Kobitar Vela - কবিতার ভেলা

Kobitar Vela - কবিতার ভেলা 𝐊𝐎𝐁𝐈𝐓𝐀𝐑 𝐕𝐄𝐋𝐀 💞
আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা
প্রকাশক ও পুস্তক বিক্রেতা 🙏 E-mail : [email protected]
https://www.instagram.com/kobitarvela
(4)

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১; ১২ আশ্বিন ১২২৭ – ১৩ শ্রাবণ ১২৯৭ বঙ্গাব্দ) ঊনবিংশ শতকের একজন ...
26/09/2024

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১; ১২ আশ্বিন ১২২৭ – ১৩ শ্রাবণ ১২৯৭ বঙ্গাব্দ) ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ছিলেন। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজপাঠ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশুপাঠ্য বর্ণপরিচয়-সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা। নারীমুক্তির আন্দোলনেও তার অবদান উল্লেখযোগ্য।

 #কবিতার_ভেলা_শারদীয়া_১৪৩১ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সুসম্পন্ন হল গত ২২ শে সেপ্টেম্বর ২০২৪ রবিবার দুপুর ১টায় হুগলী...
22/09/2024

#কবিতার_ভেলা_শারদীয়া_১৪৩১ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সুসম্পন্ন হল গত ২২ শে সেপ্টেম্বর ২০২৪ রবিবার দুপুর ১টায় হুগলী জেলার কাপাসডাঙায় কবি ফটিক চন্দ্র বিশ্বাস মহাশয়ের বাসভবনে। স্বাগত ভাষন দেন কবিতার ভেলার কর্ণধার প্রমতম সী। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কল্যাণী মণ্ডল। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আলোচনায় অংশ নেন কবি সুনীল চট্টোপাধ্যায়, ফটিক চন্দ্র বিশ্বাস, বিশিষ্ট ঔপন্যাসিক বিমল চন্দ্র গড়াই, বিশিষ্ট সাহিত্যানুরাগী ও সংগঠক জগজ্জ্যোতি মণ্ডল, ঔপন্যাসিক অমরেন্দ্রনাথ পাল, কবি তুষার রঞ্জন মণ্ডল, প্রলয় বসু প্রমুখ। কবিতা পাঠে অংশ নেন বিশ্বনাথ চৌধুরী, গৌরী সেন, পঙ্কজ বাবু, অজয় সাহা প্রমুখ। সংগীত পরিবেশন করেন অসিত মিস্ত্রি। কবিতার ভেলার শারদীয় সংখ্যা ১৪৩১ এর মোড়ক উন্মোচন হয়। কবিতার ভেলা পাবলিশার্স থেকে কবি ফটিক চন্দ্র বিশ্বাস এর তিনটি পুস্তক প্রকাশিত হয়। দুটি কাব্যগ্রন্থ নীল আকাশের যাত্রী এবং মেঘ বালিকা। একটি গল্প সংকলন জীবনস্মৃতি। এছাড়াও তপন কুমার চ্যাটার্জীর প্রথম প্রকাশিত গল্পসংকলন কমলিকা বইটি প্রকাশিত হয়। কবিতার ভেলার প্রধান উপদেষ্টা অমরেন্দ্রনাথ পাল বর্তমান সামাজিক দৃশ্যপট নিয়ে তার মূল্যবান বক্তব্য তুলে ধরেন এবং তারপর অভয়ার ন্যায় বিচারের দাবীতে এক মিনিট নিরবতা পালন করা হয়। সবশেষে সভাপতি তুষার রঞ্জন মণ্ডলের সমাপ্তি ভাষনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

21/09/2024
আনুষ্ঠানিক প্রকাশ ২২শে সেপ্টেম্বর ২০২৪
17/09/2024

আনুষ্ঠানিক প্রকাশ ২২শে সেপ্টেম্বর ২০২৪

13/09/2024

Address

𝐀𝐛𝐡𝐨𝐲𝐧𝐚𝐠𝐚𝐫
Howrah
711205

Telephone

+916289872302

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kobitar Vela - কবিতার ভেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kobitar Vela - কবিতার ভেলা:

Videos

Share

Category

Nearby media companies