শৈশবের স্মৃতি মাখা সে দিনগুলি কতোইনা আনন্দের ছিল ।
সেই সোনালী দিনগুলো বড্ড বেশি মিস করি। হয়তো আর কখনো ফিরে পাবো না এই শৈশবের সেই সময় টুকু, দুরন্তপনা ছবির বাস্তব অভিজ্ঞতা যার জীবনে ঘটেছে সেই বুঝতে পারবেন কতই না সুন্দর ছিল শৈশবকাল।
আধুনিকতার এই যুগে হারিয়ে যাচ্ছে আমাদের শৈশবের এই অমূল্য আনন্দগুলো,, আমরা যতই ভার্চুয়াল নির্ভর হচ্ছি ততই একাকীত্ব আমাদের ঘিরে ধরেছে ।ডিপ্রেশন, মানসিক চাপ, ক্যারিয়ারের চিন্তা সবকিছু মিলিয়ে বর্তমান শিশুরা এই আনন্দগুলো পাচ্ছেনা।
পরিশেষে একটা কথাই বলতে হয় "যেতে নাহি দিতে হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায় শৈশব ।" আজকের এই হাল্কা বৃষ্টির মধ্যে চলছে কাঁদা মেখে ফুটবল খেলা।
©©
এদের উপর অত্যাচার করবেন না। এদের কে ভালোবাসুন।
হরিপাল হতে ভান্ডারহাটি পর্যন্ত ঐতিহাসিক দৌড় প্রতিযোগিতা
পীরের আওলাদের ডাকে ভক্তদেরঠল চলছে প্রতিবাদ সভা।
পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানি পৌঁছানোর কাজ জোর কদমে।
পাইপ লাইনের কাজ চলছে রাস্তা ক্ষতি করে!
2023 এর পয়লা জানুয়ারি তেই রাস্তায় অবস্থা!
NRC তে কি কিলাগবে জানিয়ে দিলেন দিদি !
এই ব্যাক্তি কি বলছেন না শুনলে মিস্ করবেন।
এই ব্যাক্তি কি বলছেন না শুনলে মিস্ করবেন।
আপনার চেনা যায়গা!
আপনার চেনা যায়গা!