান্তা ফুরনো সেই সংসারে স্বপ্ন দেখা এক কিশোরের লড়াইটা যে কত কঠিন সুরজের কথায় ফুটে উঠছিল তা। ক্লাস টুয়েলভে পড়েছেন স্থানীয় স্কুলে। CBSE বোর্ড। অবাক করার মতো তথ্য দিয়ে সুরজ জানিয়েছেন, ক্লাস টুয়েলভে পাশ করেননি তিনি। পরে ২০১৪ সালে উত্তরপ্রদেশ থেকে বোর্ডের পরীক্ষা দেন ও পাশ করেন। তবে সংসারের অবস্থা দেখে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। কাজ নিয়ে নেন বেসরকারি সংস্থায়। দিল্লিতে। চাকরি করছিলেন। ছোট ছোট শখ ছিল। সংসারে সাহায্য করার আর্তি ছিল। সব মিলিয়ে যা বেতন পাচ্ছিলেন, খুশি ছিলেন, জানিয়েছেন সুরজ।

২০১৭ সালে ট্রেন দুর্ঘটনার পর পুরোপুরি বদলে যায় জীবন। একবছর বাড়িতেই ছিলেন সুরজ। কোনও কিছুই করতে পারতেন না তিনি। কারো সাহায্য ছাড়া। সব অন্ধকার ছিল। তারপর ভেবে নেন, ছোট ঘটনাই তো। হেরে যাওয়া কেন ? শুরু করেন আবার। প্রথমে স্নাতক হোন। JNU থেকে। আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু। UPSC-র স্বপ্ন দেখাও এভাবেই। JNU - থেকেই UPSC-র কথা জেনেছিলেন তিনি। তাঁর কাজ, তিনি করবেনই। একথাটা বারংবার নিজেকে বলেছেন। পাঁচবছরের চেষ্টা। আর সবকিছু ভুলে গিয়ে লেগে থাকা। তারই ফল আজকের এই ফল। UPSC -তে ৯১৭ ক্রমতালিকায় রয়েছেন। এতেই খুব খুশি সুরজ। তবে প্রথমবারের চেষ্টায় নয়। দ্বিতীয়বারের চেষ্টায় পেয়েছেন। আর সুরজ কতটা আত্মবিশ্বাসী আর খুশি, তা বলে দেয় তাঁর মুখের হাসিই।


©ABP ANANDA

Meet IAS Officer Ananya Singh. Topper in 10th,12th class in Prayagraj district of Uttar Pradesh. Ranked 51st as youngest...
02/11/2023

Meet IAS Officer Ananya Singh. Topper in 10th,12th class in Prayagraj district of Uttar Pradesh. Ranked 51st as youngest Indian in UPSC exam in first attempt at age 22.

Posted as new "SDO of Tehatta sub division" today 🔥.

SBIF Asha Scholarship Program for School Students 2023 is an initiative of the SBI Foundation under its education vertic...
31/10/2023

SBIF Asha Scholarship Program for School Students 2023 is an initiative of the SBI Foundation under its education vertical - Integrated Learning Mission (ILM).

Deadline :: 30-Nov-2023

Eligibility ::
(1)Students studying in Classes 6 to 12 are eligible.
(2)Applicants must have scored a minimum of 75% marks in the previous academic year.
(3)Annual family income of the applicant must not be more than INR 3,00,000 from all sources.
(4)Students from PAN India can apply.

Benefits ::
INR 10,000 for one year

Documents ::
(1)Marksheet of the previous academic year
(2)A government-issued identity proof (Aadhaar card)
(3)Current year admission proof (fee receipt/admission letter/institution identity card/bonafide certificate)
(4)Bank account details of applicant (or parent)
(5)Income proof (Form 16A/income certificate from government authority/salary slips, etc.)
(6)Photograph of the applicant

How can you apply?
Click the ‘Apply Now’ button on the given website below.
Login to Buddy4Study using a registered ID to land onto the ‘Online Application Form Page’.
If not registered - Register at Buddy4Study with your Email/Mobile number/Gmail account.
You will now be redirected to the ‘SBIF Asha Scholarship Program for School Students 2023’ application form page.
Click on the ‘Start Application’ button to begin the application process.
Fill in the required details in the online application form.
Upload relevant documents.
Accept the ‘Terms and Conditions’ and click on ‘Preview’.
If all the details filled in by the applicant are correctly showing on the preview screen, click on the ‘Submit’ button to complete the application process.

https://www.buddy4study.com/page/sbi-asha-scholarship-program

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -"বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি Important."এরা বিকেলে মাঠ ছেড়ে পড়...
31/10/2023

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -
"বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি Important."

এরা বিকেলে মাঠ ছেড়ে পড়ার টেবিলে চলে গেল । আর মুরুব্বিরা দেখলেন, মাঠ ফাঁকা ফেলে রাখার চাইতে উঁচু ইমারত নির্মাণ করাটা more beneficial, more practical !! 👏

বেঁচে থাকতে হলে লাইফে Entertainment দরকার । সুস্থ এন্টারটেইনমেন্টের মাধ্যমগুলো একে একে বন্ধ করে দেয়া হলো । জেনারেশন সেটাকে রিপ্লেস করলো মোবাইল, পিসি আর প্লে-স্টেশন দিয়ে । কেউ অপরিণত বয়সে রিলেশনে জড়িয়ে গেল । কোথাও মা-দ-ক এবং কি-শো-র গ্যাং তৈরী হলো ।

তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হলো-
'আরে, এই জেনারেশনটা এমন হয়ে যাচ্ছে কেন !'
🙂
~copied~

Upcoming reqruitment West Bengal Police Constable through West Bengal Police Reqruitment Board.Vacancy-12000(approx)
20/10/2023

Upcoming reqruitment West Bengal Police Constable through West Bengal Police Reqruitment Board.
Vacancy-12000(approx)

কিছু এসে গেছে আর কিছু আসছে...1. WBPSC FOOD SI ✅2. WBPSC MISCELLANEOUS ✅3. WBPSC CLERKSHIP4. WBSSC GROUP D5. PANCHAYAT ST...
19/10/2023

কিছু এসে গেছে আর কিছু আসছে...

1. WBPSC FOOD SI ✅
2. WBPSC MISCELLANEOUS ✅
3. WBPSC CLERKSHIP
4. WBSSC GROUP D
5. PANCHAYAT STAFFS
6. EXCISE ASI & SI
7. WBP CONSTABLE 12K & SI
8. KP CONSTABLE & SI
9. RAILWAY - HIGH CHANCES 💯
10. SCHOOL SERVICE - GROUP C&D

সৌজন্যে- জগন্নাথ।

যখন আমরা পুজোতে পরিবারের সাথে সময় কাটানোর কথা ভাবি,তখন এরাই নিজের পরিবার ফেলে আমাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্...
18/10/2023

যখন আমরা পুজোতে পরিবারের সাথে সময় কাটানোর কথা ভাবি,
তখন এরাই নিজের পরিবার ফেলে আমাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে।
অভিবাদন জানাই এদের দায়বদ্ধতাকে।
ছবিটা রাউরকেলা স্টেশন থেকে তোলা।

15/10/2023

1.3L Crowd singing National Anthem......Goosebumps Moment🇮🇳

WBPSC Clerkship Examination'2023. Indicative Advertisement No. 13/2023. The online application process will start soon o...
13/10/2023

WBPSC Clerkship Examination'2023. Indicative Advertisement No. 13/2023. The online application process will start soon on the official website.

For opening of Recurring Deposit through SBI Yono AppLink-https://youtu.be/Gg2Lw-T5mWUPlease Subscribe, Like and Share.
27/02/2022

For opening of Recurring Deposit through SBI Yono App
Link-
https://youtu.be/Gg2Lw-T5mWU
Please Subscribe, Like and Share.

In this video, we have discussed about Yono SBI Recurring Deposit Account Opening in new updated app. SBI Yono provides very easy step to open Recurring Depo...

For opening of Fixed Deposit through SBI Yono AppLink-https://youtu.be/ihWmabzAn-YPlease Subscribe, Like & Share.
24/02/2022

For opening of Fixed Deposit through SBI Yono App
Link-
https://youtu.be/ihWmabzAn-Y
Please Subscribe, Like & Share.

In this video, we have discussed about Yono SBI fixed deposit account opening in new updated app. SBI Yono provides very easy step to open fixed deposit. Als...

Address

Karimpur

Telephone

+919674037902

Website

Alerts

Be the first to know and let us send you an email when All In One posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to All In One:

Share