Rk Radha Govinda

Rk Radha Govinda জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ🌸😌🙏

জয় রাধা মাধব 🦚🌻🙏       RadhaGopinathji Temple,Jaipur
15/07/2024

জয় রাধা মাধব 🦚🌻🙏

RadhaGopinathji Temple,Jaipur

Hare Krishna 🌻🦚🙏
15/07/2024

Hare Krishna 🌻🦚🙏

❝Happy New Year 2024❞Hare Krishna 🙇‍♂️❝Mangal Arati Darshan Sri Dham Mayapur❝ January 01-01-2024💛
01/01/2024

❝Happy New Year 2024❞
Hare Krishna 🙇‍♂️
❝Mangal Arati Darshan Sri Dham Mayapur❝
January 01-01-2024💛

💙*শুভ বলরাম জয়ন্তী*💙             🍀🌼🍀💝*বলরাম দেবের বন্দনা:-   🌿🌿🌿🌿🌿🌿🌿      💜*নমস্তে তু হলগ্রাম নমস্তে মুষলায়ুধ*।💜  💜*নম...
31/08/2023

💙*শুভ বলরাম জয়ন্তী*💙
🍀🌼🍀
💝*বলরাম দেবের বন্দনা:-
🌿🌿🌿🌿🌿🌿🌿
💜*নমস্তে তু হলগ্রাম নমস্তে মুষলায়ুধ*।💜
💜*নমস্তে রেবতীকান্ত নমস্তে ভক্ত-বৎসল*।।💜
💜*নমস্তে বলিনাং শ্রেষ্ঠ নমস্তে ধরণীধর*।💜 💜*প্রলাম্বারে নমস্তে তু ত্রাহি মাং কৃষ্ণ-পূর্ব্বজ*।।💜
🍀🧡🍀🌸🍀💖🍀🌸🍀🧡🍀
💝*জয় _বলরাম_দেবের_জয়*💝
🙏🙏🙏🙏🙏🙏

10/08/2023

যাকে মনের সব কিছু কথা বলা যায়!আমাদের দুঃখ, কষ্ট বোঝার একমাত্র সঙ্গী ভগবান শ্রী কৃষ্ণ 🙏💙😌

09/08/2023

আমরা এতো কষ্ট পাই কেনো এই জগতে 💙🙏😌

#রাধেরাধে #কৃষ্ণনাম #হরিনাম Rk Radha Govinda
Radhe Krishna Krishna Consciousness - Rangpur'

08/08/2023

Hare Krishna 😌🙏💙

08/08/2023

শত খারাপ সময়ের মধ্যে ও সবাই ছেড়ে চলে যাবে , একজন পাশে থেকে যাবে সে আমার ভগবান কৃষ্ণ
💙😌🙏

31/07/2023

যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনের মধ্যে
আছেন।😌💥💙

এই গল্পটা তাদের জন্য 😊।

একটা পাখি ঈশ্বরের কাছে বিচার দিয়েছিল যে, ঈশ্বর ..!! আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম।তুমি ঝড়-তুফান দিয়ে আমার ঘরটা উড়িয়ে দিলে। কেন এমন করলে🤔??

তখন ঈশ্বর উওরে বলছিলেন তুমি তখন ঘুমাচ্ছিলে,আর তোমার ঘরে একটা সাপ ঢুকছিল তোমাকে খাওয়ার জন্য।তাই আমি ঝড়-তুফান দিয়ে তোমার ঘরটা ভেঙে দিলাম।যার জন্য তুমি উড়ে যেতে পারছিলে।

এই গল্পটা শুনে কি বুঝতে পারলেন😔।

আমাদের জীবন থেকে কিছু মানুষকে ঈশ্বর নিজেই কেড়ে নেন,এই জন্য যেন ভবিষ্যৎতে তারা আমাদের জীবনের ধ্বংসের কারন না হয়ে দাঁড়ায়।

একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উওম পরিকল্পনাকারী।🌸❤🙏

24/06/2023
20/06/2023

জগতের নাথ হল জগন্নাথ আবার তিনিই শ্রীকৃষ্ণ ও তিনিই হলেন মহাপ্রভু
তিনিই হলেন স্বয়ং প্রাণ-গোবিন্দ, তিনিই আবার কৃষ্ণতে কৃষ্ণ মিলে জড়ায়ে আছে তিনি কৃষ্ণ হয়ে "হরে-কৃষ্ণ" নাম নিয়ে নদিয়ার গৌরহরি অবতীর্ন হয়ে জীবের কল্যাণ করিতে আসিয়া ধন্য করেছেন আমাদের। ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণের অবতার নন, বরং তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি শ্রীকৃষ্ণের 'মহাভাব প্রকাশ' রূপে পরিচিত কারণ তিনি দ্বারকার শ্রীকৃষ্ণ 🌸🦚

নিলাচল-নিবাসায় নিত্যায় পরমাত্মনে
বলভদ্র-শুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ॥🌷🙏

প্রভু কৃপাময় তুমি, দূর করে দাও সকল ব্যথা। কেটে যাক সব অন্ধকারময় দিন, নিয়ে চলো আনন্দ যেথা। ✨💙😌

সকলকে জানাই শুভ রথযাত্রার গৌরপ্রীতি শুভেচ্ছা 😊

জয় শ্রীজগন্নাথ বলদেব শুভদ্রা মহারানীর জয় ♥️🌼🌎🙌🏻

হরে কৃষ্ণ 🌷🙏🏻 হরিবোল 🙌🏻🌸 জয় শ্রীরাধে 🌹🙌🏻

08/05/2023

🌸 জীবনের প্রধান চারটি সমস্যা ও সমাধানঃ-
🌼১. #জন্মঃ- যদি জন্মই না হয় তাহলে আর অন্য দূঃখ কিভাবে হবে? তাই এটাই প্রধান সমস্যা।

🌸২. #মৃত্যুঃ- আমরা মরতে চাই না, তবুও মৃত্যু আসে।

🌼৩. #জরাঃ- আর বৃদ্ধ হতে কেউই চাই না। সারা জীবন যুবক-যুবতী থাকবো। তা কি হয়?

🌸৪. #ব্যাধিঃ- রোগাক্রান্ত হতে কেউ চাই না, কিন্তু হয়।


আপনি যতদিন না জন্ম-মৃত্যু চক্র থেকে উদ্ধার পাচ্ছেন, ততদিন রোগ, শোক, জড়া, ব্যাধি এগুলো আসবে - যাবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন-

🌿🌼"দূঃখালয়ম্ অশ্বাশ্বতম"

এই পৃথিবীটা দূঃখের জায়গা ও কিছু সময়ের জন্য যাওয়া আসা মাত্র। তাহলে এগুলো থাকবে না কোথায়?

আমরা সারাজীবন যা কর্ম করছি, তার পূণ্যের ফলে স্বর্গলাভ এবং পাপ কর্মের যাতনা ভোগের জন্য নরকবাস করার পরে আবার এই পৃথিবীতে ৮৪ লক্ষ জীবের কোন একরূপে জন্ম নিতে হবে। এই জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যেখানে গেলে আর জন্ম নিতে হবে না সেই কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে যাওয়ার জন্যেই ভক্তিপথ। আমাদের পাপ ও পূণ্য উভয় থেকে মুক্তি পেতে হবে, তবেই আমরা মুক্তিলাভ করে ভগবদ্ধামে প্রত্যাবর্তন করতে পারব।

🌼 হরে কৃষ্ণ 🌼 হরে কৃষ্ণ 🌼 কৃষ্ণ কৃষ্ণ 🌼 হরে হরে 🌼
🌼 হরে রাম 🌼 হরে রাম 🌼 রাম রাম 🌼 হরে হরে 🌼

এই মহামন্ত্র জপ করলে আমরা পাপ ও পূণ্য উভয় থেকে মুক্তি পেয়ে জন্ম ও মৃত্যু থেকে অব্যাহতি পেয়ে চিন্ময় ধামে প্রত্যাবর্তন করতে পারব।

______________হরে কৃষ্ণ🌼🌿

02/05/2023

Hare Krishna 🙏💙

Address

Kamalpur

Telephone

+917005889439

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rk Radha Govinda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Kamalpur

Show All