BABAI DAS

BABAI DAS Life is always unpredictable Youtube / Babai Das
(25)

06/05/2024

আহারে জীবন ❤️

13/01/2024

গান - তোমাকে ছুঁয়ে দিলাম 🕊️

09/12/2023

Nothing is free in this world and what is free is nothing.

07/12/2023

এই ঠান্ডার মরশুম আমার ভালো লাগে
আর আপনাদের ?

07/12/2023

রাগ অভিমান সবার উপর করতে হয় না

ছবি - মিলি

06/12/2023

আপনি কি ভালো মানুষ ?

05/12/2023
05/12/2023

Short Music Cover |

সময় চলমান, সাথে আমাদের জীবনও।  কোন কিছুই কোথাও আটকে থাকে না।
04/12/2023

সময় চলমান, সাথে আমাদের জীবনও। কোন কিছুই কোথাও আটকে থাকে না।

03/12/2023

এই সেই স্কুল যেখানে আমি পড়তাম
অনেক স্মৃতি জড়ানো এই স্কুল ❤️❤️❤️

03/12/2023
02/12/2023
30/11/2023
29/11/2023

" উত্তরবঙ্গের অপরূপ দৃশ্য ❤️ " শিলিগুড়ি থেকে ট্রেনে করে সেবক, সঙ্গে আমরা বন্ধুরা ।

27/11/2023

GYM করতে গিয়ে এ কি দেখলাম

24/11/2023

আই এম তো অবাক পিকনিক 😁

24/11/2023

Musical Vlog 🌼

21/11/2023

●হেডফোন ব্যবহার করবেন●
এই মিউজিক টা আমি ছোট্ট বেলায় শুনতাম যাত্রা পালা শুরুর আগে এখন ঠিক মনে করতে পারি না যাত্রা পালার নাম টা তবে এই মিউজিক টা আমার কানে মনে গেঁথে ছিল আজ যখন একটু আধটু মিউজিক শিখছি তাই এটা ট্রাই করলাম আমার ভীষণ পছন্দের আপনাদের কেমন লাগলো জানাবেন । নামটা আমি দিয়েছি চিল মার 😁

21/11/2023

Happy birthday to a person who is smart, good-looking, and funny and reminds me a lot of myself.

I thank myself for being strong during my tough times. I have grown spiritually, mentally and physically. I am proud of my journey. Happy birthday to me!

20/11/2023

ওরে নীল দরিয়া ❤️

20/11/2023

গাজার নৌকা ❤️

20/11/2023

গান - এমন যদি হতো আমি পাখির মতো

20/11/2023

একা ছিলাম ছিলাম ভালো

20/11/2023

19/11/2023

বয়ফ্রেন্ডরা কেন গার্লফ্রন্ডের ফটোতে কমেন্ট করে না?

30/12/2021
04/08/2021

'আবার একবার ব্যর্থ হলা। এই এত প্রচেষ্টা করে করে চিরকাল ব্যর্থ হতে হতে এবার মনে হচ্ছে সমস্ত প্রচেষ্টা এবার ছেড়ে দেবো!'
কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ করে নিলুর ফোন এলো। নিলু বললো,"কী রে, কী হলো তোর গবেষণা?" একটু কাঁদো কাঁদো স্বরে বললাম,
"এই বারও সফল হতে পারলাম না রে। এইবার হয়তো সব কিছু ছেড়ে দেবো।" নিলু বলে উঠলো,"দেখ পাগলের মতো কথা বলিস না। চল এবার দুজন মিলে আরেকবার চেষ্টা করবো; হারলে একসাথে হারবো, জিতলে একসাথে আকাশ ছোঁব।" "আচ্ছা তোর কথা আমি রাখলাম। কালকে আমাদের বাড়ি চলে আয়। কদিন এখানেই থাকবি। জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসিস", বলে ফোনটা কাটলাম।

পরের দিন সকালে দরজা খুলতেই দেখলাম নিলু এসে হাজির। নিলু বললো,"ইন্দ্র, চল তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে।"

দোতলার বড় ঘরটা, আমার ঘর। ওই ঘরটাই আমার গবেষণার জায়গা; আর, ওই ঘরটায় সচরাচর কেউ আসে না। কারণটা অবশ্য, আমি নিজেই বারণ করে রেখেছি। আগেরবার আমার ভাই মানে ডিম্পু এসে অনেক জিনিসপত্র নষ্ট করে দিয়েছিল, নিজের ভাই তাই আর কিছু বলিনি, শুধু ঘরের ক্ষত টাকে একটু সারিয়ে নিয়েছিলাম পুনরায়।

ইন্দ্র বললো,"আজ থেকেই কাজ শুরু করবো আর এক মাসের মধ্যে হয়তো কাজ শেষ হয়ে যাবে। দেখবি একদিন এই পুরো দেশ আমাদের এই নতুন আবিষ্কারের দিকে তাকিয়ে থাকবে। আর তার সাথে গোটা বিশ্ব!"



দেখতে দেখতে ঠিক একটা মাস কেটে গেল, অনেক কিছু বদলে গেছে এই কদিনে। দিন-রাত জেগে নিজের সমস্ত সখ আহ্লাদ বিসর্জন দিয়ে, আমাদের এই গবেষণার সফল পরীক্ষণ আজ। আজ এই গবেষণা অনেক কিছু বদলে দিতে পারে আমাদের জীবনে।

সকাল ১১ টা। টিভি চ্যানেলে চোখ পুরো দেশ তথা পুরো বিশ্বের। আজ এই দেশটা সূর্যের কাছে নিজের তৈরি স্যাটেলাইট পাঠাবে, আর যার মূল কান্ডারী আমি, অর্থাৎ, ইন্দ্রজিৎ রায়; আর আমার সবথেকে কাছের বন্ধু নীলাদ্রি শেখর বন্দ্যোপাধ্যায়।

কিছু সমস্যার জন্য একটু দেরি হয় স্যাটেলাইট নিক্ষেপণে। অর্থাৎ, ১১ টার জায়গায় সময়টা হয়ে যায় ১১.১০। যাই হোক, কিছুক্ষণের জন্য সমস্ত পৃথিবীটা যেনো এক মুহূর্তের জন্য শান্ত হয়ে যায়, সবাই ওই আকাশের দিকে চেয়ে। হঠাৎ করেই একটা যেন আশার আলো দেখা গেলো। দেখা গেলো, স্যাটেলাইটটা ঠিক জায়গায় প্রেরণ করা গেছে। চোখে জলটা আর ধরে রাখা গেলো না! সবার চোখে আনন্দের জল আর হাজারো ব্যর্থতার শেষে এক টুকরো সফলতার গল্প। সময়টা চলে যাবে আর ভুলিয়ে দিয়ে যাবে এই ব্যর্থতার গল্প, শুধু সফলতার গল্পটাই লেখা থাকবে ইতিহাসের পাতায়।

লেখায় : সৌমিক কর্মকার

#শেষকথা

শুনেছি মন থেকে কিছু চাইলে নাকি পাওয়া যায়?তবে, আমি কি তোমায় চাই নি?হ্যাঁ অবশ্যই। তবে আমি কেন তোমায় পাইনি?💔আচ্ছা বিয়ের পর ...
08/03/2021

শুনেছি মন থেকে কিছু চাইলে নাকি পাওয়া যায়?
তবে, আমি কি তোমায় চাই নি?
হ্যাঁ অবশ্যই। তবে আমি কেন তোমায় পাইনি?💔

আচ্ছা বিয়ের পর নাকি সব ঠিক হয়ে যায়?
তাহলে, ২ বছরের বেবিটাকে কোলে নিয়ে, দূর থেকে প্রিয়জনটা কে দেখে কেন মানুষ কাঁদে?
তবে কি ধরে নিবো মনের অগোচরে সব রয়ে যায়।🌸

শুনেছি সময়ের সাথে নাকি মানুষকে ভুলা যায়?
তাহলে পাড়ার রক্তিম ভাই তার ৪ বছরের বাচ্চাকে গল্প শুনাবার সময়, রুপকথায় বারবার তার প্রিয় মানুষ টার নাম-ই বা কেন রাখে?
তবে কি ধরে নিবো মানুষ ভুলা সহজ নয়।।।☹

আচ্ছা ব্যস্ত থাকার পর নাকি কাউকে মনে পড়া সম্ভব নয়?
তাহলে হাজার ব্যস্ততায় হঠাৎ প্রিয় মানুষটার নাম শুনলে গা থমকে উঠে কেন?
কেন সেই মানুষটার দিকে তাকায় যে তার নাম নিয়েছিলো?
তাহলে কি ব্যস্ততা ছিলো না! নাকি ব্যস্ততায় কাবু করতে পারিনি, শত ব্যস্ততায় ও মনে পড়বেই।।😔

শুনেছি মানিয়ে নিলেই নাকি সব মিটে যায়?
তবে ৩০ বছরের সংসার কেন ভেঙ্গে যায়?
তবু কেন মানিয়ে নিতে নিতে লোক আত্নহত্যায় সামিল হয়?
তবে কি ধরবো মানা মানি তেও লোক চরম ভাবে হেরে যেতে বাধ্য!😥

কি জানি,,,
উত্তর জানা নেই!!! 🌸💔🌸

"ক্যালেন্ডারের পাতার কোন একটা খুব সাধারণ দিনে মানুষটা আমারে ছেড়ে চলে গেলো ... একবারও পেছনে তাকাইলো না, আশাও করি নাই অবশ্...
04/03/2021

"ক্যালেন্ডারের পাতার কোন একটা খুব সাধারণ দিনে মানুষটা আমারে ছেড়ে চলে গেলো ... একবারও পেছনে তাকাইলো না, আশাও করি নাই অবশ্য ... প্রথম কিছুদিন মনে হইলো, তারে ছাড়া এই জীবনে বাঁচা যাবে না ... আস্তে আস্তে দিন গড়াইলে মনে হইলো, বাঁচা যাবে হয়তো, কিন্তু ঐ জীবনটা বেশ কষ্টের !!

প্রিয় মানুষটা চলে গেলে মনে হয়, পৃথিবীতে আর কাউরে এমনভাবে ভালোবাসতে পারবো না ... আসলেও তো ... একটা মানুষকে যেমনে ভালোবাসি, অন্য কাউকে ঐভাবে ভালোবাসা যায় নাকি? ... চোখ বন্ধ করলে যার চেহারা ভাসে, যার স্পর্শে আর ঘ্রাণে কেমন নেশা নেশা লাগে,যার কন্ঠ শুনলে ভীষণ শান্তি লাগে, তার জায়গায় অন্য কাউরে বসানো যায়? যায় না তো !!

ভাবলাম, থাকুক! সে বরং তার জায়গায় থাকুক, আমি একাই বাঁচি, আমার কাউরে লাগবে না ... বছরের পর বছর গড়াইলো ... সময়ের সাথে সাথে ক্ষত শুকায়, শোক উড়ে যায়, স্মৃতিগুলা বিস্মৃতি হইতে থাকে ... পৃথিবীর নিয়ম তো এমনই ... আমারও তেমন হইলো ... ব্যস্ত হইলাম, জীবনের চাওয়া-পাওয়া বদলাইলো, আমি আর আগের আমি নাই !!

যে ভালোবাসা চাইসিলাম, ঐটা পাইলামও একদিন ... অন্য মানুষের হাত ধরে ... নিজের হাসিমুখের প্রতিবিম্ব দেখতে পাইলাম, অন্য কারো চোখে ... এই মানুষটাকেই তো চাইসিলাম ... তাইলে খোদা ভুলভাল মানুষ পাঠায়ে আমারে কষ্ট দিলো কেন? ... প্রশ্নের উত্তর পাই না !!

সে যাই হোক ... ভালোবাসা তো পাইছি ... জীবনের অনেক স্বপ্ন পূরণ হইলো ... যেই আমি ভাবসিলাম বাঁচবোই না, সেই আমি দিব্যি বেঁচে আছি ... ভালোই আছি ... আর কি লাগে ... যা হয়, তা তো ভালোর জন্যই হয় - মানুষ তো ঠিকই বলে !!

ছাইড়া যাওয়া মানুষকে আর মনে পড়ে না ... দরকারও নাই ... যে যাওয়ার, সে গেছে ... ভুল মানুষ ... যাক না ... যে যার মত ভালো থাকুক ... আমি তো দিব্যি ভাল আছি !!

সাদামাটা স্ট্রেইটফরোয়ার্ড গল্প এইখানেই শেষ ... কিন্তু মাঝে মাঝে একটা 'কিন্তু' এসে হাজির হয় ... কোন এক খুব সাধারণ বিকালে একটা নির্দিষ্ট গলি দিয়ে যাওয়ার সময় কয়েকটা 'ভুলে যাওয়া উচিত' এমন স্মৃতি ফ্ল্যাশব্যাকের মত চোখে ভাসে ... একদম হুট করে, কোন কারণ ছাড়া !!

কিংবা কোন পরিচিত রেস্টুরেন্টে, হুডতোলা রিকশায়, আনমনে চায়ের কাপে চুমুক দেয়ার সময়, ঘুম না আসা দুই একটা রাত্রে, পুরানো ফোল্ডারে, ভার্চুয়াল জগতের মেমোরিতে, ক্যালেন্ডারে গোল করে দাগানো কোন তারিখে, ভীড়ের ভেতর কোন একটা মানুষের অবয়ব দেখে, প্লে লিস্টে দুম করে বেজে ওঠা কোন গানের লাইনে কিংবা জরুরি কোন কাগজ খুঁজতে গিয়ে দোমড়ানো মোচড়ানো পুরাতন চিরকুটে জীবনটা থমকে যায় ক্ষণিকের জন্য !!

কেমন যেন নিঃসীম শূন্য শূন্য একটা অনুভূতি হয় ... অনুভূতিটা ঠিক কষ্টেরও না, বেদনারও না ... কেমন একটা চিনচিনে অনুভূতি ... সেই অনুভূতিতে সূক্ষ্ম একটা আফসোস আছে ... সেই অনুভূতিটা মানব-কেন্দ্রিক না ... সেই অনুভূতিটা স্মৃতি কেন্দ্রিক !!

এইসব অনুভূতির ধাক্কাতে অবশ্য জীবন থেমে থাকে না ... মাঝে মাঝে সামান্য এলোমেলো হয়ে যাই, তারপর নিজেকে গুছায়ে নিই ঠিকই !!

অতীতের একটা মানুষের অস্তিত্ব নাহয় অস্বীকার করলাম ... মানুষটাকে নিয়ে কোন অনুভূতিই আর অবশিষ্ট নাই - তাও মানলাম ... কিন্তু একটা সময়ে ঐ মানুষটার অস্তিত্ব যে সুন্দর অনুভূতির স্রষ্টা ছিল, যে চমৎকার মূহুর্তগুলোর কারিগর ছিল - সেই অনুভূতি, সেই স্মৃতি, সেইসব গান, সেইসব বিকেল, সেইসব রাস্তা, বাদামের খোসা, চায়ের কাপ, সেইসব মূহুর্তগুলি যে ভীষণ ভীষণ সত্যি ... সে সত্যি থেকে পালাই কি করে? সে সত্যি থেকে লুকাই কি করে?"

Address

Maynaguri
Jalpaiguri
735224

Telephone

+919614586717

Website

Alerts

Be the first to know and let us send you an email when BABAI DAS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BABAI DAS:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Jalpaiguri

Show All