21/08/2024
ও প্রেমিক
তুমি লুকিয়ে আছো কেন?
আমরা না হয় মেয়ে হারালাম,বোন হারালাম,দিদি হারালাম....
তুমি তো প্রেম হারালে....
তোমার যন্ত্রণা তো একেবারেই অন্যরকম হওয়ার কথা...
তবুও তুমি এতো নিশ্চুপ কি করে?
নাকি ভয় পাচ্ছো- তোমার বুঝি আর "মেয়ে" জুটবে না!
বিশ্বাস করো তোমাকে এতো কাপুরুষ ভাবতে মন চাইছে না।
তাহলে প্রেমের ওপর থেকে ভরসা উঠে যাবে।
একটা সাদা শার্ট আর ডেনিম পরে সামনে এগিয়ে আসো...ভিড়ের থেকে আলাদা হয়ে।
প্রেমের কোন নিবিড় মুহুর্তে তোমার কাছে কি গোপন কিছুই ভাগ করেনি তোমার হবু স্ত্রী-প্রাক্তন প্রেমিকা? প্রেমিকার মন না বোঝার মতো অতো অপদার্থ তুমি নিশ্চয় নও।
এসো প্রেমিক-তাজমহল বানাবার মন যে তোমার নেই তা আমরা বুঝে গেছি- নিদেন পক্ষে সুবিচার টুকুর লড়াই এ এসো। না হয় মুখ ঢেকেই এসো যাতে ১০ বছর পর তোমার বউ বাচ্চা তোমাকে চিনে না ফেলে। যাতে তোমার প্রাক্তন প্রেমিকাও তোমাকে আর চিনতে না পারে।
মেঘনাদ থেকে "মানুষ" হও...
ও প্রেমিক!
লেখাটি সংগৃহীত