Al Huda Creation

Al Huda Creation দ্বীনি খেদমত

12/08/2024

পবিত্র মদিনা শরিফের উম্মতে মুহাম্মাদির সর্ব প্রথম মসজিদ, মসজিদে কুবা তা অত্যন্ত সুন্দর ও মনোরম দৃশ্য।
মসজিদে কুবার ফযীলত সম্পর্কে অত্যান্ত গুরত্ব পূর্ণ এবং সংকিপ্ত আলোচনা করলেন সফরে মাওলানা ফাহিম উদ্দিন আল কাসিমী সাহেব দা:


11/08/2024

যে পাহাড় জন্নতে যাবে যে পাহাড় নবী করিম সা: কে ভালোবাসে,
উহুদ পাহাড় ইতিহাসের সাক্ষী। জীবনে রাসূলুল্লাহ (সা.)-এর নির্দেশনা না মানলে মুসলিমরা কী পরিমাণ বিপদে পড়বে তার জলজ্যান্ত উদাহরণ উহুদের প্রান্তর। এই শিক্ষা শুধু যুদ্ধের দিনের নয়, পুরো জীবনের।
বিপদে ধৈর্য ধারণ করতে হবে। এটা খাঁটি ঈমানের লক্ষণ এবং মুসলমানদের চিরন্তন শিক্ষা। জীবনে এই শিক্ষা ধারণের কোনো বিকল্প নেই। অত্যান্ত সংক্ষিপ্ত সুন্দর এবং স্পষ্ট ভাষায় উমরাহ সফরে সাথীদের কে guide করলেন
#মাওলানা_ফাহিম_উদ্দিন_আল_কাসিমি_সাহেব_দা:।

08/08/2024

নবী সাঃ স্মৃতিবিজড়িত তায়েফের জমীনে ইসলাম প্রচার সম্পর্কে চমৎকার আলোচনা করলেন উমরাহ সফরে #মাওলানা_ফাহিম_উদ্দিন_আল_কাসিমি_সাহেব_দা:


#মক্কা

28/01/2024




HIGH LIGHT

প্রিয় ওস্তাদে মুহতারাম হজরত মৌলানা মুফতি আব্দুল বাসিত আল কাসেমী সাহেব (মাদ্দাঃ) মসজিদের ইমাম,বেসরকারি মাদ্রাসা সমূহের আ...
19/01/2024

প্রিয় ওস্তাদে মুহতারাম হজরত মৌলানা মুফতি আব্দুল বাসিত আল কাসেমী সাহেব (মাদ্দাঃ) মসজিদের ইমাম,বেসরকারি মাদ্রাসা সমূহের আলিম ও হাফিজ শিক্ষকদের বেতনের ব্যাপারে প্রায়ই একা গর্জন করতে শুনা যায়। বরাক উপত্যকার দল মত নির্বিশেষে সব উলামাদের এই ব্যাপারে হুঙ্কারের প্রয়োজন আছে।যেহেতু আলিম,উলামা ও মুফতীয়ানে কেরাম ওয়াজের সিজনে মাইক নিয়ে ব্যস্ত আছেন। উনাদের কথা বলার সু্যোগ আছে তাই জোরালো আওয়াজের একান্ত প্রয়োজনll

HIGH LIGHT
Al Huda Creation

22/12/2023

একজন মানুষের মুখের ভাষা তার হৃদয়ের পরিচয় দেয়

02/12/2023

যদি মিথ্যা বলার পর আমরা বোবা হয়ে যেতাম!

হারাম সম্পর্ক করার জন্য, হারামে লিপ্ত হওয়ায় যদি আমাদের ক্যান্সার হতো!
ছেলেদের সামনে সৌন্দর্য প্রকাশ করার পর যদি চেহারা ভূতের মতো হয়ে যেতো!

গান শোনার পর যদি কানে শুনতে নাহ পেতাম!

লেখাপড়ার জন্য নামাজ ছাড়ায় যদি পরীক্ষায় ফেল করতাম.!

যদি নাটক সিনেমা, মুভি দেখার জন্য আমাদের চোখ নষ্ট হয়ে যেতো তখন কেমন হতো!

অথচ আমাদের রব আমাদের সাথে কিছুই করছেন না.! বরং, বারবার সুযোগ দিচ্ছেন তওবা করার জন্য!

29/11/2023

পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদটির নাম হচ্ছে ‘সুখ’,
যার ক্রেতা সবাই
কিন্তু দানকারী শুধুমাত্র একজন,
“আল্লাহ”

26/11/2023

কোনো সুন্দরী সম্রাজ্ঞীর কবরের পাশে গিয়ে জিজ্ঞেস করো।আজ কেন তোমার হাড়গুলো ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে?

মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য কি আমরা পালন করছি? আল্লাহ্ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দেখানো পথে আমরা কতটুকু হাটছি? পথতো একটিই। সিরাতে মুস্তাকীমের পথ । যে পথটি সোজা চলে গিয়েছে জান্নাতের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন। আমরা যেন আল্লাহ্ তায়ালার অবাধ্য না হই। আল্লাহ্ তায়ালার ক্রোধকে ভয় করি। সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বাচিয়ে জান্নাতের পথে চলি ।

কিন্তু আমরা এতটাই নির্বোধ যে,

আমরা বারবার প্রবল পরাক্রমশালী আল্লাহ্ তায়ালার অবাধ্যতাকে গ্রহণ করছি। সদা ডুবে আছি মদ-জুয়া আর অবিচারে। সুদ ঘুষের টাকায় গড়ছি সম্পদের পাহাড়। গান বাদ্যে মশগুল হয়ে পার করছি দিনের পর দিন। ভুলে যাই তাঁর ক্রোধ, তাঁর গজবের কথা। যা আমাদের পাপের কারণে আমাদের উপর আছড়ে পড়তে পারে যে কোন সময় । আবার বিপদে পড়লে আল্লাহ্ তায়ালার কাছে আকুতি জানাই। আল্লাহ্ আমাকে রক্ষা করো । অথচ আল্লাহ্ তায়ালা আমাদেরকে যেসব অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলেছেন। মুহূর্তের জন্যও তা থেকে বিরত হই না। একবারও তো ভাবিনা, এ অবাধ্যতা, এ অন্যায় আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে?
জান্নাতের কথা ভাবিনা।
জাহান্নামের কথা ভাবিনা।
মৃত্যু কবর হাশর কবরের আযাবের কথা ভাবিনা।
ভুলে যাই কবরের একাকিত্ব। ভুলে যাই হাশরের দিনের ভয়াবহতা। বিচার দিনের অসহায়ত্ব। ভাবিনা হাশরের দিনে আমার আমলনামা ডান হাতে থাকবে না বাম হাতে ?

শেষ বিচারের দিনে আল্লাহ্ তায়ালা যখন বলবেন,

وَامْتَارُوا الْيَوْمَ أَيُّهَا الْمُجْرِمُونَ

হে অপরাধী সম্প্রদায়! তোমরা আজ পৃথক হয়ে যাও। (সূরা ইয়াসীন-৫৯) সেদিন আমি কোন দলে থাকব? অপরাধীদের কাতারে, নাকি সৎ ও নিরপরাধীদের কাতারে ?

আমাদের চোখের সামনে কত প্রিয়জন, কত চেনা মুখ অসংখ্য ধন-সম্পদের মালিক আজ কবরের বাসিন্দা। কিন্তু তাদের দেখে আমরা সামান্যতম শিক্ষাও গ্রহণ করিনি। পরকালের পাথেয় সংগ্রহ করিনি। অথচ সেদিন একটি নেক আমলের জন্য মানুষের অসহায়ত্বের কোন সীমা থাকবে না।

যারা এক সময় বড়ই শান শওকতের সাথে পৃথিবীতে রাজত্ব করেছে, তাদের কবরের কাছে গিয়ে জিজ্ঞেস করো, একসময় তোমার সামনে পৃথিবীর শক্তিশালী বাহাদুরও মাথানত করে দাঁড়িয়ে থাকতো। হাতজোড় করে তোমার করুণা চাইতো, আজ তুমি কেনো মাটির নিচে পড়ে রয়েছো? তোমার কবরে আজ মাকড়শার জাল?

কোনো সুন্দরী সম্রাজ্ঞীর কবরের পাশে গিয়ে জিজ্ঞেস করো। তুমি তো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিলে, গোলাবের পানি দিয়ে তুমি গোসল করতে? শত শত দাসী বাদী তোমার খিদমত করতো। আজ কেন তোমার হাড়গুলো ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে? কবরবাসী জবাব দেবে না। নিজেকে জবাব খুঁজে নিতে হবে।

এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।

23/11/2023

ভালোবাসা কি জানেন,!

হযরত মোহাম্মদ (সাঃ) বলেন,_
যখন আমি গরীব ছিলাম,,
সে আমার পাশে থেকে,,তার সব সম্পদ দিয়ে, আমাকে, ধনী বানিয়েছে,❣️
যখন পুরো মক্কা আমার বিরুদ্ধে ছিলো,তখন! সে আমার, পাশে শক্ত হয়ে দাড়িয়ে ছিলো,❣️

যখন সবাই আমাকে মিথ্যাবাদি বলছিলো

তখন"!সে, আমাকে মন থেকে বিশ্বাস করেছিলো,,
তিনি আর কেউ না,,

আম্মাজান,খাদিজাতুল কোবরা,, 🥰❣️

-এটাই সত্যি কারের ভালোবাসা❣️🥰

21/11/2023

বিয়ে করলেন, বউ আপনার ঘরে আসল। তার জন্মেরও আগে মহান আল্লাহ তার রিযিক লিখেছেন। বিয়ের মাধ্যমে আপনি তার রিযিকের যিম্মাদারী নিয়েছেন! তার রিযিক আপনার হাত দিয়ে আসবে।🌸

অটোমেটিক আপনার ইনকাম বাড়বে। ইনকামে বরকত হবে। কেননা আপনার স্ত্রীর রিযিক আপনার হাতে আল্লাহ দিবেনই দিবেন। আর স্ত্রী যদি সৌভাগ্যবতী হয় তাহলে তো কথাই নাই। তার ভাগ্যের সাথে সাথে আপনার জীবনও বদলে যাবে!🖤

ইনশা আল্লাহ!❤️🌸

19/11/2023

যৌন চাহিদা হচ্ছে ক্ষুধার মতো!

ক্ষুধা লাগলে যেমন খাবার প্রয়োজন হয় , তেমনি নারী পুরুষ একটি নির্দিষ্ট বয়সে উপনীত হলে তাদের যৌন চাহিদা সৃষ্টি হয় ৷

এটা আল্লাহর একটি সৃষ্টি। তাই প্রতিটি ছেলে মেয়ের উপযুক্ত বয়সে বিবাহ হওয়াটাই শ্রেয়।

কিন্তু আমাদের সমাজে পড়াশোনার নামে , ক্যারিয়ার গড়ার নামে উপযুক্ত সময় থেকে অনেক পরে ছেলে-মেয়েদের বিবাহ দেয়া হয়।
ফলে যৌন চাহিদার বর্শবর্তি হয়ে যেনা ব্যভিচারে পা বাড়ায় যুবক যুবতীরা ৷

আর এমনটা হওয়াই স্বাভাবিক ৷ কারণ আপনি যদি একটি বিড়াল পালেন , আর তাকে খেতে না দেন তাহলে সুযোগ পেলেই বিড়াল আপনার হাড়ির খাবার চুরি করবে ৷

অভিভাবকরা ইচ্ছে করেই ছেলেমেয়ের বিয়ে দেরীতে দিচ্ছে , সুতরাং যেনা তো হবেই ৷ আপনার মেয়ে অন্য ছেলের সাথে তো পালাবেই ৷ এটা আপনারই কর্মফল ৷

আল্লাহ তায়ালা ইরশাদ করেন

قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।
[সুরা নুর - ৩০]

وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ন, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।
[সুরা নুর - ৩২]

وَلَقَدْ أَنزَلْنَا إِلَيْكُمْ آيَاتٍ مُّبَيِّنَاتٍ وَمَثَلًا مِّنَ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُمْ وَمَوْعِظَةً لِّلْمُتَّقِينَ
আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াতসমূহ, তোমাদের পূর্ববর্তীদের কিছু দৃষ্টান্ত এবং আল্লাহ ভীরুদের জন্যে দিয়েছি উপদেশ।
[সুরা নুর -:৩৪]

সরকারি বিধান মোতাবেকও যদি একজন নারীর বিয়ের বয়স ১৮ বছর এবং একজন পুরুষের বিয়ের বয়স ২১ বছর হয় তারপরও অনেক অভিভাবকেরা ছেলের বয়স নিয়ে গেছে ৩০/৩৫ এ এবং মেয়ের বয়স নিয়ে গেছে ২৫/২৮ এ ৷

অথচ ইসলামিক রাষ্ট্রে ছেলে মেয়েদের এত দেরীতে বিবাহ দেয়ার কোনো সুযোগ নেই ৷

অভিভাবকের কাছে এখন বিবাহ হয়ে গেছে কঠিন তাই যেনা হয়েছে সহজ ৷

20/04/2023

সৌদি আরব ঈদ মানেই কিন্তু আমাদের ভারতে শনিবারে ঈদ নয়।
হে, তবে সম্ভবাবনা বেশি থাকে এবং স্বাভাবিকভাবে এভাবেই হয়ে থাকে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এটা নয়।
রোজা এবং ঈদ উভয়টার সম্পর্ক চাঁদ দেখার সাথে সম্পর্ক, এটাই আহাদিস এবং শারইয়্যার ভাষ্যা।
ً صوموا لرؤيته و افطروا لرؤيته ـ
Al Huda Creation

আগামী ঈদুল ফিতরের নামাজের ইমামতি করবেন  বড়খলা বিজয়পু‌র পুটিছড়া ঈদগাহ মাঠে, উত্তর-পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবি...
19/04/2023

আগামী ঈদুল ফিতরের নামাজের ইমামতি করবেন বড়খলা বিজয়পু‌র পুটিছড়া ঈদগাহ মাঠে, উত্তর-পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুহাদ্দিস হজরত মাওলানা #মুফতি_আব্দুল_বাসিত_আল_ক্বাসীমি সাহেব দাঃ বাঃ,
Al Huda Creation

Address

Badarpur
Karimganj
788806

Alerts

Be the first to know and let us send you an email when Al Huda Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Huda Creation:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Karimganj

Show All