UTTAM KUMAR VLOGS

UTTAM KUMAR VLOGS Uttam Mahata

18/04/2024

19/02/2024

কুড়মালি গো হামর
মায়েক ভাকি।
এই কুড়মালি ভাষা দিবসে সভেকাকে হিয়াখালস,
জহার,জয় গরাম!

08/02/2024

#ছৌনাচ

30/01/2024

#টুসু নাচ

ছাগল আর পাগল 😄😁😄😁
29/01/2024

ছাগল আর পাগল 😄😁😄😁

28/01/2024

24/01/2024

#ময়ুর

🌻♥🌼🌺🌹
25/12/2023

🌻♥🌼🌺🌹

তিনটে জিনিসকে মহত্ত্ব দিও সবসময় !
29/11/2023

তিনটে জিনিসকে মহত্ত্ব দিও সবসময় !

28/11/2023

#পুরুলিয়া UTTAM KUMAR VLOGS

21/11/2023

#কুড়মি #কুড়মালি #নেগাচারি #আচার #অনুষ্ঠান #বাঁদনা #সহরায় #অহিরাগিত

16/11/2023

🌹♥🌹♥🌹♥🌹♥

♥🌹♥🌹♥🌹
01/11/2023

♥🌹♥🌹♥🌹

24/10/2023

#দুর্গাপূজা #দুর্গা

18/10/2023

#মনসা #মনসামঙ্গল
🌹🌹🐲🐲🐲🌹🌹🐉🐉🐉🌹🌹

17/10/2023

🐉জয় মা মনসা 🐉 🐲🐲🐲🐲🐲🐲🐲🐲
🙏🙏🙏

06/10/2023

🏹🏹🏹🌹🌹🌹🏹🏹🏹🌻🌼🌻🌼🌻
🐘🐘🐘 জয় গরাম 🐎🐎🐎

 #জিতিয়া_পরব- কৃষিকেন্দ্রিক বংশ পরম্পরার উৎসব।      জিতিয়া শব্দটি এসেছে প্রাকৃত  শব্দ "জিয়ত" কথা থেকে, যার অর্থ জ্যেন্ত ...
06/10/2023

#জিতিয়া_পরব- কৃষিকেন্দ্রিক বংশ পরম্পরার উৎসব।

জিতিয়া শব্দটি এসেছে প্রাকৃত শব্দ "জিয়ত" কথা থেকে, যার অর্থ জ্যেন্ত বা জীবিত।
ব্যাখ্যা করা যাক বিষয়টা। মানুষ মরনশীল কথাটি অন্য ভাবে ভাবলে একেবারে মিথ্যা। কিরকম, ধরুন একজন পিতা পুত্র সন্তান রেখে মারা গেলেন। সেই পুত্র বিবাহ করে সেও পুত্র সন্তান রেখে মারা গেলেন। আপাতদৃষ্টিতে মনে হতে পারে মানুষ দুটি মারা গেলেন, কিন্ত একবার গভীরে ভেবে দেখুন পিতা যে পুত্র রেখে মারা যাচ্ছেন সেই পুত্র কিন্ত জিনগত ভাবে তার পিতার উত্তরসুরি বা পিতা সেই পুত্রের মধ্যে বেঁচে আছেন। এভাবেই এক পুত্র থেকে আরেক পুত্রের মধ্যে তার বংশ জীবিত থাকছে। অর্থাৎ, পুত্র যখনই সুস্থ, সতেজ, বীর্যবান হবেন বংশ তখনই জীবিত থাকবে। সন্তানের সুস্থতা কামনা করে বংশ জীবিত রাখা কেন্দ্রিক পরবই হলো জিতিয়া পরব। সেকারণেই অবিবাহিত বা যারা পুত্র সন্তান এখনো লাভ করে নি তারা এই পরব পালন করেন না।
অপরদিকে কৃষির যাতে বংশ নাশ না হয়, বা কোনো বছর অফসলা না হয় সেই কামনার্থেও এই পরব। কৃষি ও বংশ দুটি বিষয় অঙ্গাঅঙ্গি জড়িত। কারণ, অতীতেও আর এখনো নারীরা কোনদিন ক্ষেতে নেমে লাঙ্গল করে না আপামর ছোটনাগপুরে। পুত্র সন্তান না হলে তাই কৃষি স্তব্ধ হয়ে যাবে।
এই পরব পুরোটাই আঁখ গাছ কেন্দ্রিক।
আঁখ গাছই কেন? প্রশ্ন হওয়া স্বাভাবিক।
একটু অতীতের দিকে তাকানো যাক। অতীত থেকে আজও সব পরবই প্রকৃতি কেন্দ্রিক।
আঁখ গাছ এমনি একটি গাছ, যার কোনো বীজ হয় না। আঁখ গাছ এর বংশ টিকিয়ে রাখতে হলে ঐ গাছেরই অগ্রভাগ কেটে পুনরায় লাগাতে হয়। এভাবেই আঁখ গাছ টিকে থাকে। প্রশ্ন হতেই পারে, অন্যান্য গাছের ফল থেকেও তো সেই গাছের বীজ টিকে থাকে।
বিষয়টা এখানে বোঝার আছে। অন্যান্য গাছের ফল থেকে বীজ হয়, সেই বীজ পড়ে যাওয়ার পর বা তুলে এনে লাগিয়ে সেই গাছের বংশ রক্ষা করা হয়। এখানে, ভালো ভাবে চিন্তা করলে বুঝতে পারবেন মাঝখানে একটা ছেদ পড়ে যাচ্ছে, গাছ থেকে ফল/বীজ আলাদা হচ্ছে, অপরদিকে আঁখের ক্ষেত্রে তা হচ্ছে না। প্রতিকী হিসেবে তাই আঁখ গাছ পূজার সাথে ধান রাখা হয় এবং বিভিন্ন শস্য আঁখ গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়। সাথে ঘোল, মন্থন দণ্ডও রাখা হয় যাতে চাষীর গোয়ালে গোধন বৃদ্ধি পায় বা চাষের প্রয়োজনীয় গবাদি পশুর বংশও নষ্ট না হয়। বাকি, এতবড় একটা এলাকাতে স্থান ভেদে পরবের অল্প বিস্তর নিয়ম নীতির হেরফের হতে পারে বা আজকাল সাংস্কৃতিক মিশ্রনের প্রভাব পড়েছে, এটা স্বাভাবিক.
অতীতে আঁখ থেকে সরাসরি চিনি বা গুড় নির্মাণ এসবের পদ্ধতি মানুষ জানতো না। তাই সরাসরি আঁখের কান্ড চিবিয়ে খেতো। পরবের পরে আঁখ খায় এ কারণেই।
কুষ্ঠ দূরীকরণ, অন্ত্রের সমস্যা সমাধান, রক্তলপ্তা দূরীকরণ বাদেও আঁখের প্রধান দুটি গুন মানুষ জানতো। যথা -
1. বীর্য শীতল করা ও বীর্য উৎপাদন করা। পরম্পরায় বংশ জ্যেন্ত/ জিয়ন্ত/ জিয়ত রাখতে হলে পুত্র সন্তানের মূল আধার শীতল বীর্য।
2. যে সব মায়েদের স্তনদুগ্ধ কম হতো তারা যদি আঁখের কাণ্ডের রস চিবিয়ে খায় তাহলে স্তনদুগ্ধ বৃদ্ধি পায়, যা সন্তানের সুস্থ ও সতেজতার অপরিহার্য উপাদান।
এ কারণেই ভারতের সবথেকে প্রাচীন ভূভাগ ছোটনাগপুরে আঁখকে বিজ্ঞানভিত্তিক প্রতীকি হিসেবে ব্যবহার করে জিতিয়া পরব পালিত হয়ে আসছে হাজার হাজার বছর ধরে।
🖌🖊🖋 Sujit Kumar Mahato

এটা কি ফুল 🌹🌹🌹🌹
06/10/2023

এটা কি ফুল 🌹🌹🌹🌹

30/09/2023

#করম #করমপরব #2023 #বেলপাহাড়ী

15/09/2023

30/08/2023

দেশি মোরগের লড়াই।

Address

Jhargram

Alerts

Be the first to know and let us send you an email when UTTAM KUMAR VLOGS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UTTAM KUMAR VLOGS:

Videos

Share


Other Digital creator in Jhargram

Show All