একটু জরুরি সর্তক বার্তা.....
#চাকুলিয়া 16/05/2021
লকডাউনের পরিস্থিতি খতিয়ে দেখতে নিজে পথে নামলো গোয়ালপোখর 2 নং (চাকুলিয়ার) ব্লকের BDO শ্রী কানাইয়া কুমার রায় মহাশয়
করোনা সচেতনতা বার্তা .....
ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার
#Rampur ,13-02-2021:আজকের দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে চাকুলিয়া থানার রামপুরে, ঘন কুয়াশায় একটি বড় লরি সজোরে পেছন থেকে ধাক্কা মারে ছোটো গাড়ি দুটিকে,হতাহতের খবর নেই তবে ঘাতক গাড়িটিকে আটক করেছে চাকুলিয়া থানার পুলিশ।
#Chakulia,01-01-2021:নববর্ষ কিন্তু সবার শুভ হয়না।ভিডিওটি অনুগ্রহ করে দেখুন যেখানে "ব্রজেন রায়" নামের এক অসহায় বৃদ্ধ ও তার মানসিক ভারসাম্য হীন মেয়ের বেদনাদায়ক চিত্র ফুটে উঠেছে।আশা করি আগামীকালের " দুয়ারে সরকার" কর্মসূচিতে ওনার সমস্যাগুলো তুলে ধরে প্রশাসনিক সাহায্য পাওয়া যাবে ।এছাড়াও সমাজের সর্বস্তরের মানুষের কাছে বিনম্র শ্রদ্ধা সমাজের এই অসহায় মানুষ গুলোর পাশে একটু দাড়ান ।
#Kishanganj, #Kanki,31-12-2020: জাতীয় সড়ক ৩১ এ দুর্বিষহ যানজটের কারণে নাজেহাল যানবাহন থেকে শুরু করে যাত্রীরা, প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছেন গতকাল সন্ধ্যা থেকেই তীব্র যানজটের কারণে নাকাল যাত্রীরা,আশা করি প্রশাসনের উদ্যোগে খুব দ্রুত এই যানজট কেটে যাবে।
#চাকুলিয়া:26-12-2020: " রেনুবালা দাস " বাড়ি চাকুলিয়া থানার অন্তর্গত বেলন গ্রাম পঞ্চায়েতের পূর্ব কমরসাল গ্রামে ,ওনার স্বামী মারা গিয়েছেন প্রায় ৩০ বছর আগে,তিন কুলে মানসিক ভারসাম্য হীন ২৮ বছর বয়সী মেয়ে ছাড়া আর কেউ নেই,অন্যের বাড়িতে কাজ করে ৬০ বছর বয়সি বৃদ্ধা রেনুবালা দেবী এভাবেই দিন গুজরান করেন অথচ এতদিনেও মেলেনি কোনো সরকারি সাহায্য, রেনু বালা দেবী বলেন" এখন আর আগের মতো কাজ করতে পারিনা,মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে কিভাবে আগামী দিনে বেঁচে থাকবো জানিনা,যদি সরকারি কোনো সাহায্য পেতাম তাহলে শান্তিতে চোখটা বন্ধ করতে পারতাম।"
প্রতিবেশীদের মানবিকতার নজির সত্যি প্রশংসনীয় ,কেউ কেউ বলেই বসলেন ভোটের আগে ওনার সমস্যা সমাধান না হলে প্রয়োজনে ভোট বয়কট করতেও দ্বিধা বোধ করবেন না তারা।রেনুবালা দেবীর সমস্যা সমাধানে গ্রামবাসীর অনমনীয় মনোভাবকে কুর্নিশ জানায় আমাদ
#Rampur:20-12-2020:বিজেপির আর নয় অন্যায় কর্মসূচিতে চাকুলিয়া থানার রামপুরে আজ বিজেপির জেলা নেতৃত্ববর্গ ।এদিনের সভায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন উত্তর দিনাজপুর জেলার বিজেপির মাইনরিটি মোর্চার সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন সাহেব ।সভায় উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক শ্রী অসীম মৃধা,শ্রী বাসুদেব সরকার,জেলার সাধারণ সম্পাদিকা শ্রীমতী কিরণ মাহাতো সাহা,জেলার মেডিকেল সেলের চিকিৎসক শ্রী শচীন প্রসাদ,জেলার অবজার্ভার শ্রী শুভেন্দু বাবু সহ অন্যান্য নেতৃবর্গ ।
#Chakulia:13-12-2020:ভয়ংকর বিপদের সম্মুখীন চাকুলিয়ার স্থানীয় বাসিন্দারা । ব্রিটিশ আমলে নির্মিত এই "ঘোড়ামারা" সেতুর দূরাবস্থা কাটিয়ে জনসাধারণ কবে ফিরে পাবে এক নতুন প্রাণ? দলমত নির্বিশেষে এলাকার সমস্ত স্তরের মানুষদের এগিয়ে আসা উচিত কারণ রাজনীতি একদিনের আর আমাদের পারস্পরিক সম্পর্ক চিরদিনের ।
(Special Thanks to Md.Ashraful Sir and Dr.P.K.Roy)