করিমগঞ্জ টুডে

করিমগঞ্জ টুডে Call Us For Any Promotion 📞 +91116929 6644 ( Toll Free) / 6901091553 / +918474870126

নিখোঁজশ্রীভূমি নিজ নাথুপুরের বাসিন্দা জাভেদ আলম গতকাল (13ডিসেম্বর) দুপুর 12টা থেকে নিখোঁজ।যদি কেউ দেখে থাকেন তাহলে দয়া ...
14/12/2024

নিখোঁজ

শ্রীভূমি নিজ নাথুপুরের বাসিন্দা জাভেদ আলম গতকাল (13ডিসেম্বর) দুপুর 12টা থেকে নিখোঁজ।

যদি কেউ দেখে থাকেন তাহলে দয়া করে যোগাযোগ করুন: 8822366599 , 8133960080

শ্রীভূমির ভোজনরসিকদের অনন্য স্বাদ দিতে বিশাল আয়োজন নিয়ে এসেছে---New China Town hotel & Restaurantবিবাহ, অন্নপ্রাশন, জন্...
14/12/2024

শ্রীভূমির ভোজনরসিকদের অনন্য স্বাদ দিতে বিশাল আয়োজন নিয়ে এসেছে---

New China Town hotel & Restaurant

বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, অফিস পার্টি ইত্যাদি যে-কোনও ধরনের অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থাপনা রয়েছে।

👉হোম ডেলিভারি ও পার্টি অর্ডারের জন্য যোগাযোগ করুন

নিউ চায়নাটাউন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট
স্টেশন রোড, (সহচরীর পাশে) শ্রীভূমি (করিমগঞ্জ)
মোবাইল: 7086080672

Land For s@le / জায়গা বিক্রয় হইবেশ্রীভূমি (করিমগঞ্জ) শহরের হাসপাতাল রোডে (পাবলিক স্কুলের বিপরীতে) আসাম টাইপ ঘর সহ আনুম...
14/12/2024

Land For s@le / জায়গা বিক্রয় হইবে

শ্রীভূমি (করিমগঞ্জ) শহরের হাসপাতাল রোডে (পাবলিক স্কুলের বিপরীতে) আসাম টাইপ ঘর সহ আনুমানিক 4 যষ্টি জায়গা বিক্রয় হইবে।

✔️ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।

যোগাযোগ করুন: 7002955052 , 9435277787

ক্রিয়েটিভ গ্যালারি 26 এবং 27 ডিসেম্বর স্টেশন রোডে একটি "লিপন আর্ট ওয়ার্কশপ" এর আয়োজন করছে। আগ্রহী প্রার্থীরা 97060611...
13/12/2024

ক্রিয়েটিভ গ্যালারি 26 এবং 27 ডিসেম্বর স্টেশন রোডে একটি "লিপন আর্ট ওয়ার্কশপ" এর আয়োজন করছে।

আগ্রহী প্রার্থীরা 9706061185 নম্বরে কল/হোয়াটসঅ্যাপ করে নাম নথিভুক্ত করতে পারেন।
8 থেকে 16 বছরের মধ্যে ছাত্রছাত্রীরা এবং সব বয়সের মহিলারা নাম নথিভুক্ত করতে পারেন।

Kreative Gallery is organising a "Lippon Art Workshop " on 26th and 27th December at station road.

Interested candidates can enroll by calling/whatsapp on 9706061185.
Students between 8 to 16 years and ladies of all age group can enroll.

Room Available For Rent / ঘর ভাড়া দেওয়া হইবেকরিমগঞ্জ শহরের মিশন রোডে ঘর ভাড়া দেওয়া হইবে★ 2 Rooms★ Attached Kitchen ★ Att...
13/12/2024

Room Available For Rent / ঘর ভাড়া দেওয়া হইবে

করিমগঞ্জ শহরের মিশন রোডে ঘর ভাড়া দেওয়া হইবে

★ 2 Rooms
★ Attached Kitchen
★ Attached Bathroom
★ Bike parking available
★ Ground Floor

Rent - 5,500 + electricity bill

Contact - 8638051114

স্বাদে আহ্লাদেআপনি কি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার উপভোগ করতে চান অথবা আপনার বাড়িতে যেকোনো অনুষ্ঠানের জন্য বিভিন্ন রকম ...
13/12/2024

স্বাদে আহ্লাদে

আপনি কি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার উপভোগ করতে চান অথবা আপনার বাড়িতে যেকোনো অনুষ্ঠানের জন্য বিভিন্ন রকম খাবার অর্ডার দিতে চান?

তাহলে আজই যোগাযোগ করুন স্বাদে আহ্লাদে ক্লাউড কিচেনে।

এখানে পাবেন ভাত, ডাল, বেগুন ভর্তা, বিভিন্ন প্রকার ঘন্ট, শাক, বিভিন্ন ধরনের মাছের রেসিপি, শুটকি, খিচুড়ি, মুরগির মাংস, পাঠার মাংস, মাছের টক, আইসক্রিম, গাজরের হালুয়া, পায়েস, কোল্ডড্রিংস ইত্যাদি।

আপনার বাড়িত বা অনুষ্ঠানে সর্বোচ্চ ৩০ জনের যেকোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার দিতে পারেন আমাদের কাছে। অর্ডার দিতে হবে অনুষ্ঠানের অন্তত একদিন আগে।

শনি ও রবিবার বিরিয়ানীর ব্যবস্থাও থাকছে।

হোম ডেলিভারির সুব্যবস্থাও রয়েছে।

ঠিকানা শ্রীভূমি, রায়পট্টি।

অর্ডার দিতে কল করুন 8399862080 বা 9401094911 এই নম্বরে।

Land for S@le / জায়গা বিক্রয় হইবেশ্রীভূমি (করিমগঞ্জ) শহরের অরবিন্দ সরণি (পাগলা পট্টি) ভৈরব লোহ লেনে 12টি প্লট বিক্রয় ...
13/12/2024

Land for S@le / জায়গা বিক্রয় হইবে

শ্রীভূমি (করিমগঞ্জ) শহরের অরবিন্দ সরণি (পাগলা পট্টি) ভৈরব লোহ লেনে 12টি প্লট বিক্রয় করা হইবে।

✔️24,000 sqft. Approx.
✔️ জায়গা মাটি ভরাট এবং বাউন্ডারি ওয়াল দেওয়া রয়েছে।
✔️গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।

★দালাল নিষ্প্রয়োজনীয়।

সরাসরি যোগাযোগ করুন: 7002517186, 9435883030, 9113052291

SOLUTIONSলিড চিমনি, ওয়াটার পিউরিফায়ার, গ্রানুলস এবং বিন্স কফি মেশিন, আটলান্টিসের কফি মেশিনের ডিস্ট্রিবিউটর। তাছাড়াও v...
13/12/2024

SOLUTIONS

লিড চিমনি, ওয়াটার পিউরিফায়ার, গ্রানুলস এবং বিন্স কফি মেশিন, আটলান্টিসের কফি মেশিনের ডিস্ট্রিবিউটর।
তাছাড়াও voltas ও Godrej এর সব ধরনের সামগ্রী, রেস্তোরাঁর আসবাবপত্র এবং রান্নাঘরের পণ্যসামগ্রী সুলভ দামে পাওয়া যায় ।
✔️খুচরা এবং পাইকারি উভয়ই উপলব্ধ।
✔️ সব ধরনের ইলেকট্রনিকস সামগ্রীর ইনস্টলেশন এবং রিপেয়ারিং
সার্ভিস করা হয়।
✔️রয়েছে সহজ কিস্তিতে ফিন্যান্সের ব্যবস্থাও।

মদনমোহন পার্ক লেন, রাঙ্গিরখাড়ি, শিলচর-৫
যোগাযোগ : 6000035095

12/12/2024

মাননীয় মন্ত্রী Krishnendu Paul মহাশয় কে শ্রীভূমি শহরে আসার পর উষ্ণ সংবর্ধনা জানালেন শহরবাসী ও দলীয় কর্মকর্তারা

Powered By UClean - karimganj " We Laundry " 📞 +919957651133

12/12/2024
12/12/2024

এবার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে আটক
শ্রীভূমি জেলার নিলামবাজার এলাকার বাগীরখোলা 1148 আজাদ এলপি স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত নাথ।

অধ্যক্ষ হিসেবে রবীন্দ্রসদন মহাবিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করার জন্য আপনাকে হার্দিক অভিনন্দন সব্যসাচী স্যার।💐💐💐💐💐💐 আপনার...
12/12/2024

অধ্যক্ষ হিসেবে রবীন্দ্রসদন মহাবিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করার জন্য আপনাকে হার্দিক অভিনন্দন সব্যসাচী স্যার।

💐💐💐💐💐💐

আপনার হাত ধরে রবীন্দ্রসদন মহাবিদ্যালয় অনেক দূর এগিয়ে যাক এই শুভকামনা। 🙏

12/12/2024

মন্ত্রী Krishnendu Paul মহাশয়কে স্বাগত জানাতে তৈরি শ্রীভূমি শহর

11/12/2024

শীতের বাম্পার অফার নিয়ে এলো Apollo Showroom Sribhumi

Kashmiri Shawl 50% Off ★ Stall 50% ★ Wollen Blouse 50 ★ Blanket Double 690 ★ Single 500 ★ Kids Jacket 300 ★

📍9706394569

11/12/2024

বারিকজান বিবি মহাশয়ার ডকুমেন্টস ভর্তি বেগ শ্রীভূমি শহরে হারিয়েছে।

📞 8638383955

11/12/2024

লক্ষীবাজার মানিককোনা গ্রামের বাসিন্দা উজ্জ্বল রায় (১৪) বিগত ৩ দিন হইতে নিখোজ।

যদি কেহ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে দয়া করে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো 📞 9957389292

Apollo Showroom আজ সন্ধ্যা 5টায় লাইভে দেখবেন এবারের উইন্টার কালেকশন। করিমগঞ্জ টুডে পেইজে।এবারের শীতের বিশাল কালেকশন এছাড়...
11/12/2024

Apollo Showroom

আজ সন্ধ্যা 5টায় লাইভে দেখবেন এবারের উইন্টার কালেকশন। করিমগঞ্জ টুডে পেইজে।

এবারের শীতের বিশাল কালেকশন এছাড়াও রয়েছে আকর্ষণীয় অফার এপোলো শোরুমের।

Crafted canvas ✔️সবধরনের স্কুল প্রজেক্ট বানানোর জন্য অর্ডার নেওয়া হয়।✔️বিয়ের নানারকমের আনুষঙ্গিক সামগ্রী যেমন কুলো, ড...
10/12/2024

Crafted canvas

✔️সবধরনের স্কুল প্রজেক্ট বানানোর জন্য অর্ডার নেওয়া হয়।
✔️বিয়ের নানারকমের আনুষঙ্গিক সামগ্রী যেমন কুলো, ডালা, সিঁদুর কৌটা, পিঁড়ি ইত্যাদি সব কিছু অতি সুলভ মূল্যে ডিজাইন করে দেওয়া হয়।
✔️মেয়েদের সবরকমের পোশাকের সেলাইর অর্ডার নেওয়া হয়।

যোগাযোগ :8486568185

Address

Karimganj
788710

Telephone

03843267100

Website

Alerts

Be the first to know and let us send you an email when করিমগঞ্জ টুডে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Social Media Agencies in Karimganj

Show All