News Tripura

News Tripura নিউজ ত্রিপুরা চ্যানেলে আপনাকে স্বাগতম।
(2)

27/12/2024

শৈবনাথ উন্নয়ন পরিষদ বিলাসপুর শাখার উদ্যোগে শুক্রবার ফটিকায় বিধানসভার অধীন বিলাসপুর গ্রামে অনুষ্ঠিত হয় মহারুদ্রযজ্ঞ ও ধর্মসভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উড়িষ্যার কিয়ার ব্যাঙ্ক মঠের অধ্যক্ষ যোগীগুরু মহন্ত স্বামী শিবনাথজী মহারাজ।

27/12/2024

দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়া সার্কিট হাউসে প্রাণিসম্পদ তফসিল জাতি ও মৎস্য দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক। মন্ত্রী সুধাংশু দাস।

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং কে শেষ শ্রদ্ধা জানালেন ভারতীয় পার্লামেন্টের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী।
27/12/2024

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং কে শেষ শ্রদ্ধা জানালেন ভারতীয় পার্লামেন্টের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী।

27/12/2024

গ্রামীণ ব্যাংকের সিএসসি তথা ভিসি সেন্টারে টাকা তুলতে গিয়ে গ্রাহক খোয়ালেন পাঁচ হাজার টাকা।

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং । রাষ্ট্রীয়  শোক ঘোষণা । শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
27/12/2024

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং । রাষ্ট্রীয় শোক ঘোষণা । শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

27/12/2024

প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং রাষ্ট্রীয় শোক ঘোষণা

27/12/2024

মন্ত্রীর হাত ধরে উদ্বোধনের অপেক্ষায় "আরাধনা সাংস্কৃতিক সংস্থার" সাংস্কৃতিক উৎসব। চূড়ান্ত পর্যায়ে ইতিমধ্যেই চলছে শেষ তুলির টান।
"

26/12/2024

গত ২২-শে ডিসেম্বর সন্ধ্যায় DYFI - কৈলাসহর উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে কৈলাসহর জেলা হাসপাতালে ভর্তি শহর উত্তরাঞ্চলের গরীব অসহায় কয়েকজন রোগীদের দেখতে যায়।

ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
26/12/2024

ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

26/12/2024

গত বছর গোটা রাজ্যের মধ্যে বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশন শ্রেষ্ঠ ক্রিকেট সংগঠকের শিরোপা অর্জন করার পর এ বছর আবার শুরু করল এই মরশুমের ক্রিকেট খেলা। মূলত পশ্চিমবঙ্গের স্বাগতিক অনূর্ধ ১৯ ক্রিকেট দল এবং বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে তিনটি প্রীতি ক্রিকেট ম্যাচ দিয়েই এই মরশুমের বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের খেলা শুরু হয়।

26/12/2024

আজ রাষ্ট্রীয় বীর বাল দিবস। ভারতীয় জনতা পার্টি প্রতিবছরই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে। গোটা দেশ ও রাজ্যের সাথে বিজেপি ৩৫ বিলোনিয়া মন্ডলেও এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দশম শিখ গুরু গোবিন্দ সিংহের ৭ ও ১১ বছরের পরাক্রমী দুই শিশু সন্তানের স্মরণে এদিনটি পালিত হয়। তাদের স্মরণে আজ বিজেপি ৩৫ বিলোনিয়া মন্ডলের উদ্যোগে মন্ডল কার্যালয় থেকে একটি সুবিশাল মিছিল বিলোনিয়া শহর পরিক্রমা করে। এ বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত।

26/12/2024

উড়িষ্যার কিয়ার ব্যাঙ্ক মঠের অধ্যক্ষ তথা মহাযোগী গোরক্ষনাথ যোগাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যোগীগুরু মহন্ত স্বামী শিবনাথজী মহারাজের উপস্থিতিতে ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার কৈলাসহর কামরাঙ্গাবাড়ী অনুষ্ঠিত হল মহা রুদ্রযজ্ঞ। সমগ্র অনুষ্ঠানে ভক্তপ্রান নাগরিকদের উপস্থিতি ও অংশগ্রহন ছিল লক্ষনীয়। শিবনাথজী মহারাজ ছাড়াও আজকের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন উনার শিষ্য স্বামী ভক্তিনাথজী। মহাযোগী গোরক্ষনাথ যোগাশ্রম সংঘ কৈলাসহর শাখার পক্ষ থেকে সুসজ্জিত বাইক রেলীর মধ্যদিয়ে মহারাজজীকে বরন করে অনুষ্ঠান স্থলে নিয়ে যাওয়া হয়।

উত্তর পূর্বাঞ্চল তথা সারা ভারতবর্ষে নাথ ধর্মের গুরু ও একনিষ্ঠ প্রচারক এবং উড়িষ্যার কিয়ার ব্যাঙ্ক মঠের অধ্যক্ষ শিবনাথজী মহারাজ ১৯৮১ সালে ত্রিপুরার আগরতলায় প্রথম পদার্পণ করেন। সেই সময় থেকে প্রতিবছরই শিবনাথজী মহারাজ উত্তর-পূর্বাঞ্চল পরিক্রমায় আসেন। এর ফলে আসাম ও ত্রিপুরায় শৈব নাথ ধর্মের নবজাগরণের সূচনা হয়। বিশেষ করে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যে নাথ ধর্মের পুনরুত্থানে শিবনাথজীর অক্লান্ত পরিশ্রম বাস্তবায়িত হচ্ছে। নাথ ধর্মাবলম্বীদের জন্য শিবনাথজী-ই একমাত্র আলোক বর্তিকা। মহারাজের উদ্যোগে এবং আশীর্বাদে আগরতলা ধলেশ্বরে এবং ধর্মনগর পদ্মপুরে সুবিশাল, সুরম্য মহাযোগী শ্রী শ্রী গোরক্ষনাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে রানীর বাজারে বড় মাপের মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছে। খোয়াই, বিশালগড়, কাঞ্চনপুর, কৈলাসহর সহ একাধিক জায়গায় মন্দির নির্মাণ কাজ শুরু হয়েছে ও‌ পরিকল্পনা চলছে।

শৈব নাথ ধর্ম প্রচার ও প্রসারে এবছর ১৬ই ডিসেম্বর সোমবার রাজ্যে শুভ পদার্পণ করেন। উনার পৌরহিত্যে ইতিমধ্যে আগরতলা, খোয়াই, মোহনপুর, বিশালগড়, রানীর বাজারে ও আজ কৈলাসহরের কামরাঙ্গা বাড়ীতে মহা রুদ্রযজ্ঞ, দীক্ষা ও উপনয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৫শে ডিসেম্বর আগরতলা থেকে কৈলাসহরে আসেন শিবনাথজী। আগামীকাল কৈলাসহর মহকুমার বিলাসপুর গ্রামে ও আগামী ১৩ই জানুয়ারি পর্যন্ত রাজ্যের দশদা, আনন্দবাজার, কাঞ্চনপুর, তিলভুম, খেরেনঝুরি, পানিসাগর, গঙ্গানগর, কাঞ্চনবাড়ী, কদমতলা ও ধর্মনগরে শৈব নাথ ধর্ম প্রচার ও প্রসারে অনুরুপ কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিশেষভাবে উল্ল্যেখযোগ্য যে ধর্মনগর পদ্মপুরস্থিত শ্রী শ্রী শিব ও গোরক্ষনাথ মঠে ৩১ শে ডিসেম্বর শিবনাথজী মহারাজের শুভ আবির্ভাব দিবস পালিত হবে দুদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে। ত্রিপুরা সফর শেষে ১৪ই জানুয়ারি ২০২৪ ইং শিবনাথ জী আসামের রামকৃষ্ণ নগরের উদ্দেশ্যে যাত্রা করবেন। এবং মাস ব্যাপী আসামের বিভিন্ন স্থানে ধর্ম প্রচারে পরিভ্রমন করবেন।

26/12/2024

সাংবাদিক সম্মেলন কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার

26/12/2024

কৈলাশহর অটল বিহারী বাজপেয়ি ১০০তম জন্ম শতবার্ষিকী সুশাসন দিবস পালন করা হলো

26/12/2024

অটল সাহিত্য কবিতা উৎসব ২০২৪ ২৫ ২৬ ডিসেম্বর কৈলাশহর । ঊনকোটি কলাক্ষেত্রে বক্তব্য রাখছেন তথ্য সংস্কৃতি দপ্তরের ডাইরেক্টর বিম্বিসার ভট্টাচার্য।

26/12/2024

অটল সাহিত্য কবিতা উৎসব ২০২৪ ২৫ ২৬ ডিসেম্বর কৈলাশহর। বক্তব্য রাখছেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়

26/12/2024

মন্ত্রী টিংকু রায়ের হাতে উপহার দিলেন কবি সাহিত্যিক

Address

KAILASHAHAR
Kailashahar
799277

Alerts

Be the first to know and let us send you an email when News Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Tripura:

Videos

Share

Category