Banglar Prohori

Banglar Prohori খবর ছাড়াও আরো অনেক কিছু ...

স্বপ্নের ছবি
19/12/2025

স্বপ্নের ছবি

💕
15/12/2025

💕

11/12/2025

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হলো সপ্তম হিমালয়ান কমলা উৎসবের বিহারের রাজধানী পাটনা সিটি সেন্টারে। এই কুমড়া উৎসব চলবে ১১ ১২ ১৩ ডিসেম্বর পর্যন্ত। এখানে রয়েছে হিমালয় অঞ্চলের উৎপাদিত কমলা ছাড়াও নানান ধরনের হস্তশিল্প খাদ্য সামগ্রী সহ আরো অনেক কিছু সে সঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান পাটনা থেকে অরুণ কুমারের বিশেষ রিপোর্ট।

সুপ্রভাত (১০ ডিসেম্বর'২৫)
10/12/2025

সুপ্রভাত (১০ ডিসেম্বর'২৫)

ছোটা ভীমের সাথে কুস্তির আসরে।
09/12/2025

ছোটা ভীমের সাথে কুস্তির আসরে।

07/12/2025

দার্জিলিং পার্বত্য এলাকার উন্নয়নে গঠনমূলক প্রস্তাব বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার

দার্জিলিং পার্বত্য এলাকার প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদকে কাজে লাগিয়ে আরও কিভাবে অগ্রগতি ঘটানো যায়, আর্থ সামাজিক বিকাশ ঘটানো যায় সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে এগিয়ে এলো দার্জিলিং এর একটি বেসরকারি কারী সংস্থা। শিলিগুড়িতে আয়োজিত তাদের দ্বিতীয় বার্ষিক সম্মেলনে এই প্রস্তাব গ্রহণ করে তারা জানিয়েছে আগামী দিনে তারা পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়নে তাদের ভূমিকা পালন করবে ।জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান সুভাষ মনি সিং। শিলিগুড়ির গুরং বস্তির একটি সভা ঘরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা সমাজসেবী সুধা পাসি, সুরজ সিং রাই, মহিলা সমাজসেবী নীলিমা তামাং, দার্জিলিং ও জলপাইগুড়ি থেকে সাংবাদিক বিক্রমাদি রাই ও অরুন কুমার, উৎপল কুমার রায় সহ আরো অনেকে। খুব শীঘ্রই তারা তাদের উন্নয়নমূলক প্রস্তাবের খসড়া বিবরণ প্রকাশ করবেন বলে জানিয়েছেন সংস্থার সভাপতি চেয়ারম্যান সুভাষ মনি সিং। শিলিগুড়ি থেকে অরুণ কুমারের রিপোর্ট।

সুপ্রভাত। 💕
22/11/2025

সুপ্রভাত। 💕

13/10/2025

দার্জিলিংয়ের ধস বিধ্বস্ত মানুষ চাইছেন দ্রুত পুনর্বাসন। দার্জিলিং এর মিরিক থেকে অরুণ কুমার

13/10/2025

প্রাকৃতিক বিপর্যয়ের পর স্বাভাবিক ছন্দে ফিরছে ডুয়ার্সের পর্যটন

27/09/2025

বিশ্ব পর্যটন দিবস বনছায়া গ্রামে।

বয়স মাত্র আঠারো মাস ইতিমধ্যে এই গ্রামের কয়েকশো মানুষ মিলে গড়ে তুলেছে বনচ্ছায়া গ্রাম। যেখানকার অধিকাংশ মানুষ শিক্ষিত পরিশ্রমী এবং শিল্প অনুরাগী। কৃষি ও শিল্প চর্চা নিয়মিত হয় এই গ্রামে।কোনরকম সরকারি সহায়তা ছাড়াই এ বছর প্রথম নিজস্ব উদ্যোগে ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় পালিত হল বিশ্ব পর্যটন দিবস। ভারত ভুটান সীমান্ত লাগোয়া আলিপুরদুয়ার জেলার রাইমাটাং নদীর তীরে অবস্থিত এই বনছায়া গ্রাম, এই গ্রামকে পর্যটন গ্রাম রূপে তুলে ধরার চেষ্টা হয়েছে, এই উদ্দেশ্যে এই প্রথম বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় দিনটি পালিত হল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। এই উপলক্ষে ছিল পরিবেশ সংরক্ষণ সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে বিভিন্ন ফল ও ফুলের চারা রোপন , টি-শার্ট বিতরণ ও সেই সঙ্গে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। বনছায়ার আর্ট ভিলেজ ও রোটারি ক্লাব শিলিগুড়ি মিড টাউন সহযোগিতায় প্রথম আয়োজিত হয়েছে ১৮ মাসে তৈরি হওয়া এই বনেছায়া গ্রামে বিশ্ব পর্যটন দিবস। বনছায়া গ্রাম থেকে অরুণ কুমারের বিশেষ রিপোর্ট।

25/09/2025

পুজোর আগে নকশালবাড়ি সংলগ্ন চা বাগানের মহিলা শ্রমিকদের বস্ত্র বিতরণ।

পুজোর আগে নকশালবাড়ি এলাকার চা বাগানের মহিলা শ্রমিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো সমাজসেবীদের দ্বারা। এবারের পূজার মরসুমে
চাবাগান শ্রমিকদের মধ্যে বস্ত্র বিতরণ আয়োজন করেছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তার সাথে যুক্ত সমাস সেবীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন চা বাগানে বসবাসকারী মহিলা শ্রমিকদের জন্য। প্রায় চার হাজার মহিলাদের মাঝে বস্ত্র বিতরণ করা হলো। উল্লেখ করা যেতে পারে যে ভারত-নেপাল সীমান্ত সংলগ্ন নকশালবাড়ি চা বাগানে এলাকার অধিকাংশ এলাকায় পানীয় জল ও চিকিৎসা পরিষেবা অভাব রয়েছে বলে সমাজসেবীরা জানিয়েছেন এবং এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যা সমাধানের অনুরোধ রেখেছেন। নকশালবাড়ি থেকে অরুণ কুমারের বিশেষ রিপোর্ট।

22/09/2025

মহালয়া পরে গঙ্গা আরতি উৎসব শিলিগুড়ি মহানন্দা পাড়ে।

শিলিগুড়ির ফুসফুস বলে খ্যাত মহানন্দা নদী আজ ক্রমশ পরিছন্নতার দিকে এগিয়ে চলেছে সচেতনতার মাধ্যমে। এবারের মহালয়া পরবর্তী সময়ে শিলিগুড়ি সংলগ্ন এই মহানন্দা নদীর বিভিন্ন জায়গায় এই গঙ্গা আরতি মাধ্যমে স্বচ্ছতার বার্তা এবং সচেতনতা তৈরি লক্ষে আয়োজিত হয়েছে গঙ্গা মহানন্দা আরতি উৎসব। শিলিগুড়ি থেকে অরুণ কুমার এর রিপোর্ট।

Address

Siliguri Jalpaiguri Road
Jalpaiguri
735101

Alerts

Be the first to know and let us send you an email when Banglar Prohori posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share