Adhunik Sanchayita

Adhunik Sanchayita ~ বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমির অনুমোদিত ~
➡️ 𝐁𝐁𝐒𝐊𝐀/𝐋𝐌/𝟕𝟓/𝟐𝟎𝟐𝟑

▶️সাহিত্যই হল সত্যে
(16)

তুমি কী জানো? তুমি আমার কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণতুমি এটাই জানো না তোমার জেদের কারণে.... তাই তুমি বারবার করেছ আমায় অবহ...
13/11/2023

তুমি কী জানো?
তুমি আমার কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ
তুমি এটাই জানো না তোমার জেদের কারণে....
তাই তুমি বারবার করেছ আমায় অবহেলিত।
রেখেছ তোমার থেকে আমাকে দূরে সরিয়ে;
তবু এ মন মানতে চাইনা...
ফিরে যেতে চাই তোমার কাছে বারেবারে।।

কলমে - সংঘমিত্রা দাস


#আধুনিক_সঞ্চয়িতা

মোহনদাস কর্মচন্দ গান্ধী বা মহাত্মা গান্ধী; ২ অক্টোবর ১৮৬৯ – ৩০ জানুয়ারি ১৯৪৮) ছিলেন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স...
02/10/2023

মোহনদাস কর্মচন্দ গান্ধী বা মহাত্মা গান্ধী; ২ অক্টোবর ১৮৬৯ – ৩০ জানুয়ারি ১৯৪৮) ছিলেন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। এছাড়াও তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। যার মাধ্যমে স্বৈরশাসনের বিরুদ্ধে জনসাধারণ তাদের অভিমত প্রকাশ করে। এ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর ভিত্তি করে এবং এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি, সারা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা।
গান্ধী ভারতে এবং বিশ্ব জুড়ে মহাত্মা (মহান আত্মা) এবং বাপু (বাবা) নামে পরিচিত। ভারত সরকার সম্মানার্থে তাকে ভারতের জাতির জনক হিসেবে ঘোষণা করেছে।২ অক্টোবর তার জন্মদিন ভারতে গান্ধী জয়ন্তী হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘের সাধারণ সভায় ২ অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতিসংঘের সকল সদস্য দেশ এ দিবস পালনে সম্মতি জ্ঞাপন করে।

একজন শিক্ষিত ব্রিটিশ আইনজীবী হিসেবে দক্ষিণ আফ্রিকায় নিপীড়িত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনে গান্ধী প্রথম তাঁর অহিংস শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন। ভারতে ফিরে আসার পরে তিনি কয়েকজন দুঃস্থ কৃষক-দিনমজুরকে সাথে নিয়ে বৈষম্যমূলক কর আদায় ব্যবস্থা, বহুবিস্তৃত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন এবং দেওবন্দিদের অধীনে খিলাফত আন্দোলন শুরু করেন।]ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আসার পর গান্ধী সমগ্র ভারতব্যাপী দারিদ্র্য দূরীকরণ, নারী স্বাধীনতা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, বর্ণবৈষম্য দূরীকরণ, জাতির অর্থনৈতিক সচ্ছলতাসহ বিভিন্ন বিষয়ে প্রচার শুরু করেন। কিন্তু এর সবগুলোই ছিল স্বরাজ অর্থাৎ ভারতকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লক্ষ্যে। ১৯৩০ সালে গান্ধী ভারতীয়দের লবণ করের বিরুদ্ধে প্রতিবাদে ৪০০ কিলোমিটার (২৪৮ মাইল) দীর্ঘ ডান্ডি লবণ কুচকাওয়াজে নেতৃত্ব দেন, যা ১৯৪২ সালে ইংরেজ শাসকদের প্রতি সরাসরি ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত ঘটায়। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কারণে বেশ কয়েকবার দক্ষিণ আফ্রিকা এবং ভারতে কারাবরণ করেন।

মহাত্মা গান্ধী সমস্ত পরিস্থিতিতেই অহিংস মতবাদ এবং সত্যের ব্যাপারে অটল থেকেছেন। তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং একটি স্বায়ত্তশাসিত আশ্রম প্রতিষ্ঠা করেন। তার নিজের পরিধেয় কাপড় ছিল ঐতিহ্যবাহী ভারতীয় ধুতি এবং শাল, যা তিনি নিজেই চরকায় বুনতেন। তিনি সাধারণ নিরামিষ খাবার খেতেন। শেষ জীবনে ফলমূলই বেশি খেতেন। আত্মশুদ্ধি এবং প্রতিবাদের জন্য তিনি দীর্ঘ সময় উপবাস থাকতেন।

#আধুনিক_সঞ্চয়িতা

❤️❤️ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ❤️❤️চিএ পরিবেশনায় - অনন্যা কাঞ্জিলাল   #আধুনিক_সঞ্চয়িতা
02/10/2023

❤️❤️ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ❤️❤️
চিএ পরিবেশনায় - অনন্যা কাঞ্জিলাল


#আধুনিক_সঞ্চয়িতা

27/08/2023

"এভাবেই ছোট থেকে বড় সবাই একসঙ্গে ভালবেসে যেটুকু জীবন আছে সেটুকু কাটিয়ে দিতে চাই"
শিশুদের খাবারগুলো বিতরণের সময় একটি ছোট ভিডিও আপনার সামনে তুলে ধরলাম, আমার ছোট্ট কিছু বক্তব্য রাখলাম ।। ১৫ ই আগস্ট ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে হাওড়া আধুনিক সঞ্চিতার উদ্যোগে চেতনা ফাউন্ডেশনে তরফ থেকে রামকৃষ্ণপুর ঘাট ও হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের সংলগ্ন এলাকায় ৩০০ জন পথচারী শিশুকে মাছ,ভাত, ডিম সেদ্ধ তাদের হাতে তুলে দেয়ার প্রচেষ্টা আমরা করেছিলাম । সবাইকে সঙ্গে নিয়ে এই বড় কাজটি উদ্যোগ নিতে পেরেছিলাম । যদি আপনারা পরবর্তীকালে পাশে থাকেন আরো এরকম উদ্যোগ নিতে পারি ।।
যে পরিবারগুলি না থাকলে নর নারায়ণ সেবার মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করাটা একেবারেই সম্ভব হতো না - "বঙ্গ ভূমি সাহিত্য পত্রিকা "পরিবার , "মঙ্গল দীপ সাহিত্য পত্রিকা" পরিবার, "নব দিগন্ত পরিবার" "বিশ্ব বাংলা সাহিত্য মঞ্চ"

#চেতনা_ফাউন্ডেশন

21/08/2023

শিশুদের খাবারগুলো বিতরণের সময় একটি ছোট ভিডিও আপনার সামনে তুলে ধরলাম, আমার ছোট্ট কিছু বক্তব্য রাখলাম ।। ১৫ ই আগস্ট ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে হাওড়া আধুনিক সঞ্চিতার উদ্যোগে চেতনা ফাউন্ডেশনে তরফ থেকে রামকৃষ্ণপুর ঘাট ও হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের সংলগ্ন এলাকায় ৩০০ জন পথচারী শিশুকে মাছ,ভাত, ডিম সেদ্ধ তাদের হাতে তুলে দেয়ার প্রচেষ্টা আমরা করেছিলাম । সবাইকে সঙ্গে নিয়ে এই বড় কাজটি উদ্যোগ নিতে পেরেছিলাম । যদি আপনারা পরবর্তীকালে পাশে থাকেন আরো এরকম উদ্যোগ নিতে পারি ।।
যে পরিবারগুলি না থাকলে নর নারায়ণ সেবার মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করাটা একেবারেই সম্ভব হতো না - "বঙ্গ ভূমি সাহিত্য পত্রিকা "পরিবার , "মঙ্গল দীপ সাহিত্য পত্রিকা" পরিবার, "নব দিগন্ত পরিবার" "বিশ্ব বাংলা সাহিত্য মঞ্চ"

#চেতনা_ফাউন্ডেশন

20/08/2023

প্রকৃতি যখন নিজের মতো কাছে পেতে চায় ...
তখন নিজেই নিজের মতো করে আপন‌ করে নিতে হয়।।

#আধুনিক_সঞ্চয়িতা

19/08/2023

দদুল দোলে দোলনা ...
দোলে রাধা দোলে দুলো নায়ায় ...


#আধুনিক_সঞ্চয়িতা

19/08/2023

উড়ছে যখন ফড়িং, রং মেখেছে যখন ....


#আধুনিক_সঞ্চয়িতা

17/08/2023

প্রকৃতি যেন আমাদের কাছে পেতে চায় ❤️❤️

#আধুনিক_সঞ্চয়িতা

16/08/2023

চেতনা ফাউন্ডেশন -
G-pay - 9123341316 / 62913 39438

|| প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল ||
মাছ ভাজা হচ্ছে😁
১৫ ই আগস্ট উপলক্ষে ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫০ থেকে ৩০০ জন শিশুর জন্য মাছ ভাত ডিম সেদ্ধ একটি প্রকল্প আমরা আজ নিতে চলেছি সঙ্গে বস্তু বিতরণ হবে।

স্থান - হাওড়া রামকৃষ্ণপুর ঘাট

#আধুনিক_সঞ্চয়িতা

15/08/2023

চেতনা ফাউন্ডেশন -
G-pay/phonepe - 9123341316/6291339438

*প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল ।*
|| আলু ভাজা হচ্ছে ||

১৫ ই আগস্ট উপলক্ষে ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫০ থেকে ৩০০ জন শিশুর জন্য মাছ ভাত ডিম সেদ্ধ একটি প্রকল্প আমরা আজ নিতে চলেছি ।
সঙ্গে বস্তু বিতরণ হবে। 🙏🏻

স্থান - হাওড়া রামকৃষ্ণপুর ঘাট

#আধুনিক_সঞ্চয়িতা

14/08/2023

চেতনা ফাউন্ডেশন -
Phonepay/G-Pay :- 6291339438 / 9123341316

প্রস্তুতি পর্ব আজকে থেকেই শুরু হয়ে গেল ।
আজ- ১৫ ই আগস্ট উপলক্ষে ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫০ থেকে ৩০০ জন শিশুর জন্য মাছ ভাত ডিম সেদ্ধ একটি প্রকল্প আমরা আগামীকাল নিতে চলেছি - সঙ্গে বস্তু বিতরণ হবে। স্থান - হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে.. সবাইকে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেবার অনুরোধ জানালাম🙏🏻🙏🏻

#আধুনিক_সঞ্চয়িতা


14/08/2023

এটা দেখতে সেই লাগে😁❤️
#আধুনিক_সঞ্চয়িতা



13/08/2023

ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠো রে ... ❤️❤️
কিসের ভালোবাসা পেয়ে ফুলেরা দোলে রে ...


#আধুনিক_সঞ্চয়িতা

13/08/2023

দেখে মজা পাই😁
#আধুনিক_সঞ্চয়িতা



12/08/2023

এই দৃশ্য বড়ই মজাদার😁😍 (JCB)
ভিডিওগ্রাফি:- 𝓐_𝓐𝓭𝓱𝓲𝓴𝓪𝓻𝔂.

#আধুনিক_সঞ্চয়িতা


তোমার আলোয় আলোকিত করো,সকল রিপু থেকে দাও তুমি মুক্তি।দাও আমায় অপার আত্মবিশ্বাস,দাও হৃদে তুমি সদা ভক্তি। #আধুনিক_সঞ্চয়িতা...
12/08/2023

তোমার আলোয় আলোকিত করো,
সকল রিপু থেকে দাও তুমি মুক্তি।
দাও আমায় অপার আত্মবিশ্বাস,
দাও হৃদে তুমি সদা ভক্তি।

#আধুনিক_সঞ্চয়িতা

11/08/2023

কি মজায় শুয়ে আছে দেখো😍
কোন ভাবনা নেই,
কোন চিন্তা নেই,
কোন দুঃখ নেই,
কোন কাজ নেই...😁
ভিডিওগ্রাফি:- 𝓐_𝓐𝓭𝓱𝓲𝓴𝓪𝓻𝔂.

#আধুনিক_সঞ্চয়িতা



10/08/2023

গাছেরা কত কথা বলে ❤️❤️
কত সহজে ঘেরা প্রকৃতি কত না ভালোবাসে ❤️❤️❤️


#আধুনিক_সঞ্চয়িতা

10/08/2023

"যে ব্যক্তি পশুদের প্রতি দয়া করে সে ঈশ্বরের প্রতি দয়া করে।"
#আধুনিক_সঞ্চয়িতা

09/08/2023

সবুজের ঘেরা প্রকৃতি ...
তাহার মাঝে ভালোবাসা খিলখিলিয়ে ওঠে ...


#আধুনিক_সঞ্চয়িতা

আজ ২২ শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কবি, সাহিত্যিক, চিত্রকার, সুরকার, গীত...
08/08/2023

আজ ২২ শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কবি, সাহিত্যিক, চিত্রকার, সুরকার, গীতিকার, দার্শনিক বহু গুনে গুনান্বিত কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আখ্যায়িত করা হয় সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী কবি হিসেবে।বাংলা সাহিত্য ও কাব্যগীতির শ্রেষ্ঠ স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবস। ১৯১৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরুস্কার অর্জন করেন ‘গীতাজ্ঞ্জলী(কবিতা গুচ্ছ)’ রচনা করে। সমগ্র এশিয়ায় তিঁনি প্রথম ব্যক্তি যিনি নোবেল প্রাইজ অর্জন করার গৌরব অর্জন করেন।

#আধুনিক_সঞ্চয়িতা

🖊স্বপন কুমার ধর #আধুনিক_সঞ্চয়িতা
07/08/2023

🖊স্বপন কুমার ধর

#আধুনিক_সঞ্চয়িতা

07/08/2023

প্রকৃতিকে ভালবাসতে শেখো ....
প্রকৃতি সারাজীবন তোমার পাশেই থাকবে ।।

#আধুনিক_সঞ্চয়িতা

বন্ধু দিবসের কবিতা             বন্ধু   দীনেশ চন্দ্র খাঁড়া বন্ধু মানে আত্মার আত্মীয়                অনেকখানি আশা।বন্ধু ম...
06/08/2023

বন্ধু দিবসের কবিতা
বন্ধু
দীনেশ চন্দ্র খাঁড়া

বন্ধু মানে আত্মার আত্মীয়
অনেকখানি আশা।
বন্ধু মানে মতের মিল
অফুরন্ত ভালোবাসা।
বন্ধু মানে সুখে দুখে
সদাই থাকে পাশে।
বন্ধু মানে অপরের সুখে
অনাবিল আনন্দে হাসে।
বন্ধু মানে মনের কথা
তাকেই শুধু যায় বলা।
বন্ধু মানে ভাই ভাই
একসাথে পথ চলা।
বন্ধু মানে নেই ভেদাভেদ
সম্পর্কের অটুট বন্ধন।
বন্ধু মানে স্বার্থশূন্য
যেমন ফুল ও চন্দন।

#আধুনিক_সঞ্চয়িতা

06/08/2023

বৃষ্টির জলে প্রকৃতি ভিজে নতুন ভালোবাসা সৃষ্টি করে ....

#আধুনিক_সঞ্চয়িতা

06/08/2023

অনেকদিন পর দেখা মিলল তাদের🦩🦩🦩🦩
ভিডিওগ্রাফি:- 𝓐_𝓐𝓭𝓱𝓲𝓴𝓪𝓻𝔂.

#আধুনিক_সঞ্চয়িতা


05/08/2023

ভালোবাসাটা আজও গাছেই ফোঁটে ❤️❤️

#আধুনিক_সঞ্চয়িতা

🖊রুপাঞ্জন #আধুনিক_সঞ্চয়িতা
04/08/2023

🖊রুপাঞ্জন
#আধুনিক_সঞ্চয়িতা

04/08/2023

প্রকৃতি কেন ভালোবাসে আমায়?
আমি কেন প্রকৃতিকে কাছে পেতে চাই ❤️❤️


#আধুনিক_সঞ্চয়িতা

04/08/2023

আমাদের বাড়ি পোষা বিড়াল 🐱🐱🐱


#আধুনিক_সঞ্চয়িতা

🖊দীনেশ চন্দ্র খাঁড়া #আধুনিক_সঞ্চয়িতা
03/08/2023

🖊দীনেশ চন্দ্র খাঁড়া
#আধুনিক_সঞ্চয়িতা

03/08/2023

উল্টে দেখো সব পাল্টে যাবে😲😱
#আধুনিক_সঞ্চয়িতা

🖊স্বপন কুমার ধর #আধুনিক_সঞ্চয়িতা
02/08/2023

🖊স্বপন কুমার ধর
#আধুনিক_সঞ্চয়িতা

02/08/2023

প্রকৃতি আমাদের কাছে পেতে চায় .....

#আধুনিক_সঞ্চয়িতা

02/08/2023

মেঘের ভাজে শহরের আনাগোনা ... ❤️


#আধুনিক_সঞ্চয়িতা

🖊সাক্ষর..  #আধুনিক_সঞ্চয়িতা
01/08/2023

🖊সাক্ষর..

#আধুনিক_সঞ্চয়িতা

01/08/2023

এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো😍
ভিডিওগ্রাফি:- 𝓐_𝓐𝓭𝓱𝓲𝓴𝓪𝓻𝔂.

#আধুনিক_সঞ্চয়িতা


Address

Howrah

Alerts

Be the first to know and let us send you an email when Adhunik Sanchayita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adhunik Sanchayita:

Videos

Share

Category

Nearby media companies



You may also like