অফিস উদ্বোধন
বিরাট উৎসাহ উদ্দীপনা আর করতালির মাধ্যমে সিদ্দেক আহমেদ সাহেবের নাকের ডগায় বিধায়ক জানাব আজিজ আহমেদ খান সাহেবের বারইগ্রাম জোন ভিত্তিক নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হলো আজ। উপস্থিত ছিলেন সিদ্দেক আহমেদের একসময়ের প্রধান দুই সেনাপতি যথাক্রমে হেলাল আহমেদ খান ও ফয়জুর রহমান তালুকদার সহ অত্র জেলা পরিষদের অন্তর্গত AIUDFএর ছয় মন্ডল কমিটির প্রাক্তন সব কর্মকর্তাবৃন্দ।
নজমুদ্দিন
দক্ষিণ করিমগঞ্জের কর্মবীর বিধায়ক জানাব
#আজিজ_আহমেদ_খান সাহেবের প্রচেষ্টায় SOPD (G)এর অধীনে নিজনাতুপুর হইতে নয়াগ্রাম পর্যন্ত রাস্তার জন্য মঞ্জুরিকৃত এক কোটি পঁচিশ লক্ষ সতেরো হাজার টাকার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন Aiudfএর করিমগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মৌলানা নজমুদ্দিন সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন বিধায়ক খাঁন সাহেব সহ Aiudfএর জেলা ও সমষ্টি ভিত্তিক কমিটির বেশ কয়েকজন দলীয় কর্মকর্তা।
স্ংবাদ
#মৌলানা_বদরুদ্দীন_আজমল সাহেবের নির্দেশে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির জোটের টিকিট নিয়ে ভিত্তিহীন সংবাদের স্পষ্টিকরণ দিলেন দক্ষিণের বিধায়ক জানাব #আজিজ_আহমেদ_খান ও সমষ্টি কমিটির দলীয় কর্মকর্তাবৃন্দ।
রাতাবাড়ি
রাতাবাড়ি জিপির পরিস্থিতি বর্তমানে থমথমে আকার ধারণ করেছে। কংগ্রেসী সভাপতি নুরুল ইসলামের লাগাম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে নালিশ জানিয়েছিলেন জিপির আম জনতা। মানুষের অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ তদন্তে নামে।কিন্তু দুঃখের বিষয় হল- যার বিরুদ্ধে মানুষের অভিযোগ সেই জিপি সভাপতি ও তাঁর দলবলকে সাথে নিয়েই নির্ধারিত সময়ের তিন চার ঘন্টা আগেই তদন্ত করতে আসেন নির্ধারিত সরকারি আধিকারিক। নির্ধারিত সময়ের আগে অভিযুক্তদেরকে সাথে নিয়েই তদন্ত প্রক্রিয়া আরম্ভ করায় জিপির আম জনতা প্রতিবাদ করলে সভাপতির লাঠিয়াল বাহিনী প্রতিবাদকারিদের উপর ঝাপিয়ে পড়ে।
উল্লেখ্য যে, বিজেপি সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলার কথা বললেও করিমগঞ্জ জেলার অধিকাংশ পঞ্চায়েতে কিন্তু চলছে হরির লুঠ। ফোর্টিন ফাইনেন্স, প্রধানমন্ত্রী
Aiudf
গত ৮ নভেম্বর দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক জানাব #আজিজ_আহমেদ_খান__ সাহেবের নেতৃত্বে প্রায় #হাজারের_অধিক__ বাইকের এক বিশাল রেলির মাধ্যমে দলপতি মৌলানা বদরুদ্দীন আজমল আল ক্বাসিমী সাহেবকে নিলামবাজার থেকে বারইগ্রামের সভাস্থলে নিয়ে আসার এক চমৎকার দৃশ্য!
লামডিংয়ে এআইইউডিএফের কর্মীসভা
লামডিংয়ে AIUDFএর #বিশাল_কর্মীসভা। ঢাক ঢোল ও নৃত্য গীতের মাধ্যমে রাজকীয় অভ্যর্থনা জানিয়ে #মৌলানা_বদরুদ্দিন_আজমল সাহেবকে নিয়ে যাওয়া হয় সভাস্থলে।