19/03/2024
দুইদিন পরেই ঈদ। ১৯৭১ সালে আমি মুক্তিযুদ্ধ করার জন্য যাত্রাবাড়ির গর্তে লুকানোর কয়দিন আগেই ঈদ পালন করেছিলাম। আমার ভাই আমার জন্য ঈদ উপলক্ষে একটা কালো বোরকা কিনে আনলেন। বললেন, "এটা পড়ে চল। কাউকে বলা যাবে না আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি।" এরপর দুই ভাই মিলে বোরকা পড়ে গেলাম এক রাজাকার পীরের পা টিপার কাজে যোগ দিতে।
তখন আমরা মুক্তিযুদ্ধের চেতনায় কতোই না উজ্জীবিত ছিলাম। ঈদের সময়ও দেশের জন্য কাজ করেছি। আর এখন দেখছি মানুষ পাকিস্তান থেকে ইম্পোর্ট করে পড়ছে। নারীবিদ্বেষী হতে চাই না তবে মেয়েদের উচিত দেশ সম্পর্কে আরো জানা। দেশ নিয়ে জানলে ভারত বাদে অন্য কোন দেশের জামা পড়লেই গা গুলিয়ে আসতো। গা যদি গুলিয়ে না-ও আসতো, তাহলেও নিজের আঙুল গলায় ঢুকিয়ে হড়হড় করে বমি করে দিতো।
আফসোস, এগুলো কিছুই হয় না। হে দেশমাতা ক্ষমা করো, এ আমাদেরই লজ্জা।
চেতনায় মুক্তিযুদ্ধ
আজিজ সুপার মার্কেট