25/03/2024
রমজান মাসে ইফতার একটা অপরিহার্য অঙ্গ ৷
সেই রমজান মাসে ইফতার টা যদি ছোটো বেলার সেই স্কুলের বন্ধুদের সাথে করা হয় তাহলে তো আর কিছু বলার নেই | তাই আজকে সবাই নিজেদের সব কাজ ফেলে রেখে একসাথে ইফতারের ব্যবস্থা করা হল |
ইফতারের মধ্যে ছিল খেজুর,কলা , আঙুর, তরমুজ আরও কিছু ফল তার সাথে একটা খুব famous খবর যেটা আমাদের এখানে বলা হয় পানতারাস|
এই পানতারাস টা হল সহজ ভাষায় বলতে গেলে ঝাল পাটিসাপটা ,এর মধ্যে থাকে আলুর সাথে মাংস এর পুর যেটা খেতে খুব মজা লাগে৷ইফতারে ঠান্ডা পানীয় খুব দরকার লাগে তাই আজকে ছিল chilled Lassi ৷এইসব দিয়ে ইফতার করে সাথে হাসি ঠাট্টা করে সারা সন্ধ্যে কেটে গেলো৷
এইসব মজার মুহূর্তে গুলোই হল জীবনের অঙ্গ যেটা আমাদের জীবনকে রঙিন করে তোলে তাই আমরা বারবার এইখানেই ফিরে ফিরে আসি ৷