শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ার বাঁকড়ার নার্সিংহোমে
*************************************
শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা বাঁকড়ায়। ভাংচুর একটি বেসরকারি নার্সিংহোম। জলে ডুবে মৃত্যু এক ১২ বছরের শিশু। জানা যায়, ১২ বছরের ওই শিশু জলে ডোবার পর শিশুটিকে উদ্ধার করে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। এর পর ওই শিশুকে বাড়িতে নিয়ে গেলে হঠাৎই মুখ থেকে জল বেরিয়ে নড়ে উঠে শিশুর দেহ। এরপর শিশুর পরিবার সহ স্থানীয় মানুষ ফের নিয়ে যায় অন্য নার্সিংহোমে। ফের চিকিৎসক জানান কিশোরের মৃত্যু হয়েছে তখনই উত্তেজিত হয়ে ওঠে কিশোরের পরিবার মানুষজন ও প্রতিবেশীরা। উত্তেজিত জনতা প্রথম নিয়ে যাওয়া নার্সিংহোম ভাংচুর চালায় বলে অভিযোগ। তাদের দাবি প্রথম নার্সিংহোমে যদি চিকিৎসা করত তাহলে বাচ্চাটির মৃত্যু হত না। ঘায়োনাস্থলে ডোমজুড় থা
হাওড়া লিলুয়া ভট্টনগর ভেড়ির জলাশয় থেকে এক ছাত্রের দেহ উদ্ধার
****************************************
হাওড়া লিলুয়া থানার অন্তর্গত ভট্টনগর ঘুঘু পাড়ার আম বাগানের বাসিন্দা একটি ১৪ বছরের স্কুল ছাত্র নাম রোহিত মাইতি। ভট্টনগর কূলকমীণি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র রোহিত।
সে গতকাল বিকেল বেলা তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার নাম করে বাড়ি থেকে বেরোয়। গভীর রাত হয়ে গেল সে বাড়ি না ফেরায় বাড়ির লোকেরা তার ওই বন্ধুদের বাড়িতে গিয়ে খোঁজ করতে থাকে। বন্ধুদের থেকে বাড়ির লোক জানতে পারে বন্ধুরা বলে ও ওখানে খেলছিল তার আগে চলে এসেছে তারা কিছু জানেনা।
তার বেশ কিছুক্ষণ পর ওই অঞ্চলে খোঁজাখুঁজি করেও ওই রোহিতের কোন খোঁজ পাওয়া যায় না। তারপর তারা গভীর রাতে আসে লিলুয়া থানায় মিসিং ডায়েরি করতে। এরপরে গভীর রাতে মিসিং ডায়েরি করার পর তৎক্ষণাত লিলুয়া থানার পুলিশ প্রশাসন পুলিশ বাহিনী নিয
পুলিশের কর্তব্যের চূড়ান্ত উদাসীনতার নজির ডোমজুড়ে
*************************************
গতকাল হাওড়া ডোমজুড় থানার থেকে ঢিল ছোরা দূরত্বে জনবহুল আমতা হাওড়া রোড এর উপর ঘটে গেছিল একটি দুঃসাহসীক ডাকাতি সোনার দোকানে। ডোমজুড় থানা ও পুলিশের নাকের ডগায় এই ডাকাতি। সেই নিয়েই, পুলিশের কর্তব্যর গাফিলতির প্রশ্ন তুলেছিল ব্যবসায়ী মহল থেকে হাওড়ার সাধারণ জনগণ।
কারণ স্বরূপ আজ ঘটে গেল এরকমই একটি ঘটনা। ডোমজুড়ের ব্যস্ত রাস্তায় হাওড়া আমতা রোডের উপর।
ঘটনাটি হলো ডোমজুড় থানার অন্তর্গত এলাকা মাকড়দহ থেকে প্রাইভেট টিউশন পরে নিজের বাড়ির উদ্দেশ্যে টোটো গাড়ি করে জগদীশপুর গার্লস স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রী বাড়ি ফিরছিল। সেই ছাত্রীর বাড়ি যথাসম্ভব লিলুয়া থানা এলাকার লক্ষণপুরে ।
সেই ছাত্রীটি যখন টোটো করে বাড়ি ফিরছিল আমতা হাওড়া রোড ধরে সেই সময় কিছু দুষ্কৃতী ওই ছাত্রীটিকে ট
তৃণমূলের গোষ্ঠীকোন্দলের সংঘর্ষে উত্তপ্ত হাওড়া শিবপুর বিধানসভা দাসনগর
*****************************************
তৃণমূলের গোষ্ঠীকোন্দলের সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার শিবপুর বিধানসভার দাসনগর।
শিবপুর বিধানসভা কেন্দ্রে প্রকাশ্যে গোষ্ঠীকন্দল তৃণমূলের দু
ই গোষ্ঠীর। হাওড়া লোকসভাতে তৃণমূল এর জয় নিয়ে এক বিজয় উৎসব মিছিল চলছিল। ওই মিছিলে তৃণমূলের ব্লক সভাপতির ছেলে তার সাঙ্গ পাঙ্গ কে নিযে মদ্যপ অবস্থায় মিছীলের থেকে মহিলাদের উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ
ওঠে। এর প্রতিবাদ করলে উল্টে মহিলাদেরী মারতে থাকে মদপো অবস্থায় ওই যুবকরা। তারপর মহিলারা সঙ্গবদ্ধ হয়ে ওই যুবকদের মারতে থাকে তারফলে সে
ই মারে মাথা ফাটল শিবপুর ব্লক তৃণমূল সভাপতি মহেন্দ্র শর্মার ছেলের। মহিলাদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসবে মদ্যপ অবস্থায় এলাকার মহিলাদের উত্ত্যক্ত করতে থাকে তৃণমূল কংগ্রেসের সভাপত
হাওড়া জগৎবল্লভপুর বিডিও অফিসের সামনে থেকে বোমা উদ্ধার করল পুলিশ
***************************************
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রর জগৎবল্লভপুর বিধানসভা এলাকায় উদ্ধার বোমা। জগৎবল্লভপুর বিডিও অফিসের সামনে রবিবার দুপুর বেলা উদ্ধার হয় চারটি সক্রিয় তাজা বোমা। বিডিও অফিসের সামনে থেকেই দুপুর সাড়ে তিনটে নাগাদ শুরু হওয়ার কথা তৃণমূলের বিজয় মিছিল। আর বিজয় মিছিলের আগেই উদ্ধার হয় তাজা বোমা। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে জগৎবল্লভপুর এলাকায়। বোমা গুলি উদ্ধার করেছে বোম স্কয়াডএর সদস্যরা ও জগৎবল্লভপুর থানার পুলিশ।
যেহেতু লোকসভা ভোটে শ্রীরামপুর এলাকা থেকে কল্যাণ ব্যানার্জি বিপুল ভোটে জয়ী হয়েছিল।তাই তার এই বিজয় মিছিল আজকে চারটের সময় বেরোনোর কথা ছিল জগৎবল্লভপুর বিডিও অফিসের সামনে থেকে।
কিন্তু এলাকার সাধারণ মানুষের বক্তব্য ভোটে তৃণমূল জয়লাভ করার প
হাওড়ার লিলুয়ায় গভীর রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রক্তাক্ত চামরাইল
*****************************************
লোকসভা ভোটের গননা মিটতেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল শ্রীরামপুর লোকসভার ডোমজুরের চামড়াইলে। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ দুই তরফে আহত ৬-৭ জন। ধারালো অস্ত্রের কোপ থেকে বাদ যায়নি মহিলারাও।
চামড়াইল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা বারুই এর স্বামীর বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ অন্য গোষ্ঠীর তৃণমূল সামর্থকদের উপর। অভিযোগ অস্বীকার করে উপপ্রধান উর্মিলা বারুইয়ের অভিযোগ তাঁদের লোকের ওপরেই হামলা চালানো হয় পারিবারিক সমস্যা নিয়ে দুইজনের মধ্যে গন্ডগোল। এলাকার সাধারণ মানুষের বক্তব্য উপপ্রধান সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। এলাকা কার দখলে থাকবে সেই নিয়েই দুই গোষ্ঠীর সংঘর্ষ। কিন্তু উপপ্রধানের বক্তব্য ঘটনার বিষয় জানতে গেলে অপরপক্ষ তাদের উপর হামলা চালায় এরমধ্য
প্রসূনের সমর্থকদের উল্লাস হাওড়াতে
***********************************
ভোটের গণনা এখনো শেষ হয়নি। হাওড়া তৃণমূলের প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যায়ের জয়ের উচ্ছ্বাসে কর্মী সমর্থকদের আবির খেলে উল্লাশ হাওড়ার সর্বত্র জায়গাতে। তৃণমূল সমর্থকরা একে অপরকে আবিরে রাঙিয়ে দিচ্ছেন। সেই ছবি ধরা পরল তলাশ বার্তার ক্যামেরায়।
রিপোর্ট অনির্বাণ ঘোষ
https://youtu.be/dXLkh0usaTc?si=LLU0mdY7pPNc0gZS
###তলাশ বার্তা###
ভোট গণনার বাইরে জমায়েত হয়েছে সমস্ত দলের সমর্থকরা
**************************************
ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে হাওড়ায় চলছে ভোট গণনা আর বাইরে জমায়েত হয়েছে সমস্ত দলের সমর্থকেরা। তারই প্রতিচ্ছবি হাওড়া লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভার গণনা চলছে সাঁত্রাগাছির জেআইএস স্কুল অফ মেডিকেল সায়েন্স, রিসার্চ সেন্টার অ্যান্ড হসপিটাল ক্যাম্পাসে। এই মুহুর্তে প্রথম রাউন্ডের গণনা চলছে। গণনাকেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা।
রিপোর্ট অনির্বাণ ঘোষ
ক্যামেরা অর্ঘ্য ঘোষ
https://youtu.be/N5Fgcto1hEg?si=vYMxpsk4ia52HSLm
###তলাশ বার্তা###
হাওড়া সদরের লোকসভা ভোটের গণনা শুরু হল ত্রিস্তরীয় পুলিশি ব্যবস্থার মধ্যে সকাল আটটায়
*****************************************
ভারতবর্ষ জুড়ে চৌঠা জুন হতে চলেছে দেশের ১৮ তম লোকসভা নির্বাচনের ভাগ্য নির্ধারণ।
সারা ভারত বর্ষ জুড়ে যেমন প্রত্যেকটি ভারতবাসীর মধ্যে উৎকণ্ঠা রয়েছে নির্বাচনের ফলাফল নিয়ে।
সেই উৎকণ্ঠার দীর্ঘ প্রতীক্ষা নিয়ে আজ চৌঠা জুন শুরু হল সারা দেশ জুড়ে সকাল আটটা থেকে ভোট গণনা।
প্রত্যেক রাজনৈতিক দলই আশাবাদী সবাই রেকর্ড ভোটের মার্জিনে জয়ী হবেন।
মুখে এ কথা বললেও প্রত্যেকে বিজয়ী হওয়ার লক্ষ্যে যেমন আটছে নানা রকম ফন্দিফিকির তেমনি ধরনা দিয়েছে যে যার মত যাগ যজ্ঞ করছে যার- যার দেবতার দুয়ারে।
এতকিছু করার পরও মানসিক অশান্তিতে ভুগছে সব দলেরই রাজনৈতিক কর্মী থেকে লোকসভার প্রার্থীরা।
নির্দিষ্ট দিনে এবং রাষ্ট্রীয় নির্বাচন দপ্তরের ঘোষিত সময়ে শুরু হলো ভোট গ
হাওড়া জগৎবল্লভপুরে ঘরের তালা ভেঙে চুরি
***********************************
গত চার দিন আগে প্রকাশ্য দিবালোকে এক বৃদ্ধার হার্ ছিনতাই এর ঘটনা ঘটেছিল এই হাওড়ার জগৎবল্লভপুর থানা অঞ্চল । ফের আবারো ঘটনা ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত চাঁদুল কাজীপাড়া এলাকায়। যেটা জানা যাচ্ছে তুহিনজর আলী নামের এক ব্যক্তির বাড়িতে কেউ না থাকায় বাড়ি থেকে যাবতীয় সোনার গহনা থেকে শুরু করে টাকা পয়সা কে বা কারা রাতের অন্ধকারে চুরি করে পালায়। এবং গতকাল বিকেল চারটা নাগাদ তুহিন জোর আলীর মামা কাজী আব্দুল হায়দার বাড়ির পাশে একটি বাগানে বাঁশ কাটতে এসে দেখেন বাড়ির পেছনের দরজার তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। তারপরেই তিনি পরিবারের সকলকে নিয়ে খবর দেন তুহিনজোর আলীকে তড়িঘড়ি বাড়িতে এসে, বাড়ির ভিতরে ঢুকে দেখেন বাড়ির ভেতরে থাকা সমস্ত আলমারি ভাঙ্গা অবস্থায় রয়েছে এবং বাড়ির ভেতরে থা
সপ্তম দফা ভোটের আগে হাওড়া ব্রিজে নাকা চেকিং এর সময় উদ্ধার কয়েক লক্ষ টাকা
***************************************
আগামীকাল পয়লা জুন ২০২৪ এর লোকসভা ভোটের সপ্তম দফার অন্তিম ভোট গ্রহণ।
এই ভোট গ্রহণ কে ঘিরে চলছে রাজ্যের সমস্ত জায়গায় পুলিশের নাকা তল্লাশি। আজ সন্ধ্যের সময় হাওড়ার বিভিন্ন করিডোরে চলছে নাকা তল্লাশি। আজ সন্ধ্যের সময় ব্যস্ততম হাওড়া ব্রিজে গোলাবাড়ি থানার পুলিশ কর্মীরা নাকা তল্লাশি চালাচ্ছিলেন সেই সময় একটি বাইক আরোহীর দল এর কাছ থেকে উদ্ধার করে 9 লক্ষ 15 হাজার টাকা। এই টাকা উদ্ধারের পর ওই বাইক আরোহী ছয় জন ব্যক্তিকে আটক করে, চলছে জিজ্ঞাসাবাদ।
পুলিশের বক্তব্য আগামীকাল কলকাতায় সপ্তম দফার এবং শেষ ভোট গ্রহণ তার আগে এই টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয় সঠিক কোন উত্তর দিতে পারেনি বাইক আরোহীরা । তাই তাদের আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। তাদের আটক কর
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র হাওড়ার দাসনগর
**********************************
আর মাত্র কয়েকদিন পরেই ২০২৪ এর লোকসভা ভোটের রেজাল্ট সারা দেশ জুড়ে ।তার আগেই গোষ্ঠী দ্বন্দ্বে জের বার হাওড়ার তৃণমূল কংগ্রেস।
শিবপুর বিধানসভার অধীন দাসনগর থানার অন্তর্গত বালোটিকুরি কোঅপারেটিভ ব্যাংকের সামনে ঈশান সিং রাজপুত আনুমানিক বয়স ২৪ বছর ,বালটি কুড়ি নস্কর পাড়ার স্থায়ী বাসিন্দা। আজ তাকে সন্ধ্যের সময় তৃণমূলেরই অপর গোষ্ঠীর কিছু দুষ্কৃতী মাথায় রিভল্ভার ঠেকিয়ে সারা শরীরে ভোজালির কোপে আঘাত করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে।
রক্তাক্ত অবস্থায় সে কোন রকম প্রাণ বাঁচিয়ে অন্যত্র পালিয়ে যায়। তারপরে তাকে নিয়ে গিয়ে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করাতে নিয়ে যান তৃণমূলের ওপর কর্মীরা।
এই ঘটনাকে কেন্দ্র করে দাসনগর বালটিকুরি চত্বর হয়ে ওঠে রণক্ষেত্র। এবং আতঙ্ক ছড়ায় সাধা
হাওড়া জি টি রোড এর ওপর সালকিয়ায় ভেঙ্গে পড়ল জরাজীর্ণ ত্রিতল বাড়ি
*****************************************
আজ বড়সড় দুর্ঘটনার হাত থেকে প্রাণে বাঁচলেন বহু মানুষ। ১৯০ নম্বর জি টি রোড। বহু প্রাচীন পারিজাত সিনেমা হলের লাগোয়া এই বিল্ডিংটি শত বছর উপরেও পুরনো ছিল জরাজীর্ণ অবস্থায় বর্তমানে এই বাড়ি। এই বাড়িটি এখানে এইভাবে অবস্থান করাতে হাওড়া পৌরসভা এই বাড়ির টিকে বিপজ্জনক বাড়ি ঘোষণা করে এবং নোটিশ ও পাঠায় বিপজ্জনক অংশ ভেঙে ফেলার জন্য। কিন্তু কি অজানা কারণে ওই বাড়িটির মালিকানাধীন মানুষজনেরা সেদিকে কোন ভ্রুক্ষেপ করেনি এবং বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন। আজ দুপুরে ব্যস্ততম জি টি রোড রাস্তার পাশে এই বাড়িটি হুড় মুড়িয়ে ভেঙে পড়ে। আতঙ্কে পথচারী থেকে শুরু করে ব্যস্ত রাস্তায় পথ চলতি যানবাহন প্রাণ ভয়ে- আতঙ্কে এদিক-ওদিক ছুটতে থাকে। খবর দেওয়া হয় মালিপাচঘরা থানায় । ঘটনাস্থল
হাওড়া বাঙাল বাবু ব্রিজের মাথায় যুবকের নৃত্য
*****************************************
আজ মেঘলা আকাশের দিনও মাঝে মাঝে যখন সূর্য উঁকি দিচ্ছে পৃথিবীর বুকে মানুষ প্রচন্ড দাবদাহ থেকে যখন একটু স্বস্তি বোধ করছে। ঠিক তখনই পথ চলতি মানুষের ও প্রশাসনের অস্বস্তি বাড়িয়ে হাওড়ার বাঙাল বাবুর ব্রিজের মাথায় দেখা গেল এক ব্যক্তিকে নাচ করতে। এই দৃশ্য প্রত্যক্ষ করতে পথ চলতি মানুষ যখন এই দৃশ্যকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত, কিন্তু ওই ব্যক্তির জীবনের কথা কেউ ভাবছে না। তড়িঘড়ি খবর যায় গোলাবাড়ি থানায়।
দ্রুত তার সাথে পুলিশ এসে ওই ব্যক্তিকে ওখান থেকে নামানোর চেষ্টা করে।
কিন্তু পুলিশ ওই ব্যক্তিকে ব্রিজ থেকে নামানোতে অকৃতকার্য হয়ে খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে ওই ব্যক্তিকে দীর্ঘক্ষণের চেষ্টায় নিচে নামিয়ে আনে।
পরবর্তীকালে পুলিশ ওই ব্যক্তিকে নিয়ে গোলাবাড়ি থানায় চলে
বাবার হাতে ছুরিকাহত ছেলে হাওড়ার জগৎবল্লভপুরে
***************************************
বাবার হাতে ছুড়িকা হতো ছেলে হাওড়ার জগৎবল্লভপুরে।
মদ্যপ অবস্থায় ছেলেকে খুনের চেষ্টা বাবার, গুরুতর জখম ছেলে, ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের মানসিংহপুর শিবতলা এলাকায়।
জানা গিয়েছে আজ সন্ধ্যে নাগাদ নিজের ঘরেই ঘুমোচ্ছিলেন ছেলে রাজেশ সামন্ত, সেই সময় মদ্যপ অবস্থায় বাবা এসে ঘুমন্ত ছেলে শরীরে এলোপাতাড়ি ছুরির কোপ বসাতে থাকে ছেলের গলায়, বুকে, হাতে, পেটে, ঘরের মধ্যেই রক্তে ভেসে যায় ছেলের শরীর। রক্তারক্তি কান্ড ঘটে যায় মুহুর্তের মধ্যেই। ছেলের চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশিরা ছুটে এসে যুবককে উদ্ধার করে এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়।
ছেলেকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাবা, তাকে ধরে ফেলে গ্রামের মানুষ পরে একটি গাছে বেঁধে রাখে এলাকাবাসী। পরে গাছে বেঁধে উত
হাওড়ার লিলুয়াতে লাইনচ্যুত লোকাল ট্রেন
************************************
লিলুয়াতে লাইনচ্যুত লোকাল ট্রেন, বড়োসড় দুর্ঘটনা থেকে রক্ষা | লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় ডাউন শেওড়াফুলি লোকাল হটাৎ করেই লাইনচ্যুত হয়, উল্টোদিকে থেকে পাশের লাইনে তখন ট্রেন যাচ্ছিলো, পরিস্থিতি বুঝতে পেরে ট্রেন টি দার করিয়ে দেয় চালক |
রিপোর্ট অনির্বাণ ঘোষ
https://youtu.be/bDD-F4O8368?si=oeiCPrBbFP3-4RLL
###তলাশ বার্তা###
প্রকৃতির দুর্যগে হাওড়ার গ্রাম থেকে শহরের মানুষরা জলবন্দী ও বিধ্বস্ত
******************************************
বেশ কিছুদিন আগে থেকেই মৌসুম ভবনের পূর্ব ঘোষনা অনুযায়ী ধেয়ে আস্তে চলেছে প্রকৃতির নির্মম খেয়ালে রেমাল ঝড়। গতকাল থেকে রেমাল ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে বাংলা। সেই ঝড়ের প্রভাব পড়েছে হাওড়ার গ্রাম ও শহর জুড়ে। গত রবিবার রাত থেকে আজ সোমবার সারাদিন যে প্রকৃতির দুর্যোগের শিকার হয়ে হাওড়া শহরের বিভিন্ন অঞ্চল ঝড় এবং বৃষ্টির তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে সমস্ত দিক। বেশ কিছু অঞ্চলে বড়- বড় গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। এরই মধ্যে সমস্ত এলাকায় হয়ে রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। তারই মধ্যে জল মগ্ন এলাকা সর্বত্র। হাওড়া শহরের বিভিন্ন রাস্তা ডুবে গেছে জলের তলায়। নিচু অঞ্চল গুলিতে জল ঢুকেছে বাড়ির ভেতর। বাদ যায়নি শহর অঞ্চলের রাস্তা ও। এবং কিছু বহুতল বাড়িগুলির
প্রকৃতির রক্তচক্ষুতে মানুষ যখন দিশেহারা.সেই সুযোগে চোরের হাত থেকে রেহাই পেলো না দেবতা
********************************************
হাওড়া বালিটিকুরী কালীতলায় রবিবার রাতে কালীমন্দিরে চুরি যায় কালী মায়ের অলংকার। প্রকৃতির রক্তচক্ষু রেমাল ঝড়ের তাণ্ডবের আতঙ্কে মানুষ যখন দিশেহারা প্রত্যেকেই নিজেদের বাঁচাতে সব মানুষই প্রায় ঘর বন্দি । সেই প্রাকৃতিক দুর্যোগের সুযোগেই কালী মায়ের সমস্ত গয়না নিয়ে চম্পট দেয় চোর। সেই মন্দিরের পুরহিত জানায় মন্দিরে সিসি টিভি ক্যামেরা থাকলেও এই মুহূর্তে তা লোডশেডিং এর জন্য বন্ধ ছিল । আর সেই সুযোগ কেই কাজে লাগিয়ে মন্দিরের সাতটি তালা ভেঙে মায়ের গলার সোনার হার, কানের দুল, জিহ্বা সহ দুই ভরি সোনার গহনা ও ছয় ভরি রুপোর গহনা এবং প্রণামি বাক্সে থাকা প্রায় ত্রিশ হাজার টাকা নিয়ে দুর্যোগের রাতের অন্ধকারে চোরেরা চম্পট দেয়। কমিটির এক সদস্য জানায় ১০০ বছর
হাওড়ার বালিতে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে আক্রান্ত সাধারণ দোকানদার
******************************************
তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে নিরীহ দোকান মালিকের ওপর হামলা ও পরিবারের একমাত্র আয়ের উৎস দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। শুক্রবার রাতে বালির নিশ্চিন্দা থানার কালীতলায় এই ঘটনায় একই পরিবারের চারজন জখম হয়েছেন দুস্কৃতিদের হামলায়। দুষ্কৃতীদের হামলায় শুধু দোকান ভাঙচুরই নয় গুরুতর জখম হয়ে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন দোকানের মালিক অমিয় নস্কর। অভিযোগ মারধর করা হয় তাঁর ছেলে এবং স্ত্রীকেও। নিরীহ সাধারণ মানুষ আক্রান্ত হলেও অভিযোগ কোনও ব্যবস্থাই নেয়নি নিশ্চিন্দা থানার পুলিশ। থানায় অভিযোগ জানাতে গেলে তাঁদের মেডিক্যাল রিপোর্ট করিয়ে আসতে বলা হয় পুলিশের তরফ থেকে। এমনকি দোকানের সামনে থাকা বাইকও ভাঙচুর করা হয়। বিগত পঞ্
১৬তম হাওড়া উৎসব ২০২৪ উদ্বোধন হলো আজ
**************************************
প্রতিবছরের মতো এই বছরেও শুরু হল ২০২৪ হাওড়া উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজ্ঞানন্দ সরস্বতী মহারাজ,সুভাষ ব্যানার্জি হাওড়া পৌর নিগমের প্রাক্তন চেয়ারম্যান দেবাংশু দাস ও প্রমুখ ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মহারাজ মেলার শুভ উদ্বোধন করেন। মোট ৬৫টি স্টল এই মেলায় স্থান পেয়েছে ।২৩ শে জুন অব্দি চলবে হাওড়া উৎসব।
রিপোর্ট অনির্বাণ ঘোষ
https://youtu.be/jkujnbLXuyU?si=CUBQ2GqDeBcwL92y
###তলাশ বার্তা###