Sobiul Sk

Sobiul Sk I love nature�you?

10/09/2024

وعليكم السلام ورحمت الله وبركاته

না। পারবে না।

*_দুইজন নির্জনে কথা বললে তৃতীয় জন হয় শয়তান:_*

মানুষের মধ্যে ফিতনা ও অশান্তি সৃষ্টি করতে শয়তান সদা তৎপর। কি করে তাদের দ্বারা হারাম কাজ করানো যায় এ চিন্তা তার অহর্নিশ। তাই আল্লাহ তা‘আলা আমাদেরকে সতর্ক করতে গিয়ে বলেন,

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ وَمَن يَتَّبِعۡ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِ فَإِنَّهُۥ يَأۡمُرُ بِٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِۚ ﴾ [النور: ٢١]

‘হে বিশ্বাসীগণ! তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ কর না। যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তাকে তো সে অশ্লীল ও অন্যায় কাজেরই হুকুম দেয়”। [সূরা আন-নূর, আয়াত: ২১]

শয়তান মানুষের শিরা-উপশিরায় চলাচল করে।[1] কোনো গায়ের মাহরাম মহিলার সাথে একাকী অবস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে অশ্লীল কাজে লিপ্ত করা শয়তানেরই একটি চক্রান্ত। এজন্যই শরী‘আত উক্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا كَانَ ثَالِثَهُمَا الشَّيْطَانُ»

“কোনো পুরুষ একজন মহিলার সাথে নির্জনের মিলিত হলে তাদের তৃতীয় সঙ্গী হয় শয়তান”।[2]

ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«لَا يَدْخُلَنَّ رَجُلٌ، بَعْدَ يَوْمِي هَذَا، عَلَى مُغِيبَةٍ، إِلَّا وَمَعَهُ رَجُلٌ أَوِ اثْنَانِ»

“আমার আজকের এ দিন থেকে কোনো পুরুষ একজন কিংবা দু’জন পুরুষকে সঙ্গে করে ব্যতীত কোনো স্বামী থেকে দূরে থাকা মহিলার সাথে নির্জনে দেখা করতে পারবে না”।[3]

সুতরাং ঘর হোক কিংবা স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়েই হোক, আর বাড়ীর কক্ষেই হোক, কিংবা মোটর গাড়ীতেই হোক, কোথাও কোনো পুরুষ লোক বিবাহ বৈধ এমন কোনো মহিলার সাথে একাকী থাকতে পারবে না। নিজের ভাবী, পরিচারিকা, রুগিনী ইত্যাকার কারও সাথেই নির্জনবাস বৈধ নয়।অনেক মানুষ আছে যারা আত্মবিশ্বাসের বলে হোক কিংবা দ্বিতীয় পক্ষের ওপর নির্ভর করেই হোক উপরোক্ত মহিলাদের সাথে একাকী অবস্থানে খুবই উদার মনোভাব পোষণ করে। তারা এভাবে মেলামেশাকে খারাপ কিছুই মনে করে না। অথচ এরই মধ্য দিয়ে ব্যভিচারের সূত্রপাত হয়, সমাজ দেহ কলুষিত হয় এবং সমাজে অবৈধ সন্তানদের প্রাদুর্ভাব বেড়ে যায়।

>
[1] সহীহ মুসলিম, হাদীস নং ২১৭৫।

[2] তিরমিযী; মিশকাত, হাদীস নং ৩১১৮।

[3] সহীহ মুসলিম, হাদীস নং ২১৭৩।

09/09/2024

কবিতা - মানব পশু
কলমে -কাওসার আলী ( " ল " স্টুডেন্ট )

পত্রিকা পড়ে চমকে উঠি হায়রে আমাদের দেশ।
দুষ্টু ছেলেদের পিটুনিতে বৃদ্ধের জীবন শেষ।

ছোটবেলায় মজা পেতাম দেখে বানর খেলা।
বানরের জায়গা করেছে দখল বৃদ্ধ হত্যা মেলা।

নির্যাতনের বৃদ্ধের জীবন হচ্ছে ফালি ফালি।
এই না দেখে আমজনতা দিচ্ছে হাতে তালি।

ভিডিও করে মোবাইল ফোনে ভীষণ মজা পায়।
বাঁচাতে হবে বৃদ্ধটাকে তার কোন খবর নাই।

বিদায় নিলো কত বৃদ্ধ মানব পশুদের অত্যাচারে।
রাজ্য ও দেশের মানবতা আজ ধ্বংসের দ্বারে।

03/09/2024

▌❝শুধু বক্তব্য সংগ্রহ করা ইলম নয়❞

🎙️ শাইখ সালিহ আলুশ শায়েখ হাফিযাহুল্লহ.....

“অমুক আলেম একথা বলেছেন, ইমাম বলেছেন”

• এটা ইলম নয়। ইলমকে তার উসুলের [মৌলিক বিষয়ের] সাথে বিবেচনা করতে হবে। কওল সংকলন করা আবশ্যক, তা বুঝতে সাহায্য করে।

• সিনিয়র আলেমদের থেকে ইলম না নিয়ে ছোটদের থেকে ইলম নিলে ফিতনা সংঘটিত হয়।

• শাইখ এখানে বয়োজ্যেষ্ঠ আলেমদের থেকে ইলম নেয়ার ব্যাপারে একটি আসার উল্লেখ করেছেন যেটি নিচেরটির মতোই,

• আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন,

لا يزال الناس بخير ما أخذوا العلمعن أكابرهم، وعن أمنائهم، وعلمائهم،فإذا أخذوه من أصاغرهم وشرارهم هلكوا.

“লোকেরা যতক্ষণ পর্যন্ত তাদের বয়োজোষ্ঠ, বিশ্বস্ত এবং তাদের উলামাদের কাছ থেকে ইলম নিবে ততক্ষণ পর্যন্ত তারা কল্যাণের পথে থাকবে। কিন্তু যদি তারা তাদের ছোট [যুবক] ও দুষ্টদের কাছ থেকে ইলম নেয় তবে তারা ধ্বংস হয়ে যাবে।”

📓[المدخل إلى السنن الكبرى للبيهقي (٢٧٥) ]

*• রোগীর সাথে সাক্ষাৎ করার ফযীলত* জাবির বিন আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত,আমি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলত...
29/08/2024

*• রোগীর সাথে সাক্ষাৎ করার ফযীলত*

জাবির বিন আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত,আমি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি রুগ্ন ব্যক্তিকে দেখতে যায়, সে রহমতের মধ্যে ডুব দেয়, এমনকি সে যখন সেখানে বসে পড়ে, তখন তো রহমতের মধ্যেই অবস্থান করে।

_[ বুখারী , আল-আদাবুল মুফরাদ / হা. ৫২৪ ]_

“তুমি চলে গেলে ঢেউগুলো থেমে যাবে না।”ঐ যে পাথরটা দেখছেন, সেখানে আরবিতে লেখা—لَنْ يَقِفَ اَلْمَوْجُ بَعْدَ رَحِيلِكَ“the ...
28/08/2024

“তুমি চলে গেলে ঢেউগুলো থেমে যাবে না।”

ঐ যে পাথরটা দেখছেন, সেখানে আরবিতে লেখা—
لَنْ يَقِفَ اَلْمَوْجُ بَعْدَ رَحِيلِكَ
“the waves will not stop after you are gone”
“তুমি চলে গেলে ঢেউগুলো থেমে যাবে না।”
এর সরল সমীকরণ হলো—আপনার অনুপস্থিতিতে পৃথিবীর কোনও কিছুই থেমে থাকবে না।
সুতরাং এই দুনিয়ার ধোঁকায় হারিয়ে যাবেন না।

❑ মহান আল্লাহর ভাষায় এ পার্থিব জীবনের এক বাস্তব চিত্র:

◈ আল্লাহ তাআলা বলেন,

كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْتِ ۗ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ ۖ فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ۗ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَآ إِلَّا مَتٰعُ الْغُرُورِ

“প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর তোমাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই প্রকৃত সফলতা অর্জন করবে। আর পার্থিব জীবন ধোঁকার সামগ্রী ছাড়া কোনও কিছু নয়।” [সূরা আলে ইমরান: ১৮৫]

◈ তিনি আরও বলেন,

اعْلَمُوٓا أَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى الْأَمْوٰلِ وَالْأَوْلٰدِ ۖ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرٰىهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطٰمًا ۖ وَفِى الْءَاخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِّنَ اللَّهِ وَرِضْوٰنٌ ۚ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَآ إِلَّا مَتٰعُ الْغُرُورِ

“তোমরা জেনে রাখ, পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক, সাজ-সজ্জা, পারস্পরিক গর্ব-অহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয়। এটি বৃষ্টির উপমার মতো যার উৎপাদন চাষীদের চমৎকৃত করে, তারপর তা শুকিয়ে যায়, তুমি তখন তা দেখতে পাও হলদে হয়ে গেছে, অবশেষে তা খড়কুটো হয়ে যায়! আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন ধোঁকার সামগ্রী ছাড়া কোনও কিছু নয়।” [সূরা আল হাদিদ: ২০]

-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

28/08/2024
*একদিন আমরা ঠিকই আফসোস করবো!*  *১.* ঘুমের চেয়ে সালাত উত্তম জেনেও আমরা ফজরে ঘুমিয়ে ছিলাম। *২.* কুরআন তিলাওয়াতে অন্তরে প্র...
27/08/2024

*একদিন আমরা ঠিকই আফসোস করবো!*

*১.* ঘুমের চেয়ে সালাত উত্তম জেনেও আমরা ফজরে ঘুমিয়ে ছিলাম।

*২.* কুরআন তিলাওয়াতে অন্তরে প্রশান্তি আসে, তারপরও আমরা কুরআন ত্যাগ করেছি।

*৩.* আল্লাহর যিকির আমার সারাদিনের কাজেকর্মে বরকত আনে জেনেও, অলসতা করে যিকির ছেড়েছি।

*৪.* ইস্তেগফারে আমার রিযিক বৃদ্ধি করে জেনেও, গাফেল থেকেছি।

*৫.* তাহাজ্জুদ আমার জন্য শান্তি, শৃঙ্খলা, সুস্থিরতাসহ আরো অসংখ্য উপকারিতা নিয়ে আসে জেনেও, এমন মহার্ঘ তাহাজ্জুদও আমি হেলাভরে ছেড়ে দিয়ে ঘুমিয়েছি।

*৬.* তাওবার দরজা সদা-সর্বদা উন্মুক্ত, আমি আজ করছি, কাল করছি করে শুধু পিছিয়েছি।

*৭.* গুনাহে লিপ্ত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ ত্যাগ করলে, আল্লাহ আমার বিপদ দুর করে দিতেন। আমার দুশ্চিন্তা লাঘব করতেন। এটা জেনেও আমি গুনাহে অনঢ় থেকেছি। গুনাহে লিপ্ত থেকেছি।

*৮.* যে কোনো ভালো কাজ করলেই আমি জান্নাতে'র আরেকটু কাছে চলে যেতাম। জা'হান্নাম থেকে দূরে সরে আসতাম। এটা জেনেও আমি উদাসীন থেকেছি।
একদিন ঠিকই আফসোস করবো। ইয়া আল্লাহ সুমতি দান করুন।

নিয়ামতপূর্ন জীবন অথবা দু:খ-দুর্দশার সংকীর্ণ পথে
যেখানেই থাকুন,
"এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে"।

"নিশ্চয়ই আল্লাহ্ তাদের সাথে আছেন যারা তাকওয়া (আল্লাহ্ভীতি) অবলম্বন করে এবং যারা নেককার (সৎকর্মশীল)।"
*______[সুরা-নাহল, আয়াত-১২৮]*

26/08/2024

এক ছাত্র তার শায়খকে বললেন, "শায়খ, আমরা আল্লাহর কত অবাধ্য হই, অথচ তিনি আমাদেরকে শাস্তি দেন না"।
শায়খ জবাব দেন, " আল্লাহ তা'আলা তোমাকে কত যে শাস্তি দেন অথচ তুমি টের পাও না"!

তিনি কি তোমার কাছ থেকে তাঁর কাছে মুনাজাতের স্বাদ তুলে নেন নি....!!
আর একজন ব্যক্তির জন্য তার অন্তর কঠিন হয়ে যাওয়ার চেয়ে বড় বিপদের পরীক্ষা আর নেই।

নিশ্চয়ই তুমি সবচেয়ে বড় যে শাস্তির মুখোমুখি হতে পারো তা হল সৎকাজের তাওফিক কমে যাওয়া।

পবিত্র কুর'আন তিলাওয়াত ছাড়া তোমার কি দিন অতিবাহিত হয়নি?
বরং কখনো কখনো তুমি আল্লাহর বাণী لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعاً متصدعاً من خشية الله}- শোন অথচ তুমি কোনপ্রকার প্রভাবান্বিত হও না, যেন তুমি তা শোনই নি...!!!

তোমার কি অসংখ্য রাত অতিবাহিত হয় নি যে রাতগুলোতে তুমি নৈশ ইবাদাত থেকে মাহরুম ছিলে..?

তোমার সামনে কি কল্যাণের মওসুমগুলো : রমজান, শাওয়ালের ছয় রোযা, জিলহজ্জের প্রথম দশদিন শারুল্লাহ মুহাররাম- অতিবাহিত হয় নি অথচ তুমি এসবের যথাযথ মূল্যায়ন করতে পারো নি?

এরচেয়ে বেশি শাস্তি আর কী হতে পারে?!

তোমার কি ইবাদতকে ভারি মনে হয় না?!

তুমি কি আল্লাহর জিকর থেকে তোমার জিহবাকে গাফিল দেখো না?!

তুমি কি প্রবৃত্তির সামনে দূর্বলতা অনুভব করো না?

তুমি কি তোমার অন্তরকে সম্পদ, সম্মান এবং খ্যাতির ভালোবাসায় পূর্ণ পাও নি?

উত্তম আদর্শের ব্যক্তিত্ব যাদের অনুসরণ তোমার পূণ্য বৃদ্ধি করে, তাদেরকে বাদ দিয়ে নষ্ট মডেল আর সেলিব্রিটিদের সংবাদ ফলো করতে গিয়ে কি তুমি সময় কাটাও নি???

এরচেয়ে বেশি শাস্তি আর কী হতে পারে?!

গীবত, চোগলখোরি আর মিথ্যাকে কি তোমার জিহবায় জিকরের চেয়ে বেশি সহজ মনে হয় নি?!

অনন্ত আখিরাতে কোন কাজে আসবে না এরকম অনর্থক বিষয়ে কি তুমি নিজেকে ব্যস্ত করো নি?!

আখিরাতকে ভুলে দুনিয়াকে কি তুমি তোমার সমস্ত চিন্তার কেন্দ্রে পরিণত করো নি?!

এসব অবনতি আল্লাহর শাস্তির বিভিন্ন রূপ বৈ আর কিছু নয়..।

বৎস, তুমি সতর্ক হও। মনে রাখবে, আল্লাহর সবচেয়ে হালকা শাস্তি হচ্ছে সম্পদ, সন্তান কিংবা স্বাস্থ্যের ব্যাপারে ' বাস্তববাদী বা অনুভূতিশীল' হওয়া।

আর সবচেয়ে বড় শাস্তি হলো, ক্বলবের ব্যাপারে 'অনুভূতিহীন' হওয়া।

আমরা মহান আল্লাহর কাছে সকলের নিরাপত্তা প্রার্থনা করি।

*_৪০ হাদিস, নিজে পড়ুন, অন্যকে পড়ার সুযোগ করে দেন।_*🕋🕌👈
26/08/2024

*_৪০ হাদিস, নিজে পড়ুন, অন্যকে পড়ার সুযোগ করে দেন।_*
🕋🕌👈

📝 ‘তৃষ্ণার্থ মানুষকে পানি পান করানো’ গুনাহ্ থেকে মাফ পাওয়ার অন্যতম একটি উপায় হতে পারে, ইনশাআল্লাহ।وَقَدْ قَالَ بَعْضُ ال...
26/08/2024

📝 ‘তৃষ্ণার্থ মানুষকে পানি পান করানো’ গুনাহ্ থেকে মাফ পাওয়ার অন্যতম একটি উপায় হতে পারে, ইনশাআল্লাহ।

وَقَدْ قَالَ بَعْضُ التَّابِعِينَ: مَنْ كَثُرَتْ ذُنُوبُهُ فَعَلَيْهِ بِسَقْيِ الْمَاءِ. وَقَدْ غَفَرَ اللَّهُ ذُنُوبَ الَّذِي سَقَى الْكَلْبَ، فَكَيْفَ بِمَنْ سَقَى رَجُلًا مُؤْمِنًا مُوَحِّدًا وَأَحْيَاهُ.

“কিছু তাবেঈন বলেছেন: 'যার গুনাহ বেশি হয়ে যায়, তার জন্য উচিত মানুষকে পানি পান করানো। আল্লাহ তা’য়ালা সেই ব্যক্তির গুনাহ মাফ করেছেন যে কুকুরকে পানি পান করিয়েছিল, তাহলে কী অবস্থা হবে সেই ব্যক্তির, যে একজন মুমিন (ঈমানদার) ব্যক্তিকে পানি পান করায় এবং তার জীবন রক্ষা করে?”

📖 তাফসিরে কুরতুবি, ৭/২১৫

সময় নিয়ে চিন্তা করুন :সময়কে যদি ঠিকমত ব্যবহার করা যায়, তবে কেউই সময় নিয়ে অভিযোগ করবে না। তুমি যদি সময়কে ঠিকমত ব্যবহার ক...
25/08/2024

সময় নিয়ে চিন্তা করুন :

সময়কে যদি ঠিকমত ব্যবহার করা যায়, তবে কেউই সময় নিয়ে অভিযোগ করবে না। তুমি যদি সময়কে ঠিকমত ব্যবহার করো, তবে কাজের পরিমান দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে।

দেয়ালের দিকে তাকিয়ে সময় নষ্ট করো না। সেখানে একা একা দরজা জন্মাবে না। ওপাশে যেতে চাইলে দরজা বানাতে শুরু করো।

সময়ের অভাব কোনও সমস্যা নয়। আসল সমস্যা হল সদিচ্ছার অভাব। প্রতিটি মানুষের দিনই ২৪ ঘন্টার।

যদি তোমার সময়ের সত্যিকার সদ্ব্যবহার করতে চাও, তবে কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে জরুরী তা খুঁজে বের করো। তারপর পুরোটা সময় সেটার পেছনে ব্যয় করো।

আমার সময় নেই, হল ‘আমি করতে চাইনা’ কথাটা একটু ঘুরিয়ে বলা।

প্রিয় ভাই আপনি কি প্রস্তুত তার দায়িত্ব নিতে?একটি জেনারেল পড়ুয়া মেয়ে যদি বিবাহের জন্য দ্বীনদার কাউকে সিলেক্ট করে থাকে, ত...
25/08/2024

প্রিয় ভাই আপনি কি প্রস্তুত তার দায়িত্ব নিতে?

একটি জেনারেল পড়ুয়া মেয়ে যদি বিবাহের জন্য দ্বীনদার কাউকে সিলেক্ট করে থাকে, তাহলে বুঝতে হবে মেয়েটি দ্বীনকে প্রতিষ্ঠার জন্য একটি বিশ্বস্ত হাত খুজছে-

কিন্তু মেয়েটি আজ ক্লান্ত- দ্বীনে ফেরার পর থেকে নফস, পরিবার আর সমাজের সাথে যুদ্ধ করে যাচ্ছে অনবরত। ব্যথিত তাঁর অন্তরের আজ একটাই চাওয়া এমন একজন জীবনসঙ্গী আসুক জীবনে- যে, এই জাহিলিয়াতের বিরুদ্ধে তার সহায়ক হবে। চার পাশে বিরুপ পরিবেশ থেকে তাকে আগলে রাখবে পুরুষত্বের বাহুবলে।

প্রিয় ভাই আপনি কি প্রস্তুত এমন একজনের দায়িত্ব নিতে? তাহলে কেনো নিজেকে প্রস্তুত করছেন না?

সে তো আপনার জন্য তীর অপেক্ষায়.....

গ্রাম বাংলা অপূর্ব সুন্দর 🥰  #বাংলা  #প্রকৃতি  #ভাইরাল
30/06/2024

গ্রাম বাংলা অপূর্ব সুন্দর 🥰

#বাংলা #প্রকৃতি #ভাইরাল

23/05/2024

সফলতার ডাক। প্রেজেন্টেশন সবিউল সেখ ❤️

Address

Jangipur

Alerts

Be the first to know and let us send you an email when Sobiul Sk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category