22/12/2025
#বইমেলার_বই
আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৬
বই :এভাবে চলে যেতে দেবোনা
কবি :আরণ্যক বসু
প্রকাশন: প্রসর প্রকাশনী
প্রকাশক: পিয়ালী মিত্র চন্দ্র
প্রচ্ছদ:পামেলা পাখি বসু
#কবিতার_বই
এই কবিতা গ্রন্থ মূলত অন্যায়, শোষণ, বৈষম্য ও দমননীতির বিরুদ্ধে কবির সৃজনশীল উচ্চারণের সংকলন। এ ধরনের গ্রন্থে কবিতা শুধু নান্দনিকতার জন্য নয়—এটি হয়ে ওঠে প্রতিবাদ, প্রতিরোধ ও সামাজিক বিবেকের ভাষা। শব্দ এখানে অস্ত্র, ছন্দ এখানে মিছিল।
বাংলা সাহিত্য-ঐতিহ্যে প্রতিবাদের কবিতার শক্তিশালী ধারাটি দীর্ঘদিনের। বিদ্রোহী চেতনা থেকে শুরু করে শ্রমজীবী মানুষের বেদনা, রাষ্ট্রীয় দমন, লিঙ্গবৈষম্য, সাম্প্রদায়িকতা ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কবিতায় উঠে আসে জোরালো প্রশ্ন ও প্রত্যয়। এ গ্রন্থে ব্যক্তিগত অভিজ্ঞতা ও সমষ্টিগত যন্ত্রণার মিলনে তৈরি হয় তীব্র মানবিক আবেদন।
প্রতিবাদের কবিতা গ্রন্থ পাঠককে কেবল আবেগে নাড়িয়ে দেয় না; চিন্তায়ও উদ্বুদ্ধ করে। এটি ক্ষমতার ভাষার বিপরীতে দাঁড়ানো বিকল্প ভাষা—যেখানে নীরবতা ভাঙে, ইতিহাসের আড়াল থেকে সত্য কথা বেরিয়ে আসে। ফলে এমন গ্রন্থ সময়ের দলিল হয়ে থাকে এবং প্রজন্মকে সচেতন, সাহসী ও মানবিক হতে আহ্বান জানায়।
#প্রসর_প্রকাশনী