Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম

Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম, Digital creator, Jhargram.
(140)

💥𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐖𝐢𝐭𝐡 𝐔𝐬 𝐟𝐨𝐫 𝐩𝐚𝐢𝐝 𝐏𝐫𝐨𝐦𝐨𝐭𝐢𝐨𝐧💥
Share Yours 👉 Confessions, Photography , Videography & Creative Content ✌️

𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 👉 https://www.instagram.com/dearjhargram?igsh=MTFzNjliN3IyeGp6ZQ==

~প্রিয় ঝাড়গ্রাম 💚 আমাদের কনসেপ্ট হলো যে ঝাড়গ্রামের কাছে বা দূরে থাকা মানুষদের আরো কাছে নিয়ে আসা আমাদের প্রিয় ঝাড়গ্রাম কে।তার জন্যে আপনাদের সাপোর্ট ভীষণভাবে প্ৰয়োজন , তা না হলেআমরা এগোতে পারবো না। খুব শিগগিরই ঝ

াড়গ্রামএর বিশিষ্ট কিছু স্থানে আমরা লাইভ ভিডিও নিয়ে আসবো।এছাড়াও থাকছে তোমাদের পাঠানো ফটো , ভিডিও, ক্রিয়েটিভ আর্ট ইত্যাদি। এরই মধ্যে কিছু মানুষ এর ভালো লাগা খারাপ লাগা দুটোই আমাদের সামনেএসেছে। অসংখ ধন্যবাদ আমাদের Response দেওয়ার জন্যে।
আমাদের কিছু কথা –
১) আমরা ফোটোগ্রাফি করি শুধুমাত্র ঝাড়গ্রাম কে বিশ্বমানে সবার কাছে তুলে ধরতে. ঝাড়গ্রাম যেমন সুন্দর , ঝাড়গ্রাম এর মানুষজন দের চলা ফেরা , কাজ কর্ম ও সুন্দর. আমরা রাস্তা ঘাটের সেই সব সুন্দর ছবি / মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো, যার মধ্যে কিছু মানুষ ও থাকতে পারে , আমাদের সেই মানুষ দের সন্মান এ আঘাত করার অভিপ্রেত কখনোই নেই , তাদের কে আমরা অনেক সন্মান দেব।
কারণ – ঝাড়গ্রামবাসীদের জন্যেই আমাদের ফোটোগ্রাফি আরো ভাল হবে ,সবার সামনে এই সব চিত্র আমরা তুলে ধরতে পারবো . সমাজ এর খারাপ দিকটা কেও আমরা তুলে ধরতে চেষ্টা করবো ফটো তোলার মাধ্যমেই। আমাদের অজান্তে কিছু ভুল হয়ে থাকলে আপনারা নিশ্চই জানাবেন . এর জন্যে কারোর বেক্তিগত খারাপ লাগলে সরাসরি জানাবেন , আমরা এর আগে ১ টি ফটো ডিলিট করে দিয়েছি আপনাদের মধ্যেই ১ জনের অনুরোধে।
২) কাউকে ব্যাক্তিগত ভাবে হেল্প আমরা করলে তা পাবলিসিটি করি না / করবো না। কারণ সেটা আমরা সাপোর্ট করি না। আপনাদের কারোর কিছু হেল্প করার থাকলে নিশ্চই জানাবেন আমরা সহযোগিতা করবো।
আমরা Dear-ঝাড়গ্রাম পেজ যে সব কাজ করে চলেছি ,তার জন্যে আমাদের যথেষ্ট কষ্ট করতে হয় ,সময় দিতে হয় . আমাদের এই খাটুনি সব আপনাদের কাছে তুলে ধরার জন্যেই ,কিছু কিছু পোস্ট করেও দেখেছি যে আমাদের expectation অনুযায়ী আমরা আপনাদের কাছ থেকে সেরকম feedback পাচ্ছিনা . অনেকবার হতাশ হয়েছি , হয় তো পোস্ট গুলো আপনাদের সবার কাছে পৌঁছেছে না . এখনো maximum ঝাড়গ্রামবাসী দেড় কাছে আমাদের পেজ পৌঁছে দিতে পারি নি ,আমরা অনেক চেষ্টা করে চলেছি পৌঁছে দেবার ,দয়া করে আপনারাও করুন , আমরা কোনোদিন হাল ছাড়বো না , আমাদের পেজে ১০ জন থাকলেও আমরা চেষ্টা সব দিন চালিয়ে যাবো ,কারণ আমরা জানি আমরা পারবো ,কারণ আমাদের কাছে অনেক unique content আছে এই page চালাবার মতো . আপনাদের request করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন ,আপনারা সাহায্য করুন , আপনারা সাপোর্ট করলেই তো ,আমরা motivation পাবো .
এই page আপনাদের জন্যেই .
আমাদের মাথায় ঝাড়গ্রাম সম্পর্কিত শর্ট ফিল্ম বানানোর ও ভাবনা আছে। এছাড়া ও থাকছে ঝাড়গ্রামে ঘোটে যাওয়া কিছু ব্যাখ্যাবিহীন ঘটনা।। যা ব্যাখ্যা করবে আপনারাই ।। তো যতটা সম্ভব পেজ কে লাইক শেয়ার করে ছড়িয়ে দিন সবার কাছে।
কোনো নিউ কনসেপ্ট , আইডিয়া থাকলে তা বিনা সংকোচ এ শেয়ার করুন - পেজটা আমার আপনার সকল ঝাড়গ্রামবাসীর।
আপনাদের নির্ভেজাল আনন্দ দেয়াই আমাদের উদ্দেশ্য।
আশা করি সকলের সহযোগিতা পাব।
সাথে থাকো ।। ( ͡° ͜ ʖ ͡°)

এবার পুজোয় বাংলা মুভি 😃 〽️Book My Show / Offline ✌️ @  Jhargram CinePlex 💥   #প্রিয়ঝাড়গ্রাম        #ঝাড়গ্রাম
05/10/2024

এবার পুজোয় বাংলা মুভি 😃 〽️

Book My Show / Offline ✌️

@ Jhargram CinePlex 💥

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

মালিঞ্চা সার্বজনীন দূর্গা পূজা, গোপিবল্লভপুর ২ , ঝাড়গ্রামমালিঞ্চা সর্বজনীনের মণ্ডপে প্রাচীন গ্রামীণ সংস্কৃতিঝাড়গ্রাম: ...
05/10/2024

মালিঞ্চা সার্বজনীন দূর্গা পূজা,
গোপিবল্লভপুর ২ , ঝাড়গ্রাম

মালিঞ্চা সর্বজনীনের মণ্ডপে প্রাচীন গ্রামীণ সংস্কৃতি
ঝাড়গ্রাম: গোপীবল্লভপুর-২ ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের গ্রাম মালিখা। তার পাশ দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা। নদীর স্রোতের টা মতোই গ্রামীণ মানুষের জীবনযাপন আজও বহমান। প্রযুক্তির ছোঁয়া গ্রামীণ মানুষের জীবনধারা ও ন সংস্কৃতির বদল ঘটাচ্ছে। তবে গ্রামের মানুষ এলাকার । সাংস্কৃতিক পরম্পরা ও সহজ সরল জীবন ধারাকেই আঁকড়ে থাকতে চাইছেন। মালিকা সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজোয় তুলে ধরা হবে সেই সব । কিছুই। পুরনো বাড়ির আদলে তৈরি করা হবে মণ্ডপ। ভিতরে তুলে ধরা হবে গ্রামীণ প্রাচীন রীতিনীতি। প্রতিমা সাজানো হবে সম্পূর্ণ সাবেকিয়ানায়।
পুজো কমিটির সভাপতি রঞ্জিৎ মিশ্র বলেন, আমাদের পুজো এবার ২৫ বছরে পদার্পণ করল। মালিকা নবদিগন্ত সংঘের উদ্যোগে পুজো হচ্ছে। ছোটবেলায় আমরা সাত- আট কিলোমিটার দূরে পুজো দেখতে যেতাম। অনেকের ইচ্ছে থাকলেও যেতে পারত না। এরপরেই গ্রামের বাসিন্দাদের উদ্যোগে পুজো শুরু হয়। আজও সেই পুজো
চলছে। আমাদের সকল উৎসব পার্বণে বিশাল করে কিছু হয়তো হয় না, কিন্তু এক সহজ সরলতার ভাব থাকে। পুজো কমিটির সম্পাদক চন্দ্রশেখর নায়েক, বলেন,
মালিফা হাইস্কুল মাঠে গত দুই মাস ধরে মণ্ডপ তৈরির
কাজ চলছে। মণ্ডপ তৈরির কাজ শেষ পর্যায়ে। কমিটির সদস্যরা পুজো যাতে সুষ্ঠুভাবে করা যায় তার দেখভাল করছেন। পুজো কমিটির তরুণ সদস্য। সুনন্দা নায়েক বলেন, পুজোর দিনে মা, কাকিমার সঙ্গে মণ্ডপে এসে পুজোর জোগাড়, আলপনা দেওয়ার কাজে হাত লাগাব। পুজোর চারদিন মণ্ডপেই বেশিরভাগ সময় কাটাব। অপর সদস্য কাঞ্চন সাঁতরা বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে আমাদের জীবন। অস্বীকার করার জায়গা নেই। তা বলে নিজস্ব লোক সংস্কৃতি, সহজ সরল জীবনধারাকে হারাতে চাই না। সাংস্কৃতিক ঐতিহ্য ও পরম্পরার মধ্যেই আমাদের আত্মপরিচয় রয়েছে। পুজো কমিটির অন্যতম কর্মকর্তা মানস সেনাপতি বলেন, তরুণ প্রজন্ম নতুনকে জানুক সেই সঙ্গে নিজের সংস্কৃতিতে ধরে রাখুক। পুজোর থিমে সেই বার্তাই আমরা দিতে চেয়েছি। মালিঞ্চা সর্বজনীন কমিটির পুজো।-

নিজস্ব চিত্র
Bartaman

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

Place : Purbasha    #প্রিয়ঝাড়গ্রাম        #ঝাড়গ্রাম
05/10/2024

Place : Purbasha

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

Purbasha  👉Hawa Mahal ✌️   #প্রিয়ঝাড়গ্রাম        #ঝাড়গ্রাম
05/10/2024

Purbasha 👉Hawa Mahal ✌️

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

Officers Club     #প্রিয়ঝাড়গ্রাম        #ঝাড়গ্রাম
04/10/2024

Officers Club

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

এবারেও বিগত বছরের ন্যায় পরিবেশ -প্রকৃতি কে একটি সচেতনা মূলক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টায় "সংঘ মিত্র ক্লাব" , স্টেশন পাড়া ...
04/10/2024

এবারেও বিগত বছরের ন্যায় পরিবেশ -প্রকৃতি কে একটি সচেতনা মূলক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টায় "সংঘ মিত্র ক্লাব" , স্টেশন পাড়া , ঝাড়গ্রাম ।

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

Young Eleven এর এবারের Theme 👉 Bangalore Palace 🏙️   #প্রিয়ঝাড়গ্রাম        #ঝাড়গ্রাম
04/10/2024

Young Eleven এর এবারের Theme 👉 Bangalore Palace 🏙️

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

Purbasha র এই এবারের Theme 👉Hawa Mahal ✅   #প্রিয়ঝাড়গ্রাম        #ঝাড়গ্রাম
04/10/2024

Purbasha র এই এবারের Theme 👉Hawa Mahal ✅

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

ঘোড়াধরা পার্কের এই এবারের পুজো প্রস্তুতি 😃   #প্রিয়ঝাড়গ্রাম        #ঝাড়গ্রাম
04/10/2024

ঘোড়াধরা পার্কের এই এবারের পুজো প্রস্তুতি 😃

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

04/10/2024

আমাদের প্রিয় ঝাড়গ্রাম শহরে এখন এসে গেছে 👉
〽️𝚃𝚑𝚎 𝚂𝚞𝚐𝚊𝚛𝚛 & 𝚂𝚙𝚒𝚌𝚎 〽️
𝙻𝚘𝚌𝚊𝚝𝚒𝚘𝚗 : 𝚁𝙰𝙶𝙷𝚄𝙽𝙰𝚃𝙷𝙿𝚄𝚁, 𝙹𝙷𝙰𝚁𝙶𝚁𝙰𝙼 𝙽𝙴𝙰𝚁 𝚂𝚄𝙽𝙽𝚈 𝙿𝙾𝙸𝙽𝚃 𝚂𝙲𝙷𝙾𝙾𝙻
Open ~ 𝟿𝚊𝚖 𝚝𝚘 𝟷𝟶𝚙𝚖
📲 𝙲𝚊𝚕𝚕 : 𝟿𝟹𝟾𝟸𝟼𝟷𝟿𝟾𝟻𝟺



#ঝাড়গ্রাম #প্রিয়ঝাড়গ্রাম

Officers Club এই এবারের Theme একটুকরো রাজস্থান 😃   #প্রিয়ঝাড়গ্রাম        #ঝাড়গ্রাম
03/10/2024

Officers Club এই এবারের Theme একটুকরো রাজস্থান 😃

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

03/10/2024

𝚃𝚑𝚎 𝚂𝚞𝚐𝚊𝚛𝚛 & 𝚂𝚙𝚒𝚌𝚎 - 𝙹𝙷𝚊𝚛𝚐𝚛𝚊𝚖 😋 - Food Vlog | Bengal Circle | ---------------------------------------------...

〽️𝚃𝚑𝚎 𝚂𝚞𝚐𝚊𝚛𝚛 & 𝚂𝚙𝚒𝚌𝚎 - 𝙹𝙷𝚊𝚛𝚐𝚛𝚊𝚖 〽️𝙻𝚘𝚌𝚊𝚝𝚒𝚘𝚗 : 𝚁𝙰𝙶𝙷𝚄𝙽𝙰𝚃𝙷𝙿𝚄𝚁, 𝙹𝙷𝙰𝚁𝙶𝚁𝙰𝙼 𝙽𝙴𝙰𝚁 𝚂𝚄𝙽𝙽𝚈 𝙿𝙾𝙸𝙽𝚃 𝚂𝙲𝙷𝙾𝙾𝙻~ 𝟿𝚊𝚖 𝚝𝚘 𝟷𝟶𝚙𝚖𝙲𝚊𝚕𝚕 : 𝟿𝟹𝟾𝟸𝟼𝟷𝟿𝟾𝟻...
03/10/2024

〽️𝚃𝚑𝚎 𝚂𝚞𝚐𝚊𝚛𝚛 & 𝚂𝚙𝚒𝚌𝚎 - 𝙹𝙷𝚊𝚛𝚐𝚛𝚊𝚖 〽️
𝙻𝚘𝚌𝚊𝚝𝚒𝚘𝚗 : 𝚁𝙰𝙶𝙷𝚄𝙽𝙰𝚃𝙷𝙿𝚄𝚁, 𝙹𝙷𝙰𝚁𝙶𝚁𝙰𝙼 𝙽𝙴𝙰𝚁 𝚂𝚄𝙽𝙽𝚈 𝙿𝙾𝙸𝙽𝚃 𝚂𝙲𝙷𝙾𝙾𝙻
~ 𝟿𝚊𝚖 𝚝𝚘 𝟷𝟶𝚙𝚖
𝙲𝚊𝚕𝚕 : 𝟿𝟹𝟾𝟸𝟼𝟷𝟿𝟾𝟻𝟺

https://yt.openinapp.co/kdisn

#ঝাড়গ্রাম #প্রিয়ঝাড়গ্রাম

𝚃𝚑𝚎 𝚂𝚞𝚐𝚊𝚛𝚛 & 𝚂𝚙𝚒𝚌𝚎 - 𝙹𝙷𝚊𝚛𝚐𝚛𝚊𝚖 😋 - Food Vlog | Bengal Circle | ---------------------------------------------------------- 〽️𝚃𝚑𝚎 𝚂𝚞𝚐𝚊𝚛𝚛 & 𝚂𝚙𝚒𝚌𝚎 - 𝙹𝙷𝚊....

শিলদা, মাস্টার পাড়া, গার্লস স্কুলের এর সামনে।এসব রাস্তায় এখন বেশ ভালো সুযোগ কোনো কিছু চাষ করার , আরো একটি জায়গার সন্ধান...
03/10/2024

শিলদা, মাস্টার পাড়া, গার্লস স্কুলের এর সামনে।

এসব রাস্তায় এখন বেশ ভালো সুযোগ কোনো কিছু চাষ করার ,

আরো একটি জায়গার সন্ধান দিলাম 😀🙌

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

মা দুর্গার আগমনের সূচনা মহালয়া। এই শুভ দিনে তার ঐশ্বরিক উপস্থিতি আপনার জীবনকে ভালবাসা, শক্তি এবং আশীর্বাদে পূর্ণ করুক। ...
02/10/2024

মা দুর্গার আগমনের সূচনা মহালয়া। এই শুভ দিনে তার ঐশ্বরিক উপস্থিতি আপনার জীবনকে ভালবাসা, শক্তি এবং আশীর্বাদে পূর্ণ করুক। 🌼🙏

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

❇️ ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের  রোহিনী থেকে কলকাতা সরকারি বাস পরিষেবা চালু।ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী থেকে ক...
30/09/2024

❇️ ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের রোহিনী থেকে কলকাতা সরকারি বাস পরিষেবা চালু।

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী থেকে কলকাতা যাওয়ার সরকারি বাসের উদ্বোধন করলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি দফতরের কর্মাধ্যক্ষ মথুর মাহাত। সোমবার সকাল পাঁচ টা ৫০ মিনিটের সময় সাঁকরাইল ব্লকের রোহিনী বাসস্ট্যান্ড থেকে কলকাতার পথে রওনা দেয় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সরকারি বাসটি। এতদিন কলকাতা যাওয়ার জন্য সাঁকরাইল ব্লকের বাসিন্দাদের খড়গপুর আসতে হতো। এবার সেই সমস্যার সমাধান হলো। আগে কলকাতা যাওয়ার জন্য খরচ অনেকটাই হতো। এখন সরকারী বাস পরিষেবা চালু হওয়ায় খরচ অনেকটাই কম হবে বলে বাস যাত্রীরা জানান। এর পর প্রতিদিন বিকালে কলকাতার এসপ্লানেড থেকে ৪ টা ২০ মিনিটে বাসটি ছাড়বে, সন্ধ্যা ৭ টা ২০ মিনিট নাগাদ খড়্গপুর এসে পৌঁছোবে, সেখান থেকে বাসটি সাঁকরাইল ব্লকের রোহিণী পৌঁছাবে।

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

গতকাল আমাদের Dear Jhargram Page এ শ্রীরামপুর হনুমান মন্দির এর কাছের এই রাস্তার ছবি দেওয়া হয়েছিল । আজ মোরাম দেওয়া হয়েছে দ...
30/09/2024

গতকাল আমাদের Dear Jhargram Page এ শ্রীরামপুর হনুমান মন্দির এর কাছের এই রাস্তার ছবি দেওয়া হয়েছিল । আজ মোরাম দেওয়া হয়েছে দেখে ভালো লাগলো 🙌😃

Shared By ~ Gopal Das

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

স্থান : তারাফেনি -  ব্যারেজ বেলপাহাড়ি 📸 Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম    #প্রিয়ঝাড়গ্রাম      #ঝাড়গ্রাম
30/09/2024

স্থান : তারাফেনি - ব্যারেজ বেলপাহাড়ি

📸 Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম

#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

〽️JAWED HABIB HAIR & BEAUTY❇️Visiting hrs: 9 am to 9 pm🌼Address :  Saadhvi Green Apartment Stadium Road(Near Settlement ...
29/09/2024

〽️JAWED HABIB HAIR & BEAUTY

❇️Visiting hrs: 9 am to 9 pm

🌼Address : Saadhvi Green Apartment Stadium Road

(Near Settlement More) Raghunathpur, Jhargram

📲 Call : 93825 22923
https://yt.openinapp.co/1ihrv


#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

〽️JAWED HABIB HAIR & BEAUTY ❇️Visiting hrs: 9 am to 9 pm 🌼Address : Saadhvi Green Apartment Stadium Road (Near Settlement More) Raghunathpur, Jhargram 📲 Call : 93825 22923 Jawed habib, beauty parlour, jawed habib the hair expert advice, hair style , Jawed habib vlog , Jawed habib hairc...

29/09/2024

〽️JAWED HABIB HAIR & BEAUTY

❇️Visiting hrs: 9 am to 9 pm

🌼Address : Saadhvi Green Apartment Stadium Road

(Near Settlement More) Raghunathpur, Jhargram

📲 Call : 93825 22923



#প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

📌𝑁𝑒𝑤 𝐹𝑜𝑜𝑑 𝑉𝑙𝑜𝑔  🌟𝐀𝐝𝐝𝐚 𝐆𝐨𝐮𝐫𝐦𝐞𝐭 𝐂𝐚𝐟𝐞 😋𝐿𝑜𝑐𝑎𝑡𝑖𝑜𝑛 : 𝑁𝑒𝑎𝑟 𝘒𝘒𝘐 𝘚𝘤𝘩𝘰𝘰𝘭https://yt.openinapp.co/67s27       #ঝাড়গ্রাম      #প্রিয়ঝ...
29/09/2024

📌𝑁𝑒𝑤 𝐹𝑜𝑜𝑑 𝑉𝑙𝑜𝑔 🌟
𝐀𝐝𝐝𝐚 𝐆𝐨𝐮𝐫𝐦𝐞𝐭 𝐂𝐚𝐟𝐞 😋
𝐿𝑜𝑐𝑎𝑡𝑖𝑜𝑛 : 𝑁𝑒𝑎𝑟 𝘒𝘒𝘐 𝘚𝘤𝘩𝘰𝘰𝘭

https://yt.openinapp.co/67s27

#ঝাড়গ্রাম #প্রিয়ঝাড়গ্রাম

𝐀𝐝𝐝𝐚 𝐆𝐨𝐮𝐫𝐦𝐞𝐭 𝐂𝐚𝐟𝐞 😋 - Food Vlog |Pizza | Bengal Circle | Jhargram ---------------------------------------------------------- 𝐀𝐝𝐝𝐚 𝐆𝐨𝐮𝐫𝐦𝐞𝐭 𝐂𝐚𝐟𝐞 😋 𝐿𝑜𝑐𝑎𝑡𝑖𝑜...

11/06/2018
ঝাড়গ্রামে সুইমিং পুলের মেম্বারশিপ চালু হল সর্বসাধারণের জন্যে

আজ থেকে ঝাড়গ্রামে সুইমিং পুলের মেম্বারশিপ চালু হল সর্বসাধারণের জন্যে। সুইমিং পুলে মেম্বারশিপ সংক্রান্ত কিছু নিয়মাবলী রয়েছে। নিয়মাবলী, কিছু ছবি এবং একটি ভিডিও সহ বিস্তারিত তথ্য আমরা পোস্ট করেছি। সেগুলি প্রতিবেদনটিতে ক্লিক করে পড়বেন

ঝাড়গ্রামের একমাত্র প্রথম সুইমিং পুলের মেম্বারশিপ চালু হল সর্বসাধারণের জন্যে। //servedby.studads.com/ads/ads.php?t=MTAwMzc7NTM0NTtob3Jpem9udGFsLmxlYWRlcmJvYXJk&index=1...

10/06/2018
চিকিৎসক হয়ে জেলার প্রত্যন্ত এলাকার মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চান উচ্চ মাধ্যমিক

চিকিৎসক হতে চান উচ্চ মাধ্যমিকে রাজ্যের নবম ঝাড়গ্রামের অর্পণ দ্বিবেদী

বিস্তারিত জানতে প্রতিবেদনটি তে ক্লিক করবেন।

চিকিৎসক হয়ে জেলার প্রত্যন্ত এলাকার মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চান উচ্চ মাধ্যমিকে রাজ্যের নবম ঝাড়গ.....

09/06/2018
প্রাক বর্ষার সূত্রপাত ?

প্রাক বর্ষার সূত্রপাত?



এতদিন প্রচণ্ড গরমে নাজেহাল হওয়ার পর সাধারণ মানুষদের একটু খানি স্বস্তি৷   তবে কি এটাই বর্ষার সূত্রপাত ?//servedby.studads.com/ads/ads....

Address

Jhargram
721507

Alerts

Be the first to know and let us send you an email when Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dear Jhargram - প্রিয় ঝাড়গ্রাম:

Videos

Share


Other Digital creator in Jhargram

Show All