10/03/2022
#প্রেস_বিবৃতি ১০/০৩/২০২২
গতকাল গভীর রাতে হুগলির আরামবাগের হাজি রেজাক সরকার কিছু ছিনতাইকারী দুষ্কৃতির হাতে প্রচন্ডভাবে প্রহৃত হয়েছেন। সঙ্গে আরো কয়েকজন আক্রান্ত হয়েছেন। আরামবাগ থানার ইয়াদপুর গ্রামের ব্লু স্টার ক্লাবের পাশে এই ঘটনা ঘটে। দুষ্কৃতিরা সবাই তৃণমূল কংগ্রেস আশ্রিত বলে জানান আক্রান্ত পরিবার । রেজাক সরকার ঘোলদিগরুই মসজিদের ঈমাম। উনি ঐসময় একটি ধর্মীয় কাজ থেকে বাড়ি ফিরছিলেন। এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ দেখা দেয়। দুষ্কৃতিদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ইমাম সাহেবকে প্রথমে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। নাক মুখ পুরো রক্তাক্ত করে দেয়, ইট দিয়ে থেঁতলে পা ও বুকের পাঁজরের হাড় ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা ।আরো অভিযোগে জানা যায় শাসকদলের প্রশ্রয় এই দুষ্কৃতীদের তোলাবাজি গুন্ডামি মস্তানি করা পেশা হয়ে দাঁড়িয়েছে, এদের জোর জুলুমে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আছে।
আজ তাঁকে দেখতে যান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ও বিধায়ক মহম্মদ নওসাদ সিদ্দিকী। এক বিবৃতিতে তিনি বলেন, দেখেশুনে মনে হচ্ছে এখানে জঙ্গল রাজ চলছে। প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও দলিত, আদিবাসী মুসলমান
পিছড়েবর্গের মানুষরা আক্রান্ত হচ্ছেন। ধর্মীয় গুরু ইমাম সাহেবরাও আক্রান্ত হচ্ছেন, এটা চলতে পারে না। শাসক দলের ভোট মেশিনারি হয়ে কাজ করার জন্যই কি এই দুষ্কৃতীদের অবাধ ছাড় দেওয়া হচ্ছে? পুলিশ-প্রশাসন কি দলদাস হয়ে থাকবে? বিষয়টি নিয়ে বিধানসভায় সরব হবেন বলে তিনি জানান।
ধন্যবাদান্তে,
বিশ্বজিত মাইতি,
রাজ্য সাধারণ সম্পাদক,
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট