প্যারালাল II Parallel

প্যারালাল II Parallel বাংলা ভাষা কেন্দ্রিক প্রকাশনা ও সংস্কৃতিচর্চার মাধ্যম
(10)

সোনালি ছোটবেলায় ফিরে যাওয়ারপ্যারালাল রাস্তা সূর্য সেন স্ট্রিট।রুশ শিশু-কিশোর সাহিত্যের প্যারালাল প্রেস রি-প্রিন্টপ্রতিক্...
24/04/2024

সোনালি ছোটবেলায় ফিরে যাওয়ার
প্যারালাল রাস্তা সূর্য সেন স্ট্রিট।

রুশ শিশু-কিশোর সাহিত্যের প্যারালাল প্রেস রি-প্রিন্ট
প্রতিক্ষণ বই-চা-ঘরে সব সময় পাবেন।

BoiPorboi.com is now BoiChaGhar.in, the online bookstore by Pratikshan, with thousands of SELECT Bengali and English titles, essentially meant for the non-fiction readers.

আপনি কী উদযাপন করেন?
25/03/2024

আপনি কী উদযাপন করেন?

দোল, হোলি ,বাহা পরব, বসন্ত উৎসব ❓

দোল, হোলি, রঙ খেলা... বিভিন্ন নামে এবং একই দিনে পালিত হলেও বসন্ত উদযাপনের এই উৎসবের পিছনে অনেকগুলো প্রেক্ষাপট আছে।
আপনি কি উদযাপন করেন? সে সম্পর্কে সচেতন তো?

প্রকৃতি পূজক মানব সভ্যতার প্রায় সমস্ত প্রাচীন উৎসবের মতই এই ফাল্গুনী রঙ উৎসবটিও কৃষিকেন্দ্রিক। এর আঙ্গিক পর্যবেক্ষণ করে গবেষকরা জানাচ্ছেন কৃষির সাথে প্রাচীন সম্পর্কের কথা। জমির উর্বরতা বৃদ্ধির কামনায় নাকি এই উৎসব। অঘ্রানে ফসল ঘরে ওঠা আর পরবর্তী বর্ষার ফসল রোপণের মাঝে জমিকে চাষযোগ্য করে নেওয়া আর জমির উর্বরতা পুনর্ণবীকরণের সময়টা গ্রীষ্মের প্রখর দাবদাহের আগে এই বসন্ত। শীতের ঝরা পাতা, শুকনো ডালপালা আর জমিতে পড়ে থাকা নাড়া পোড়ানো; ছাইয়ের মাধ্যমে দ্রুত মাটিতে মিশে যায় প্রয়োজনীয় অজৈব উপাদান সমূহ, যা আগের ঋতুতেই জমি থেকে নিয়েছিল গাছ গুলো। এই বীক্ষা স্থান নিয়েছে অধুনা ‘চাঁচর’, ‘নেড়া পোড়ানো’ বা ‘হোলিকা দহনে’র আঙ্গিকে; এটা পালিত হয় রঙ উৎসবের আগের সন্ধ্যায়। উৎসব প্রতিস্থাপিত হয়েছে কৃষিক্ষেত্র থেকে দেবালয় সংলগ্ন প্রাঙ্গণে। রঙ-উৎসবের সাথে যোগ আছে পশু বলি দিয়ে তার রক্ত মাটিতে ছড়ানো ও গায়ে মাখার প্রাচীন প্রথার সাথে। ঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা-খরা যেমন কৃষিকে ক্ষতি করে তেমনই প্রাণ বলি নেয়। তাই প্রকৃতির নিয়মের ব্যাখ্যা না জানা প্রাচীন মানুষ অগ্রিম বলি নিবেদন করত তাদের তুষ্ট করতে। কৃষিও ছিল যৌথ, তাই ন্যাড়া পোড়ানোও যৌথ, বলিদানও যৌথ - কোনটাই ব্যক্তিগত নয় - সামাজিক উৎসব।

লোক কাহিনী অনুসারে

ভারতবর্ষে আর্য অনুপ্রবেশ কালে সুর অসুর যুদ্ধ ছিল প্রতিদিনের ঘটনা। আর্যরা ভারতবর্ষের দিকে অগ্রসর হলে প্রবল পরাক্রান্ত রাজা হিরন্যকশিপু তার রাজত্ব রক্ষা করার জন্য রুখে দাঁড়ায়। ব্রহ্মা, বিষ্ণু এবং ইন্দ্রের নেতৃত্বে ব্রাহ্মনকুল হিরন্যকশিপুকে বেদ, বিধি, শৌচাচার মেনে নিয়ে ব্রাহ্মণের বশ্যতা শিকার করতে চাপ দিতে থাকে। তারা হিরন্যকশ্যপকে শর্ত পাঠায় যে হিরন্যকশিপু যদি ব্রাহ্মণদের যজ্ঞ করার অধিকার, জমি, খাদ্য শস্য, গরু, মদ এবং নারী পাঠায় তবে তাকে যুদ্ধের সম্মুখীন হতে হবে না। হিরন্যকশিপু এই অমর্যাদাকর শর্ত না মেনে নিজের রাজত্ব রক্ষা করার জন্য প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। তিনি যখন সৈন্য শিবিরে ছিলেন তখন হিরন্যকশিপুর রাজধানী আক্রান্ত হয় এবং গর্ভবতী রাজমহিষী কায়াধু (কাপারু) অপহৃত হয়। রাজমহিষীর স্থান হয় আশ্রমে। সেখানেই জন্ম হয় প্রহ্লাদের এবং ছোটবেলা থেকেই প্রহ্লাদ শিখে নেয় “নারায়ণ- নারায়ণ” বুলি। প্রহ্লাদ বড় হলে হোলিকা তাঁকে সত্য ঘটনা খুলে বলেন এবং প্রহ্লাদকে ব্রাহ্মণদের খপ্পর থেকে মুক্ত করেন। প্রহ্লাদও পিতা হিরন্যকশিপুর পথ অবলম্বন করে ব্রাহ্মণদের উপহার দেওয়া বন্ধ করে দেন। রাজ্যের মধ্যে যজ্ঞ নিষিদ্ধ করেন। গুপ্তচর মাধ্যমে ব্রাহ্মণেরা জানতে পারেন যে হোলিকার পরামর্শেই প্রহ্লাদ এই নীতি ঘোষণা করেছেন। তারা হোলিকাকে কারারুদ্ধ করেন এবং দিনের পর দিন খাদ্য এবং পানীয় বন্ধ করে দেন। হোলিকার এই নিদারুণ কষ্টের কথা শুনে প্রজারা খাদ্য এবং পানীয় নিয়ে প্রহ্লাদের কাছে ছুটে যান। প্রহ্লাদ নিজের সৈন্যের সাহায্যে হোলিকাকে মুক্ত করেন। কিন্তু সেই রাতেই ব্রাহ্মণেরা তাঁকে ছিনিয়ে নিয়ে একটি খোলা মাঠে গাছের খুঁটির সাথে বেঁধে ঘাস পাতা দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। এই ঘটনাই পালিত হচ্ছে আজও ব্রাহ্মণ্য সংস্কৃতির বিজয় উৎসব হিসেবে হোলিকা দহনের প্রতীকের মাধ্যমে। ‘হোলী হ্যায়’ - আপাত নিরীহ এই শব্দবন্ধের অন্তরালে রয়ে গেছে হত্যার উন্মত্ত উল্লাস। লোকায়ত সংস্কৃতির মধ্যে এই পুরাতনী বার্তা গভীর ভাবে প্রথিত হয়ে আছে। জনগণ রাজা হিরন্যক ও হোলিকার এই মৃত্যু দিনকে শোক দিবস হিসেবে পালন করার এক পরিক্রমা শুরু করে। এই শোকপালনের অনুষ্ঠানের একটি পারম্পরিকতা তৈরি হলে বামুনেরা গুপ্ত যুগে কাল্পনিক বিষ্ণুর নরসিংহ অবতারের কাহিনী তৈরি করে প্রাচীন ঐতিহাসিক তথ্য ধ্বংস করে দেয়। কল্পকাহিনীতে রেহাই দেওয়া হয় প্রহ্লাদকে। বিষ্ণু নামস্মরণে প্রহ্লাদের বিপযুক্তির কাহিনী ব’লে বার্তা দেওয়া হয় আর্যসংস্কৃতির কাছে আত্মসমর্পণের।

কৃষি উৎসবকে প্রতিস্থাপন করছে বাংলার দোলযাত্রা

বাংলার উৎসবটি দোল। রাধা ও গোপীদের সাথে কৃষ্ণের আবির ও গুলাল খেলার কাহিনীকে কেন্দ্র করে রাধাকৃষ্ণের মূর্ত্তি দোলায় চাপিয়ে শোভাযাত্রা বের করার উৎসবটি অনুসূত হয় বাংলায়। নরসিংহের আগ্রাসী রূপের বদলে কৃষ্ণের কোমল রূপই এখানে প্রধান। “দোলায়’ চেপে যাত্রা থেকেই দোল উৎসব। ভক্তি আন্দোলনের পুরোধা, বর্ণ ভেদের কু-প্রথার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী চৈতন্যের জন্মও এই ফাল্গুনী পূর্ণিমায়। বাংলায় বৈষ্ণব প্রভাব গভীর, তাই দোলও এইরীতি অনুসারী এবং এর চল মধ্যযুগে, বৈষ্ণব পদাবলী রচনার যুগ থেকে - সাহিত্যে মুক্ত প্রেম ঘোষণার যুগ থেকে - মুক্ত প্রেমের মান্যতা আদায়ের জন্যে লড়াইয়ে হাতিয়ার হয়ে উঠেছিল রাধাকৃষ্ণের প্রেম কাহিনী আর সুপ্রাচীন রঙ উৎসব। বাংলায় এইরূপে প্রচলন নিশ্চিতভাবেই মধ্যযুগে - অন্ততঃ নবম শতাব্দীর পরে - কেননা তার আগে বাংলায় ব্রাহ্মণ আর ব্রাহ্মণ্যতন্ত্রের তেমনভাবে অনুপ্রবেশ ঘটেনি।

ধর্মনিরপেক্ষ বসন্ত উৎসব

নেহাতই ঋতু উৎসব
ধর্মীয় আচরণের এই ঘেরাটোপ থেকে মুক্ত করে দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবকে একটি সেকুলার উৎসবে পরিণত করেন। সঙ্গীত রচনা করলেন বসন্ত ঋতুকে স্বাগত জানিয়ে, বসন্তের ফুলকে কেন্দ্র করে। সেখানে স্থান নেই কোন কৃষ্ণের, নেই কোন রাজকাহিনীর, নেই প্রকৃতির ব্যাখ্যা না জানা মানুষের প্রাচীন অভ্যাসেরই অন্ধ অনুকরণ। এর মাধ্যমে সম্প্রীতির বাতাবরণ তৈরী করা আর ভারতীয় জনগণের সংখ্যাগুরু মানুষের গ্লানির ইতিহাস খানিক হলেও মুছে ফেলা সম্ভব। যদিও কবিগুরু এই ফুলের উৎসবের ভাবনাটা পেয়েছিলেন এদেশের বৃহৎ জনপুঞ্জের লোকাচার থেকেই; আদিম সুসভ্য জাতিগুলোর আজ অবধি বহমান প্রকৃতির সাথে সুসম্পর্কের ফর্মুলা থেকেই ধার করে তিনি সেই প্রজ্ঞা নিয়ে আনলেন যন্ত্র সভ্যতার মানুষের মনের দরজায়। বসন্ত মানেই ফুল। আর ফুল হল ঘুমন্ত বিবেকের প্রকাশ। ফুল ছিল উৎসবের অঙ্গ, কবিগুরু সেই ফুলকে বানালেন উৎসবের কেন্দ্র। সাঁওতালী, মুণ্ডা, কুরমী প্রভৃতি সমাজে ‘বাহাবোঙা’ বা ‘শাহরুল পরব’ যা বসন্তে প্রকৃতির পরিবর্তনকে স্বাগত জানানোর উৎসব-সেগুলো সবই পলাশ, শিমুল ফুল সহযোগে ধামসা, মাদলের তালপ্রয়োগে বাঁশির মাধ্যমে সুর প্রয়োগে জীবন্ত হয়ে ওঠে। তাই উৎসবটি প্রকৃতই বসন্ত উৎসব, ঋতু উৎসব। প্রকৃতির উপাদান আর তার সাথে নিজের চেতনাকে, অনুভূতিকে মিলিয়ে নেওয়ার একটা কড়া বস্তুবাদী প্রায়াস।
প্রকৃতির সাথে আমাদের জীবনের আর জ্ঞানের বিচ্ছিন্নতা ক্রমবর্ধমান। বসন্ত উৎসবই হয়ে উঠতে পারে সে অর্থে সে অভিমুখী হওয়ার সম্বিৎ ফেরানোর প্রথম পদক্ষেপ। আমাদের ঝোঁকটা এখানেই স্পষ্ট; নেহাত হুজুগ নয় - বরং খোঁজার চেষ্টা করছি অন্য কিছু।

লেখা - Arijit Chakraborty
ডিজাইন - Raja

|| বিপ্লবী-দার্শনিক মানবেন্দ্রনাথ রায় ||লেখক- অপূর্ব দাশগুপ্তপ্রকাশনা- প্যারালাল প্রেসহার্ডবোর্ড বাইন্ডমুদ্রিত মূল্য- ৩০...
21/03/2024

|| বিপ্লবী-দার্শনিক মানবেন্দ্রনাথ রায় ||
লেখক- অপূর্ব দাশগুপ্ত
প্রকাশনা- প্যারালাল প্রেস
হার্ডবোর্ড বাইন্ড
মুদ্রিত মূল্য- ৩০০ টাকা

এম এন রায় বা নরেন্দ্রনাথ, যে নামে তাঁকে চেনার চেষ্টা করি না কেন, তাঁর মৃত্যুর সত্তর বছর পরেও বাংলায় লেখা তাঁর একটি জীবনী কেন আমরা প্রকাশ করছি, বিশেষত আজকের এই ধ্বস্ত সময়ে, তার একটা খুবই প্রাসঙ্গিক উত্তর আমাদের কাছে রয়েছে বলে আমাদের ধারণা। নরেন্দ্রনাথ অনুশীলন সমিতিতে থাকাকালীন ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর জন্য সমিতির হয়ে সুভাষগ্রাম রেলস্টেশনের টাকা স্বদেশী ডাকাতির মাধ্যমে সংগ্রহ করেন। আবার বাঘা যতীনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সর্বভারতীয় স্তরে সশস্ত্র উপায়ে ভারতকে ব্রিটিশ শাসনমুক্ত করার পরিকল্পনাও করেন। প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধরত জার্মানি ভারতীয় বিপ্লবীদের হাতে এক জাহাজ অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো, এই কাজে সমন্বয় ঘটানোর জন্য নরেন্দ্রনাথ ভট্টাচার্য, ‘সি মার্টিন’ ছদ্মনামে তৎকালীন বাটাভিয়া, আজকের ইন্দোনেশিয়ায় যাত্রা করেন। শুরু হয় ভারতকে বিদেশী শাসনমুক্ত করার আকাঙ্ক্ষায় নরেন্দ্রনাথের এক মহাযাত্রা।

বিদেশীদের দেশ থেকে তাড়ালেই হবে না, তারপর কীভাবে দখলমুক্ত দেশকে পুনর্গঠিত করতে হবে, দেশের বেশিরভাগ মানুষকে সুখ-স্বাচ্ছন্দ্যের জীবন নিশ্চিত করতে হবে, এই বিষয়ে কোনো রূপায়ণযোগ্য পদ্ধতি তখনকার উন্মত্ত সেই স্বদেশী দিনগুলিতে কারোর চৈতন্যেই সম্ভবত ছিল না। এই মহাজিজ্ঞাসার সন্ধানে নরেন্দ্রনাথ পাড়ি দেন সুদূর মেক্সিকোতে। এখানেই ‘অশান্ত ব্রাহ্মণ’ নরেন্দ্রনাথ ভট্টাচার্যের স্থায়ী রূপান্তর ঘটে মানবেন্দ্রনাথ রায় রূপে। পরবর্তীতে কমিউনিস্ট আন্তর্জাতিকের সংস্পর্শে আসেন; সেই সুবিপুল এবং সারা পৃথিবীর সেরা বিপ্লবীদের সমাহারে গঠিত আন্তর্জাতিক কেন্দ্রের একজন কর্মকর্তা হয়ে ওঠেন নরেন্দ্রনাথ ওরফে মানবেন্দ্রনাথ রায়।

বিপ্লবের কাজের সূত্রে তিনি আত্মগোপন করে কাজ করেছেন ইউরোপ ও এশিয়ার অনেক খ্যাত-অখ্যাত শহরে, সংস্পর্শে এসেছেন লেনিন থেকে শুরু করে মাও সে তুং-এর ভারতের মুক্তিসংগ্রামকে কেন্দ্র করেই তাঁর যে যাত্রা শুরু হয়েছিল, সেই কেন্দ্রাভিমুখী টানে তিনি গোপনে ভারতে আসেন, যদিও তাঁকে ব্রিটিশ সাম্রাজ্যের যেকোনো প্রান্তে দেখা মাত্রই গ্রেপ্তারের আদেশ বলবৎ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সুদূর দেরাদুনে বসে, কেবল রাজনৈতিক ধীশক্তি এবং ব্রিটিশ সংবাদমাধ্যমের ছাঁকনি-গলে-আসা খবর বিশ্লেষণ করে এই যুদ্ধে ফ্যাসিস্ট শক্তির অবধারিত পরাজয়ের ইঙ্গিতগুলি পাক্ষিক পত্রিকা ‘র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট’-এ নিয়মিত লিখে গেছেন। ১৯৪৭ সালের পর যখন ভারতের আইনসভা ইংরেজ-বর্জিত ভারতের সংবিধান কেমন হবে সেই বিষয়ে আলোচনা চালাচ্ছে, তিনি এই বিষয়ে তাঁর সুচিন্তিত মতামত রেখেছেন।

__________________________________________________

এম এন রায়ের জম্মদিন উপলক্ষ্যে ২১-৩১ মার্চ বইটি সংগ্রহ করুন ২৫% ছাড়-এ
(ডাক মাশুল অতিরিক্ত)

সংগ্রহ করতে WhatsApp করুন 9635988738 নম্বরে

গড়িয়া গ্রন্থমেলা ২০২৪-এ থাকছে প্যারালাল প্রেসের বইছাপাখানা (স্টল ১৩৭)হারিত স্টোরি (স্টল ১৩৯)৮-১৭ মার্চ, ২০২৪বেলা ১টা থেক...
08/03/2024

গড়িয়া গ্রন্থমেলা ২০২৪-এ থাকছে প্যারালাল প্রেসের বই

ছাপাখানা (স্টল ১৩৭)
হারিত স্টোরি (স্টল ১৩৯)

৮-১৭ মার্চ, ২০২৪
বেলা ১টা থেকে রাত্রি ৯টা
গড়িয়া পূর্বপাড়া পঞ্চদুর্গা মাঠ প্রাঙ্গণ

হালিসহর লিটল ম্যাগাজিন মেলায় অনীক-এর টেবিলে থাকছে প্যারালাল প্রেসের বই৮-১০ মার্চ, ২০২৪দুপুর ৩টে থেকে রাত্রি ৮টাপ্রগতিশীল...
08/03/2024

হালিসহর লিটল ম্যাগাজিন মেলায় অনীক-এর টেবিলে থাকছে প্যারালাল প্রেসের বই
৮-১০ মার্চ, ২০২৪
দুপুর ৩টে থেকে রাত্রি ৮টা
প্রগতিশীল কিশোর সংঘ ময়দান (নবনগর)

'কোরাস নাট্য গোষ্ঠী, কান্দি'র৪৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে থাকছে ~ প্যারালাল প্রেসের বই ~৭-১০ মার্চ, ২০২৪রামেন্দ্রসুন্দর ত্র...
07/03/2024

'কোরাস নাট্য গোষ্ঠী, কান্দি'র
৪৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে থাকছে

~ প্যারালাল প্রেসের বই ~

৭-১০ মার্চ, ২০২৪

রামেন্দ্রসুন্দর ত্রিবেদী অডিটোরিয়াম
কান্দি, মুর্শিদাবাদ

৫ দিন৫০% ছাড়|| বিজ্ঞান বিশ্বে এদেশের মেয়েরা ||প্যারালাল প্রেস২২৪ পৃষ্ঠা, পেপারব্যাক মুদ্রিত মূল্য: ২০০ টাকা৪-৮ মার্চ, ...
04/03/2024

৫ দিন
৫০% ছাড়

|| বিজ্ঞান বিশ্বে এদেশের মেয়েরা ||
প্যারালাল প্রেস
২২৪ পৃষ্ঠা, পেপারব্যাক
মুদ্রিত মূল্য: ২০০ টাকা

৪-৮ মার্চ, ২০২৪
সংগ্রহ করুন ৫০% ছাড়ে
(পোস্টাল চার্জ অতিরিক্ত)

অর্ডার করতে WhatsApp করুন 9635988738 নম্বরে

আজ, কাল ও পরশু প্যারালালের বইপত্র থাকছে কলেজ স্কোয়ার বিজ্ঞান মেলা ও ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক উদ্যোগে
29/02/2024

আজ, কাল ও পরশু প্যারালালের বইপত্র থাকছে কলেজ স্কোয়ার বিজ্ঞান মেলা ও ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক উদ্যোগে

~ বিষয় বিজ্ঞান ~প্যারালাল প্রেসজাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষ্যে ২৭-২৯ ফেব্রুয়ারি, ২০২৪আমাদের বিজ্ঞান বিষয়ক বইগুলি সংগ্রহ কর...
27/02/2024

~ বিষয় বিজ্ঞান ~
প্যারালাল প্রেস

জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষ্যে

২৭-২৯ ফেব্রুয়ারি, ২০২৪
আমাদের বিজ্ঞান বিষয়ক বইগুলি সংগ্রহ করুন ৩০% ছাড়ে।
(ডাক মাশুল অতিরিক্ত)

|| বিজ্ঞান বিশ্বে এদেশের মেয়েরা ||
সম্পাদনা: শুভাশিস মুখোপাধ্যায়
২২৪ পৃ, পেপারব্যাক
মূল্য ২০০.০০

|| বিজ্ঞান সাধনায় বাঙালি ||
সম্পাদনা: অরূপ রায়
৩১৮ পৃ, হার্ডব্যাক
মূল্য ৪০০.০০

|| প্রাচীন ভারতীয় ভাববাদ ও আধুনিক বিজ্ঞান ||
তথ্য, যুক্তি, বিশ্লেষণ ও পর্যালোচনা
অশোক মুখোপাধ্যায়
২৩২ পৃ, পেপারব্যাক
মূল্য ২৫০.০০

|| বিজ্ঞানের সপক্ষে: সংকলন ১ ||
সম্পা: শুভাশিস মুখোপাধ্যায় ও অশোক মুখোপাধ্যায়
১৯২ পৃ, পেপারব্যাক
মূল্য ১৫০.০০

|| ডারউইনের বিবর্তন তত্ত্ব ||
মৌলবাদীদের চক্ষুশূল কেন?
অশোক মুখোপাধ্যায়
৪৮ পৃ, পেপারব্যাক
মূল্য ৪০.০০

|| পর্যায় সারণির ইতিকথা ||
দেড়শ বছর পেরিয়ে
অশোক মুখোপাধ্যায়
৪৮ পৃ, পেপারব্যাক
মূল্য ৪০.০০

|| ফিউশন: গাণিতিক বিনোদন ||
শুভাশিস গরাই
৮০ পৃ, হার্ডব্যাক
১৬টি অয়লার কার্ডের সেট,
গেম বোর্ড (ত্রিকোণমিতিক মই-সাপ, তিন ঘুঁটি ২.০)
১৬টি ঘুঁটি ও একটি ডাইস
মূল্য ১৮০.০০

|| প্রাণীজগতের প্রহেলিকা ||
হোমাগ্নি ঘোষ
৮০ পৃ, হার্ডব্যাক
মূল্য ১৫০.০০

21/02/2024
|| অনলাইনে প্যারালাল প্রেস ||/ ভারত /১) হারিত বুকসhttps://www.haritbooks.com/product-brands/parallel/২) কলেজস্ট্রীট ডট ন...
13/02/2024

|| অনলাইনে প্যারালাল প্রেস ||

/ ভারত /
১) হারিত বুকস
https://www.haritbooks.com/product-brands/parallel/
২) কলেজস্ট্রীট ডট নেট
https://www.collegestreet.net/Parallel-Press
৩) বইয়ের হাট
https://boierhaat.com/shop/parallel-press-90

/ বাংলাদেশ /
#) ইন্দোবাংলা বুকস
https://indobangla.com.bd/manufacturers/parallel

/ ই-পাব /
#) কেতাব-ই
https://ketab-e.net/publisher/Parallel-Press

~ বিষয় বিজ্ঞান ~প্যারালাল প্রেসআগামী ২২ ফেব্রুয়ারি, ২০২৪ অবধি আমাদের বিজ্ঞান বিষয়ক বইগুলি সংগ্রহ করুন ২৫% ছাড়ে।|| বিজ্ঞা...
11/02/2024

~ বিষয় বিজ্ঞান ~
প্যারালাল প্রেস

আগামী ২২ ফেব্রুয়ারি, ২০২৪ অবধি আমাদের বিজ্ঞান বিষয়ক বইগুলি সংগ্রহ করুন ২৫% ছাড়ে।

|| বিজ্ঞান বিশ্বে এদেশের মেয়েরা ||
সম্পাদনা: শুভাশিস মুখোপাধ্যায়
২২৪ পৃ, পেপারব্যাক
মূল্য ২০০.০০

|| বিজ্ঞান সাধনায় বাঙালি ||
সম্পাদনা: অরূপ রায়
৩১৮ পৃ, হার্ডব্যাক
মূল্য ৪০০.০০

|| প্রাচীন ভারতীয় ভাববাদ ও আধুনিক বিজ্ঞান ||
তথ্য, যুক্তি, বিশ্লেষণ ও পর্যালোচনা
অশোক মুখোপাধ্যায়
২৩২ পৃ, পেপারব্যাক
মূল্য ২৫০.০০

|| বিজ্ঞানের সপক্ষে: সংকলন ১ ||
সম্পা: শুভাশিস মুখোপাধ্যায় ও অশোক মুখোপাধ্যায়
১৯২ পৃ, পেপারব্যাক
মূল্য ১৫০.০০

|| ডারউইনের বিবর্তন তত্ত্ব ||
মৌলবাদীদের চক্ষুশূল কেন?
অশোক মুখোপাধ্যায়
৪৮ পৃ, পেপারব্যাক
মূল্য ৪০.০০

|| পর্যায় সারণির ইতিকথা ||
দেড়শ বছর পেরিয়ে
অশোক মুখোপাধ্যায়
৪৮ পৃ, পেপারব্যাক
মূল্য ৪০.০০

|| ফিউশন: গাণিতিক বিনোদন ||
শুভাশিস গরাই
৮০ পৃ, হার্ডব্যাক
১৬টি অয়লার কার্ডের সেট,
গেম বোর্ড (ত্রিকোণমিতিক মই-সাপ, তিন ঘুঁটি ২.০)
১৬টি ঘুঁটি ও একটি ডাইস
মূল্য ১৮০.০০

|| প্রাণীজগতের প্রহেলিকা ||
হোমাগ্নি ঘোষ
৮০ পৃ, হার্ডব্যাক
মূল্য ১৫০.০০

~ বিষয় সুন্দরবন ~প্যারালাল প্রেসআগামী ২২ ফেব্রুয়ারি, ২০২৪ অবধি আমাদের সুন্দরবন বিষয়ক বইগুলি সংগ্রহ করুন ২৫% ছাড়ে।|| জটার...
10/02/2024

~ বিষয় সুন্দরবন ~
প্যারালাল প্রেস

আগামী ২২ ফেব্রুয়ারি, ২০২৪ অবধি আমাদের সুন্দরবন বিষয়ক বইগুলি সংগ্রহ করুন ২৫% ছাড়ে।

|| জটার দেউল: লোককথা ও প্রত্নতত্ত্ব ||
দেবীশঙ্কর মিদ্যা
১৮৪ পৃ, হার্ডব্যাক
মূল্য ৩০০.০০

|| সুন্দরবনের পূর্বপুরুষ পূজা: একটি সাংস্কৃতিক নৃতত্ত্বের বিশ্লেষণ ||
সঞ্জয় ঘোষ
১৩৬ পৃ, হার্ডব্যাক
মূল্য ৩০০.০০

|| সুন্দরবন ও নদীকথা ||
অনিমেষ সিংহ
৩২০ পৃ, হার্ডব্যাক
মূল্য ৪০০.০০

|| বাদাবনের বাঘ: সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের পঞ্চাশ বছর ||
সম্পাদনা: অনিমেষ সিংহ
২০৮ পৃ, হার্ডব্যাক
মূল্য ৪০০.০০

|| মরিচঝাঁপির বাঘ ||
মিতা সিংহ
১৯২ পৃ, হার্ডব্যাক
মূল্য ২৫০.০০

|| সুন্দরবনে বাঘের কৌতূহল ||
মিতা সিংহ
১৯২ পৃ, হার্ডব্যাক
মূল্য ৩০০.০০

|| যুগান্তর||শিবনাথ শাস্ত্রী২৬৪ পাতা, হার্ডবাইন্ড মুদ্রিত মূল্য ৩২৫ টাকা প্যারালাল প্রেসশিবনাথ শাস্ত্রীর লেখা ‘যুগান্তর’...
05/02/2024

|| যুগান্তর||
শিবনাথ শাস্ত্রী
২৬৪ পাতা, হার্ডবাইন্ড
মুদ্রিত মূল্য ৩২৫ টাকা
প্যারালাল প্রেস

শিবনাথ শাস্ত্রীর লেখা ‘যুগান্তর’ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৩০১ সালে (৬ জানুয়ারি ১৮৯৫)। এটি শিবনাথ শাস্ত্রীর লেখা দ্বিতীয় উপন্যাস। শিবনাথ শাস্ত্রীর লেখা প্রথম উপন্যাস, ‘মেজবউ’ যথেষ্ট চর্চিত হলেও, এই উপন্যাসটিও যে বেশ জনপ্রিয় হয়েছিল তার প্রমাণ পাওয়া যায়। ১৩২১ অগ্রহায়ণ সংখ্যার ‘প্রবাসী’ পত্রিকায় একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল। তাতে এই পত্রিকার পাঠকদের কাছে জানতে চাওয়া হয়েছিল, সে সময়ে প্রকাশিত সৃজনশীল সাহিত্যের মধ্যে তাঁদের মতে কোনগুলি শ্রেষ্ঠ। তা জানানোর জন্য পাঠকরা ব্যাপক পরিমাণে সাড়াও দিয়েছিলেন। পৌষ সংখ্যায় প্রকাশিত ফলাফল থেকে জানতে পারা যায় যে, পাঠকেরা শিবনাথ শাস্ত্রীর যুগান্তর উপন্যাসটিকে অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস বলে মত দিয়েছিলেন।

_______________________________________________

২২ ফেব্রুয়ারি, ২০২৪ অবধি সংগ্রহ করুন ২৫% ছাড়-এ।
পোস্টাল চার্জ অতিরিক্ত।

WhatsApp করুন 9635988738 নম্বরে।

আজ ৩১ জানুয়ারিআজ শিবনাথ শাস্ত্রীর জন্মদিনআর আজকেই বইমেলার শেষদিনশিবনাথ শাস্ত্রীর 'যুগান্তর' উপন্যাসটি সংগ্রহ করুন... ||...
31/01/2024

আজ ৩১ জানুয়ারি
আজ শিবনাথ শাস্ত্রীর জন্মদিন
আর আজকেই বইমেলার শেষদিন

শিবনাথ শাস্ত্রীর 'যুগান্তর' উপন্যাসটি সংগ্রহ করুন...

|| যুগান্তর ||
শিবনাথ শাস্ত্রী
২৬৪ পৃষ্ঠা, হার্ড বাইন্ড
প্যারালাল প্রেস
মুদ্রিত মূল্য- ৩২৫ টাকা

বইমেলায় পাবেন
#) পিপলস্ বুক সোসাইটি (স্টল ৫১৮)
৭ নম্বর গেটের কাছে

#কলকাতা_বইমেলা_২০২৪
#কলকাতা_বইমেলা
#বইমেলা_আপডেট
#বইমেলার_বই
#বইমেলা

|| ফিউশন: গাণিতিক বিনোদন ||লেখক - শুভাশিস গড়াইপ্রকাশনা - প্যারালাল প্রেসহার্ডবোর্ড বাইন্ডমুদ্রিত মূল্য - ১৮০ টাকা‘ভাষা’র...
29/01/2024

|| ফিউশন: গাণিতিক বিনোদন ||
লেখক - শুভাশিস গড়াই
প্রকাশনা - প্যারালাল প্রেস
হার্ডবোর্ড বাইন্ড
মুদ্রিত মূল্য - ১৮০ টাকা

‘ভাষা’র অর্থ যদি হয় মনের ভাবপ্রকাশের মাধ্যম, তাহলে গণিতও এক ধরণের ভাষা, যে ভাষায় প্রকৃতির নিয়মাবলী মূর্ত করে তোলেন বিজ্ঞানীরা। স্কুলজীবনে পাঠ শুরু হয় গণিত নামক সেই ভাষার অ-আ-ক-খ, ব্যাকরণ, ছন্দ-তাল, শৈলী, নন্দনতত্ত্ব শিক্ষার— অর্থাৎ গণিতের ক্ষেত্রে শিক্ষা হয় কেবলমাত্র যন্ত্রপাতির, হাতিয়ারের। কিন্তু কৈশোরের সেই শিখন প্রণালী যদি হয় কেঠো, আবেগহীন, যদি হয় বাস্তব অভিজ্ঞতা বিবর্জিত কেবলই তত্ত্বজ্ঞানসম্পন্ন তাহলে তা ছাত্রছাত্রীদের কাছে হয়ে ওঠে কঠিন, ভীতিপ্রদ কিংবা একান্তই নিয়মতান্ত্রিক বা একঘেয়ে।

এই বইটার চেষ্টা সে সংস্কৃতির বিপ্রতীপে দাঁড়ানোর। শুধু পড়ুয়াদের নয়, দরদী গণিত শিক্ষক-শিক্ষিকাদেরও কর্মযজ্ঞের যথেষ্ট উপযোগী হয়ে উঠবে এই বইটা— এ আকাঙ্ক্ষা আশা করি অমূলক নয়।

বইয়ের সাথে থাকছে বইটিতে বর্নিত প্রয়োজনীয় খেলার সামগ্রী—
১) ১৬ টি অয়লার কার্ডের সেট
২) গেম বোর্ড (‘ত্রিকোণমিতিক মই-সাপ’ ও ‘তিন ঘুঁটি ২.০’)
৩) ১৬ টি ঘুঁটি ও একটি ডাইস

বইমেলায় থাকছে:

পিপলস্ বুক সোসাইটি (স্টল ৫১৮)
ধ্যানবিন্দু (স্টল ৫৯৪)
আইরাইজ-এর টেবিল (১৫১)

#কলকাতা_বইমেলা_২০২৪
#কলকাতা_বইমেলা
#বইমেলা_আপডেট
#বইমেলার_বই
#বইমেলা

|| প্রাচীন ভারতীয় ভাববাদ ও আধুনিক বিজ্ঞান || লেখক - অশোক মুখোপাধ্যায়প্যারালাল প্রেস২৩২ পৃষ্ঠা, পেপারব্যাকমুদ্রিত মূল্য ২...
28/01/2024

|| প্রাচীন ভারতীয় ভাববাদ ও আধুনিক বিজ্ঞান ||
লেখক - অশোক মুখোপাধ্যায়
প্যারালাল প্রেস
২৩২ পৃষ্ঠা, পেপারব্যাক
মুদ্রিত মূল্য ২৫০.০০

প্রাথমিক ও মাধ্যমিক স্তর থেকে ভাষা হিসেবে সংস্কৃত নির্বাসিত হওয়ার পর সাধারণভাবে প্রাচীন গ্রন্থাদি পঠনের ইচ্ছা, সুযোগ এবং সমাজে সেই জ্ঞানের মান্যতা তলানিতে ঠেকতে ঠেকতে অবশেষে একদিন অদৃশ্য হয়ে, বিদ্যালয় স্তরে জ্ঞান “নরঃ নরৌ নরাঃ”-তেই সীমাবদ্ধ হয়ে গেছে।
লোকমুখে শুনে এবং বেদ বা এই জাতীয় প্রাচীন হিন্দু শাস্ত্র ও দর্শনের ধারণাগুলি সম্পর্কে অজ্ঞ থেকে কিছু মানুষ বাবা-মা-দাদু-ঠাকুমা-দিদিমাদের কাছ থেকে শ্রুতিপথে ইতিউতি কিছু জেনে সেগুলিকেই ‘অথেনটিক’ হিন্দু শাস্ত্র ও দর্শন রূপে গণ্য করে আসছিলেন। বলা বাহুল্য, আগের প্রজন্মের এই বাবা-মা, বা তার আগের প্রজন্মের দাদু-দিদিমা-ঠাকুরদা-ঠাকুমাদের কাছে গচ্ছিত এইসব ধারণা এসেছিল আবার একই কায়দায় তাঁ দের পূর্ব প্রজন্মের কাছ থেকে; আর কে না জানে যে যাচাই করার সুযোগের অভাব এবং তাতে অনীহার কারণে গল্পের গরু গণেশের মাথায় প্লাস্টিক সার্জারি হয়ে একদিন সমাজে সহসা উদিত হয়ে পাড়া কাঁ পিয়ে দেয়।

এই ‘অজ্ঞানতা’-র অন্ধকূপকে সম্বল করে সুযোগসন্ধানী রাজনীতি ব্যবসায়ীদের প্রচারের গাড়ি আমাদের অহরহ জানিয়ে চলেছে ভারতীয় সভ্যতার ‘প্রাচীনত্ব’ এবং সেই “প্রথম সাম রব” মুখরিত তপোবনে বসে, স্রেফ আধ্যাত্মিক চিন্তার মাধ্যমে আমাদের প্রাচীন মুনিঋষিবৃন্দ আধুনিক বিজ্ঞানের যাবতীয় জ্ঞান ও বিজ্ঞান জানতে পেরে তা নাকি লিপিবদ্ধ করে রেখে গেছেন। বেদ, উপনিষদ এবং আরও অনেক স্বল্প ও বিস্তর পরিচিত ‘আকর গ্রন্থ’গুলিতে এই সব বিষয়ে সার কথা বলে গেছেন। সংস্কৃতজ্ঞ পণ্ডিত, মহামহপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের কথায়-
'বেদ কী জিনিস? ভিন্ন ভিন্ন কালের ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন কারণে ভিন্ন ভিন্ন মহাকবি প্রণীত কতগুলি কবিতা, গান ইত্যাদির সংগ্রহ মাত্র।'

খেয়াল রাখতে হবে যে, যে গ্রন্থ যত প্রাচীন, সেই গ্রন্থে বিজ্ঞানভিত্তিক পর্যবেক্ষণের পরিবর্তে থাকবে অঢেল কল্পনার অবাধ মিশ্রণ, স্রেফ সেই প্রাচীন কালের জ্ঞানের সীমাবদ্ধতার জন্যই।
প্রাচীন ভারত মানেই কি “ব্রহ্ম সত্য জগত মিথ্যা”? যুক্তি-বুদ্ধিহীন অমানবিক আচার আচরণের অবিশ্বাস্য আতিশয্য? নাকি ব্রহ্মা-ব্যতিরেকে যুক্তি-পরীক্ষা-পর্যবেক্ষণের মাধ্যমে জগতকে বোঝা, প্রশ্নহীন আনুগত্যের জগদ্দল পাথরকে সরানোর দিকে পা-বাড়ানো? লেখক আমাদের এই প্রাচীন কাল থেকে এই দ্বিতীয় পথের দিশারী পথিকদের পদ্ধতির সঙ্গে পরিচিতি ঘটিয়েছেন।

একদিকে প্রাচীনত্বের জয়গান আর আধুনিক যুগের যাবতীয় সুযোগ-সুবিধা ব্যবহার করে সেই আধুনিক বিজ্ঞানকে তাচ্ছিল্য করে যে জাগতিক ফায়দা আসে, আসছে এবং আগামীতে আরও তীব্ররূপে আসবে, এই দুই আপাত-বিরোধী বিষয়ের মধ্যে যোগসূত্র খোঁজার পদ্ধতি বা ‘মেথডোলজি’-র সন্ধান দিয়েছেন অশোক মুখোপাধ্যায় তাঁর এই অতি প্রয়োজনীয় বইটিতে।

বইমেলায় পাওয়া যাবে:
#) পিপলস বুক সোসাইটি (স্টল - ৫১৮)
#) ধ্যানবিন্দু (স্টল - ৫৯৪)
#) নাগরিক মঞ্চ (স্টল - ৪৪১)
#) মুক্তচিন্তা পাবলিকেশন (স্টল - ৫৬৮)
#) সার্চ (স্টল - ৫৯৭)
#) পাতাবাহার (স্টল - ৫৫০)

#) লিটল ম্যাগাজিন টেবিল
#) ২৭ (অনীক)
#) ৬৪ (অপ্রচলিত)
#) ১৬৩ (আয়নাগর)
#) ৯৭ (অহল্যা)

সূচিপত্র কমেন্টে

#কলকাতা_বইমেলা_২০২৪
#কলকাতা_বইমেলা
#বইমেলা_আপডেট
#বইমেলার_বই
#বইমেলা

|| বাদাবনের বাঘ : সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ৫০ বছর ||সম্পাদনা- অনিমেষ সিংহ২০৮ পৃষ্ঠা, হার্ডবাইন্ড কভারমুদ্রিত মূল্য- ৪০...
26/01/2024

|| বাদাবনের বাঘ : সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ৫০ বছর ||
সম্পাদনা- অনিমেষ সিংহ
২০৮ পৃষ্ঠা, হার্ডবাইন্ড কভার
মুদ্রিত মূল্য- ৪০০ টাকা

মেলার মাঠে প্যারালালের নবতম সংযোজন

‘বাদাবনের বাঘ’ বিশেষ কোন একটি বাঘ বা আলাদা কোন বাঘ প্রজাতি নয়। সারা ভারতে একটিমাত্র প্রজাতির বাঘ পাওয়া যায় প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস, সুন্দরবনের বাঘও তাই। তবুও এই বাঘকে বাদাবনের বাঘ আখ্যা দিয়ে আলাদা করার কারণটা হলো, সুন্দরবন, লবণাম্বুজ উদ্ভিদ অরণ্য বা বাদাবন। আর পৃথিবীর একমাত্র এই বাদাবনেই বাঘ বসতি গড়েছে। বাঘের স্বাভাবিক আবাসস্থল নয় সুন্দরবন, তা সত্ত্বেও এই প্রতিকুল প্রতিবেশে কীভাবে বাঘ অভিযোজিত হলো তা এই সংকলনে ব্যক্ত করা হয়েছে। আর সেই অভিযোজনের কারণেই এই মুহূর্তে ভারতে যত বাঘ আছে, তাদের সঙ্গে শারীরিক ভাবে অনেকটা এক হলেও ব্যবহারিক, আচরণগত পার্থক্যটা বাদাবনের বাঘের অনেকটাই বেশি। আচরণগত সেই বিশেষ পার্থক্য বা বৈশিষ্টটা ‘কী এবং কেন’ তার চুলচেরা বিশ্লেষণ এই সংকলনে করেছেন নিবন্ধকারেরা।

এই সংকলনের উদ্দেশ্য হলো ভারতীয় ব্যাঘ্র সংরক্ষণ। পাশাপাশি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প পঞ্চাশ বছর অতিক্রম করল। পঞ্চাশ বছর শেষে এই প্রতিকুল বাঘভূমিতে বাদাবনের বাঘ কেমন আছে তা খুঁজে দেখার জন্যই এই প্রয়াস।

|| বিজ্ঞান সাধনায় বাঙালি ||সম্পাদনা - অরূপ রায়৩১৮ পৃষ্ঠা, হার্ডবাইন্ড কভারমুদ্রিত মূল্য - ৪০০ টাকামেলার মাঠে প্যারালাল...
26/01/2024

|| বিজ্ঞান সাধনায় বাঙালি ||
সম্পাদনা - অরূপ রায়
৩১৮ পৃষ্ঠা, হার্ডবাইন্ড কভার
মুদ্রিত মূল্য - ৪০০ টাকা

মেলার মাঠে প্যারালাল এর নবতম সংযোজন।

৪৫ জন বিখ্যাত বাঙালি বিজ্ঞানসাধকদের নিয়ে কলম ধরেছেন ৪১ জন প্রথিতযশা বিজ্ঞানী এবং বিজ্ঞানের শিক্ষকরা।
একটি অসাধারণ সংকলন করেছিলেন অধ্যাপক অরূপ রায়। শুধু সংগ্রহে রাখা নয়, এক নিশ্বাসে পড়ে ফেলার বই।

সূচিপত্র কমেন্টে।

|| বিপ্লবী-দার্শনিক মানবেন্দ্রনাথ রায় ||লেখক- অপূর্ব দাশগুপ্তপ্রকাশনা- প্যারালাল প্রেসহার্ডবোর্ড বাইন্ডমুদ্রিত মূল্য- ৩০...
25/01/2024

|| বিপ্লবী-দার্শনিক মানবেন্দ্রনাথ রায় ||
লেখক- অপূর্ব দাশগুপ্ত
প্রকাশনা- প্যারালাল প্রেস
হার্ডবোর্ড বাইন্ড
মুদ্রিত মূল্য- ৩০০ টাকা

আজ ২৫ জানুয়ারি, মানবেন্দ্রনাথ রায়ের মৃত্যুদিন। বাংলার এক অজগ্রামে এক দরিদ্র পরিবারে জন্মেও যিনি বিশ্বমানব হতে পেরেছিলেন, সশস্ত্র বিপ্লবী আন্দোলন থেকে কমিউনিস্ট, সেখান থেকে র‍্যাডিকাল ডেমোক্র্যাটিক এবং পরিশেষে দলহীন র‍্যাডিকাল হিউম্যানিস্ট― তাঁর জীবনের এই গোটা অভিযাত্রা সাধারণত আমাদের চর্চার পরিসরে থাকে না। প্রয়োজনীয় বইও অপ্রতুল। তাঁরই প্রতিষ্ঠিত ‘রেনেসাঁস পাবলিশার্স’ তাঁর মতাদর্শের অনুগামী অপূর্ব দাশগুপ্তের লেখা মানবেন্দ্রনাথ রায়ের জীবনী প্রকাশ করেছিল একসময়। বহু চাহিদা সত্ত্বেও নিঃশেষ হয়ে যাওয়ায় দীর্ঘদিন বইটি পাঠক হাতে পাচ্ছিলেন না। আমরা উদ্যোগী হয়েছি এমন একটি অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বইয়ের পুনঃপ্রকাশের কাজে। আজ তাঁর মৃত্যুদিনে খবরটি আপনাদের জানাতে পেরে আমরা আনন্দিত।

এম এন রায় বা নরেন্দ্রনাথ, যে নামে তাঁকে চেনার চেষ্টা করি না কেন, তাঁর মৃত্যুর সত্তর বছর পরেও বাংলায় লেখা তাঁর একটি জীবনী কেন আমরা প্রকাশ করছি, বিশেষত আজকের এই ধ্বস্ত সময়ে, তার একটা খুবই প্রাসঙ্গিক উত্তর আমাদের কাছে রয়েছে বলে আমাদের ধারণা। তিনি অনুশীলন সমিতির প্রভাবে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর জন্য অধুনা সুভাষগ্রাম রেলস্টেশনের টাকা প্রথম স্বদেশী ডাকাতির মাধ্যমে সমিতির হয়ে সংগ্রহ করেন। বাঘা যতীনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এক সর্বভারতীয় পরিকল্পনার মাধ্যমে সশস্ত্র উপায়ে ভারতকে ব্রিটিশ শাসনমুক্ত করার পরিকল্পনা করেন। প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ করছিল; তারা এক জাহাজ অস্ত্র ভারতীয় বিপ্লবীদের হাতে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এই কাজে সমন্বয় ঘটানোর জন্য নরেন্দ্রনাথ ভট্টাচার্য সি মার্টিন ছদ্মনামে তৎকালীন বাটাভিয়া, আজকের ইন্দোনেশিয়ায় যাত্রা করেন। শুরু হয় ভারতকে বিদেশী শাসনমুক্ত করার আকাঙ্ক্ষায় নরেন্দ্রনাথের এক মহাযাত্রা, যার সমাপ্তি ঘটে আজ থেকে সত্তর বছর আগে, ঠিক এই দিনটিতেই।

বিদেশীদের দেশ থেকে তাড়ালেই হয় না, তারপর কীভাবে দখলমুক্ত দেশকে পুনর্গঠিত করতে হবে, দেশের বেশিরভাগ মানুষকে সুখ-স্বাচ্ছন্দ্যের জীবন নিশ্চিত করতে হবে, এই বিষয়ে কোনো রূপায়ণযোগ্য পদ্ধতি তখনকার উন্মত্ত সেই স্বদেশী দিনগুলিতে কারোর চৈতন্যেই সম্ভবত ছিল না। আর এই মহাজিজ্ঞাসার সন্ধানে পাড়ি জমিয়ে তিনি পৌঁছন সুদূর মেক্সিকোতে, “অশান্ত ব্রাহ্মণ” নরেন্দ্রনাথ ভট্টাচার্যের স্থায়ী রূপান্তর ঘটে মানবেন্দ্রনাথ রায় রূপে। তিনি কমিউনিস্ট আন্তর্জাতিকের সংস্পর্শে আসেন; সেই সুবিপুল এবং সারা পৃথিবীর সেরা বিপ্লবীদের সমাহারে গঠিত আন্তর্জাতিক কেন্দ্রের একজন কর্মকর্তা হয়ে ওঠেন।

ভারতের মুক্তিসংগ্রামকে কেন্দ্র করেই তাঁর যে যাত্রা শুরু হয়েছিল, সেই কেন্দ্রাভিমুখী টানে তিনি গোপনে ভারতে আসেন, যদিও তাঁকে ব্রিটিশ সাম্রাজ্যের যেকোনো প্রান্তে দেখতে পেলেই গ্রেপ্তারের আদেশ বলবৎ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সুদূর দেরাদুনে বসে, কেবল রাজনৈতিক ধীশক্তি এবং ব্রিটিশ সংবাদমাধ্যমের ছাঁকনি-গলে-আসা খবর বিশ্লেষণ করে এই যুদ্ধে ফ্যাসিস্ট শক্তির অবধারিত পরাজয়ের ইঙ্গিতগুলি পাক্ষিক পত্রিকা ‘র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট’-এ নিয়মিত লিখে গেছেন। ১৯৪৭ সালের পর যখন ভারতের আইনসভা ইংরেজ-বর্জিত ভারতের সংবিধান কেমন হবে সেই বিষয়ে আলোচনা চালাচ্ছে, তিনি এই বিষয়ে তাঁর সুচিন্তিত মতামত রেখেছেন। বিপ্লবী কাজের সূত্রে তিনি আত্মগোপন করে কাজ করেছেন ইউরোপ ও এশিয়ার অনেক খ্যাত অখ্যাত শহরে, সংস্পর্শে এসেছেন লেনিন থেকে শুরু করে মাও সে তুং-এর; দাবা খেলায় পরাজিত করেছেন স্বয়ং আলেখিন-কে।

বইটি আগামী ২৭ জানুয়ারি, শনিবার থেকে পাওয়া যাবে পিপলস বুক সোসাইটি (স্টল ৫১৮) ও ধ্যানবিন্দু (স্টল ৫৯৪)-তে।

#কলকাতা_বইমেলা_২০২৪
#কলকাতা_বইমেলা
#বইমেলা_আপডেট
#বইমেলার_বই
#বইমেলা

সুন্দরবন ও নদীকথা ||লেখক - Animesh Sinha প্রকাশনা - প্যারালাল প্রেসপৃষ্ঠা - ৩২০হার্ড বোর্ড বাঁধাইমুদ্রিত মূল্য - ৪০০ টাক...
25/01/2024

সুন্দরবন ও নদীকথা ||
লেখক - Animesh Sinha
প্রকাশনা - প্যারালাল প্রেস
পৃষ্ঠা - ৩২০
হার্ড বোর্ড বাঁধাই
মুদ্রিত মূল্য - ৪০০ টাকা

লেখক তাঁর সুন্দরবন-জীবনের দীর্ঘ পাঁচ দশকের অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়েছেন 'সুন্দরবন ও নদীকথা' গ্রন্থে।

প্রথম পর্বে সুন্দরবনের প্রাথমিক পরিচিতি দেওয়া হয়েছে। তুলে ধরা হয়েছে এই বদ্বীপাঞ্চলের গড়ে ওঠা, তার নদী, দ্বীপ, অরণ্যের প্রকৃতি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর লোককথা- লোকসাহিত্যের আলোকে সুন্দরবনের প্রাচীনত্বকে খুঁজেছেন লেখক। সুন্দরবন নামের উৎপত্তি, ক্রমান্বয়ে অরণ্যের বিস্তার ও ধ্বংস, জনবসতি, জলবায়ু, জীবিকা, সংস্কৃতি, কথ্যভাষা আর অরণ্যভূমির পূর্ণ পরিচিতি প্রথম পর্বে তুলে ধরা হয়েছে।

নদীকথা নিয়ে দ্বিতীয় পর্ব। সুদীর্ঘ এই সময়কালে সুন্দরবনজীবী জেলে, মৌলে, কাঠুরিয়াদের সাহচর্যে নিরবচ্ছিন্ন থেকে জঙ্গল আর নদী-নালাকে লেখক যেমন দেখেছেন, চিনেছেন আর অসংখ্য বনকর্মীদের অকুণ্ঠ সহযোগিতায় জঙ্গলজুড়ে জানা-অজানা সব খাল, খাঁড়ি, ভারানী, দোয়ানি আর নালাতে পৌঁছতে পেরেছেন, সে সব সরেজমিন সমীক্ষার ফলাফল- মাকড়সার জালের মতো বিছিয়ে থাকা খাল, খাঁড়ির উৎসমুখের নিশানা, জোয়ার-ভাটা ভাঙনে তার প্রাকৃতিক অবস্থা, সে সব এই পর্বে বিশদে বিস্তৃত করেছেন মানচিত্রসহ।

এই বইতে থাকছে সুন্দরবনের ২১/২২টি ব্লকের মানচিত্র সহ পরিচয়; ১১২টি দ্বীপ ও ২৬টি নদীর বিবরণ। সঙ্গে থাকছে সুন্দরবনের ২২০টি খাল, খাঁড়ি, ভারানীর বিবরণ; তাদের উৎসমুখের অক্ষাংশ, দ্রাঘিমাংশের ডিটেল সহ।

#কলকাতা_বইমেলা_২০২৪
#কলকাতা_বইমেলা
#বইমেলা_আপডেট
#বইমেলার_বই
#বইমেলা

|| রুশ বিপ্লব: কী ঘটেছিল? ||ইয়েলেনা দব্রভোল্‌স্কায়া ও ইউরি মাকারভঅনুবাদ: ননী ভৌমিকইলাস্ট্রেশন: আনাতলি ভাসিলিয়েভ১৬০ পৃ, প...
24/01/2024

|| রুশ বিপ্লব: কী ঘটেছিল? ||
ইয়েলেনা দব্রভোল্‌স্কায়া ও ইউরি মাকারভ
অনুবাদ: ননী ভৌমিক
ইলাস্ট্রেশন: আনাতলি ভাসিলিয়েভ
১৬০ পৃ, পেপারব্যাক
মূল্য ১৫০.০০
প্যারালাল প্রেস

১৯১৭ সালের ৭ই নভেম্বর; বিশ্বের ইতিহাসে এক অবিশ্বাস্য ক্রান্তিকাল। কেননা “তারপরে পৃথিবীর আর কোনকিছুই আগের মত রইল না।” সেই ঘটনাপ্রবাহ নিয়ে এযাবৎ আলোচনা কিছু কম হয়নি। বিপ্লবের পক্ষে বিপক্ষে শত শত লেখা হয়েছে। কিন্তু এটা তো সত্য যে সেসময় সমগ্ৰ বিশ্ব দুভাগে ভেঙে গেল আড়াআড়ি। তাহলে এর সূত্রপাত হল কীভাবে? ৩০০ বছরের রোমানভ সাম্রাজ্যের পতন হয়ে রাশিয়ায় ঠিক “কী ঘটেছিল?”

এই কমিক্সটি সেই উত্তাল দশকের এক নিবিড় বিবরণ। ১৯৮৭ সালে মস্কোর প্রগতি প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল এর বাংলা অনুবাদ। অনুবাদ করেছিলেন ননী ভৌমিক। সেই কমিক্স নতুন করে প্যারালাল প্রেস থেকে মুদ্রিত হল।
_____________________________________________

বইমেলায় পাওয়া যাচ্ছে নিম্নলিখিত স্টল গুলিতে:
#) পিপলস বুক সোসাইটি (৫১৮)
#) এখন বিসংবাদ (৪৩৯)
#) পাতাবাহার (৫৫০)
#) নাগরিক মঞ্চ (৪৪১)
#) মুক্তচিন্তা পাবলিকেশন (৫৬৮)
#) ধ্যানবিন্দু (৫৯৪)
#) সার্চ (৫৯৭)

লিটল ম্যাগাজিন প্যাভেলিয়ন টেবিল:
#) অনীক (২৭)
#) আয়নানগর (১৬৩)
#) অহল্যা (৯৭)
#) আইরাইস (১৫১)
#) অপ্রচলিত (৬৪)

|| জটার দেউল: লোককথা ও প্রত্নতত্ত্ব ||লেখক - দেবীশঙ্কর মিদ্যাপ্রকাশনা - প্যারালাল প্রেস হার্ডবোর্ড বাইন্ডমূল্য - ৩০০ টাক...
23/01/2024

|| জটার দেউল: লোককথা ও প্রত্নতত্ত্ব ||
লেখক - দেবীশঙ্কর মিদ্যা
প্রকাশনা - প্যারালাল প্রেস
হার্ডবোর্ড বাইন্ড
মূল্য - ৩০০ টাকা

বইটা প্রত্ন-গবেষক দেবীশঙ্কর মিদ্যার সারা জীবনের নিরলস প্রত্নচর্চার ফসল; গত কয়েক দশক ধরে অজস্র পত্রিকায় অসংখ্য প্রবন্ধে তিনি জটার দেউল এবং মণি নদীর অববাহিকায় গড়ে ওঠা প্রাচীন সভ্যতা বিষয়ে লিখেছেন; সময়ের সাথে সাথে তাঁর মত আরও সুগঠিত হয়েছে; এক জায়গায় সন্নিবিষ্ট করেছেন অবশেষে। অদ্ভুত টানটান বর্ণনা রাখছেন প্রতিটি পাতায়।

ঋজু, ঝরঝরে, মেদহীন আর সুখপাঠ্য; আর তার পরতে পরতে জড়িয়ে থাকছে এভিডেন্স বা সাক্ষ্যপ্রমাণ; পল্লবগ্রাহীতার কোনো জায়গাই নেই, প্রমাণ ছাড়া একটিও অতিরিক্ত কথা বলার লোক যে তিনি নন। অথচ প্রমাণের ভিড়ে, সাক্ষ্যের ভারে কোনো অধ্যায় তার দুর্বার গতি হারাচ্ছে না। তাঁর কলমের যাদুতে চোখের সামনে ফুটে উঠছে একটা হাজার বছরের পুরনো নগরী, স্রোত সঞ্চার হচ্ছে হারানো নদীখাতগুলোতে, ইতিহাসের এপিসোডগুলো যেন চোখের সামনে অভিনীত হচ্ছে। শুধু মাত্র ইতিহাস বিশেষজ্ঞ নয়, যে কোনো সাধারণ জ্ঞানপিপাসু পাঠকের বইটা পড়তে বিন্দুমাত্র অসুবিধে হবে না তা নিশ্চিত।

বইমেলায় থাকছে নিম্নলিখিত স্টলগুলিতে:
#) পিপলস বুক সোসাইটি (৫১৮)
#) ধ্যানবিন্দু (৫৯৪)
#) পাতাবাহার (৫৫০)
#) এখন বিসংবাদ (৪৩৯)
#) নাগরিক মঞ্চ (৪৪১)
#) সার্চ (৫৯৭)

লিটল ম্যাগাজিন প্যাভেলিয়ন টেবিল
#) সুচেতনা (১২২)

|| বিজ্ঞান বিশ্বে এদেশের মেয়েরা ||প্রকাশক - প্যারালাল প্রেসপৃষ্ঠা - ২২৪মুদ্রিত মূল্য - ২০০ টাকাসামাজিক ও পারিবারিক অসহযো...
23/01/2024

|| বিজ্ঞান বিশ্বে এদেশের মেয়েরা ||
প্রকাশক - প্যারালাল প্রেস
পৃষ্ঠা - ২২৪
মুদ্রিত মূল্য - ২০০ টাকা

সামাজিক ও পারিবারিক অসহযোগের সাথে ধারাবাহিক প্রাতিষ্ঠানিক অসহযোগিতার মাঝেও যাঁরা বিজ্ঞান বিশ্বে নিজের স্থান করে নিয়েছেন এমন ৩৫ জন মহিয়সী নারীদের (নারী বিজ্ঞানী নন, বিজ্ঞানী যাঁরা নারীও বটে) গল্প নিয়ে আমাদের 'বিজ্ঞান বিশ্বে এদেশের মেয়েরা'-এর কাজে হাত দেওয়া। তাঁদের কথা লিখেছেন প্যারালালের পেজে নিয়মিত লেখেন যারা। বিজ্ঞানের গবেষণার সাথে যুক্ত এমন ২৪ জন লিখেছেন নিজেদের কথা। আছে সংক্ষিপ্ত সময়পঞ্জী।

আমাদের ফেসবুক পেজে একে একে এঁদের নিয়ে প্রবন্ধ লিখতে গিয়েই আমরা হাতে পাই 'লীলাভতিস ডটারস' নামে বইটা। যোগাযোগ তৈরি হয় বইটার দু'জন সম্পাদক বিজ্ঞানী রামকৃষ্ণ রামস্বামী, আর বিজ্ঞানী রোহিণী ঘোড়বোলের সাথে। তাঁরা বইটার জন্যে ফরোয়ার্ড লিখে পাঠিয়ে দিয়েছেন। বেশ কয়েকজন নবীন গবেষক লিখে দিয়েছেন তাঁদের নিজেদের কথা। সম্পাদনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক শুভাশিস মুখোপাধ্যায়।

বইমেলায় পাওয়া যাচ্ছে নিম্নলিখিত স্টল গুলিতে:
#) পিপলস বুক সোসাইটি (৫১৮)
#) পাতাবাহার (৫৫০)
#) মুক্তচিন্তা পাবলিকেশন (৫৬৮)
#) ধ্যানবিন্দু (৫৯৪)
#) সার্চ (৫৯৭)

লিটল ম্যাগাজিন প্যাভেলিয়ন টেবিল
#) অনীক (২৭)
#) আয়নানগর (১৬৩)
#) অহল্যা (৯৭)
#) আইরাইস (১৫১)
#) অপ্রচলিত (৬৪)
#) সিউ পত্রিকা (২১৫)
#) দেশব্রতী (১১৫)

|| সুন্দরবনের পূর্বপুরুষ পূজা: একটি সাংস্কৃতিক নৃতত্ত্বের বিশ্লেষণ ||লেখক - সঞ্জয় ঘোষপ্রকাশনা - প্যারালাল প্রেস মুদ্রিত ...
23/01/2024

|| সুন্দরবনের পূর্বপুরুষ পূজা: একটি সাংস্কৃতিক নৃতত্ত্বের বিশ্লেষণ ||
লেখক - সঞ্জয় ঘোষ
প্রকাশনা - প্যারালাল প্রেস
মুদ্রিত মূল্য - ৩০০ টাকা

সুন্দরবন চর্চায় সম্ভবত সবচেয়ে কম আলোচিত বিষয়টি হল তার নৃতাত্ত্বিক পরিচয়, তার ডেমোগ্রাফি, তার সামাজিক ও জাতিগত বিন্যাস ও তার ইউনিক বুননের মধ্যে এদের সবার সুন্দরবনবাসী হয়ে ওঠা ও সুন্দরবনবাসী হয়ে বেঁচে থাকা ও যাপনের দিকটা।

কারা থাকে সুন্দরবনে? তারা কোথা থেকে এসেছে? কবে এসেছে? কেন? তাদের আচার কি বাকি বঙ্গ থেকে আলাদা? জল-জঙ্গল ও তার মাঝে জীবন, এর মাঝে সবার যাপন কি একই, একরকমের, এক মাত্রার? এখনকার লোকসংস্কৃতিতে প্রাচীনত্বের যে ছাপ, তার থেকে প্রাগৈতিহাসিক কোন কোন উপাসনার পদ্ধতিই বা আমরা খুঁজে পাচ্ছি? গোটা সুন্দরবন জুড়ে যা যা লোক আচার, পূজা, ব্রত পালন হতে দেখা যায় তার লিনিয়েজ কী? সর্বত্র তা কি একই? অঞ্চলভেদে ভিন্ন হলে কতটা এবং এই আলাদা পথে যাওয়ার পটভূমিকা কী?

সুন্দরবনের আদিবাসী সংস্কৃতি ও লোকসংস্কৃতির নানান উপাদানের বস্তুনিষ্ঠ ও বিজ্ঞানসম্মত অনুশীলনের মাধ্যমে লেখক সুন্দববনের পূর্বপুরুষ পূজার বিভিন্ন ধারার মধ্যে দিয়ে ধরতে চেয়েছেন তার নৃতাত্ত্বিক পরিচয়কে। লোকসংস্কৃতি ও নৃতত্ত্বের পারস্পরিক সম্পর্কযুক্ত এই বিষয়টাকে এই দৃষ্টিভঙ্গি দিয়ে পর্যবেক্ষণ ও ব্যাখ্যার প্রচেষ্টা কিন্তু একদমই আলাদা ও সেই অর্থে প্রথম। এরকম একটা বিষয় নিয়ে চর্চাও হয়তো আগে তেমন একটা হয়নি। ফলত একেবারে নতুন ধরনের এই ধারা নিয়ে যাবতীয় আলোচনা তুলনামূলক জটিল ও কঠিন মনে হতে পারে পাঠকের কাছে। কিন্তু তবুও এই বইয়ের বিষয়বস্তু সুন্দরবনের লোকসংস্কৃতি ও নৃতত্ত্বের চর্চায় খুবই গুরুত্বপূর্ণ।

বইমেলায় থাকছে নিম্নলিখিত স্টল গুলিতে:
#) পিপলস বুক সোসাইটি (৫১৮)
#) ধ্যানবিন্দু (৫৯৪)
#) পাতাবাহার (৫৫০)
#) এখন বিসংবাদ (৪৩৯)
#) নাগরিক মঞ্চ (৪৪১)
#) সার্চ (৫৯৭)

লিটল ম্যাগাজিন প্যাভেলিয়ন টেবিল
#) সুচেতনা (১২২)

|| সোভিয়েত শিশু সাহিত্য ||প্যারালাল প্রেস১) জ্যান্ত টুপিনিকোলাই নোসভঅনুবাদ: ননী ভৌমিকইলাস্ট্রেশন: ইভান সেমিওনভ১৬ পৃ, পেপ...
21/01/2024

|| সোভিয়েত শিশু সাহিত্য ||
প্যারালাল প্রেস

১) জ্যান্ত টুপি
নিকোলাই নোসভ
অনুবাদ: ননী ভৌমিক
ইলাস্ট্রেশন: ইভান সেমিওনভ
১৬ পৃ, পেপারব্যাক
মূল্য ৪৫.০০

২) ক্ষুদে গুলবাজ
নিকোলাই নোসভ
অনুবাদ: ননী ভৌমিক
ইলাস্ট্রেশন: ইভান সেমিওনভ
১৬ পৃ, পেপারব্যাক
মূল্য ৪৫.০০

৩) নানা চাকা
ভ্লাদিমির সুতেয়েভ
অনুবাদ: রেখা চট্টোপাধ্যায়
ইলাস্ট্রেশন: ভ্লাদিমির সুতেয়েভ
১৬ পৃ, পেপারব্যাক
মূল্য ৪৫.০০

৪) দাদুর দস্তানা
উক্রাইনীয় উপকথা
অনুবাদ: শঙ্কর রায়
ইলাস্ট্রেশন: ই. রাচেভ
১৬ পৃ, পেপারব্যাক
মূল্য ৪৫.০০

৫) মনকুঠুরির চাবি
নাতালিয়া ভলকোভা
অনুবাদ: সুমিতা সরকার
ইলাস্ট্রেশন: ইলিনা স্নাইডার
২৪ পৃ, পেপারব্যাক
মূল্য ৬৫.০০

৬) ছবিতে ছবিতে গল্প
নিকোলাই রাদলভ
অনুবাদ: ননী ভৌমিক
কথা: দ. হার্মস, ন. গের্নেদ, ন. দিলস্কতরস্কায়া
৪৮ পৃ, পেপারব্যাক
মূল্য ১২৫.০০

৭) নীল পেয়ালা
আর্কাদি গাইদার
অনুবাদ: মীরা দাসগুপ্ত
ইলাস্ট্রেশন: দ. দুবিন্‌স্কি
৩২ পৃ, পেপারব্যাক
মূল্য ৪৫.০০

৮) শিশু কাহিনী
লেভ তলস্তয়
অনুবাদ: ননী ভৌমিক
ইলাস্ট্রেশন: আ. পাখোমভ
৪০ পৃ, পেপারব্যাক
মূল্য ৪৫.০০
______________________________________________________________

বইমেলায় পাবেন নিম্নলিখিত স্টল গুলিতে
#) পিপলস বুক সোসাইটি (৫১৮)
#) এখন বিসংবাদ (৪৩৯)
#) পাতাবাহার (৫৫০)
#) নাগরিক মঞ্চ (৪৪১)
#) মুক্তচিন্তা পাবলিকেশন (৫৬৮)
#) ধ্যানবিন্দু (৫৯৪)
#) সার্চ (৫৯৭)
#) ছাপাখানা (৬৬২)

লিটল ম্যাগাজিন প্যাভেলিয়ন টেবিল
#) অনীক (২৭)
#) আয়নানগর (১৬৩)
#) অহল্যা (৯৭)
#) অপ্রচলিত (৬৪)
#) আই রাইস (১৫১)

#কলকাতা_বইমেলা_২০২৪
#কলকাতা_বইমেলা
#বইমেলা_আপডেট
#বইমেলার_বই
#বইমেলা

 #বইমেলা  #বইমেলা_আপডেটআন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৪-এ আসছেবিজ্ঞান সাধনায় বাঙালি সম্পাদনা: অরূপ রায়৩২০ পৃ, হার্ডব্যাকমূ...
17/01/2024

#বইমেলা
#বইমেলা_আপডেট

আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৪-এ আসছে

বিজ্ঞান সাধনায় বাঙালি
সম্পাদনা: অরূপ রায়
৩২০ পৃ, হার্ডব্যাক
মূল্য ৪০০.০০

প্রাচীন ভারতীয় ভাববাদ ও আধুনিক বিজ্ঞান
তথ্য, যুক্তি, বিশ্লেষণ ও পর্যালোচনা
অশোক মুখোপাধ্যায়
২৩২ পৃ, পেপারব্যাক
মূল্য ২৫০.০০

আমাদের বিজ্ঞান সিরিজের অন্যান্য বই কমেন্টে

Address

Biblapi Kanailal Bhattacharya Road
Jaynagar-Majilpur
743337

Alerts

Be the first to know and let us send you an email when প্যারালাল II Parallel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্যারালাল II Parallel:

Videos

Share

Category


Other Jaynagar-Majilpur media companies

Show All