KolkataR Columbus

KolkataR Columbus Please use and to tag us. ��
(4)

25/06/2023

ভালো থাকবেন তারাদের দেশে 😢
#মহীনেরঘোড়াগুলি #শেষযাত্রী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রতি জানিই শ্রদ্ধা তাঁর এই জন্মদিনে।
09/05/2023

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রতি জানিই শ্রদ্ধা তাঁর এই জন্মদিনে।

24/04/2023

প্রায় একবছর পর আজ প্রথম post। সবার সাহায্য চাই page টা কে আবার প্রকাশিত করার জন্য।।


#সাউথইন্ডিয়াট্যুরিজম


Powered by
ঐরাবৎ©

আজ এই শুভদিনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।।ফিরছি খুব তাড়াতাড়ি।।জানি অনেক দেরি হয়ে গেছে, reach প্রায় শুন্য...
15/04/2023

আজ এই শুভদিনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।।
ফিরছি খুব তাড়াতাড়ি।।
জানি অনেক দেরি হয়ে গেছে, reach প্রায় শুন্য বললেই চলে। তাও যারা পাশে ছিলেন, আছেন জানি তারাই আবার বাঁচিয়ে তুলতে পারেন।।



#ঐরাবৎ

05/10/2022

ভালো কাটুক সবার সারা বছর।
#শুভ_বিজয়া

25/09/2022
25/08/2022

After a long time we just tried to find our dead souls..
🤘

11/08/2022


10/08/2022

"দীর্ঘ কিছু মাস জীবনটা যেন একটা বিশাল সুনামির ঢেউয়ের মতো, তার জলোচ্ছাসে চারিদিক উথাল পাথাল করে দিলো।
এই যায় তো এই আসে আছড়ে পরতে আর ছিন্ন-ভিন্ন করে দিতে তার কূল কে।।
যখনি ভাবি এই হয়তো এবার থামবে, ঠিক তখনি উদ্দাম গতিতে ছুটে আসে আরও একটা বিশালকার ঘূর্ণি জলের আচ্ছাদন, আর আবারো ধ্বংস করে দেয় একটু শান্ত হওয়া মাটিটা। কূলেরই যদি এতো সমস্যা হয়! তাহলে ভাবতো মাঝ দরিয়ায় থাকা ওই মাঝিটার কি অবস্থা? কিভাবে সামাল দেবে সে তার নাও!!"
এই ভাবে কেটে যায় প্রায় ৩ বছর।।
কিন্তু ওই যে গানের কথায় আছেনা-

"একদিন সব theme যাবে, পৃথিবী আবার শান্ত হবে........."

"সেই দিনটাও এলো জীবনে সুনামির সেই জলোচ্ছাস কাটিয়ে মাঝদরিয়ায় সামাল দিলাম নিজের জীবন তরী। আর নাও এর শেষ অবধি ঝড়ের বিপরীতে লড়ে যাওয়া মাসতুল গুলো হলো অবশ্যই 'মা-বাবা'।"

তো কথাটা হচ্ছে সুনামি যখন থেমেছে তাহলে স্বাভাবিক জীবনে ফিরে আশা যাক।।
তাই আবার ফিরে আসছি স্বাভাবিক জীবনের ফাঁকে সবার জীবনে আনন্দ দিতে, শুধু মাত্র KolkataR Columbus এ।

~ একান্ত ব্যক্তিগত জীবন অধ্যায়

আবারও নক্ষত্র পতনচলে গেলেন  #তরুণমজুমদারআপনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি।।
04/07/2022

আবারও নক্ষত্র পতন
চলে গেলেন #তরুণমজুমদার
আপনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি।।

13/06/2022

বর্তমানে দেশের যা পরিস্থিতি তাতে একটা জিনিস বার বার উঠে আসছে " #ধর্ম"!!
এই ধর্ম আসলে কি??
সেই উত্তরটা কত জন পরিষ্কার দিতে পারবে সেটা জানিনা। তবে এই ঢপবাজি দিয়ে একদল পিশাচ যে প্রচুর নিরীহ প্রাণ কেরে নেবে সেটা আর জানতে বাকিনেই।।
এর উত্তর এর আগে ঘটে যাওয়া অনেক ঘটনাই সাক্ষী হয়ে আছে, নানান " #দাঙ্গার" নাম নিয়ে।।
তবে এই #দাঙ্গা টা কি যদি জানতে চাও তাহলে বলি "দাঙ্গা হলো সেটাই যেখানে কিছু পিশাচ নিজের স্বার্থ সিদ্ধির জন্য সামনের জনকে নাচায় আর এর সুযোগে বিপক্ষ্যের সারিতে থাকা আরও কিছু পিশাচ কিছু নিরীহ বোকাকে নাচিয়ে "বলির পাঁঠা" বানিয়ে নিজেরা কেটে পরে।।

যাক সব শেষে একটাই আবেদন জাতের নাম ধর্মের নামে এই ভণ্ডামি, খুনাখুনি বন্ধ হোক।। জন্ম নিক এক নতুন পৃথিবী ❤️।।




*RIP* You told us not to say   but this time u do that.Can't believe this. Rest in peace. 😭
31/05/2022

*RIP*


You told us not to say but this time u do that.

Can't believe this. Rest in peace. 😭

25/05/2022

ফিরে দেখা ২০২০
Columbus এর শুরুর কথা।।
এর হাল হকিকত।।



20/05/2022



হাউসফুল!!
এই কথাটা শুনলে যেমন ভালো লাগে ঠিক তেমনি বাংলা চলচ্চিত্র ২য় সপ্তাহে " #হাউসফুল" করে চলছে এটা শুনলে সত্যি আনন্দ হয়।।

আর এই ঘটনাটা ঘটিয়ে দেখিয়েছে পরিচালিত ছায়াছবি বা অপরাজিত। কোনো রকম তথাকথিত #ষ্টার cast ছাড়াও একটা movie কতটা সার্থকতা আনতে পারে সেটাই করে দেখালো এই ছবি IMDB তে ৯.২ রেটিং এনে ।

ছবি যেখানে শুরুর দিকে হাতে গোনা কয়েকটা হলে নিয়েছিল তার হল সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৬০(যদিও নন্দন প্রেক্ষাগৃহ এখনো ছবিটি নিতে চায়নি)।

এই ভাবেই বাংলা ছায়াছবি তার গৌরব এবং দর্শক ফিরে পাবে এই আশা রাখাই যায় এই ছবির হাত ধরে।




ভিডিও টি সংগৃহীত

16/05/2022



 আজ অর্থাৎ ১৩ই মে ২০২২ প্রকাশিত হতে চলেছে "অনিক দত্ত " পরিচালিত ছবি  #অপরাজিত।।কিন্তু কাকে নিয়ে এই movie??বাংলা তথা ভারত...
13/05/2022



আজ অর্থাৎ ১৩ই মে ২০২২ প্রকাশিত হতে চলেছে "অনিক দত্ত " পরিচালিত ছবি #অপরাজিত।।
কিন্তু কাকে নিয়ে এই movie??
বাংলা তথা ভারতীয় চলচিত্রের এক অন্যতম দিকদর্শক
কে নিয়ে। বাঙালী সিনেমা প্রেমী থেকে শুরু করে, গোয়েন্দা fan-রা সবাই যার নামে এক কথায় লাফিয়ে ওঠে তাঁকে নিয়ে এই movie...

তা তাঁকে নিয়ে যখন সবাই এতো লাফায়! তাহলে তাঁর যে ছবির জন্য ভারতে এলো সেই Golden Lady মানে সেই ছবি তৈরির দৃশ্যায়নটা কেন "hall" পাচ্ছেনা?? আর পেলেও কেন উদ্ভট time schedule এ বাঁধা তার পরিসর!?

এই কিছু দিন আগেই #নন্দন এ অনুষ্ঠিত হয়ে যাওয়া কলকাতা film এর সবথেকে বড়ো উৎসব, যেখানে এর theme ছিলেন স্বয়ং "সত্যজিৎ" আজ সেই "নন্দন" এই screen পেলো না তাঁকে দিতে চাওয়া tributed movieটা !!.

বিতর্কে যাবোনা। কিন্তু শেষে বলে রাখা ভালো বাঙালী নিজের শুভবুদ্ধির জাগরণ ঘটাও। আজ যারা তোমাদের চেনাচ্ছে তোমাদের শিল্পকলা! তাঁরা নিজেরা বাঙালীর ঐতিহ্য সম্পর্কে ওয়াকিবহাল নয়। শুধু তোমাদের ব্যবহার করছে নিজেদের স্বার্থে। আজ সেই সব ব্যক্তিগণ চুপ। পাছে রাজা সাজা দেয়।বাংলার সংস্কৃতি কে বাঁচাতে গেলে রাজনীতি দূরে ঠেলে সঠিক পথ বেছে নেওয়া হোক।।

সবাইকে আহ্বান জানাই আজ যত জনের পক্ষে সম্ভব একসাথে গিয়ে "hall" ভরাও। দেখো রঙের চাপে যেন #সত্যজিৎরায় অপমানিত না হোন।।



03/05/2022

আর ঠিক ১০ দিন প-RAY

02/05/2022

Happy


02/05/2022


Satyajit Ray it's the name of glory of not only literature but also the whole ..
it's a tribute to him on his 102th birth anniversary with his creation 1956..

01/05/2022

থাকব নাকো বদ্ধ ঘরে
দেখব এবার জগৎটাকে.....
মানুষের ইচ্ছাশক্তি চিরকালই হার মানিয়ে এসেছে সমস্ত প্রতিকূলতাকে.....আর সেইরকমই একজন মানুষ পুরুলিয়া জেলার বাঘমুন্ডি এলাকার Akshay Bhagat; যিনি ঘর থেকে বেরিয়ে ছিলেন অতি সাধারণ একটি সাইকেল ও পকেটে মাত্র দুহাজার টাকা নিয়ে আর 410 দিন পর সমগ্র ভারত ভ্রমণ করে ফিরে এসেছিলেন একটা ভালো সাইকেল, পকেটের সেই দুহাজার টাকা, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, অনেক মানুষের বন্ধুত্ব এবং অনেক মানুষের নতুন আশা নিয়ে।
বাঙালির তথা ভারতের গর্ব পুরুলিয়ার ছেলে অক্ষয় ভগৎ এখন বেড়িয়েছেন ভবিষ্যৎ প্রজন্মকে এক সুন্দর পৃথিবী উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে সাইকেল পথে বিশ্বভ্রমণে; হ্যাঁ ঠিকই শুনছেন World Tour....পুরুলিয়া থেকে কলকাতা হয়ে ঝাড়খণ্ড, তারপর দিল্লি থেকে প্রথমে উড়ে যাবে আফ্রিকা মহাদেশে। তার মাঝেই কলকাতায় থাকাকালীন ময়দানের মাঠে বসে অক্ষয়দার ভারত ভ্রমণের অভিজ্ঞতা এবং বিশ্বভ্রমণের পরিকল্পনার গল্প শোনার সৌভাগ্য আমাদের হয়েছিল, যা আপনাদের সকলের সাথে শেয়ার করা হল.....
দাদার ভ্রমণের সমস্ত ভিডিও update পেতে Subscribe করে রাখুন নীচের দুটি চ্যানেলে:
https://youtube.com/channel/UCAkys8U1JFqQXZlV_cFlqgQ এবং
https://youtu.be/EM8yLcdph6s
দাদার বিশ্বভ্রমণের জন্য প্রয়োজন আপনাদের আশীর্বাদ, শুভকামনা, ভালোবাসা সর্বোপরি মানসিক সহায়তা; আর বাড়ির বাইরে তথা দেশের বাইরে সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হল আর্থিক সহযোগিতা, আপনাদের সকলকে অনুরোধ যদি পারেন নীচের Account এ সাধ্যমত আর্থিক সহায়তা করুন....
Bank Acc No -- 50100357507547
IFSC -HDFC0000712
Google pay/Phonepe/Paytm No: 7364895795
এছাড়াও দাদার সাথে যোগাযোগ করার জন্য Call করতে পারেন 📱7364895795 নাম্বারে।
ভিডিও লিঙ্ক: https://youtu.be/9vE72o31n3Y
(Headphone recommended for better sound quality)
KolkataR Columbus

#মেঘফেরি #সাইকেলে_বিশ্বভ্রমন


#চাঁদের_পাহাড়ের_পথে

রাতপোহালেই নিজামুদ্দিন ❤️Fakira
29/04/2022

রাতপোহালেই নিজামুদ্দিন ❤️

Fakira


আগামী ৩০শে এপ্রিল, 'রেড এফএম পয়লা বৈঠক'
থাকছি আমরা এবং সাথে আরো অনেক গুণী শিল্পী
অন্যান্য অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪:৩০ থেকে
ফকিরার অনুষ্ঠান সন্ধ্যে ৭:৩০ থেকে
সিটি সেন্টার ১ এর কুন্ড এলাকায়
প্রবেশ অবাধ। সদল বলে চলে আসুন। আনন্দ হবে।

Red Fm - Poyla Boithak
30th April, Salt Lake, City centre 1, Kund area
Event will start from 4:30 in the evening
FAKIRA live from 7:30pm onwards
Open to all
Please come with all your people, join us to spend the musical evening together...

চলচ্চিত্র জগতে অনেক মহাজন, জমিদার এসেছেন আবার চলেও গেছেন।।।কিন্তু শিলা তাঁর নামই লেখা হয় যিনি একটি গোটা সাম্রাজ্য বা ঘরা...
23/04/2022

চলচ্চিত্র জগতে অনেক মহাজন, জমিদার এসেছেন আবার চলেও গেছেন।।।
কিন্তু শিলা তাঁর নামই লেখা হয় যিনি একটি গোটা সাম্রাজ্য বা ঘরানার সৃষ্টি করে যান।।
তাই আজ এই দিনে সেই চলমান সাম্রাজ্যর পথিকৃত কে জানাই--- " #মহারাজা_তোমারে_সেলাম"



1887 সালে আজকের দিনেই প্রবাদ প্রতিম  এবং পদ্মভুষণ প্রাপ্ত চিত্রাঙ্কন শিল্পী  #যামিনীরায় জন্ম গ্রহণ করেন।।তাঁকে জানাই আমা...
20/04/2022

1887 সালে আজকের দিনেই প্রবাদ প্রতিম এবং পদ্মভুষণ প্রাপ্ত চিত্রাঙ্কন শিল্পী #যামিনীরায় জন্ম গ্রহণ করেন।।

তাঁকে জানাই আমাদের প্রণাম ...।🙏🙏

আজ নাকি    . এবার কথাটা হচ্ছে আমাদের  #কলকাতা তে এতো   থাকার পরে বাইরে দেখে তো লাভ নেই..তাই আর কি থাকছি কলকাতা তেই কিন্ত...
18/04/2022

আজ নাকি . এবার কথাটা হচ্ছে আমাদের #কলকাতা তে এতো থাকার পরে বাইরে দেখে তো লাভ নেই..

তাই আর কি থাকছি কলকাতা তেই কিন্ত টা হোক না.. 🤘🤘



"মাঝি নাও ছাড়িয়া দে "কোনো এক দুপুরে বিষন্ব রোদে পুরে ছবিটা তুলে ছিলাম.. 📷
17/04/2022

"মাঝি নাও ছাড়িয়া দে "

কোনো এক দুপুরে বিষন্ব রোদে পুরে ছবিটা তুলে ছিলাম.. 📷

Address

NS Road
Howrah
711104

Alerts

Be the first to know and let us send you an email when KolkataR Columbus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KolkataR Columbus:

Videos

Share

Nearby media companies


Other Broadcasting & media production in Howrah

Show All