Badhon biswas

Badhon biswas Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Badhon biswas, Digital creator, Kanchrapara.

বর্তমান মহাকাশে এই যোগ সৃষ্টি হয়েছে যে যোগ গুলিতে বিশেষ কিছু সমস্যা সৃষ্টি হবে বিশেষ কিছু রাশি লগ্নের। কর্ম পরিবর্তন, কর...
28/12/2024

বর্তমান মহাকাশে এই যোগ সৃষ্টি হয়েছে যে যোগ গুলিতে বিশেষ কিছু সমস্যা সৃষ্টি হবে বিশেষ কিছু রাশি লগ্নের। কর্ম পরিবর্তন, কর্ম হানি যোগ, দাম্পত্য সমস্যা তো থাকবেই, অগ্নি সংযোগ যোগ প্রবল ক্ষতি করবে , মেষ ও কুম্ভ রাশির নতুন ব্যাবসা শুরু করতে চলেছে। বৃষ ও তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম এবং বিবাহ ভেঙে যাওয়ার প্রবল যোগ। মিথুন ও বৃশ্চিক রাশির জাতকদের আইনি কোন সমস্যা আসতে চলেছে এবং জমি জায়গা নিয়ে সমস্যা সৃষ্টি হবে। কর্কট রাশির সমস্যা তাদের ছেড়ে কখনো যায় না। সিংহ ও মীন রাশির জাতকদের প্রবল সর্তক থাকতে হবে অগ্নি সংযোগ থেকে। কন্যা ও ধনু রাশির জাতক জাতিকাদের নতুন কর্ম যোগ শুভ এবং নতুন ব্যাবসা খুব ভালো হবে এবছর ।

27/11/2024

মঙ্গল গ্রহের খারাপ প্রভাবে আপনার জীবন কেমন হতে পারে ? জানেন কি রক্ত প্রবালের উপকারিতা ?

Red Coral এর বাংলা হচ্ছে রক্ত প্রবাল পাথর অথবা মুঙ্গা পাথর। যা জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল গ্রহের প্রতিনিধিত্ব করে থাকে। মঙ্গল গ্রহ শক্তি , জীবনী শক্তি , রক্ত চলাচল ও লক্ষ্য স্থিরে প্রভাব বিস্তার করে থাকে। জন্ম তারিখ অনুযায়ী যাদের মেষ রাশি , কর্কট রাশি ও বৃশ্চিক রাশি , তাদের জন্য প্রথম উপকারী পাথর হচ্ছে রক্ত প্রবাল পাথর।
প্রথমত রক্ত প্রবাল পাথর শত্রুতার মাঝে জয় পেতে সাহায্য করে থাকে।
যে কোন বাধা থেকে পরিত্রাণ , শত্রুকে পরাজিত করে জয় পেতে সাহায্য করে।
যাদের বিয়েতে সমস্যা বা নানান বাঁধার সম্মুখীন হতে হচ্ছে তাদের জন্য রক্ত প্রবাল পাথর ব্যবহার উপকারী হতে পারে।
সম্পদ লাভ বা সম্পদ বৃদ্ধিতে মঙ্গল গ্রহের প্রভাব থেকে থাকে বলে রক্ত প্রবাল পাথর এ সংক্রান্ত কাজে উপকারী।

· অলসতা দূর করে কাজে সঠিক ভাবে মননিবেশ করে কাজ কে সফল ভাবে শেষ করার জন্য রক্ত প্রবাল পাথর শক্তি যোগায়।

· আরেকটি গুরুত্বপূর্ণ উপকার হচ্ছে মানুষিক স্বাস্থ্য। এ পাথর দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে। শক্তি , উদ্যম আর মনে আশা জাগায়। সাহস বৃদ্ধির সাথে সাথে রক্ত প্রবাল দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। রত্ন পাথর রক্ত প্রবাল পাথর আত্ম বিশ্বাস বৃদ্ধি করে থাকে।

· রত্ন পাথর রক্ত প্রবাল পাথর রক্তকে পরিশুদ্ধ করে। ফলে হৃদপিণ্ড ভালো থাকে।

· মঙ্গল গ্রহের খারাপ প্রভাবের কারনে খিটমিটে মেজাজ , অতিরিক্ত রাগ , অধৈর্য , কাজে কর্মে অস্থিরতা হয়ে থাকে। তাই এ বিষয় গুলোতে ভালো ফল পাওয়া যায়।

· যাদের আর্থিক কাজে বাধা থাকে , আর্থিক লেনদেনে সমস্যা হয় , আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য থাকেনা তাদের জন্য রাশি রত্ন পাথর রক্ত প্রবাল পাথর ব্যবহার উপকারী।

· যে সকল মানুষ আর্মি , পুলিশ , ডাক্তার , অস্ত্র তৈরির ব্যবসায় , বিজ্ঞানী ও রিয়েল ষ্টেট এর ব্যবসায়ের সাথে জড়িত তাদের জন্য রত্ন পাথর রক্ত প্রবাল পাথর উপকারী হতে পারে।

রত্ন পাথর রক্ত প্রবাল পাথর শয়তানি দৃষ্টি এবং কালো জাদু থেকে মুক্ত রাখে।

· যে সকল মানুষ ঋণের জালে আটকা পরেছে , বা যারা ঋণের বোঝা বহন করছে তাদের জন্য মঙ্গলের ভালো প্রভাবের জন্য রত্ন পাথর রক্ত প্রবাল পাথর ব্যবহার গুরুত্ব পূর্ণ।

· প্রবাল পাথরের আংটি হিট স্ট্রোক থেকে বেঁচে থাকতে সাহায্য করে।

· প্রবাল দৃষ্টি শক্তি বৃদ্ধি করে।

24/11/2024

Address

Kanchrapara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Badhon biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Badhon biswas:

Share