30/05/2024
অনুশ্রী যশ দিদি লিখেছেন👇
পাটনা রেল স্টেশন থেকে ধানকি মোড়, আধ ঘণ্টার রাস্তা। অটোয় বসতেই চল্লিশোর্ধ অটো ড্রাইভার জিজ্ঞেস করলেন,"বাঙ্গাল সে আয়ে হো কা? এগজাম দেনে?" । আমি সংক্ষেপে "হ্যাঁ" বলার পর উনি যে বাক্যটি বললেন তা হল ভিন রাজ্যের কাছে সমগ্র পশ্চিমবঙ্গের ছবি। "পহেলে তো বিহার কি লোগ কাম ধান্দে কে লিয়ে বাঙ্গাল যাতে থে, আব বাঙ্গাল বিহার আনে লাগা হে"। এরপর আমার ভাঙা ভাঙা হিন্দি ও উনার ভোজপুরি মিশ্রিত হিন্দিতে চলল কথোপকথন। (সেই কথোপকথন আমি বাংলায় লিখলাম)
- বাংলায় তো ভোট হয়ে গেছে? তাই না?
- কিছু কিছু জায়গা বাকি।
- ওখানে তো খুবই খুন খারাপি হয়। বিহারে আগে হতো।এখন হয় না। ওখানে ভোটের হাওয়া কেমন? কে জিতবে মনে হচ্ছে?
- এখনও বোঝা যাচ্ছে না,দাদা। বিহারে কী মনে হচ্ছে?
- এখানে তো মোদি...মোদি বলছে সবাই। তেজস্বী কিন্তু ভালো কাজ করেছে। নীতীশ কুমারের তো ভরসা নেই। কাল আবার দল পাল্টাতে পারে। জানি না। মোদি তো কেবল হিন্দু-মুসলিম লড়াই লাগাতে চায়। বলো, ধর্ম বেচে কি রুটি পাওয়া যায়? ৪০ টাকায় আটা কিনতে হচ্ছে। বাজার খুব খারাপ।
- তাহলে সবাই মোদি...মোদি করছে কেন?
- ধর্মের নামে। তোমরা পড়াশোনা করছ, তোমরা নিশ্চয়ই মোদিকে ভোট দেবে না?
- না। বিহারে তো নিয়মিত চাকরির পরীক্ষা হচ্ছে, নিয়োগ হচ্ছে।
- হ্যাঁ। চাকরি খুব হচ্ছে। তুমি শিক্ষকের চাকরির পরীক্ষা দিতে এসেছ, না?
- হ্যাঁ।
- পাঠক খুব কড়া লোক। কোনও অনিয়ম বরদাস্ত করে না। ওকে সবাই ভয় পায়। বাংলায় তো স্ক্যাম হয়। টাকা নেয়। মমতা দিদি খুবই খারাপ করেছে।
- আপনি জানেন?
- হ্যাঁ। খবর দেখি। পাটনায় কত ছেলেমেয়ে এসে স্টেশনে রাত কাটাচ্ছে। খারাপ লাগে।
- আচ্ছা চারিদিকে 'চকা-চক পাটনা' পোস্টার দেখছি কিন্তু স্টেশন সংলগ্ন এলাকা তো খুব নোংরা দেখছি। খোলা ড্রেন, রাস্তার উপর দিয়ে ড্রেনের জল বইছে।
- আগের থেকে অনেক সাফ হয়েছে। স্টেশন বাজারের এদিকটাই এরকম। তোমার সেন্টার এসে গেছে। ভালো করে পরীক্ষা দিও।
- ধন্যবাদ।
জানি না বিহারের ভোটের ফলাফল কী হবে। জানি না বাংলার ভোটের ফলাফল কী হবে। ফিরে অবধি কানে ওই কথাটাই বাজছে, "পহেলে তো বিহার কি লোগ কাম ধান্দে কে লিয়ে বাঙ্গাল যাতে থে, আব বাঙ্গাল বিহার আনে লাগা হে"।
© White Politics