আমরা সকলেই প্রায় স্পাইডারম্যানকে জাল বোনা নিয়ে অনেক কারসাজি করতে দেখেছি। কিন্ত বাস্তব জীবনে অষ্টপদী মাকড়সা কিভাবে জাল বোনে, সেটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে ইংরেজি বিষয়ে স্নাতকস্তরে পাঠরত একজন ছাত্র Raghunandan Nayak.
বাড়ির সর্বত্র বিচরণকারী Orb-weaver নামক এই মাকড়সা জাল বোনায় বেশ দক্ষ। এই জাল দেখতে অনেক কোমল প্রকৃতির মনে হয়, যেন ফুলের ঘায়েও মূর্চ্ছা যায়। তবে বাস্তবে এটি বেশ শক্ত; বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও এই জাল অক্ষত থাকে। কীটপতঙ্গ ধরার জন্য মাকড়সা তার নিজের পেটের নিচের দিকের এক ছোট ছিদ্রনিঃসৃত লালা দিয়ে রেশমের মতো এই সূক্ষ্ম জালটি তৈরি করে।
আপনারাও যদি এরকম কোনো ছবি বা ভিডিও আমাদের পেজে পোস্ট করতে চান তাহলে নিজের নাম ও পেশা উল্লেখ করে ছবিটি পাঠিয়ে দিন আমাদের নিম্নলিখিত ইমেল এড্রেসে:
[email protected]
Opportunities in Biological Science after 12th
ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আমাদের "বিজ্ঞানে Career জিজ্ঞাসা" সিরিজের প্রথম তিনটি ভিডিও, যাতে সকলের বিপুল সাড়া পেয়ে আমরা আপ্লুত। সিরিজের আজ চতুর্থ পর্বের ভিডিওর বিষয় Biological Science (জীববিদ্যা)। এই বিষয়ের উপরে কেরিয়ার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আমাদের আজকের অতিথি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একাধিক কলেজের Botany বিষয়ের অতিথি অধ্যাপক Dr. Mayukh Das। মাননীয় অধ্যাপক যেভাবে তাঁর ব্যস্ত কর্মসূচি থেকে সময় বের করে দিগন্তের পাশে থেকেছেন, আমরা তার জন্য কৃতজ্ঞ।
আমরা দিগন্ত পত্রিকার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রথম থেকে আমাদের এই কাজে উৎসাহিত করার জন্য। আপনাদের ভালোবাসা ও অক্লান্ত সাহায্যে আমরা আজ ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই ভিডিওটি সকলের সামনে উপস্থাপিত করতে পারছি।
সবশেষে, সকলকে অনুরোধ করবো, অনুগ্রহ করে ভিডিওটি দেখুন ও নিজে
Opportunities in Mathematics after 12th
ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আমাদের "বিজ্ঞানে Career জিজ্ঞাসা" সিরিজের প্রথম দুটি ভিডিও, যাতে সকলের বিপুল সাড়া পেয়ে আমরা আপ্লুত। সিরিজের আজ তৃতীয় পর্বের ভিডিওর বিষয় Mathematics (গণিতবিদ্যা)। এই বিষয়ের উপরে কেরিয়ার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আমাদের আজকের অতিথি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সিটি কলেজের অধ্যাপক Mr. Nihar Sarkar। মাননীয় অধ্যাপক যেভাবে তাঁর ব্যস্ত কর্মসূচি থেকে সময় বের করে দিগন্তের পাশে থেকেছেন, আমরা তার জন্য কৃতজ্ঞ।
আমরা দিগন্ত পত্রিকার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রথম থেকে আমাদের এই কাজে উৎসাহিত করার জন্য। আপনাদের ভালোবাসা ও অক্লান্ত সাহায্যে আমরা আজ ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই ভিডিওটি সকলের সামনে উপস্থাপিত করতে পারছি।
পত্রিকার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই অনুষ্ঠানের সঞ্চালক তথা পদার্থবিদ্যার
উচ্চমাধ্যমিকের পরে Chemistry নিয়ে পড়ে ভবিষ্যতে কিভাবে কেরিয়ার বানানো যাবে ?
গতকাল থেকে শুরু হয়েছে আমাদের "বিজ্ঞানে Career জিজ্ঞাসা" সিরিজ। গতকাল প্রথম পর্বে বিপুল সাড়া পেয়ে আমরা আপ্লুত। সিরিজের আজ দ্বিতীয় পর্বের বিষয় Chemistry (রসায়ন)। এই বিষয়ের উপরে কেরিয়ার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আমাদের আজকের অতিথি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সিটি কলেজের অধ্যাপক Dr. Arindam Rana। মাননীয় অধ্যাপক যেভাবে তাঁর ব্যস্ত কর্মসূচি থেকে সময় বের করে দিগন্তের পাশে থেকেছেন, আমরা তার জন্য কৃতজ্ঞ।
আমরা দিগন্ত পত্রিকার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রথম থেকে আমাদের এই কাজে উৎসাহিত করার জন্য। আপনাদের ভালোবাসা ও অক্লান্ত সাহায্যে আমরা আজ ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই ভিডিওটি সকলের সামনে উপস্থাপিত করতে পারছি।
পত্রিকার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই অনুষ্ঠানের সঞ্চালক তথা পদার্থবিদ্যার ছাত্র,বিতার্কিক,নানা স্ত
আজ থেকে শুরু হল "বিজ্ঞানে Career জিজ্ঞাসা" সিরিজ। সিরিজের প্রথম পর্বের বিষয় Physics (পদার্থবিদ্যা)। এই বিষয়ের উপরে কেরিয়ার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের আজকের অতিথি সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপিকা Dr. Gayatri Banerjee । মাননীয়া অধ্যাপিকা যেভাবে তাঁর ব্যস্ত কর্মসূচি থেকে সময় বের করে দিগন্তের পাশে থেকেছেন, আমরা তার জন্য কৃতজ্ঞ।
আমরা, দিগন্ত পত্রিকার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রথম থেকে আমাদের এই কাজে উৎসাহিত করার জন্য। আপনাদের ভালোবাসা ও অক্লান্ত সাহায্যে আমরা আজ ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই ভিডিওটি সকলের সামনে উপস্থাপিত করতে পারছি।
পত্রিকার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই অনুষ্ঠানের সঞ্চালক তথা পদার্থবিদ্যার ছাত্র,বিতার্কিক,নানা স্তরে পুরস্কৃত বক্তা,লেখক, Mr. Anirban Ghosh কে, যিনি সর্বদা দিগন্ত পত্রিকার পাশে থেকেছেন হাসি
#Mark_25th_July_on_your_calender
Science stream নিয়ে উচ্চমাধ্যমিক পাশ তো হলো, এরপর ঠিক কি? পছন্দের subject নিয়ে গ্র্যাজুয়েশন? কিন্তু তাতে career গড়ার future scopes গুলো কিরকম?
দিগন্ত পত্রিকা নিয়ে আসছে এই সমস্ত প্রশ্নের জবাব।
আগামী ২৫শে জুলাই,২০২১ আসছে এই সিরিজের প্রথম ভিডিও। দেখতে ও শেয়ার করতে ভুলবেন না...
বিজ্ঞানের গল্পকথা - পর্ব ৩
পরিবেশনায় - টিম দিগন্ত
কলমে - Chinmoy Biswas
কন্ঠে - Dipanjali Sarkar, Deepak Chowdhury
দিগন্ত পত্রিকার তরফ থেকে ধন্যবাদ জানাই দীপাঞ্জলি আর চিন্ময়কে, এরকম একটা অসাধারণ ভিডিও উপস্থাপনা করার জন্য।
দর্শকের অ্যাপ্রিশিয়েশন, আমাদের ইন্সপিরেশন।।
তাই সবার মতামত একান্ত কাম্য।
বিজ্ঞানের গল্পকথা - পর্ব ১ পরিবেশনায় - টিম দিগন্ত
বিজ্ঞানের গল্পকথা : পর্ব - ১
পরিবেশনায় - টিম দিগন্ত
কলমে - Chinmoy Biswas
কন্ঠে - Dipanjali Sarkar, Chinmoy Biswas, Dipendu Halder.
দিগন্ত পত্রিকার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ দীপাঞ্জলি, দীপেন্দু আর চিন্ময়কে এরকম একটা অসাধারণ ভিডিও উপস্থাপনা করার জন্য।
দর্শকের অ্যাপ্রিশিয়েশন, আমাদের ইন্সপিরেশন।।
তাই সবার মতামত একান্ত কাম্য।