শৈবনাথ উন্নয়ন পরিষদ বিলাসপুর শাখার উদ্যোগে শুক্রবার ফটিকায় বিধানসভার অধীন বিলাসপুর গ্রামে অনুষ্ঠিত হয় মহারুদ্রযজ্ঞ ও ধর্মসভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উড়িষ্যার কিয়ার ব্যাঙ্ক মঠের অধ্যক্ষ যোগীগুরু মহন্ত স্বামী শিবনাথজী মহারাজ।
দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়া সার্কিট হাউসে প্রাণিসম্পদ তফসিল জাতি ও মৎস্য দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক। মন্ত্রী সুধাংশু দাস।
গ্রামীণ ব্যাংকের সিএসসি তথা ভিসি সেন্টারে টাকা তুলতে গিয়ে গ্রাহক খোয়ালেন পাঁচ হাজার টাকা।
প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং রাষ্ট্রীয় শোক ঘোষণা
মন্ত্রীর হাত ধরে উদ্বোধনের অপেক্ষায় "আরাধনা সাংস্কৃতিক সংস্থার" সাংস্কৃতিক উৎসব। চূড়ান্ত পর্যায়ে ইতিমধ্যেই চলছে শেষ তুলির টান।
"
গত ২২-শে ডিসেম্বর সন্ধ্যায় DYFI - কৈলাসহর উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে কৈলাসহর জেলা হাসপাতালে ভর্তি শহর উত্তরাঞ্চলের গরীব অসহায় কয়েকজন রোগীদের দেখতে যায়।
গত বছর গোটা রাজ্যের মধ্যে বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশন শ্রেষ্ঠ ক্রিকেট সংগঠকের শিরোপা অর্জন করার পর এ বছর আবার শুরু করল এই মরশুমের ক্রিকেট খেলা। মূলত পশ্চিমবঙ্গের স্বাগতিক অনূর্ধ ১৯ ক্রিকেট দল এবং বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে তিনটি প্রীতি ক্রিকেট ম্যাচ দিয়েই এই মরশুমের বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের খেলা শুরু হয়।
আজ রাষ্ট্রীয় বীর বাল দিবস। ভারতীয় জনতা পার্টি প্রতিবছরই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে। গোটা দেশ ও রাজ্যের সাথে বিজেপি ৩৫ বিলোনিয়া মন্ডলেও এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দশম শিখ গুরু গোবিন্দ সিংহের ৭ ও ১১ বছরের পরাক্রমী দুই শিশু সন্তানের স্মরণে এদিনটি পালিত হয়। তাদের স্মরণে আজ বিজেপি ৩৫ বিলোনিয়া মন্ডলের উদ্যোগে মন্ডল কার্যালয় থেকে একটি সুবিশাল মিছিল বিলোনিয়া শহর পরিক্রমা করে। এ বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত।
উড়িষ্যার কিয়ার ব্যাঙ্ক মঠের অধ্যক্ষ তথা মহাযোগী গোরক্ষনাথ যোগাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যোগীগুরু মহন্ত স্বামী শিবনাথজী মহারাজের উপস্থিতিতে ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার কৈলাসহর কামরাঙ্গাবাড়ী অনুষ্ঠিত হল মহা রুদ্রযজ্ঞ। সমগ্র অনুষ্ঠানে ভক্তপ্রান নাগরিকদের উপস্থিতি ও অংশগ্রহন ছিল লক্ষনীয়। শিবনাথজী মহারাজ ছাড়াও আজকের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন উনার শিষ্য স্বামী ভক্তিনাথজী। মহাযোগী গোরক্ষনাথ যোগাশ্রম সংঘ কৈলাসহর শাখার পক্ষ থেকে সুসজ্জিত বাইক রেলীর মধ্যদিয়ে মহারাজজীকে বরন করে অনুষ্ঠান স্থলে নিয়ে যাওয়া হয়।
উত্তর পূর্বাঞ্চল তথা সারা ভারতবর্ষে নাথ ধর্মের গুরু ও একনিষ্ঠ প্রচারক এবং উড়িষ্যার কিয়ার ব্যাঙ্ক মঠের অধ্যক্ষ শিবনাথজী মহারাজ ১৯৮১ সালে ত্রিপুরার আগরতলায় প্রথম পদার্পণ করেন। সেই সময় থেকে প্রতিবছরই শিবনাথজী মহারাজ উত্তর-প
সাংবাদিক সম্মেলন কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার