01/11/2024
আজ সন্ধ্যা ৭:১৫ মিনিটে এক জায়গায় যাচ্ছিলাম, হঠাৎ একটা জলসা থেকে এক বক্তার আওয়াজ আমার কানে এলো। শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। কালেমাই তিনি শুদ্ধভাবে পড়তে পারলো না।
لَا إِلَـٰهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُولُ اللهِ ﷺ
প্রথমের "لَا" তে শস্য পরিমাণ টানও দিল না । এরপর যা বললেন, তা আর উল্লেখ করলাম না, কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। মাখরাজের কি অবস্থা। যারা সবাই বক্তা সেজে বসে আছে, তারা শুধু বক্তার সুর এবং টানকেই বোঝে , কারণ তাদেরও একই অবস্থা। এমন বক্তারাই সমাজকে মূর্খ বানিয়ে রেখেছে।
এখনো সময় আছে, ভাইয়েরা! বক্তাকে এনে অনুষ্ঠানের চেয়ে নিজের মহল্লার ইমাম সাহেবদের কদর করুন। তাদের কাছেই দ্বীনের শিক্ষা গ্রহণ করুন এবং এলাকার মক্তবগুলো উন্নত করার চেষ্টা করুন। আমাদের কাছে দ্বীনের শিক্ষা না থাকায়, আজ আমাদের এই অবস্থা। ইমাম সাহেব না থাকলে, ইমামতির স্থানে কেউ সাহস করে দাঁড়াতে পারেন না। আর জলসায় বছরে একবার বক্তাকে এনে আমরা তার প্রশংসা করি, কিন্তু সারা বছর ইমাম সাহেবকে ভুলে যাই এবং তার বদনাম করি। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা।
আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দ্বীনের বুঝ দান করুন। আমীন !
S M S Sanaullah