অবাক পৃথিবী

অবাক পৃথিবী কিছু উপদেশ যা মানুষকে সুন্দর ভাবে গড়ে তুলতে সাহায্য করে এবং কিছু মজাদার ঘটনা যা আনন্দ প্রদান করবে।

হ্যালো বিরাটিয়ান 🎙️🎙️🎙️কিং কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে তার ৭ম টেস্ট সেঞ্চুরি এবং পার্থ স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট সেঞ্চু...
24/11/2024

হ্যালো বিরাটিয়ান 🎙️🎙️🎙️

কিং কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে তার ৭ম টেস্ট সেঞ্চুরি এবং পার্থ স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরী করেছেন। চ্যাম্পিয়ন ব্যাটারের কাছ থেকে একটি ক্লাসিক নক🔥

    😜    🔥🔥
11/07/2024

😜
🔥🔥


09/01/2024

Congratulations 💐💐 for ❤️❤️



প্রাচীন মিশরে পাতলা কোমরের মেয়ের খুব কদর ছিল। যে মেয়ে যত স্লিম, তাকে তত আকর্ষণীয় ধরা হত।কিন্তু এসব পাতলা কোমরের মেয়েরা য...
08/09/2023

প্রাচীন মিশরে পাতলা কোমরের মেয়ের খুব কদর ছিল। যে মেয়ে যত স্লিম, তাকে তত আকর্ষণীয় ধরা হত।
কিন্তু এসব পাতলা কোমরের মেয়েরা যখন বিয়ে করতো, তখন তারা বেছে বেছে মোটা ভুঁড়িওয়ালাদেরই বিয়ে করতো।
কারণ সেসময়ে ভাবা হত, ধনীরা গরীবদের চেয়ে ভাল মন্দ খায় । তাই মোটা লোকরা আর্থিকভাবে সচ্ছল ও ধনবান হয়।
তখন দেখা যেত, অনেক পুরুষই কৃত্রিমভাবে মোটা হওয়ার চেষ্টা করত। আবার মাথায় টাকওয়ালা পুরুষদের ভাবা হত মহাজ্ঞানী । তাদেরও বেশ কদর ছিল।
মধ্যযুগে এসে মোটা মেয়েদের কদর খুব বেড়ে যায়। কারণ তাদের ধনী-অভিজাত পরিবারের ভাবা হত। কারণ, একগাদা দাসী থাকার কারণে তাদের কোন কাজই করতে হতো না। ফলে কাজ না করার জন্য মোটা হয়ে যেত, সেটাই ছিল আভিজাত্যের প্রতীক।
আসলে সৌন্দর্যের সংজ্ঞা যুগ ভেদে একেক রকম।
আজ সারা বিশ্বে প্রচার করা হচ্ছে মেয়েদের জন্য ফর্সা মানেই সুন্দর, জিরো ফিগার মানেই আকর্ষণীয়। এই জন্য দু'বেলা হাফ প্লেট ভাত খেয়ে দুর্বল শরীর নিয়ে হলেও ফিগার জিরো মেইনটেইন করায় ব্যস্ত সবাই।
অথচ আগের যুগে জিরো ফিগারের মেয়ে দেখলে লোকে নির্ঘাত ভাবতো, মেয়েটা নিশ্চয় কাঙ্গাল পরিবারের। না খেতে পেয়ে এমন শুকিয়ে গেছে।
এগুলো আসলে কিছুই না। সবই কর্পোরেট ব্যবসা। মোটা বা চিকন, কালো বা ফর্সা- কোনটা ফ্যাশন এটা নির্ধারণ করে কর্পোরেট ব্যবসায়ীরা। তারাই তাদের প্রয়োজনে বিভিন্ন সময়ে সৌন্দর্যের বিভিন্ন সংজ্ঞা দেয়, আর আমরা সেই অনুযায়ী সুন্দর হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ি।
ফোর্বস ম্যগাজিন অনুযায়ী বিশ্বে প্রতিবছর কসমেটিক ব্যবসা হয় প্রায় ২৭০ বিলিয়ন ডলার
(১ বিলিয়ন= ১০০ কোটি)!!!
এর মধ্যে L'oreal এবং Maybelline কোম্পানি সবচেয়ে বেশি ব্যবসা করে। সৌন্দর্যের বিষয় নিয়ে মাথা ঘামায় দুধরনের মানুষেরা।

এক:- কর্পোরেট ব্যবসায়ীরা, ব্যবসায়িক স্বার্থে।

দুই:- যাদের নিজস্ব কোন যোগ্যতা নেই, তারা সৌন্দর্যকেই যোগ্যতা মনে করে।

আমার কাছে যদি সৌন্দর্যের সংজ্ঞা চাওয়া হয়, তবে আমি বলবো যোগ্যতাই মানুষের আসল সৌন্দর্য। কারণ যোগ্যতা চিরস্থায়ী আর সৌন্দর্য্য ক্ষণস্থায়ী।
এরপরেও যারা নিজেদের সুন্দর ভাবে না, তারা নিজের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা বাদ দিয়ে যোগ্যতা বাড়ানোর চেষ্টা করা উচিত। যোগ্য মানুষ দেখতে যেমনি হোক না কেন, তাদের দেখতে কিন্তু সুন্দরই লাগে।
জীবনের এক পর্যায়ে এসে এটাই একমাত্র বাস্তব সৌন্দর্য হয়ে দাঁড়ায়।❤️

কংগ্রেস আমলে রথি/মহারথী গণ ঠিক এইভাবেই নাম কামিয়েছে 🙄
06/09/2023

কংগ্রেস আমলে রথি/মহারথী গণ ঠিক এইভাবেই নাম কামিয়েছে 🙄

24/08/2023

#ইসরো_দলের_বাঙালি_বিজ্ঞানীদের_তালিকা:


1) বিজয় কুমার দাই - বেলুড় রামকৃষ্ণ মিশন কলেজ/ কল্যাণী সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ/ #যাদবপুর_বিশ্ববিদ্যালয়

2) সায়ান চ্যাটার্জি - বিটি রোড সরকারী স্পন্সরড হাই স্কুল/ বরানগর আরকেএম/ এমসিকেভি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং/ #যাদবপুর_বিশ্ববিদ্যালয়

3) অমিতাভ গুপ্ত - #যাদবপুর_বিশ্ববিদ্যালয়/ IIT কানপুর/

4)অনুজ নন্দী - ইসলামপুর হাইস্কুল/রায়গঞ্জ কলেজ/ #যাদবপুর_বিশ্ববিদ্যালয়
5) আর্য রানা - তমলুক হ্যামিল্টন উচ্চ বিদ্যালয়/ #যাদবপুর_বিশ্ববিদ্যালয়

6) কৃশানু নন্দী - আরসিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, কলকাতা/ #যাদবপুর_বিশ্ববিদ্যালয়
7) রাজীব সাহা - উশুমপুর আদর্শ উচ্ছ বিদ্যালয়/আইআইটি খড়গপুর/ #যাদবপুর_বিশ্ববিদ্যাল
8)মৌমিতা দত্ত - হলি চাইল্ড ইনস্টিটিউট/রাজাবাজার সায়েন্স কলেজ

9) জয়ন্ত লাহা - উত্তরপাড়া সরকার। উচ্চ বিদ্যালয় / IIEST, শিবপুর
10) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, 2009 ব্যাচ।/ আইআইটি কেজিপি

11) মানস সরকার - নরেন্দ্রপুর আরকেএম

12) নীলাদ্রি মৈত্র - মছলন্দপুর নাকপুল স্বামীজি সেবা সংঘ/ ভারতীয় মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট

13) অভিজিৎ রায় - সাউথ পয়েন্ট / ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি

14) অমিত মাজি - খিলা গোপীমোহন স্কুল/আরকেএম বেলুড়/কলকাতা বিশ্ববিদ্যালয়

15) সৌরভ বসু - ডন বস্কো স্কুল / দিল্লি বিশ্ববিদ্যালয়

16) সুমিতেশ সরকার - উত্তরপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়/ BESU/IIEST/ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স

17) দেবজ্যোতি ধর - BESU/ IIEST/ BITS পিলানি

18) কৌশিক নাগ - হলি চাইল্ড স্কুল/ জলপাইগুড়ি সরকারী। ইঞ্জিনিয়ারিং কলেজ

19) টসিকুল ওয়ারা- কেএন কলেজ, বেরহামপুর

20) তুষার কান্তি দাস- ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর, চন্দ্রযান

21) চয়ন দত্ত- ইলেকট্রনিক্স এবং যোগাযোগ বিভাগ, তেজপুর বিশ্ববিদ্যালয়।

22) সৌরভ মাজি - ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

23) পীযূষ কান্তি পট্টনায়েক- কল্যাণী সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ

24) রিন্টু নাথ - BESU/ IIEST

25) এমডি.মোশাররফ হুসেন - বিশ্বভারতী/আইআইটি দিল্লি

26) সৌম্যজিৎ চ্যাটার্জি- টেকনো মেইন, সল্টলেক, কলকাতা।
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

29/07/2023

#পবিত্র_মহরম_উপলক্ষে

প্রাচীনকাল থেকে মহরম, ইসলাম ধর্মের মানুষদের কাছে পবিত্র হিসাবে গণ্য করা হয়। মহরমের মাসে শোক পালন করেন ও নিজেদের সমস্ত খুশি ত্যাগ করেন ইসলাম ধর্মাবলম্বীরা।
ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব হল মহরম। ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাসই হল মহরম। আল কোরানের বিধান অনুযায়ী এই মাসটি পবিত্র, তাই এই মাসটি ইসলাম ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীনকাল থেকে মহরম, ইসলাম ধর্মের মানুষদের কাছে পবিত্র হিসাবে গণ্য করা হয়।

মহরমের মাসে শোক পালন করেন ও নিজেদের সমস্ত খুশি ত্যাগ করেন ইসলাম ধর্মাবলম্বীরা। মহরমকে কোনও উৎসব হিসাবে না, এটি অধর্মের উপর ধর্মের জয়ের প্রতীক হিসাবে মনে করা হয়।

আরবী শব্দ 'মুহররম'-র অর্থ হল পবিত্র। মহাগ্রন্থ আল কোরানে পবিত্র মাস হিসেবে উল্লেখ আছে মহরম মাসের। মহরমের ১০ তারিখটি বিশেষ মর্যাদাসম্পন্ন দিন, যাকে বলা হয় আশুরা। গুরুত্বপূর্ণ এই মাসটিতে শিয়ারা আশুরাকে কারবালার বিষাদময় ঘটনা স্মরণ করে পালন করা হয় মহরম। অনেক মুসলমান মসজিদে বিশেষ প্রার্থনা করে থাকে।

#কেন_পালিত_হয়_মহরম?

ইসলাম বিশ্বাস অনুযায়ী, ইরাকে ইয়াজিদ নামের এক নিষ্ঠুর বাদশাহ ছিলেন। যিনি নিজেকে খলিফা মনে করলেও, আল্লাহর প্রতি তার কোনও বিশ্বাস ছিল না। এমনকি তিনি ছিলন মানবশত্রু। হজরত ইমাম হুসেনকে তিনি নিজের শিবিরে যোগদান করায় বলায়, তিনি রাজি হননি। এর ফলে তিনি ক্রোধে, তাঁর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন। হুসেন, তাঁর পরিবার ও বন্ধু -বান্ধব শহিদ হন কারবালায়। শোনা যায় এই মহরমের মাসেই তিনি শহিদ হয়েছিলেন।





#শিয়া ও #সুন্নি_সম্প্রদায়ভুক্তদের_মহরম_উদযাপনের_রীতি

ইসলাম ধর্মের দুই সম্প্রদায়ের মানুষ দুই রকম ভাবে মহরম পালন করেন। শিয়া সম্প্রদায়ের মানুষেরা মহরমের দিন কালো পোশাক পরে হুসেন, তাঁর পরিবার ও শহীদদের স্মরণ করেন। রাস্তায় তাঁরা তাজিয়া নিয়ে শোভাযাত্রা বের করেন। মহরমের নবম ও দশম দিন তাঁরা রোজা রাখেন। এই সময় বিশেষ নামাজ পড়ার রীতি আছে। অন্যদিকে সুন্নি সম্প্রদায়ভুক্তরা, মহরম মাসের ১০ দিন রোজা রাখেন।





#কারবালার #যুদ্ধ

মক্কা - মদিনার পর কারবালাই মুসলিমদের আরও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এটি অবস্থিত ইরাকের রাজধানী বাগদাদ তাহকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। বিশ্বাস অনুযায়ী, হজরত ইমাম হুসেন, দ্বিতীয় মহরমে কারবালাতেই সকলকে নিয়ে পৌঁছেছিলেন। সেদিন সকালে হুসেন নামাজ পড়ছিলেন এবং তখনই ইয়াজিদের সৈন্যরা তির ছুঁড়তে শুরু করেন। যেখানে, হুসেনের ৭২ জন সঙ্গী শহীদ হন। এই ঘটনার পরে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নববর্ষ উদযাপন বন্ধ করে দিয়ে মহরম মাসকে দুঃখের মাস হিসাবে পালন করা হয়।

    চিনতে পারলে জীবন ধন্য 😂😂
27/07/2023



চিনতে পারলে জীবন ধন্য 😂😂

https://youtu.be/KJo9o_Vmu4g
25/06/2023

https://youtu.be/KJo9o_Vmu4g

Bengal के बांकुड़ा में रेल हादसा,आपस में टकराईं 2 मालगाड़ी | West Bengal Train Accident पश्चिम बंगाल के बांकुड़ा में रेल हादसा,आपस में टक....

11/06/2023

Matlab khuch bhi 😂😂

প্রত্যেক ক্ষেত্রের আলাদা আলাদা ওয়েব সাইট আছে, ওইগুলো তে নোটিশ না দিয়ে মাঠে, ঘাটে সভা করে ঘোষণা করার কোনো মানে হয় না 😂...
31/05/2023

প্রত্যেক ক্ষেত্রের আলাদা আলাদা ওয়েব সাইট আছে, ওইগুলো তে নোটিশ না দিয়ে মাঠে, ঘাটে সভা করে ঘোষণা করার কোনো মানে হয় না 😂😂😂

26/05/2023

আজকে যে নেতা, মন্ত্রীরা মেধা দের মিষ্টি খাওয়ালো আর ফুলের তোড়া দিলো 💐
আগামী দিনে তারাই মেধা দের চাকরি বিক্রি করবে।

Send a message to learn more

13/04/2023


22/01/2023

লাইন গুলো অসাধারণ ❤️❤️
❤️

18/01/2023

❤️

02/10/2022

পুজোর অনুভূতির জন্য এই আওয়াজটাই যথেষ্ট 🥰🥰

Address

Jhargram

Telephone

+917074099529

Website

Alerts

Be the first to know and let us send you an email when অবাক পৃথিবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অবাক পৃথিবী:

Videos

Share