News Tripura

News Tripura নিউজ ত্রিপুরা চ্যানেলে আপনাকে স্বাগতম।
(2)

07/11/2024

ভারতের প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম এবং মৃত্যু দিবস কে সামনে রেখে পদযাত্রা ।উত্তর ত্রিপুরা কদমতলা এলাকায়

07/11/2024

আন্তর্জাতিক বিপর্যয় মোকাবিলা দিবস পালন করা হলো কৈলাশহর ঊনকোটি কলা ক্ষেত্রে।
। ছিলেন জেলাশাসক দিলীপ কুমার চাকমা মহকুমা শাসক প্রদীপ সরকার সহ অন্যান্য।

07/11/2024

কৈলাশহর রাঙ্গাউটি ৭ কিলোমিটার রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি করেছে এলাকার জনগণ।

07/11/2024

পাঁচ শতাংশ ডিএ পাওয়ায় কর্মচারীদের অভিনন্দন রেলি সিপাইজলা কমলা সাগর বিধানসভা এলাকায়

07/11/2024

১৫ ব্যাটালিয়নের টিএসআর এর হেডকোয়াটারের জমি দেখতে পশ্চিম কাঞ্চন বাড়িতে জমি পরিদর্শন করলেন মন্ত্রী সুধাংশু দাস। এবং পুলিশ প্রশাসনের আধিকারিকগণ।

07/11/2024

৫ % ডি এ নিয়ে কি বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

06/11/2024

Mayor - West district kala utsab
06-11-24
সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত পশ্চিম জেলা প্রকল্প সমন্বয়কারী কার্যালয়ের উদ্যোগে আজ আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে দুইদিনব্যাপী পশ্চিম জেলা ভিত্তিক কলা উৎসবের উদবোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা দপ্তর তথা সমগ্র শিক্ষার রাজ্য প্রকল্প অধিকর্তা এন সি শর্মা প্রমুখ। মেয়র শ্রী মজুমদার বলেন কলা উৎসব আয়োজনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি তাদের শৈল্পিক সত্ত্বাকে বিকশিত করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা । তিনি বলেন ২০১৫সাল থেকে শুরু হওয়া কলা উৎসব ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করছে। শ্রী মজুমদার বলেন নতুন শিক্ষা নীতির ফলস্বরূপ শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। তার সাথে ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষার বিস্তার হয়েছে। যার মাধ্যমে তারা আগামীদিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার ক্ষেত্রে নিজেদের উল্লেখযোগ্য অবদান রাখবে বলে তিনি জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা দপ্তর তথা সমগ্র শিক্ষার রাজ্য প্রকল্প অধিকর্তা এন সি শর্মা বলেন শিক্ষা দপ্তর যেভাবে কাজ করে চলেছে তাতে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিবাবকদের প্রত্যাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন শুধু প্রত্যাশা রাখলে চলবে না তার সঙ্গে সাফল্য আসতে হবে। এইক্ষেত্রে কলা উৎসব একটি অন্যতম মাধ্যম বলে তিনি জানান। উল্লেখ্য আগামী ১২নভেম্বর সবগুলি জেলার কলা উৎসবের বিজয়ীরা রাজ্য ভিত্তিক কলা উৎসবে উপস্থিত থাকবেন।

06/11/2024

কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে। নবীন বিদ্যার্থী উৎসব ছিলেন মন্ত্রী সুধাংশু দাস

06/11/2024

ঊনকোটি জেলা কৈলাশহর কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে চাকরি মেলা।

06/11/2024

পূর্ব ত্রিপুরার সাংসদ কৃতি সিং দেব বর্মনের সঙ্গে মতাদলের সংখ্যালঘু মোর্চার বৈঠক

05/11/2024

অতিরিক্ত বিদ্যুৎ মাসলের এর প্রতিবাদে ডিজিএম এর কাছে ডেপুটেশন কুমারঘাট কংগ্রেস দলের পক্ষ থেকে।

05/11/2024

ড্রাইভিং ট্রেনিং অনুষ্ঠান আজকে শেষ দিনে ৩৭ জন মাহিলাদের ড্রাইভিং শেখানো হয়, জিরানিয়া ড্রাইভিং ট্রেনিং এন্ড রিসোর্ট সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা নাল্লু, মন্ত্রী সুসান্ত চৌধুরী সহ অন্যরা

05/11/2024

মঙ্গলবার সুকান্ত একাডেমিতে ত্রিপুরা রাজ্য কাউন্সিল ফর সাইন্স এন্ড টেকনোলজির উদ্যোগে অনুষ্ঠিত হয় স্কুল সাইন্স ড্রামা কম্পিটিশন ২০২৪।

05/11/2024

প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বন্যায় ক্ষতি ক্ষস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় মঙ্গলবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে। আনন্দনগর পশু হাসপাতালে আয়োজিত এই অনুষ্ঠানে শ্রীনগর পঞ্চায়েত, আনন্দনগর পঞ্চায়েত, পশ্চিম আনন্দনগর পঞ্চায়েত, মহেশখলা পঞ্চায়েত,
জারুল বাচাই পঞ্চায়েত,মলয় নগর পঞ্চায়েত এবং পুরনিগমের ২৬, ২৭,২৮,২৯, ৩০ এই ওয়ার্ড এর তথা ৬ টি পঞ্চায়েত ও ৫ টি পুরনিগমের মোট ৩৩ জন সুবিধাভোগীদের হাতে এদিন আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন এক এওয়ারনেস ওয়াক শপের আয়োজন করা হয়।
- বুলব সাহা, ডুকলি R.D ব্লকের চেয়ারম্যান।

05/11/2024

৯ নভেম্বর থেকে শুরু স্বর্গীয় শিবনাথ দে স্মৃতি ফুটবল।

দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে

05/11/2024

ফটিকরায় বিধানসভার অধীনে সায়দার বাড়ি থেকে ইন্দিরা কলোনি পর্যন্ত মনু নদীর উপর আরসিসি ফুট ব্রিজের শিলান্যাস করলেন মন্ত্রী সুধাংশু দাস।

05/11/2024

,বিশালগড়ে যাত্রীবাহী বাসে আক্রমণ এবং ছিন্তাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করলেন আক্রান্ত ব্যক্তি।

05/11/2024

আজ বিকেলে রাজধানী আগরতলার গীতাঞ্জলি স্টেট ট্যুরিস্ট গেস্ট হাউসে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ৩৮তম বৈঠকে পৌরহিত্য করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সচিব ড.প্রদীপ কুমার চক্রবর্তী, বন দপ্তরের পিসিসিএফ তথা চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন রবীন্দ্র কুমার শ্যামল, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা ,অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগী,পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব দেববর্মা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। একান্ত সাক্ষাৎকার মন্ত্রী সুশান্ত চৌধুরী

Address

KAILASHAHAR
Kailashahar
799277

Alerts

Be the first to know and let us send you an email when News Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Tripura:

Videos

Share

Category