Digital News Jhargram

Digital News Jhargram আপনার এলাকার খবর পাঠান 8653030542
(24)

05/10/2023

বাঁকুড়ার মুকুটমনিপুরে কংসাবতী নদীর জলাধারের সৌন্দর্য দেখতে পর্যটকদের ঢল

01/10/2023

ঝাড়গ্রাম জেলার বিনপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি ও নেপুরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নেপুরা অঞ্চলের বিভিন্ন গ্রামের প্রাথমিক বিদ্যালয় বাজার সহ বিভিন্ন জনবহুল জায়গায় আজ দূষণমুক্ত ভারত গড়ার লক্ষ্যে জঞ্জাল সাফাই করে পরিষ্কার করা হয়। পঞ্চায়েত কর্মী, ভিআরপি দের সঙ্গে এই কর্মসূচিতে হাত লাগান অসংখ্য পরিবেশ প্রেমী মানুষ। এদিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা পাতর, পঞ্চায়েত সচিব প্রশান্ত নন্দি, এলাকার ভিআরপি কর্মী ও অসংখ্য পরিবেশ প্রেমী মানুষ। বিভিন্ন জায়গায় সাফাই করার পাশাপাশি পাড়ায় পাড়ায় ঘুরে কোথাও জল জমে মশা মাছি বা পতঙ্গের জন্ম না হয় এ বিষয়ে এলাকাবাসীদের সচেতন করার জন্য বার্তা দেন।

18/09/2023

সোমবার সন্ধ্যেবেলা আগুনে ভষ্মিভূত হয়ে গেল বেলপাহাড়িতে একটি মোটরসাইকেলের গ্যারেজ।বেলপাহাড়ি থানার সামনে থাকা এই মোটরসাইকেল গ্যারেজে কিভাবে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয় । আগুনের লেলিহান শিখায় ভস্মিভূত হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল ও দোকানে থাকা কয়েক লাখ টাকার মাল পত্র। শেষ পাওয়া খবরে জানা গেছে এখনো দমকল পৌঁছায়নি।

02/08/2023

বুধবার চিল্কিগড়ে ডুলুং নদী

30/07/2023

আমরা চাষ করি আনন্দে।।।।
ভরা বর্ষায় চাষের মরসুমে বৃষ্টি প্রায় নেই বললেই চলে। এরই মধ্যে সেচের জলে মহানন্দে চলছে বীজ তলা তোলার কাজ।

24/07/2023

পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ঝাড়গ্রামে।ঝাড়গ্রাম দহিজুড়ি রাস্তায় জামদা এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়কে ঘটনাটি ঘটে।স্থানীয়দের অভিযোগ রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তার উপর পড়ে থাকে বাইক আরোহি।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

01/07/2023

ঝাড়গ্রামের কাজলা গ্রামে তাণ্ডব চালানো হাতিটিকে ঘুম পাড়ানি গুলি চালিয়ে বাগে আনা হলো।

21/05/2023

ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। ঘটনাটি ঘটেছে বিনপুরের শিলদার জয়পুরে। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার বিকেলে একটি হরিনাম সংকীর্তনে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে মোটরবাইকটি। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে বলে শেষ পাওয়া খবরে জানা গেছে । মৃতের নাম ও বিস্তারিত পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।

18/05/2023

মিটেছে জমি জট। বহু প্রতীক্ষিত বিনপুরের পাপটপুরে সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হলেও অ্যাপ্রোচ রোড না থাকায় চালু হয়নি পাপটপুর সেতু। দীর্ঘ প্রতীক্ষার পর সেই সমস্যার সমাধান হয়েছে। জমির মালিকরা টাকা পেয়েছেন। জোর কদমে চলছে অ্যাপ্রোচ রোড তৈরির কাজ। রাস্তা তৈরীর কাজ সম্পূর্ণ হলে খুলে দেওয়া হবে জনসাধারণের যাতায়াতের জন্য। এই সেতু চালু হলে ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার সারেঙ্গা ও রাইপুর ব্লকের মানুষ অতি অল্প সময়ে ঝাড়গ্রামে উন্নত চিকিৎসা এবং পড়াশোনার জন্য যেতে পারবেন। রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।

26/04/2023

বুধবার কুর্মীদের হুড়কা জামে বিনপুরে পথ অবরোধ

02/04/2023

ঝাড়গ্রামের জামদাতে বস্তার গুদামে বিধ্বংসী আগুনে পুড়ে মৃত গুদামের এক কর্মী। ঘটনাস্থলে দমকল বাহিনী ও ঝাড়গ্রাম থানার পুলিশ।

বিনপুর-২ ব্লক অফিসে এই ডেবিট কার্ড টি পাওয়া গিয়েছে, উপযুক্ত প্রমান দিয়ে নিয়ে যাও।যোগাযোগঃ- 96355 40110
27/03/2023

বিনপুর-২ ব্লক অফিসে এই ডেবিট কার্ড টি পাওয়া গিয়েছে, উপযুক্ত প্রমান দিয়ে নিয়ে যাও।
যোগাযোগঃ- 96355 40110

11/03/2023

বিনপুরের কাঁকোতে ভারত জাকাত মাঝি পারগানা মহল এর পথ অবরোধ

06/03/2023

বিনপুরের নেপুরাতে সোমবার ভোরে তান্ডব চালালো দলমার দাঁতালের দল। এদিন ভোরে হুলা পার্টির তাড়া খেয়ে ২০-২২ টি হাতির একটি দল নেপুরা গ্রামে ঢুকে পড়ে। ভোরে ঘুম থেকে জেগে বাড়ির সামনে হাতির দল দেখে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসিরা।পরে মাঠে আলুর ক্ষেতে আলু খেয়ে ও নষ্ট করে হাতির দলটি মালাবতির জঙ্গলের দিকে চলে গেছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

22/02/2023

বুধবার লালগড় থানার পুলিশের "সেফ ড্রাইভ সেভ লাইফ " কর্মসুচী

22/02/2023

ঝাড়গ্রাম জেলা পুলিশের লালগড় থানার পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা।

20/02/2023

একাধিক দাবীদাওয়া নিয়ে সোমবার বেলপাহাড়ি থানায় ডেপুটেশন ও বিক্ষোভ দেখাল CPI(M)

18/02/2023

শিবরাত্রি উপলক্ষে বিনপুর ১ ব্লকের নেপুরা অঞ্চলের বলরামপুর গ্রামে মেলা ও জলসা।

14/02/2023

লালগড় রেঞ্জের লকাটে মঙ্গলবার ভোরে একটি হাতির দেহ উদ্ধার। ঘটনাস্থলে বন দফতর ও লালগড় থানার পুলিশ।

11/02/2023

একাধিক দাবীকে সমনে রেখে আদিবাসী সেঙ্গেল অভিযানে খেমাশুলিতে জাতীয় সড়ক ও রেল অবরোধ। ব্যাহত খড়গপুর-টাটানগর ট্রেন চলাচল।দুপুরে অবশ্য অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

05/02/2023

ঝাড়গ্রামের লোধাশুলি ও গড় শালবনির মাঝে লরি মারুতির সংঘর্ষে আহত মারুতি চালক।
ঘটনাস্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ।

01/02/2023

নেতাইয়ের সভায় বুধবার মন্ত্রী বীরবাহা হাঁসদা

01/02/2023

কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরোধীতায় তৃনমুল কংগ্রেসের লালগড় থেকে নেতাই পদযাত্রা।।

ঝাড়গ্রামের সারদা বিদ্যাপীঠ মোড়ে ভয়াবহ পথ দূর্ঘটনা।প্রাচীর ভেঙ্গে ঢুকে পড়ল যাত্রীবাহী বাস।বাসের নীচে চাপা পড়ে রয়েছে এক ব্...
01/02/2023

ঝাড়গ্রামের সারদা বিদ্যাপীঠ মোড়ে ভয়াবহ পথ দূর্ঘটনা।প্রাচীর ভেঙ্গে ঢুকে পড়ল যাত্রীবাহী বাস।বাসের নীচে চাপা পড়ে রয়েছে এক ব্যাক্তি।

31/01/2023

স্ত্রীকে খুন করার ঘটনায় স্বামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন করাদন্ডের নির্দেশ দিল ঝাড়গ্রাম জেলা আাদালত।
২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি বেলপাহাড়ি থানার কুলডিহা গ্রামে স্বামীর হাতে খুন হন ডাকমুনি হেমরম নামে এক মহিলা । ৩ বছর বিচার প্রক্রিয়া চলার পর সোমবার আদালত ঐ মহিলাকে খুনের ঘটনায় তার স্বামী লেটা হেমরমকে দোষী ঘোষনা করে যাবজ্জীবন কারদন্ডের সাজা ঘোষনা করে।

27/01/2023

বিনপুরের নয়াগ্রাম শিবশংঙ্কর ক্লাবের সুবর্ন জয়ন্তী বর্ষ উপলক্ষে গত ২৩ শে জানুয়ারী থেকে চার দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুস্থদের বস্ত্র বিতরণ এর আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার শেষ দিনে বিজয়ীদের পুরষ্কার বিতরন করা হয় এবং কোভিড ১৯ এ প্রথম সারির যোদ্ধা পুলিশ ও সাংবাদিকের সংবর্দ্ধনা জানানো হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস ও অন্যান্ন বিশিষ্টজনেরা।

22/01/2023

লালগড়ের নছিপুরে "রাজার মেলা" দ্বিতীয় দিনের সন্ধায়।

15/01/2023

মকর সংক্রান্তির উপলক্ষে গোপীবল্লভপুরের রাধাগোবিন্দ জিউর মন্দির প্রাঙ্গনে ৪০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী বুলবুলি পাখির লড়াই।

15/01/2023

বিনপুরের নেপুরাতে মকর সংক্রান্তি উপলক্ষে দুইদিন ব্যাপি শর্ট টু লং ক্রিকেট টুর্নামেন্ট এর খেলা চলছে।

07/01/2023

শনিবার লালগড়ের নেতাই গ্রামে শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি মানস ভুঁইঞা।

07/01/2023

শনিবার লালগড়ের নেতাইয়ে শহীদ দিবস পালন।

03/01/2023

আবাস যোজনায় দুর্নীতি ও তৃণমূল নেতাদের স্বজন পোষণের অভিযোগে মঙ্গলবার বিনপুর ২ ব্লকের সন্দাপাড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ ডেপুটেশন দিল বিজেপি কর্মীরা । বিনপুর ২ ব্লকের কাশিডাঙ্গা শালতলা মোড় থেকে মিছিল করে এদিনের বিক্ষোভ ডেপুটেশনে যোগ দেন বিজেপির কর্মী ও সমর্থকরা।পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাক্কাধাক্কি শুরু হয়। ফলে গ্রাম পঞ্চায়েত কার্যালয় চত্তরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির দাবী প্রকাশিত আবাস যোজনার তালিকা বাতিল করতে হবে এবং নতুন করে তালিকা তৈরি করে গরিব মানুষদের আবাস যোজনা প্রকল্পে বাড়ি দেওয়ার ব্যবস্থা করতে হবে।

29/12/2022

আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার বিনপুর ১ ব্লকের লালগড় বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে বিজেপি। এদিন লালগড় হাটতলা থেকে ব্লক অফিস পর্যন্ত বিজেপির বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিলেন আবাস যোজনা থেকে বঞ্চিত বিভিন্ন গ্রামের বাসিন্দারা।

28/12/2022

আবাস যোজনার দুর্নিতীর প্রতিবাদে বুধবার শিলদায় পঞ্চায়েত অফিসে বিক্ষোভ। মঙ্গলবার ঝাড়গ্রামের সাত জায়গায় বিক্ষোভ পথ অবরোধের পর আজ ফের শিলদায় পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছে বিজেপির কর্মীরা। যার ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনা স্থলে পুলিশ অবস্থা সমাল দেওয়ার চেষ্টা করছে। অভিযোগ যোগ্য প্রাপকদের বাদ দিয়ে অযোগ্য লোকদের বাড়ি র নাম নথিভুক্ত করা হয়েছে।

প্রয়াত হলেন ঝাড়গ্রাম অশোক বিদ্যাপীঠ ( উঃমাঃ)   বিদ্যালয়ের প্রধান শিক্ষক  শ্যামল কুমার ভুই। শুক্রবার ঝাড়গ্রামে তিনি শেষ ন...
24/12/2022

প্রয়াত হলেন ঝাড়গ্রাম অশোক বিদ্যাপীঠ ( উঃমাঃ) বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার ভুই। শুক্রবার ঝাড়গ্রামে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।ছাত্রজীবনে লালগড়ের নছিপুর উচ্চ বিদ্যালয় থেকে দশম শ্রেনি পর্যন্ত উত্তির্ন হয়েছিলেন এবং পরবর্তী কালে এই বিদ্যালয় থেকেই সহ শিক্ষক হিসাবে তিনি তার কর্মজীবন শুরু করেন।পরে লালগড়ের রানারানি হাইস্কুলে প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহন করেন।এরপরে তিনি ঝাড়গ্রামের অশোক বিদ্যাপীঠে প্রধান শিক্ষকের দায়িত্বে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আমাদের পেজের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

মেদিনীপুরে ফিল্ম ফেসটিভ্যাল পুরষ্কৃত বেলপাহাড়ির গান-----------------------------------------------------------------বেল...
12/12/2022

মেদিনীপুরে ফিল্ম ফেসটিভ্যাল পুরষ্কৃত বেলপাহাড়ির গান
-----------------------------------------------------------------
বেলপাহাড়ির থিম সং " মাটির গান প্রানের টান" মিউজিক ভিডিওটি BEST LYRIC এর পুরষ্কার পেল মেদিনীপুর ফিল্ম সোসাইটি হলে আয়োজিত রিলিজ উইন্ডো শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিও ফেসটিভ্যালে। গানটি লিখেছেন এবং সুরারোপ করেছেন বিশিষ্ট কবি ও গীতিকার শুভ দাশগুপ্ত ।
গেয়েছেন বেলপাহাড়ির বাসিন্দা পারমিতা মহন্ত। ভিডিও পরিচালনার দায়িত্বে ছিলেন সৌমেন মন্ডল। দৃশ্য গুলি ক্যামেরাবন্দি করেছেন অনুভব মন্ডল এবং উৎপল বেরা । বেলপাহাড়ির পর্যটন শিল্পের উন্নতির জন্য এই ধরনের উদ্যোগে সহযোগিতা করেছেন কাঁচা লঙ্কা রেস্টুরেন্টের কর্ণধার বিধান দেবনাথ। বেলপাহাড়ির মনোরম সৌন্দর্য, এখানকার মানুষের সহজ সরল জীবন যাপন এবং আতিথেয়তা কে তুলে ধরাই ছিল এই ভিডিও তৈরির মূল উদ্দেশ্য। মেদিনীপুরে ফিল্ম ফেসটিভ্যালে এই সাফল্যে খুশী টীমের সবাই।
বেলপাহাড়িকে কেন্দ্র করে অজস্র ফিল্ম এবং গানের ভিডিও তৈরি করেছেন সৌমেন মন্ডল। এই ধরনের আরও সুন্দর ছবি এবং গানের ভিডিওর মাধ্যমে নিজের এলাকাকে তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি।

11/12/2022

বিনপুরের মুড়গীতে দূর্ঘটনার কবলে টোটো।নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলো টোটো আহত তিনজনকে বিনপুর গ্রামীন হাসপাতালে আনা হয়েছে।দুইজনের চোট গুরুতর।বেহাল রাস্তার জন্যই এই দূর্ঘটনা বলে স্থানীয়দের অভিযোগ।

30/11/2022

জামবনী ব্লকের দুবড়া অঞ্চলের লোধা শবর অধ্যুষিত গোপালপুর ও সাহাড়ী গ্রাম পরিদর্শন করেন ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল ও জামবনী ব্লকের বিডিও সৈকত সাঁতরা। বুধবার গোপালপুর ও সাহাড়ি গ্রামের লোধা শবর মানুষজনদের সাথে কথা বলেন জেলাশাসক। ভোটার কার্ড হয়েছে কি না, রেশন, পানীয় জল, সরকারি প্রকল্পে বাড়িঘর পেয়েছেন কি না, পানীয় জলের কোন সমস্যা রয়েছে কি না খোঁজ নেন জেলা শাসক। লোধা শবর মহিলাদের হাতে শীত বস্ত্র তুলে দেন জেলা শাসক।

30/11/2022

বিনপুরের নেপুরা গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর থেকে নছিপুর পর্যন্ত ৮ কিমি রাস্তা দীর্ঘদিন বেহাল থাকার পর সংস্কার হলো। বরাদ্দ হয়েছিলো ১.১৯ কোটি টাকা।দীর্ঘদিন থেকেই এই বেহাল রাস্তা সংস্কারের দাবী করেছিলেন স্থানীয়রা। এলাকার মানুষের ব্যাবহার্য একমাত্র রাস্তা সংস্কার হওয়ায় খুশি স্থানীয় মানুষজন।

24/11/2022

লালগড়ের ঝিটকাতে হাতির তান্ডবের প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসিদের।ঘটনাস্থলে বন দফতর ও লালগড় থানার পুলিশ।।

Address

Jhargram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital News Jhargram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital News Jhargram:

Videos

Share



You may also like