চোপড়া ২৪/Chopra 24

চোপড়া ২৪/Chopra 24 Get update all the time of our locality,, Like Chopra block and North dinajpur... Even All types of

Anuj Nandi of Ashram Para, Islampur, Uttar Dinajpur has designed the camera in Chandrayan mission 3 of ISRO.Pic Courtesy...
14/07/2023

Anuj Nandi of Ashram Para, Islampur, Uttar Dinajpur has designed the camera in Chandrayan mission 3 of ISRO.

Pic Courtesy by - Sudipta Bhowmik
Source: News18Bangla

12/07/2023

গণনা কেন্দ্রে ঢুকতে চাওয়াই চোপড়ার বিধায়ক হামিদুল রহমান এর উপর কেন্দ্রবাহিনীর লাঠিচার্জ ।।

গণতন্ত্র নাকি একনায়কতন্ত্র...??পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তপ্ত বাংলা । ভাঙড়, ক্যানিং এর পর এবার চোপড়া! মনোনয়ন জমা দেওয়ার...
15/06/2023

গণতন্ত্র নাকি একনায়কতন্ত্র...??

পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তপ্ত বাংলা । ভাঙড়, ক্যানিং এর পর এবার চোপড়া! মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ফের রক্তাক্ত বাংলা । চোপড়াই খুন কংগ্রেস-বাম এর 2 জন ,জখম একাধিক ।

Congratulations....
21/07/2022

Congratulations....

রাজ্যে অষ্টম স্থান অধিকারী ইসলামপুর গার্লস হাই স্কুলের অরুণিমা সিকদার এবং শিলিগুড়ি সারদা শিশুতীর্থ হাই স্কুলের ছাত্রী জু...
03/06/2022

রাজ্যে অষ্টম স্থান অধিকারী ইসলামপুর গার্লস হাই স্কুলের অরুণিমা সিকদার এবং শিলিগুড়ি সারদা শিশুতীর্থ হাই স্কুলের ছাত্রী জুনাইনা পারভীন ।।

ইসলামপুর এর পরে এবার চোপড়া তেও I❤️chopra Photo courtesy: Islampur page
05/04/2022

ইসলামপুর এর পরে এবার চোপড়া তেও

I❤️chopra

Photo courtesy: Islampur page

1st march,2022:ইউক্রেনে এক  #ভারতীয়_ছাত্রের_মৃত্যু হয়েছে বলে জানালো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয...
01/03/2022

1st march,2022:

ইউক্রেনে এক #ভারতীয়_ছাত্রের_মৃত্যু হয়েছে বলে জানালো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছেন। কর্ণাটকের ওই ছাত্রের নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগাউদর। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খারকেভে বোমার আঘাতে ওই ছাত্রের মৃত্যু হয়েছে।


  **এবছরের মিস ইউনিভার্সের মুকুট উঠলো ভারতীয় তরুণী হারনাজ সিন্ধুর মাথায়। ২১ বছর পর আবারো এই খেতাব জিতলেন কোনো ভারতীয় নার...
13/12/2021


**এবছরের মিস ইউনিভার্সের মুকুট উঠলো ভারতীয় তরুণী হারনাজ সিন্ধুর মাথায়। ২১ বছর পর আবারো এই খেতাব জিতলেন কোনো ভারতীয় নারী। সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসাবে মিস ইউনিভার্সের মুকুট জিতল হারনাজ।

২১ বছর বয়সী হারনাজ ভারতের পাঞ্জাবের অধিবাসী। তিনি ১৭ বছর বয়স থেকে বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিনি সর্বপ্রথম ২০১৯ সালে মিস ফেমিনা ইন্ডিয়া পাঞ্জাব খেতাব জয় করেন।

এরপর ২০২১ সালে মিস ডিভায় বিজয়ের মাধ্যমে ভারতের হয়ে মিস ইউনিভার্সে অংশগ্রহণের জন্য নির্বাচিত হন। এবারের ৭০ তম মিস ইউনিভার্সের আসর বসেছিল ইসরাইয়েলের এলিয়াটে।

এর আগে ভারতের হয়ে ১৯৯৪ সালে সুস্মিতা সেন ও ২০০০ সালে লারা দত্ত মিস ইউনিভার্স খেতাব জিতেন।

07/12/2021

আজ রায়গঞ্জ প্রশাসনিক বৈঠকে ইসলামপুর জেলা চাই দাবি তুলতেই ,ইসলামপুরের MLA করিম চৌধুরীকে "বড্ড বকে","যত পাই ততো চাই" , "cheap কথা বার্তা" এসব শুনিয়ে বসিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ।।

A Pride moment for IslampurMd Manzar Hussain Anjum (Prince) from Islampur cleared UPSC (IAS) All india Rank 125  very ve...
24/09/2021

A Pride moment for Islampur
Md Manzar Hussain Anjum (Prince) from Islampur cleared UPSC (IAS) All india Rank 125 very very congratulations to Him 🎉🎉🎉

 #সোনা_জিতল_ভারত!       দীর্ঘ অপেক্ষার অবসান। ১৩৩ কোটি ভারতবাসীর মুখে হাসি ফোটালেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। গোট...
07/08/2021

#সোনা_জিতল_ভারত!
দীর্ঘ অপেক্ষার অবসান। ১৩৩ কোটি ভারতবাসীর মুখে হাসি ফোটালেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। গোটা দেশ আজ থেকে তাঁকে গোল্ডেন বয় বা সোনার ছেলে নামেই ডাকবে। শনিবার টোকিও অলিম্পিক্স ( Tokyo Olympics 2020) থেকে দেশকে সোনা এনে দিলেন নীরজ।
⚪টোকিও অলিম্পিক্সে ভারতের প্রথম সোনা। জ্যাভলিনে প্রথম সোনা নীরজ চোপড়ার (Neeraj Chopra)। অলিম্পিকের ইতিহাসে অ্যাথলেটিক্সে ভারতের প্রথম সোনা। স্বাধীনতার পর অ্যাথলেটিক্সে প্রথম পদক। প্রথম দিক থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন নীরজ। ৮৭.৫৮ মিটার দূরত্ব ছুড়ে সোনা জয় নীরজের।

 #গলা_কেটে_খুন_চোপড়া_থানার_অন্তর্গত_মণ্ডলবস্তির_এক_যুবকের ।** দেহ পড়েছিল শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ী মার্ডার মোড় ক্যানাল র...
08/07/2021

#গলা_কেটে_খুন_চোপড়া_থানার_অন্তর্গত_মণ্ডলবস্তির_এক_যুবকের ।

** দেহ পড়েছিল শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ী মার্ডার মোড় ক্যানাল রাস্তার ওপরে। মৃত যুবকের বাড়ি চোপড়া দাসপাড়া। ঘিরনিগাঁও অঞ্চলের মন্ডলবস্তিতে।মৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন। শিলিগুড়ির ফুলবাড়িতে পাথরের ব্যবসা করত। থাকত জটিয়াকালীতে। সেখানে ওই যুবকের দাদার শশুরবাড়ি।
মনে করা হচ্ছে ব্যবসা সংক্রান্ত কোনও বিষয়ে খুন হতে পারে।

* *স্থানীয়রা রক্তাক্ত দেহ দেখে চমকে যান। খবর দেন পুলিশকে। ততক্ষনে প্রাণ ছিল। ওই যুবক জানায় তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার দাসপাড়ায়। এরপর আর কোন কথা বলতে পারেনি। তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
কিন্তু কে খুন করল ?কেন খুন করল? কিছুই জানা যায়নি। দুষ্কৃতীরা রাতের অন্ধকারে পালিয়ে গেছে। মৃত যুবকের বয়স 30 থেকে 32 বছর হবে বলে মনে করা হচ্ছে। মৃত যুবকের পরনে জিন্স প্যান্ট ও টি শার্ট। এখানে কেন এসেছিল জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে মদের বোতল পেয়েছে। সেই সঙ্গে একটি বাইকের চাবি ও জুতো পেয়েছে। স্থানীয় মহল থেকে মনে করা হচ্ছে মদের আসর বসিয়ে খুন করা হয়। তদন্ত শুরু হয়েছে।
Source :- #হেডলাইন_নিউজ_শিলিগুড়ি।

রোজা ভেঙ্গে অন্তঃসত্বাকে রক্ত দান করলেন এক যুবক ।
11/05/2021

রোজা ভেঙ্গে অন্তঃসত্বাকে রক্ত দান করলেন এক যুবক ।

চোপড়া তৃণমুল কংগ্রেস প্রার্থী  হামিদুল রহমান জয়ী ৬৪৩৪০ ভোটে ।।
02/05/2021

চোপড়া তৃণমুল কংগ্রেস প্রার্থী হামিদুল রহমান জয়ী ৬৪৩৪০ ভোটে ।।

02/05/2021

রাজ্যে ফের ক্ষমতায় তৃণমূল💚
সামনে এলেন মমতা ব্যানার্জি
৬'টার পর করবেন সাংবাদিক বৈঠক

তৃনমূল এর 2021 এর প্রার্থী
05/03/2021

তৃনমূল এর 2021 এর প্রার্থী

  :- অজানা একটি প্রাণীর দেখা মিললো চোপড়া থানার  আড়ালিতে, তা নিয়ে গ্রামবাসীর মধ্যে হইচই |আড়ালি গ্রামের পাশে 31নাম্বার জাত...
28/01/2021

:- অজানা একটি প্রাণীর দেখা মিললো চোপড়া থানার আড়ালিতে, তা নিয়ে গ্রামবাসীর মধ্যে হইচই |আড়ালি গ্রামের পাশে 31নাম্বার জাতীয় সড়কের পাশের চায়ের বাগানে দেখা যায় প্রথম এই অজানা প্রাণীটিকে সেখান থেকেই উদ্ধার করে কয়েকজন গ্রামের লোক | তারপর পুলিশে ও বনদফতর এ খবর দেওয়া হয় তারা ঘটনাস্থলে আসলে গ্রামবাসী অজানা প্রাণীটিকে তাদের হাতে তুলে দেয় | অনেকে প্রাণীটিকে নীল গায় বলে মন্তব্য করছেন ।

Photo & News Collected from Fb🙂

25/12/2020

দয়া করে সামর্থ‍্য অনুযায়ী সাহায্য করুন !!🙏
Patient Name-Sahajahan Alam.
State Bank of India.
Ac No-31478703656
IFSC Code- SBIN0009038
Brach Kaliganj,Chopra,U/D.
Contact No-
শাহাজাহান আলম -9733870479.
ছোট ভাই শাহিন আলম-8670093905.

  30/10/20 :-              গুঞ্জরিয়া পঞ্চায়েতের সিয়ালটোরে আজ হজরত মোহম্মদের জন্মদিন উপলক্ষে জুলুস বের হয়। সেই জুলুস ইসলা...
30/10/2020

30/10/20 :-
গুঞ্জরিয়া পঞ্চায়েতের সিয়ালটোরে আজ হজরত মোহম্মদের জন্মদিন উপলক্ষে জুলুস বের হয়। সেই জুলুস ইসলামপুর বাইপাস হয়ে যাওয়ার পথে হাই ভোল্টেজ তারের সাথে জুলুসে ব্যবহৃত বাঁসের ঝান্ডার সংঘর্ষের ফলে দুর্ঘটনা ঘটে যায়। যার ফলে ২ জন ওই ঘটনায় মারা যান এবং কমপক্ষে ২০ জনের মতো আহত হয়। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং ৫ জনের অবস্থা আশংখাজনক হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ রেফার করা হয়।

Text copied from :-

 #নিখোঁজনাম:- কাইজার আলম ।পিতা:- আব্দুল করিম ।গ্রাম:- আলমগছ, পোষ্ট:- লক্ষীপুর, থানা :- চোপড়া ,জেলা:- উত্তর দিনাজপুর ,733...
29/08/2020

#নিখোঁজ

নাম:- কাইজার আলম ।
পিতা:- আব্দুল করিম ।
গ্রাম:- আলমগছ, পোষ্ট:- লক্ষীপুর, থানা :- চোপড়া ,জেলা:- উত্তর দিনাজপুর ,733207

নীচে ফোটো-তে থাকা ছেলেটিকে আপনাদের মধ্যে কেউ দেখে থাকলে অথবা কারো নজরে আসলে দয়া করে এই নম্বর এ যোগাযোগ করবেন --- 8617886775

ধন্যবাদ ।।

20/07/2020

: কালকের নাবালিকা কান্ডের ঘটনায় যেই ছেলে জড়িত থাকার নাম উঠে এসেছিল, আজ তার মৃতদেহ একই জায়গা থেকে উদ্ধার করলো চোপড়া পুলিশ ।। দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ।

19/07/2020

#চোপড়া_২৪:- চোপড়া/উত্তর দিনাজপুর
*চোপড়া ব্লকের কালাগছে মাম্পি সিংহ নামে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভে দেখায় এলাকার বাসিন্দারা । আজ সকাল থেকে স্থানীয়রা 31 নং জাতীয় সড়ক অবরোধ করে রাখে । এমনকি ক্ষুব্ধ স্থানীয়রা অনেক সরকারি বাস ও গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং দাবি করে ,,যাতে অতি শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হয় ।
স্থানীয় সূত্রে খবর কাল রাত থেকেই বাড়ি থেকে নিখোঁজ ছিলো সেই নাবালিকা,,,,,আজ ভোরবেলাই গ্রামের এক বাসিন্দা সেই নাবালিকার দেহ রাস্তার ধারে পরে থাকতে দেখে,,,, নাবালিকার বাড়িতে গিয়ে খবর দেয় । জানা যায় দেহের পাশে পরে ছিলো একটি cycle , 2 টা মোবাইল ফোন,আধার কার্ড ও ছাতা ।

 :   লক্ষীপুর হাই স্কুল থেকে উচ্চ-মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে আজিজা খাতুন । তার প্রাপ্ত নম্বর  446(89.2%)। বিভিন্...
18/07/2020

: লক্ষীপুর হাই স্কুল থেকে উচ্চ-মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে আজিজা খাতুন । তার প্রাপ্ত নম্বর 446(89.2%)। বিভিন্ন বিষয়ে তার নম্বর Bengali -68(opt) , English- 85, Geography- 93, Philosophy-93, Political Science-83, Education- 92 চোপড়া থানার লক্ষীপুর গ্রামে তার বাড়ি । ভবিষ্যতে তার স্বপ্ন উকিল হওয়ার ।

 :   লক্ষীপুর হাই স্কুল থেকে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে সানিয়া আহাম্মেদ তথা প্রাক্তন কংগ্রেস জেলা পরিষদ মুস্তাফ...
15/07/2020

: লক্ষীপুর হাই স্কুল থেকে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে সানিয়া আহাম্মেদ তথা প্রাক্তন কংগ্রেস জেলা পরিষদ মুস্তাফা কামাল এর মেয়ে । তার প্রাপ্ত নম্বর ৬৩২ (৯০.২৮%)। বিভিন্ন বিষয়ে তার নম্বর বাংলা -৯৬ , ইংরাজি- ৯০ , জীবনবিজ্ঞান -৮২ , ভৌত বিজ্ঞান- ৮৩ , গনিত -৯২ , ইতিহাস -৯৬ , ভুগােল- ৯৩ ৷ চোপড়া থানার লক্ষীপুর গ্রামে তার বাড়ি । ভবিষ্যতে তার স্বপ্ন ডাক্তার হওয়ার ।

  :- সমস্ত বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা হবে সেপ্টেম্বরেই। উচ্চশিক্ষা সচিবকে অনুমতিপত্র পাঠালো স্বরাষ্ট্রমন্ত্রক। করোনা...
06/07/2020

:- সমস্ত বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা হবে সেপ্টেম্বরেই। উচ্চশিক্ষা সচিবকে অনুমতিপত্র পাঠালো স্বরাষ্ট্রমন্ত্রক। করোনা আবহে দেশজুড়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ। মার্চ মাস থেকে স্থগিত রয়েছে সব পরীক্ষা। এবার সময় মতো বাকি থাকা পরীক্ষাগুলি মিটিয়ে নেওয়ার অনুমতি দিল স্বরাষ্ট্রমন্ত্রক।

করোনা বিধি মেনে তবেই পরীক্ষা নেওয়া যাবে। সব দিক খতিয়ে অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। অনুমতি পেয়েই তত্‍পর হয়েছে UGC। শুরু হয়েছে তোড়জোড়। ইতিমধ্যেই পরীক্ষার গাইডলাইন তৈরি করে দিল UGC। জানানো হয়েছে, করোনাবিধি কঠোরভাবে মেনে পরীক্ষা নিতে হবে।

বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের সুবিধে মতো অনলাইন এবং অফলাইনে দু-ভাবেই পরীক্ষা নিতে পারবে। যদিও করোনা আবহে একাধিক রাজ্য পরীক্ষা বাতিল করে দিয়েছে। উল্লেখ্য, কেন্দ্রের পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিনা পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া চলবে না। অন্তত চূড়ান্ত বর্ষের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নিতেই হবে।

করোনা আবহে পরীক্ষা নিয়ে জল্পনা ছিলই। রাজ্যের তরফে জানানো হয়েছিল এই পরিস্থিতিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কলেজ বা স্কুলের কোনও পরীক্ষাই হবে না। যদিও JEE ও NEET-র মতো বড় পরীক্ষাগুলিও পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করেছিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এবার নয়া নির্দেশিকায় সমস্ত জল্পনা উড়িয়ে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়ার আয়োজন করতে বলল কেন্দ্র।

এ রাজ্যে অবশ্য বিশ্ববিদ্যালয়স্তরে অন্য পদ্ধতিতে মূল্যায়ণের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। রাজ্যের সুপারিশও পাঠিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে। কাজেই নয়া বিজ্ঞপ্তি নিয়ে দ্বন্দ্বের কোনও কারণ নেই বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। ।

  :-                    TikTok-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র । চিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কেন্দ্র৷ T...
29/06/2020

:-
TikTok-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র । চিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কেন্দ্র৷ TikTok, Shareit-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, 'এই অ্যাপগুলি ভারতের ঐক্যতা, সার্বভৌমত্ব, প্রতিরক্ষার পক্ষে ক্ষতিকর৷'

এই ৫৯টি অ্যাপ-এর মধ্যে TikTok, Shareit, Kwai, UC Browser, Baidu map-সহ একাধিক তথাকথিত জনপ্রিয় অ্যাপ রয়েছে৷
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, ১৩০ কোটি ভারতবাসীর তথ্য সুরক্ষা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন উঠছিল৷ দেশের ঐক্যতা, সার্বভৌমত্বের পক্ষেও এই অ্যাপগুলি ক্ষতিকর৷

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে সম্প্রতি একাধিক অভিযোগ এসেছে৷ বহু অ্যান্ড্রয়েড ও iOS ব্যবহারকারীর ক্ষেত্রেও দেখা গিয়েছে, তাঁদের ব্যক্তিগত তথ্য চুরি যাচ্ছে৷ তাঁদের অজান্তেই সেই সব তথ্য দেশের বাইরে চলে যাচ্ছে৷ তাই এই অ্যাপগুলি অবিলম্বে নিষিদ্ধ করা হল৷।

  :- করোনার আবহে কলেজে কোনও পরীক্ষা নয়। বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাডভাইজারি পাঠিয়েছে সরকার। পূর্ববর্তী পরীক্ষার সর্বোচ্চ নম...
27/06/2020

:- করোনার আবহে কলেজে কোনও পরীক্ষা নয়। বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাডভাইজারি পাঠিয়েছে সরকার। পূর্ববর্তী পরীক্ষার সর্বোচ্চ নম্বরের ৮০ শতাংশ, বাকি ২০ শতাংশ অ্যাসাইনমেন্ট - এর ভিত্তিতেই হবে মূল্যায়ন। ৩১ জুলাইয়ের মধ্যে বের করা হবে ফলাফল।

 :- ‘২, ৬, ৮ জুলাইয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল’, ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।  তিনি জানিয়েছেন,‘আদালতের নি...
26/06/2020

:- ‘২, ৬, ৮ জুলাইয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল’, ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি জানিয়েছেন,‘আদালতের নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখে পদক্ষেপ গ্রহণ করা হবে। আদালতের নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশে পরীক্ষা বাতিল। ৩১ জুলাইয়ের মধ্যে ফলপ্রকাশের চেষ্টা হচ্ছে।’

করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে লকডাউনের জন্য মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল এ বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। বেশ কয়েকটি পরীক্ষা বকেয়া ছিল। পরে সরকারের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি গ্রহণের দিনক্ষণ জানানো হয়েছিল। জানানো হয়েছিল, ২ জুলাই হবে এডুকেশন, পদার্থবিদ্যা, নিউট্রিশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা।৬ জুলাই সংস্কৃত, রসায়ন, অর্থনীতি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, পার্সি, আরবি এবং ফরাসি পরীক্ষা হবে।৮ জুলাই হবে ভূগোল, স্ট্যাটিসটিকস, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
আপাতত এই পরীক্ষাগুলি বাতিলের কথা জানালেন শিক্ষামন্ত্রী।

  : রেড অ্যালার্ট আগেই জারি ছিল। কিন্তু এত মারাত্মক ঝড়ের আশা বোধ হয় আবহবিদরাও করেননি। বৃহস্পতিবার বিহারে প্রবল ঝড়ে প্র...
25/06/2020

: রেড অ্যালার্ট আগেই জারি ছিল। কিন্তু এত মারাত্মক ঝড়ের আশা বোধ হয় আবহবিদরাও করেননি। বৃহস্পতিবার বিহারে প্রবল ঝড়ে প্রাণ হারালেন কমপক্ষে ৮৩ জন। মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করছে বিপর্যয় মোকাবিলা দফতর।

মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের গোপালগঞ্জ জেলায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। দেওয়াল ভেঙে পড়ে, গাছ ভেঙে পড়ে আহত হয়েছেন অসংখ্য। আপাতত সবাইকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছনোর ব্যবস্থা করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
প্রবল ঝড়বৃষ্টির কারণে বিহারে ৮৩ জনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্যোগে বাংলার মানুষ বিহারের পাশে আছে বলে এক টুইটবার্তায় জানান তিনি।

Source:- 24ghanta

 :- খুব শীঘ্রই ইসলামপুর পুলিশ জেলার বিভিন্ন থানায় আসতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তির বাইক। অত্যাধুনিক প্রযুক্তির এই বাইকগ...
24/06/2020

:- খুব শীঘ্রই ইসলামপুর পুলিশ জেলার বিভিন্ন থানায় আসতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তির বাইক। অত্যাধুনিক প্রযুক্তির এই বাইকগুলি এলাকার নজরদারি বাড়াতে, ট্রাফিক, হাইওয়ে পেট্রোলিং এর জন্য ব্যবহার করা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মোটরসাইকেলগুলি সাইরেন, মাইক, প্রাথমিক চিকিৎসার উপকরণ, পুলিশের কাজে ব্যবহৃত অন্যান্য জিনিস ও কাগজপত্র রাখার বাক্স ইত্যাদি দ্বারা সুসজ্জিত থাকবে।।

Address

Islampur

Website

Alerts

Be the first to know and let us send you an email when চোপড়া ২৪/Chopra 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চোপড়া ২৪/Chopra 24:

Videos

Share


Other Media/News Companies in Islampur

Show All