Talash Barta

Talash Barta Talash Barta news website any Enquiry or News Information call 6291008456
(2)

14/06/2024

শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ার বাঁকড়ার নার্সিংহোমে
*************************************
শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা বাঁকড়ায়। ভাংচুর একটি বেসরকারি নার্সিংহোম। জলে ডুবে মৃত্যু এক ১২ বছরের শিশু। জানা যায়, ১২ বছরের ওই শিশু জলে ডোবার পর শিশুটিকে উদ্ধার করে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। এর পর ওই শিশুকে বাড়িতে নিয়ে গেলে হঠাৎই মুখ থেকে জল বেরিয়ে নড়ে উঠে শিশুর দেহ। এরপর শিশুর পরিবার সহ স্থানীয় মানুষ ফের নিয়ে যায় অন্য নার্সিংহোমে। ফের চিকিৎসক জানান কিশোরের মৃত্যু হয়েছে তখনই উত্তেজিত হয়ে ওঠে কিশোরের পরিবার মানুষজন ও প্রতিবেশীরা। উত্তেজিত জনতা প্রথম নিয়ে যাওয়া নার্সিংহোম ভাংচুর চালায় বলে অভিযোগ। তাদের দাবি প্রথম নার্সিংহোমে যদি চিকিৎসা করত তাহলে বাচ্চাটির মৃত্যু হত না। ঘায়োনাস্থলে ডোমজুড় থানার পুলিশ।

রিপোর্ট অনির্বাণ ঘোষ

https://youtu.be/H-HihZimeJU?si=kAStsCF_jKmLRKo9

# # #তলাশ বার্তা # # #

14/06/2024

হাওড়া লিলুয়া ভট্টনগর ভেড়ির জলাশয় থেকে এক ছাত্রের দেহ উদ্ধার
****************************************
হাওড়া লিলুয়া থানার অন্তর্গত ভট্টনগর ঘুঘু পাড়ার আম বাগানের বাসিন্দা একটি ১৪ বছরের স্কুল ছাত্র নাম রোহিত মাইতি। ভট্টনগর কূলকমীণি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র রোহিত।
সে গতকাল বিকেল বেলা তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার নাম করে বাড়ি থেকে বেরোয়। গভীর রাত হয়ে গেল সে বাড়ি না ফেরায় বাড়ির লোকেরা তার ওই বন্ধুদের বাড়িতে গিয়ে খোঁজ করতে থাকে। বন্ধুদের থেকে বাড়ির লোক জানতে পারে বন্ধুরা বলে ও ওখানে খেলছিল তার আগে চলে এসেছে তারা কিছু জানেনা।
তার বেশ কিছুক্ষণ পর ওই অঞ্চলে খোঁজাখুঁজি করেও ওই রোহিতের কোন খোঁজ পাওয়া যায় না। তারপর তারা গভীর রাতে আসে লিলুয়া থানায় মিসিং ডায়েরি করতে। এরপরে গভীর রাতে মিসিং ডায়েরি করার পর তৎক্ষণাত লিলুয়া থানার পুলিশ প্রশাসন পুলিশ বাহিনী নিয়ে এবং বাড়ির লোককে সঙ্গে নিয়ে সারারাত ধরে খোঁজ চালাতে থাকে রোহিতের। কোন রকম খোঁজ পাওয়া যায়নি রোহিতের সারা রাতে ।
তারপর পুলিশ প্রশাসন থানাতে ও রোহিতের বাড়ির লোক বাড়ি ফিরে যায়।
কিন্তু আজ ১৪ তারিখ সকালে ওই ভেরি অঞ্চলে সাধারণ মানুষরা প্রাত ভ্রমণ করতে যায় মুক্ত বাতাস নেওয়ার জন্য তখন ওই ভ্রমণকারীরা ভেরির একটি জলাশয় একটি ছেলের দেহ ভাসতে দেখে তখন তারা খবর দেয় লিলুয়া থানায় তৎক্ষণাৎ লিলুয়া থানা থেকে পুলিশ প্রশাসন পৌঁছে যায় ভেরি তে এবং দেহ উদ্ধার করে রোহিতের। পুলিশের তরফ থেকে বাড়ির লোককে খবর দেওয়া হয় তারা এসে দেহ শনাক্ত করে।এই দেহ উদ্ধারের পর পুলিশ তার তদন্ত শুরু করেছে।
কিন্তু রোহিতের বাড়ির লোক এবং এলাকার লোকের বক্তব্য রোহিতের শরীরে আঘাতে চিহ্ন আছে এবং সে সাঁতার জানতো না তাকে অন্যত্র মেরে এখানে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ করছে রোহিতের বাড়ির লোক।
এই বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে জানতে চাওয়া হলে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয় বিষয়টি তদন্ত- সাপেক্ষ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।

রিপোর্ট অনির্বাণ ঘোষ

https://youtu.be/vju0-lYcxok?si=J-UVZc9Uk5Kfne58
# # #তলাশবার্তা # # #

12/06/2024

পুলিশের কর্তব্যের চূড়ান্ত উদাসীনতার নজির ডোমজুড়ে
*************************************
গতকাল হাওড়া ডোমজুড় থানার থেকে ঢিল ছোরা দূরত্বে জনবহুল আমতা হাওড়া রোড এর উপর ঘটে গেছিল একটি দুঃসাহসীক ডাকাতি সোনার দোকানে। ডোমজুড় থানা ও পুলিশের নাকের ডগায় এই ডাকাতি। সেই নিয়েই, পুলিশের কর্তব্যর গাফিলতির প্রশ্ন তুলেছিল ব্যবসায়ী মহল থেকে হাওড়ার সাধারণ জনগণ।
কারণ স্বরূপ আজ ঘটে গেল এরকমই একটি ঘটনা। ডোমজুড়ের ব্যস্ত রাস্তায় হাওড়া আমতা রোডের উপর।
ঘটনাটি হলো ডোমজুড় থানার অন্তর্গত এলাকা মাকড়দহ থেকে প্রাইভেট টিউশন পরে নিজের বাড়ির উদ্দেশ্যে টোটো গাড়ি করে জগদীশপুর গার্লস স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রী বাড়ি ফিরছিল। সেই ছাত্রীর বাড়ি যথাসম্ভব লিলুয়া থানা এলাকার লক্ষণপুরে ।
সেই ছাত্রীটি যখন টোটো করে বাড়ি ফিরছিল আমতা হাওড়া রোড ধরে সেই সময় কিছু দুষ্কৃতী ওই ছাত্রীটিকে টোটো বলপূর্বক রাস্তায় আটকে ওই ছাত্রীটিকে টোটো গাড়ি থেকে নামিয়ে কিডন্যাপের চেষ্টা করে । সেই সময়
টোটর অন্যান্য যাত্রীরা ও টোটো চালক দুষ্কৃতীদের বাধা দান করলে সেই সময় ছাত্রীটির উদ্দেশ্যে দুষ্কৃতীরা ছুড়িকাঘাত করে এবং পালিয়ে যায়। ওই ছুরির আঘাতে ছাত্রীর শরীরে আঘাত লাগে এবং আঙ্গুল কেটে যায়।
তখন টোটোর অন্যান্য যাত্রী এবং পথ চলতি মানুষ ছাত্রীটিকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বেসরকারি হাসপাতালে। তার চিকিৎসা চলছে। ছাত্রীটির পরিচয় এবং বাড়ির ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ । পুলিশ খবর দিয়েছে তার বাড়িতে অভিভাবকদের।
এই ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।
ডোমজুড়ের এলাকাবাসীর বক্তব্য ডোমজুড় থানা এলাকায় সিসিটিভি থাকলেও কতটা সচল অবস্থায় আছে সেটাই এখন দেখার। তাহলে কেন এই ধরনের অপরাধ আটকানো যাচ্ছে না? কারণ ডোমজুড় অঞ্চল এমনই একটি অঞ্চল হাওড়া সদর এবং গ্রামীণ অঞ্চলের বর্ডার। এই অঞ্চলগুলোতে বিভিন্ন ধর্মের মানুষের বস- বাস তাই এই অপরাধ প্রবণতাকে কিছুতেই আয়ত্তে করা যাচ্ছে না। তাই পুলিশের আরও নজরদারি ও সক্রিয়তা বাড়ানো দরকার অপরাধকে বন্ধ করার জন্য বলে মনে করছেন ডোমজুড়ের সাধারণ জনগণ।

রিপোর্ট অনির্বাণ ঘোষ

https://youtu.be/0LZx-F2qgZE?si=5REYAnrFTRXS8LTN

# # #তলাশ বার্তা # # #

10/06/2024

তৃণমূলের গোষ্ঠীকোন্দলের সংঘর্ষে উত্তপ্ত হাওড়া শিবপুর বিধানসভা দাসনগর
*****************************************
তৃণমূলের গোষ্ঠীকোন্দলের সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার শিবপুর বিধানসভার দাসনগর।

শিবপুর বিধানসভা কেন্দ্রে প্রকাশ্যে গোষ্ঠীকন্দল তৃণমূলের দু
ই গোষ্ঠীর। হাওড়া লোকসভাতে তৃণমূল এর জয় নিয়ে এক বিজয় উৎসব মিছিল চলছিল। ওই মিছিলে তৃণমূলের ব্লক সভাপতির ছেলে তার সাঙ্গ পাঙ্গ কে নিযে মদ্যপ অবস্থায় মিছীলের থেকে মহিলাদের উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ
ওঠে। এর প্রতিবাদ করলে উল্টে মহিলাদেরী মারতে থাকে মদপো অবস্থায় ওই যুবকরা। তারপর মহিলারা সঙ্গবদ্ধ হয়ে ওই যুবকদের মারতে থাকে তারফলে সে
ই মারে মাথা ফাটল শিবপুর ব্লক তৃণমূল সভাপতি মহেন্দ্র শর্মার ছেলের। মহিলাদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসবে মদ্যপ অবস্থায় এলাকার মহিলাদের উত্ত্যক্ত করতে থাকে তৃণমূল কংগ্রেসের সভাপতির ছেলে সহ একাধিক তৃণমূল কর্মীরা এরই প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালায় ওই তৃণমূল কংগ্রেস কর্মী মদপ্য যুবকরা তারপরই পাল্টা হামলা চালায় মহিলারাও। এই ঘটনাতে মহেন্দ্র শর্মার গোষ্ঠীর অভিযোগ ঘটনায় তৃণমূলে আরেক গোষ্ঠী শিবপুরের আরো এক তৃণমূল
এর নেতা সুভাশিষ পালের লোকজনেরা এই মারধোর চালায় বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে মহেন্দ্র শর্মার ছেলে অভিষেক শর্মা। পালটা মারে আহত হয়েছেন বেশ কয়েকজন মহিলা। তাদের মধ্যে ও একজন ভর্তি হাওড়া হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এই দাসনগর অঞ্চলে ভোটের আগেও একবার গোষ্ঠীদ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছায় আর এখন ভোটের পরে বিজয় উৎসবের মিছিল থেকে এই গোষ্ঠী সংঘর্ষর ঘটনায় প্রকাশ্যে এলো হাওড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের চূড়ান্ত নিদর্শন বলে মনে করছেন বিরোধী দল থেকে সাধারণ মানুষ।

রিপোর্ট অনির্বাণ ঘোষ

https://youtu.be/ZeLQvrO4m6Y?si=BdDO11psoyThWmRG

# # #তলাশ বার্তা # # #

09/06/2024

হাওড়া জগৎবল্লভপুর বিডিও অফিসের সামনে থেকে বোমা উদ্ধার করল পুলিশ
***************************************

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রর জগৎবল্লভপুর বিধানসভা এলাকায় উদ্ধার বোমা। জগৎবল্লভপুর বিডিও অফিসের সামনে রবিবার দুপুর বেলা উদ্ধার হয় চারটি সক্রিয় তাজা বোমা। বিডিও অফিসের সামনে থেকেই দুপুর সাড়ে তিনটে নাগাদ শুরু হওয়ার কথা তৃণমূলের বিজয় মিছিল। আর বিজয় মিছিলের আগেই উদ্ধার হয় তাজা বোমা। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে জগৎবল্লভপুর এলাকায়। বোমা গুলি উদ্ধার করেছে বোম স্কয়াডএর সদস্যরা ও জগৎবল্লভপুর থানার পুলিশ।
যেহেতু লোকসভা ভোটে শ্রীরামপুর এলাকা থেকে কল্যাণ ব্যানার্জি বিপুল ভোটে জয়ী হয়েছিল।তাই তার এই বিজয় মিছিল আজকে চারটের সময় বেরোনোর কথা ছিল জগৎবল্লভপুর বিডিও অফিসের সামনে থেকে।
কিন্তু এলাকার সাধারণ মানুষের বক্তব্য ভোটে তৃণমূল জয়লাভ করার পর জগৎবল্লভপুর এলাকা জুড়ে কোন বিরোধী দলের কর্মীরা আর এলাকায় নেই। বর্তমানে ভোটের রেজাল্টের পরে তাদের উপর আক্রমণের আতঙ্কে সবাই ঘর ছাড়া। তাহলে এই বোমা মিছিল শুরু হওয়ার আগে কারা মজুদ করে রেখে গেল সেটাই এখন ভাবাচ্ছে তৃণমূল কর্মী থেকে এলাকার সাধারণ মানুষকে। তৃণমূল লোকসভা ভোটে ক্ষমতায় আসলেও নিজেদের মধ্যে পূর্ব থেকেই তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব একটি বড় বিষয় । যার কারণে পূর্ব থেকেই এলাকায় মাঝেমধ্যেই অশান্তি হত নিজেদের মধ্যে। সেই কারণে এই ঘটনা বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ।
এই ঘটনা তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

রিপোর্ট অনির্বাণ ঘোষ
https://youtu.be/ftIONkwv7Fg?si=CmOF4Y1Ap49CJTEH

# # #তলাশ বার্তা # # #

05/06/2024

হাওড়ার লিলুয়ায় গভীর রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রক্তাক্ত চামরাইল
*****************************************
লোকসভা ভোটের গননা মিটতেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল শ্রীরামপুর লোকসভার ডোমজুরের চামড়াইলে। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ দুই তরফে আহত ৬-৭ জন। ধারালো অস্ত্রের কোপ থেকে বাদ যায়নি মহিলারাও।
চামড়াইল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা বারুই এর স্বামীর বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ অন্য গোষ্ঠীর তৃণমূল সামর্থকদের উপর। অভিযোগ অস্বীকার করে উপপ্রধান উর্মিলা বারুইয়ের অভিযোগ তাঁদের লোকের ওপরেই হামলা চালানো হয় পারিবারিক সমস্যা নিয়ে দুইজনের মধ্যে গন্ডগোল। এলাকার সাধারণ মানুষের বক্তব্য উপপ্রধান সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। এলাকা কার দখলে থাকবে সেই নিয়েই দুই গোষ্ঠীর সংঘর্ষ। কিন্তু উপপ্রধানের বক্তব্য ঘটনার বিষয় জানতে গেলে অপরপক্ষ তাদের উপর হামলা চালায় এরমধ্যে রাজনীতির কোন বিষয় নাই। গোটা ঘাটনার তদন্তে লিলুয়া থানার পুলিশ। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
এই ঘটনাকে কেন্দ্র করে চামরাইল অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
রাত কেটে গেল
ও স্তব্ধ হয়ে এবং আতঙ্কে রয়েছে চামরাইল এলাকার মানুষ ।
তবে লিলুয়া থানা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তির মুখ দেখলেন।

রিপোর্ট অনির্বাণ ঘোষ

https://youtu.be/T695seVZtrA?feature=shared

# # #তলাশ বার্তা # # #

04/06/2024

প্রসূনের সমর্থকদের উল্লাস হাওড়াতে
***********************************
ভোটের গণনা এখনো শেষ হয়নি। হাওড়া তৃণমূলের প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যায়ের জয়ের উচ্ছ্বাসে কর্মী সমর্থকদের আবির খেলে উল্লাশ হাওড়ার সর্বত্র জায়গাতে। তৃণমূল সমর্থকরা একে অপরকে আবিরে রাঙিয়ে দিচ্ছেন। সেই ছবি ধরা পরল তলাশ বার্তার ক্যামেরায়।

রিপোর্ট অনির্বাণ ঘোষ

https://youtu.be/dXLkh0usaTc?si=LLU0mdY7pPNc0gZS

# # #তলাশ বার্তা # # #

04/06/2024

ভোট গণনার বাইরে জমায়েত হয়েছে সমস্ত দলের সমর্থকরা
**************************************
ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে হাওড়ায় চলছে ভোট গণনা আর বাইরে জমায়েত হয়েছে সমস্ত দলের সমর্থকেরা। তারই প্রতিচ্ছবি হাওড়া লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভার গণনা চলছে সাঁত্রাগাছির জেআইএস স্কুল অফ মেডিকেল সায়েন্স, রিসার্চ সেন্টার অ্যান্ড হসপিটাল ক্যাম্পাসে। এই মুহুর্তে প্রথম রাউন্ডের গণনা চলছে। গণনাকেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা।

রিপোর্ট অনির্বাণ ঘোষ
ক্যামেরা অর্ঘ্য ঘোষ

https://youtu.be/N5Fgcto1hEg?si=vYMxpsk4ia52HSLm
# # #তলাশ বার্তা # # #

04/06/2024

হাওড়া সদরের লোকসভা ভোটের গণনা শুরু হল ত্রিস্তরীয় পুলিশি ব্যবস্থার মধ্যে সকাল আটটায়
*****************************************

ভারতবর্ষ জুড়ে চৌঠা জুন হতে চলেছে দেশের ১৮ তম লোকসভা নির্বাচনের ভাগ্য নির্ধারণ।
সারা ভারত বর্ষ জুড়ে যেমন প্রত্যেকটি ভারতবাসীর মধ্যে উৎকণ্ঠা রয়েছে নির্বাচনের ফলাফল নিয়ে।
সেই উৎকণ্ঠার দীর্ঘ প্রতীক্ষা নিয়ে আজ চৌঠা জুন শুরু হল সারা দেশ জুড়ে সকাল আটটা থেকে ভোট গণনা।
প্রত্যেক রাজনৈতিক দলই আশাবাদী সবাই রেকর্ড ভোটের মার্জিনে জয়ী হবেন।
মুখে এ কথা বললেও প্রত্যেকে বিজয়ী হওয়ার লক্ষ্যে যেমন আটছে নানা রকম ফন্দিফিকির তেমনি ধরনা দিয়েছে যে যার মত যাগ যজ্ঞ করছে যার- যার দেবতার দুয়ারে।
এতকিছু করার পরও মানসিক অশান্তিতে ভুগছে সব দলেরই রাজনৈতিক কর্মী থেকে লোকসভার প্রার্থীরা।
নির্দিষ্ট দিনে এবং রাষ্ট্রীয় নির্বাচন দপ্তরের ঘোষিত সময়ে শুরু হলো ভোট গণনা। পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে হাওড়া সদর একটি আসন যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুজুধান তিন পক্ষ বিজেপি, সিপিএম, তৃণমূল congress এবং আরো অন্যান্য দল।
এই গণনা হচ্ছে হাওড়ার জগাছা থানার অন্তর্গত মৌ খালি এলাকায় (জে আই এস ইনস্টিটিউশনে)।
রাষ্ট্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে এবং আজ হাইকোর্টের নির্দেশে তিস্তরিও নিরাপত্তা বেষ্টনীর মধ্যে হতে চলেছে এই গণনা। পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে একটি আসন হচ্ছে হাওড়া সদরের লোকসভার আসন।
সমস্ত দলের কর্মী সমর্থকদের প্রশাসনের নির্দেশে ভোট গণনা কেন্দ্রের ২০০ মিটারের বাইরে জমায়েত করার অনুমতি দেওয়া হয়েছে সেই অনুমতি কে মান্যতা দিয়ে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা অধীর আগ্রহে ২০২৪ এর লোকসভা ভোটের হাওড়া সদর আসনে শেষ হাসি কে হাসবে সেই দিকেই তাকিয়ে আছে বাইরে জমায়েত করে থাকা কর্মী সমর্থকেরা। টানটান উত্তেজনার মধ্যে চলছে এই ভোট গণনা।

রিপোর্ট অনির্বাণ ঘোষ
https://youtu.be/4BrY9GLHI8M?si=p_6e7e9blEb3OYlR

# # #তলাশ বার্তা # # #

01/06/2024

হাওড়া জগৎবল্লভপুরে ঘরের তালা ভেঙে চুরি
***********************************

গত চার দিন আগে প্রকাশ্য দিবালোকে এক বৃদ্ধার হার্ ছিনতাই এর ঘটনা ঘটেছিল এই হাওড়ার জগৎবল্লভপুর থানা অঞ্চল । ফের আবারো ঘটনা ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত চাঁদুল কাজীপাড়া এলাকায়। যেটা জানা যাচ্ছে তুহিনজর আলী নামের এক ব্যক্তির বাড়িতে কেউ না থাকায় বাড়ি থেকে যাবতীয় সোনার গহনা থেকে শুরু করে টাকা পয়সা কে বা কারা রাতের অন্ধকারে চুরি করে পালায়। এবং গতকাল বিকেল চারটা নাগাদ তুহিন জোর আলীর মামা কাজী আব্দুল হায়দার বাড়ির পাশে একটি বাগানে বাঁশ কাটতে এসে দেখেন বাড়ির পেছনের দরজার তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। তারপরেই তিনি পরিবারের সকলকে নিয়ে খবর দেন তুহিনজোর আলীকে তড়িঘড়ি বাড়িতে এসে, বাড়ির ভিতরে ঢুকে দেখেন বাড়ির ভেতরে থাকা সমস্ত আলমারি ভাঙ্গা অবস্থায় রয়েছে এবং বাড়ির ভেতরে থাকা আলমারি থেকে সমস্ত গহনা , কয়েক লক্ষ টাকা পয়সা সব কিছুই কে বা কারা চুরি করে পালায়। এই ঘটনার পরেই স্থানীয় মানুষজন জগৎবল্লভপুর থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ এই গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন জগৎবল্লভপুর থানার পুলিশ। জগৎবল্লভপুর এলাকায় নিত্যদিনের ঘটনা চুরি, ছিনতাই
বারবার জগৎবল্লভপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে । এলাকার সাধারণ মানুষের বক্তব্য পুলিশ এলাকার নেতা মন্ত্রী ও জমি মাফিয়াদের সুরক্ষা দিতেই ব্যস্ত। সাধারণ মানুষের সমস্যা নিয়ে তাদের কোন চিন্তাই নেই জগৎবল্লভপুর থানার পুলিশের।

রিপোর্ট অনির্বাণ ঘোষ

https://youtu.be/qHD0tYcNsAU?si=TB1wIDdz_KlA9UIR

# # #তলাশ বার্তা # # #

31/05/2024

সপ্তম দফা ভোটের আগে হাওড়া ব্রিজে নাকা চেকিং এর সময় উদ্ধার কয়েক লক্ষ টাকা
***************************************

আগামীকাল পয়লা জুন ২০২৪ এর লোকসভা ভোটের সপ্তম দফার অন্তিম ভোট গ্রহণ।
এই ভোট গ্রহণ কে ঘিরে চলছে রাজ্যের সমস্ত জায়গায় পুলিশের নাকা তল্লাশি। আজ সন্ধ্যের সময় হাওড়ার বিভিন্ন করিডোরে চলছে নাকা তল্লাশি। আজ সন্ধ্যের সময় ব্যস্ততম হাওড়া ব্রিজে গোলাবাড়ি থানার পুলিশ কর্মীরা নাকা তল্লাশি চালাচ্ছিলেন সেই সময় একটি বাইক আরোহীর দল এর কাছ থেকে উদ্ধার করে 9 লক্ষ 15 হাজার টাকা। এই টাকা উদ্ধারের পর ওই বাইক আরোহী ছয় জন ব্যক্তিকে আটক করে, চলছে জিজ্ঞাসাবাদ।
পুলিশের বক্তব্য আগামীকাল কলকাতায় সপ্তম দফার এবং শেষ ভোট গ্রহণ তার আগে এই টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয় সঠিক কোন উত্তর দিতে পারেনি বাইক আরোহীরা । তাই তাদের আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। তাদের আটক করে নিয়ে আসা হয় গোলাবাড়ি থানায় জিজ্ঞাসাবাদ এর জন্য।

রিপোর্ট অনির্বাণ ঘোষ

https://youtu.be/Y7Q6Fm2rfhU?si=zexi9UmkcVANziPn

# # #তলাশ বার্তা # # #

30/05/2024

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র হাওড়ার দাসনগর
**********************************

আর মাত্র কয়েকদিন পরেই ২০২৪ এর লোকসভা ভোটের রেজাল্ট সারা দেশ জুড়ে ।তার আগেই গোষ্ঠী দ্বন্দ্বে জের বার হাওড়ার তৃণমূল কংগ্রেস।
শিবপুর বিধানসভার অধীন দাসনগর থানার অন্তর্গত বালোটিকুরি কোঅপারেটিভ ব্যাংকের সামনে ঈশান সিং রাজপুত আনুমানিক বয়স ২৪ বছর ,বালটি কুড়ি নস্কর পাড়ার স্থায়ী বাসিন্দা। আজ তাকে সন্ধ্যের সময় তৃণমূলেরই অপর গোষ্ঠীর কিছু দুষ্কৃতী মাথায় রিভল্ভার ঠেকিয়ে সারা শরীরে ভোজালির কোপে আঘাত করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে।
রক্তাক্ত অবস্থায় সে কোন রকম প্রাণ বাঁচিয়ে অন্যত্র পালিয়ে যায়। তারপরে তাকে নিয়ে গিয়ে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করাতে নিয়ে যান তৃণমূলের ওপর কর্মীরা।
এই ঘটনাকে কেন্দ্র করে দাসনগর বালটিকুরি চত্বর হয়ে ওঠে রণক্ষেত্র। এবং আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। সেখানকার মানুষের বক্তব্য যাকে মারা হয়েছে সেও তৃণমূল কর্মী যারা মেরেছে তারাও তৃণমূল কর্মী।
শিবপুর বিধানসভা চত্বর বিগত কয়েক বছর ধরেই এই গোষ্ঠীদ্বন্দ্বের শিকার।
এক পক্ষ অপর পক্ষের সম্বন্ধে সব সময় বিষোদাগর করেন এবং প্রশাসনের দ্বারস্থ হয়।
কারণ শিবপুর বিধানসভা অঞ্চল দাসনগর জুড়ে চলছে তোলাবাজি, জমি দখল, অবৈধ প্রমোটিং এইসব কাজের থেকে যে পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন হয় সেই অর্থের ভাগ বাটোয়ারা নিয়ে চলছে দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ।
আজ এই ঘটনাকে কেন্দ্র করে দাসনগর থানায় অভিযোগ জানাতে আসে তৃণমূলের এক পক্ষ।
প্রশাসন অভিযোগ নিতে গৌরী মসি করছে তাদের অভিযোগ নিতে। এই ঘটনাকে কেন্দ্র করে দাসনগর থানায় চলছে তৃণমূলেরই এক পক্ষের অবস্থান। এই ঘটনা থেকে স্পষ্ট সাধারণ মানুষের বক্তব্য এই ঘটনা দীর্ঘদিন ধরেই চলছে শিবপুর বিধানসভা অঞ্চলে পুনরায় যদি এই লোকসভা ভোটে তারা আবার ক্ষমতায় আসে এই দৌরাত্মপানা এবং দুর্বৃত্ত পানা আরো বেড়েই চলবে বলে অভিমত সাধারণ এলাকাবাসীর।
তাই তারা ভীত সন্ত্রস্ত্র হয়ে এতদিন ধরে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য থেকে বসবাস সবই করছে। তারা প্রশাসনের কাছে কর জোরে নিবেদন করছে তাদের স্বাভাবিক সামাজিক জীবনযাত্রা ফিরিয়ে দেওয়ার জন্য। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

রিপোর্ট অনির্বাণ ঘোষ

https://youtu.be/WelF3B00mc0?si=CfBBwXCSaHTP2NRL

# # #তলাশ বার্তা # # #

30/05/2024

হাওড়া জি টি রোড এর ওপর সালকিয়ায় ভেঙ্গে পড়ল জরাজীর্ণ ত্রিতল বাড়ি
*****************************************
আজ বড়সড় দুর্ঘটনার হাত থেকে প্রাণে বাঁচলেন বহু মানুষ। ১৯০ নম্বর জি টি রোড। বহু প্রাচীন পারিজাত সিনেমা হলের লাগোয়া এই বিল্ডিংটি শত বছর উপরেও পুরনো ছিল জরাজীর্ণ অবস্থায় বর্তমানে এই বাড়ি। এই বাড়িটি এখানে এইভাবে অবস্থান করাতে হাওড়া পৌরসভা এই বাড়ির টিকে বিপজ্জনক বাড়ি ঘোষণা করে এবং নোটিশ ও পাঠায় বিপজ্জনক অংশ ভেঙে ফেলার জন্য। কিন্তু কি অজানা কারণে ওই বাড়িটির মালিকানাধীন মানুষজনেরা সেদিকে কোন ভ্রুক্ষেপ করেনি এবং বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন। আজ দুপুরে ব্যস্ততম জি টি রোড রাস্তার পাশে এই বাড়িটি হুড় মুড়িয়ে ভেঙে পড়ে। আতঙ্কে পথচারী থেকে শুরু করে ব্যস্ত রাস্তায় পথ চলতি যানবাহন প্রাণ ভয়ে- আতঙ্কে এদিক-ওদিক ছুটতে থাকে। খবর দেওয়া হয় মালিপাচঘরা থানায় । ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। যোগাযোগ করা হয় হাওড়া পৌরসভা তে এবং ওই অঞ্চলের তৃণমূলের বিধায়ক গৌতম চৌধুরীর সাথে। ঘটনাস্থলে সবাই পৌঁছে যান। তাদের সামনেই
ওই অঞ্চলের সাধারণ মানুষের বক্তব্য। বেশ কিছুদিন আগে খিদিরপুরে বহুতল বাড়ির নিচে চাপা পড়ে অনেক প্রাণহানি হয়েছিল আমরা দেখেছি। তারপর ওই দেখে হাওড়া পুরসভা নোটিশ জারি করে নড়েচড়ে বসেছিল এই ধরনের বাড়িগুলোকে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু পরবর্তীকালে কি অজানা কারণে সমস্তটাই ধামাচাপা পড়ে যায় কিছুই বোঝা যায় না। হাওড়া শহর জুড়ে এরকম প্রচুর জরাজীর্ণ বাড়ি ঘর আছে ঘটনা ঘটার পরে তখন সবাই ছুটে যান রে রে করে সাবধানতা অবলম্বন করতে। কিন্তু প্রশাসন এবং হাওড়া পৌরসভা যদি সঠিক সময়ে সঠিক সঠিক ব্যবস্থা গ্রহণ করে তাহলে বহু মানুষের প্রাণ রক্ষা হয়। যখন ঘটনা ঘটে তখনই বড় বড় ঢাকঢোল পেটানো হয় তারপর কোন অজানা কারণে সবই চলে যায় কালের অতল গহ্বরে।

রিপোর্ট অনির্বাণ ঘোষ
https://youtu.be/lBCqvJMnSP0?si=OOyEhWlAziKzbaYk

# # #তলাশ বার্তা # # #

29/05/2024

হাওড়া বাঙাল বাবু ব্রিজের মাথায় যুবকের নৃত্য
*****************************************
আজ মেঘলা আকাশের দিনও মাঝে মাঝে যখন সূর্য উঁকি দিচ্ছে পৃথিবীর বুকে মানুষ প্রচন্ড দাবদাহ থেকে যখন একটু স্বস্তি বোধ করছে। ঠিক তখনই পথ চলতি মানুষের ও প্রশাসনের অস্বস্তি বাড়িয়ে হাওড়ার বাঙাল বাবুর ব্রিজের মাথায় দেখা গেল এক ব্যক্তিকে নাচ করতে। এই দৃশ্য প্রত্যক্ষ করতে পথ চলতি মানুষ যখন এই দৃশ্যকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত, কিন্তু ওই ব্যক্তির জীবনের কথা কেউ ভাবছে না। তড়িঘড়ি খবর যায় গোলাবাড়ি থানায়।
দ্রুত তার সাথে পুলিশ এসে ওই ব্যক্তিকে ওখান থেকে নামানোর চেষ্টা করে।
কিন্তু পুলিশ ওই ব্যক্তিকে ব্রিজ থেকে নামানোতে অকৃতকার্য হয়ে খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে ওই ব্যক্তিকে দীর্ঘক্ষণের চেষ্টায় নিচে নামিয়ে আনে।
পরবর্তীকালে পুলিশ ওই ব্যক্তিকে নিয়ে গোলাবাড়ি থানায় চলে আসে। পুলিশ ওই ব্যক্তিকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পা রে যে ওই ব্যক্তি একজন ভবঘুরে।
তারপর তাকে খাওয়া দাওয়া করিয়ে পুলিশ ছেড়ে দেয়।
এই ঘটনাটা কেন্দ্র করে হাওড়া বাঙাল বাবু ব্রিজ সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

রিপোর্ট অনির্বাণ ঘোষ

https://youtu.be/T91A0po_a3g?si=gQaF0T2zQW2ueCSB

# # #তলাশ বার্তা # # #

28/05/2024

বাবার হাতে ছুরিকাহত ছেলে হাওড়ার জগৎবল্লভপুরে
***************************************
বাবার হাতে ছুড়িকা হতো ছেলে হাওড়ার জগৎবল্লভপুরে।
মদ্যপ অবস্থায় ছেলেকে খুনের চেষ্টা বাবার, গুরুতর জখম ছেলে, ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের মানসিংহপুর শিবতলা এলাকায়।
জানা গিয়েছে আজ সন্ধ্যে নাগাদ নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন ছেলে রাজেশ সামন্ত, সেই সময় মদ্যপ অবস্থায় বাবা এসে ঘুমন্ত ছেলে শরীরে এলোপাতাড়ি ছুরির কোপ বসাতে থাকে ছেলের গলায়, বুকে, হাতে, পেটে, ঘরের মধ্যেই রক্তে ভেসে যায় ছেলের শরীর। রক্তারক্তি কান্ড ঘটে যায় মুহুর্তের মধ্যেই। ছেলের চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশিরা ছুটে এসে যুবককে উদ্ধার করে এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়।
ছেলেকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাবা, তাকে ধরে ফেলে গ্রামের মানুষ পরে একটি গাছে বেঁধে রাখে এলাকাবাসী। পরে গাছে বেঁধে উত্তমমধ্যম ও দেয় স্থানীয়রা। পরে জগৎবল্লভপুর থানার পুলিশ এসে আটক করে নিয়ে যায় ধৃত বাবাকে। স্বাভাবিক ভাবেই আকস্মিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
কি কারণে এই ঘটনা তা তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

রিপোর্ট অনির্বাণ ঘোষ

https://youtu.be/vrwtgpODBOw?si=hJk5ZyLO81d8byYZ

# # #তলাশ বার্তা # # #

28/05/2024

হাওড়ার লিলুয়াতে লাইনচ্যুত লোকাল ট্রেন
************************************
লিলুয়াতে লাইনচ্যুত লোকাল ট্রেন, বড়োসড় দুর্ঘটনা থেকে রক্ষা | লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় ডাউন শেওড়াফুলি লোকাল হটাৎ করেই লাইনচ্যুত হয়, উল্টোদিকে থেকে পাশের লাইনে তখন ট্রেন যাচ্ছিলো, পরিস্থিতি বুঝতে পেরে ট্রেন টি দার করিয়ে দেয় চালক |

রিপোর্ট অনির্বাণ ঘোষ

https://youtu.be/bDD-F4O8368?si=oeiCPrBbFP3-4RLL

# # #তলাশ বার্তা # # #

27/05/2024

প্রকৃতির দুর্যগে হাওড়ার গ্রাম থেকে শহরের মানুষরা জলবন্দী ও বিধ্বস্ত
******************************************
বেশ কিছুদিন আগে থেকেই মৌসুম ভবনের পূর্ব ঘোষনা অনুযায়ী ধেয়ে আস্তে চলেছে প্রকৃতির নির্মম খেয়ালে রেমাল ঝড়। গতকাল থেকে রেমাল ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে বাংলা। সেই ঝড়ের প্রভাব পড়েছে হাওড়ার গ্রাম ও শহর জুড়ে। গত রবিবার রাত থেকে আজ সোমবার সারাদিন যে প্রকৃতির দুর্যোগের শিকার হয়ে হাওড়া শহরের বিভিন্ন অঞ্চল ঝড় এবং বৃষ্টির তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে সমস্ত দিক। বেশ কিছু অঞ্চলে বড়- বড় গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। এরই মধ্যে সমস্ত এলাকায় হয়ে রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। তারই মধ্যে জল মগ্ন এলাকা সর্বত্র। হাওড়া শহরের বিভিন্ন রাস্তা ডুবে গেছে জলের তলায়। নিচু অঞ্চল গুলিতে জল ঢুকেছে বাড়ির ভেতর। বাদ যায়নি শহর অঞ্চলের রাস্তা ও। এবং কিছু বহুতল বাড়িগুলির ভেতরে জল জমে রয়েছে। এইসব জায়গায় বৃষ্টির জল এর সাথে মিলিত হয়ে জোমে রয়েছে পচা নোংরা নর্দমার জল। তাতে যেমন একদিকে মানুষের জীবন অতিবাহিত করা প্রায় প্রাণ ওষ্ঠাগত তেমনি দূরবীসহ হয়ে উঠেছে মানুষের বসবাস। সৃষ্টি হচ্ছে মানুষের দায়ে বিভিন্ন চর্ম রোগের প্রভাব ও বিভিন্ন রোগের উপসর্গ।
প্রশাসনের সমস্ত দপ্তরের নজর রয়েছে সেদিকে সেই অঞ্চল গুলি থেকে মানুষকে আপদকালীন জরুরী ভিত্তিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ জায়গায়।
সেখানে দেওয়া হচ্ছে দুর্গত মানুষকে খাদ্য এবং পানীয় ও ঔষধ। সাধারণত মানুষ ঘর থেকে না বেরোলো
ও। যাদের বিশেষ কারণে এবং পেটের তাগিদে রাস্তায় বেরোতে হচ্ছে তারা পড়েছে চরম দুর্দশার এবং সমস্যার মধ্যে কারণ রাস্তায় জমাজলের নিচে যে থানা-খন্দে ভরে রয়েছে রাস্তাঘাট প্রাইওসি দেখা যাচ্ছে ছোট থেকে বড় গাড়ি, সেই খানাখন্দের মধ্যে বিপদের সম্মুখীন হচ্ছেন।
সাধারণ প্রকৃতির যখন নিজের খামখেয়ালে এই ধরনের দুর্যোগ ঘনিয়ে আসে। কিন্তু তার আগে রাস্তাঘাটের এই করুণ দুর্দশা চিত্র চোখে পড়ে না প্রশাসনের।
যখন দুর্দশা হয় তখন প্রশাসন ব্যস্ত হয়ে পড়ে যুদ্ধকালীন তৎপরতা নিয়ে মানুষকে সহযোগিতা করতে। এই সহযোগিতা যদি দুর্যোগের হাত থেকে বাঁচাতে মানুষকে আগে ভাগে ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে এই ভোগান্তি ভুক্ত হতো না সাধারণ মানুষকে বলে মনে করছেন হাওড়ার গ্রাম ও শহরের মানুষরা।

রিপোর্ট অনির্বাণ ঘোষ

https://youtu.be/oxTn5-gclxU?si=K6SbEPd3hRjnFfR0

# # #তলাশ বার্তা # # #

27/05/2024

প্রকৃতির রক্তচক্ষুতে মানুষ যখন দিশেহারা.সেই সুযোগে চোরের হাত থেকে রেহাই পেলো না দেবতা
********************************************

হাওড়া বালিটিকুরী কালীতলায় রবিবার রাতে কালীমন্দিরে চুরি যায় কালী মায়ের অলংকার। প্রকৃতির রক্তচক্ষু রেমাল ঝড়ের তাণ্ডবের আতঙ্কে মানুষ যখন দিশেহারা প্রত্যেকেই নিজেদের বাঁচাতে সব মানুষই প্রায় ঘর বন্দি । সেই প্রাকৃতিক দুর্যোগের সুযোগেই কালী মায়ের সমস্ত গয়না নিয়ে চম্পট দেয় চোর। সেই মন্দিরের পুরহিত জানায় মন্দিরে সিসি টিভি ক‍্যামেরা থাকলেও এই মুহূর্তে তা লোডশেডিং এর জন‍্য বন্ধ ছিল । আর সেই সুযোগ কেই কাজে লাগিয়ে মন্দিরের সাতটি তালা ভেঙে মায়ের গলার সোনার হার, কানের দুল, জিহ্বা সহ দুই ভরি সোনার গহনা ও ছয় ভরি রুপোর গহনা এবং প্রণামি বাক্সে থাকা প্রায় ত্রিশ হাজার টাকা নিয়ে দুর্যোগের রাতের অন্ধকারে চোরেরা চম্পট দেয়। কমিটির এক সদস‍্য জানায় ১০০ বছরের এই মন্দিরে এই নিয়ে তিন বার চুরি হলো। মন্দিরের পুরহিত জানান তিনি রবিবার রাতে মায়ের পুজোর পর পৌনে ন টায় মন্দিরের সমস্ত তালা বন্ধ করে প্রতি দিনের মত চলে যান। আজ সকালে পুজো করতে এসে দেখে মন্দিরের মেন গেটের তালা ভাঙা। তার পর ভিতরে ঢুকে দেখে সব তালাই ভাঙা। আমি সঙ্গে সঙ্গে মন্দির কমিটিতে খবর দিই। তদন্ত করতে আসে দাস নগর থানার পুলিশ।
যেহেতু দুর্যোগের রাত রাস্তা শুনশান তার ওপর সমস্ত দাস নগর এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। অন্ধকারে ঢেকে গেছে পুরো দাসনগর অঞ্চল।
চোরেরা অতি বুদ্ধিমান সেই সুযোগেই সমস্ত কাজ হাসিল করেছে তারা বলছে প্রশাসন। তাই মায়ের মন্দিরের এই চুরির কিনারা করতে বেগ পেতে হবে প্রশাসনকে বলে মনে করছেন হাওড়া সিটি পুলিশের দাসনগর থানার পুলিশ আধিকারিকরা।
বুদ্ধিমান চোরদের খোঁজ চালাচ্ছে প্রশাসন।

রিপোর্ট অনির্বাণ ঘোষ

https://youtu.be/f8HiG5Ds5TM?si=4v6SN0anWiYDy1TT

# # #তলাশ বার্তা # # #

25/05/2024

হাওড়ার বালিতে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে আক্রান্ত সাধারণ দোকানদার
******************************************

তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে নিরীহ দোকান মালিকের ওপর হামলা ও পরিবারের একমাত্র আয়ের উৎস দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। শুক্রবার রাতে বালির নিশ্চিন্দা থানার কালীতলায় এই ঘটনায় একই পরিবারের চারজন জখম হয়েছেন দুস্কৃতিদের হামলায়। দুষ্কৃতীদের হামলায় শুধু দোকান ভাঙচুরই নয় গুরুতর জখম হয়ে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন দোকানের মালিক অমিয় নস্কর। অভিযোগ মারধর করা হয় তাঁর ছেলে এবং স্ত্রীকেও। নিরীহ সাধারণ মানুষ আক্রান্ত হলেও অভিযোগ কোনও ব্যবস্থাই নেয়নি নিশ্চিন্দা থানার পুলিশ। থানায় অভিযোগ জানাতে গেলে তাঁদের মেডিক্যাল রিপোর্ট করিয়ে আসতে বলা হয় পুলিশের তরফ থেকে। এমনকি দোকানের সামনে থাকা বাইকও ভাঙচুর করা হয়। বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে বেশ কয়েকমাস ধরে নিশ্চিন্দার কালীতলায় তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে দ্বন্দের ফলে বারে বারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিনও এক গোষ্ঠীর অন্তত ১৫-২০ জন দুস্কৃতি অন্য গোষ্ঠীর একজনের খোঁজ করতে আসে অমিয়বাবুর দোকানে। তিনি জানান কাউকে দেখেন নি এবং চেনেন না। এরপরই নিরীহ ওই দোকানদারকে মারতে শুরু করে দুস্কৃতিরা। এমনিতেই অসুস্থ অমিয়বাবু মারধরের ফলে গুরুতর অসুস্থ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতাল । তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে গতকাল রাতেই ভর্তি করা হয়েছে। অভিযোগ তাঁর স্ত্রী ও ছেলেদেরও মারধর করা হয় প্রচন্ড হার। নিশ্চিন্দা কালীতলায় নস্কর পরিবার ওই দোকানটি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন। ওই দোকান থেকেই পরিবারের ভরণ পোষণ চলে। সেই দোকানের আইসক্রিমের ডিপফ্রিজ সহ আরও বহু জিনিস ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। একে শারীরিক নিগ্রহ ও দোকানের সর্বনাশে একেবারে ভেঙে পড়েছেন পরিবারের সকলে। পরিবারের ছোটছেলে বুম্বা গায়েন কে দুষ্কৃতীরা বলে তুই বাড়ি ঢুকে যা নয়ত তোকে ও মারবে। এরপর উজ্জ্বল গায়েন, বাবুরাম গায়েন, সমর গায়েন, প্রবীর গায়েন এরা এসে হুমকি দেয়, মার্ডার করে দেবে বলে তোর দাদা ও বাবাকে। এই ঘটনা থানার পুলিশ এখন আর কাউকে আটক করতে পারেনি।
এই ঘটনাকে কেন্দ্র করে বালি নিশ্চিন্ত অঞ্চলে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে।

রিপোর্ট অনির্বাণ ঘোষ

https://youtu.be/d2aMU_JntVo?si=H8d0BYmOZjJMuxfC

# # #তলাশ বার্তা # # #

24/05/2024

১৬তম হাওড়া উৎসব ২০২৪ উদ্বোধন হলো আজ
**************************************
প্রতিবছরের মতো এই বছরেও শুরু হল ২০২৪ হাওড়া উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজ্ঞানন্দ সরস্বতী মহারাজ,সুভাষ ব্যানার্জি হাওড়া পৌর নিগমের প্রাক্তন চেয়ারম্যান দেবাংশু দাস ও প্রমুখ ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মহারাজ মেলার শুভ উদ্বোধন করেন। মোট ৬৫টি স্টল এই মেলায় স্থান পেয়েছে ।২৩ শে জুন অব্দি চলবে হাওড়া উৎসব।

রিপোর্ট অনির্বাণ ঘোষ

https://youtu.be/jkujnbLXuyU?si=CUBQ2GqDeBcwL92y

# # #তলাশ বার্তা # # #

24/05/2024

হাওড়ায় কুড়ি তারিখ ভোট পরবর্তী হিংসা হাওড়ার পাঁচলাতে
******************************************
কুড়ি তারিখ হাওড়া লোকসভার ভোট শেষ হওয়ার পর ,ভোট পরবর্তী হিংসার স্বীকার হাওড়া লোকসভার কেন্দ্রের পাঁচলা বিধানসভার বেলডুবি গ্রামের বিরোধী গোষ্ঠী বিজেপির মানুষজনেরা । অভিযোগ 20 তারিখ ভোট শেষেই শুরু হয় হামলা, বাড়ি ভাংচুর থেকে মারধর ও প্রাণে মেরে ফেলার হুমকি। এমনকি রাজ্য পুলিশ দিয়ে হেনস্থার অভিযোগ বিজেপি কর্মীসমর্থকদের ওপর। এই সন্ত্রাস থেকে বাদ যায়নি মহিলা ও শিশুরাও। ঘরছাড়া বহু বিজেপি কর্মীসমর্থক । প্রতিদিন রাতে চলছে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ।এলাকার বাইরে জঙ্গলের মধ্যে লুকিয়ে দিন কাটাচ্ছে বিজেপি কর্মীরা। এদিকে তৃণমূল বিধায়কের দাবি ভোটের দিন বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সন্ত্রাস চালিয়েছে । পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক এর দাবি বহু তৃণমূলের কর্মীরা এখন ঘরছাড়া । সেই প্রতিরোধ গড়ে তুলতেই এই ব্যবস্থা।

রিপোর্ট অনির্বাণ ঘোষ

https://youtu.be/oQ4NHzZFKu0?si=2OIpain14-ibDqam

# # #তলাশ বার্তা # # #

23/05/2024

রিহ্যাব সেন্টারের নামে চলছে অরাজকতা
**********************************
গতকাল রিহ্যাব সেন্টারের আবাসিক জিৎ ভট্টাচার্য (২৬) অস্বাভাবিক মৃত্যু হয়। এই মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হচ্ছে।। বাড়ির লোক থানায় থানায় ঘুরে বেড়ালো আধিকারিকরা অভিযোগ নিতে অস্বীকার করছে বলে অভিযোগ করছেন বাড়ির লোকজন।
তিন মাস ডানকুনির মা তারা ওয়েলফেয়ার সেন্টারে বসবাস করছিলেন জিৎ ভট্টাচার্য। হঠাৎ করে কাল মৃত্যু ঘটে চন্দননগরে এক বন্ধুর বাড়িতে। আর এই মৃত্যু কিভাবে হয়েছে তা রহস্যে পরিণত হয়েছে। কেউই পরিষ্কারভাবে কিছু বলতে পারছে না।রিহ্যাব থেকে কি করে চন্দননগরবাসী বন্ধুর বাড়িতে পৌঁছে গেল। আর মৃত্যু হল সেখানে। বন্ধুর বাড়ি থেকে চন্দননগর হাসপাতালে যখন জিৎ ভট্টাচার্যকে নিয়ে যাওয়া হয় ওখানকার ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। তারপর পুলিশের সাহায্য দেহের ময়না তদন্ত করা হয় এবং সন্ধ্যের পর বাড়ি ফেরে জিৎ ভট্টাচার্যের দেহ। উত্তেজনা সৃষ্টি হয় বাড়ি বেলুর মরা পোড়া ঘাটের কাছে। শুধু যে বাড়ির লোক তা নয় এলাকার মানুষও এই ঘটনায় প্রচন্ড উত্তেজিত হয়ে পড়েন পরবর্তী সময়। তার সৎকার্য সারার পর যখন রাত তিনটের সময় চন্ডীতলা থানা ও চন্দননগর থানায় বাড়ির লোকজন অভিযোগ দায়ের করতে যান কোন রকম পুলিশি সাহায্য পান না। পুলিশরা বলেন আধিকারিক কাল সকালে আসবে, আপনারা কাল সকালে আসুন তারপরেই আপনার অভিযোগ নেয়া হবে। সকাল বেলা যাবার পরও অভিযোগ এখনো পর্যন্ত নেওয়া হয়নি বলে অভিযোগ করছে বাড়ির লোকজন।

রিপোর্ট অনির্বাণ ঘোষ

https://youtu.be/xLtRIesKeS4?si=a_EkMbo0z2fsfrSa

# # #তলাশ বার্তা # # #

20/05/2024

হাওড়ার গড়ফা উনসানিতে তৃণমূল বিজেপি গন্ডগোল
********************************
বিকেল তিনটা নাগাদ হাওড়ার গড়ফার উনসানিতে তৃণমূল বিজেপির গন্ডগোল এর সৃষ্টি হয় ঘটনার সাথে তলাশবার্তার ক্যামেরাম্যান অর্ঘ্য ঘোষের কাছ থেকে ক্যামেরা কেড়ে নেওয়া হয়। সাংবাদিক অনির্বাণ ঘোষ কে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে বার করে দেওয়া হয়। এই ঘটনায় একজন আহত হয়েছে তার মাথা ফেটে গেছে। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনস্থলে এসে উপস্থিত হয়েছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের দাবি ঘটনার স্থলে কোন সেন্ট্রাল ফোর্স ছিল না পুলিশ ও এসেছে অনেক দেরিতে।

রিপোর্ট অনির্বাণ ঘোষ
ক্যামেরা অর্ঘ্য ঘোষ
https://youtu.be/plvRwJs1pGU?si=tq10k9n0HbiHd4u8

# # #তলাশ বার্তা # # #

20/05/2024

বৃষ্টি কে উপেক্ষা করেও বাঁকড়ায় ভোটগ্রহণ চলছে
************************************
বৃষ্টিকে উপেক্ষা করে বাঁকড়ায় ভোটগ্রহণ চলছে শান্তিতেই। বৃষ্টিস্নাত সেই ছবি ধরা পড়লো তলাশ বার্তার ক্যামেরায়। বৃষ্টিকে উপেক্ষা করো ভোট দেবার লাইন ছিল চোখে পড়ার মত।

রিপোর্ট অনির্বাণ ঘোষ
ক্যামেরায় অর্ঘ ঘোষ

https://youtu.be/myKPrzvSHrM?si=rjGUDmxTrfLtKUoh

# # #তলাশ বার্তা # # #

20/05/2024

ভোট দিলেন মন্ত্রী অরূপ রায়
*********************************
ঘড়িতে তখন সকাল সাড়ে নটা। ভোট দিতে এলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় ভোট দিয়ে সাংবাদিকদের বলেন ৪২ টা আসন তৃণমূল পাবে বলে আশা করেন তিনি। হাওড়াতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে জানালেন অরূপ রায়।

রিপোর্ট অনির্বাণ ঘোষ
ক্যামেরা অর্ঘ্য ঘোষ

https://youtu.be/xmtUyGpdzA4?si=rcc4Y8TZoPsmZNb5

# # #তলাশ বার্তা # # #

20/05/2024

ভোট দিলেন বিজেপি প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তী
*********************************
ঘড়িতে তখন ঠিক আটটা। কাসুন্দিয়া মহাকালী বালিকা বিদ্যালয় ভোট দিতে এলেন হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তী। জেতার ব্যাপারে বেশ আশাবাদী তিনি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে বলেই তিনি মনে করেন।

রিপোর্ট অনির্বাণ ঘোষ

ক্যামেরায় অর্ঘ্য ঘোষ

https://youtu.be/p-Qt6fP7CVw?si=xl_CINPGbnlGOTmz

# # #তলাশ বার্তা # # #

20/05/2024

ভোট দিলেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জী
***********************************
ভোট গ্রহণ শুরু হতেই সকাল সকাল ভোট দিলেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী আইনজীবী সভ্যসাচী চ্যাটার্জী। নিজের কেন্দ্র হাওড়া কদমতলা আরজ বালিকা বিদ্যালয় ভোট দিলেন তিনি।জয়ের ব্যাপারে তিনি ১০০% আশাবাদী বলে জানালেন আমাদের প্রতিনিধিকে। সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। সিপিআই এজেন্টদের বসতে বাধা দেওয়া হয় মারধর করে কাসুন্দিয়া মহাকালী বালিকা বিদ্যালয়। প্রার্থী সব্যসাচী চক্রবর্তী নিজে এসে এজেন্টের বসিয়ে দিয়ে জান পরে আবার তাদেরকে বার করে দেওয়া হয।

রিপোর্ট অনির্বাণ ঘোষ
ক্যামেরা অর্ঘ্য ঘোষ

https://youtu.be/umC2cYF2qVM?si=DdSIm-MSZBhxYCE-

# # #তলাশ বার্তা # # #

Address

36/5/16, BHATTACHARJEEPARA Lane
Howrah
711104

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Telephone

+916291008456

Website

Alerts

Be the first to know and let us send you an email when Talash Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Talash Barta:

Videos

Share


Other News & Media Websites in Howrah

Show All