পুলিশের আন্ডারপ্যান্টে তৃণমূলের ছাঁপ মারা আছে ।
পুলিশের আন্ডারপ্যান্টে তৃণমূলের ছাঁপ মারা আছে
ব্যাপক ক্ষতি সবজি চাষে।রেহাই কিছু টা ধান চাষে
জলপাইগুড়ি, সায়ন সেন:-- ব্যাপক ক্ষতি সবজি চাষে।রেহাই কিছু টা ধান চাষে।সিকিমের বিপর্যয়ের জন্য জেলার সবজি চাষ ক্ষতিগ্রস্ত হলেও, ধান চাষে বড় কোনও প্রভাব পড়েনি। জেলা কৃষি দপ্তরে আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে জানালেন কৃষি দপ্তরের মুখ্য সচিব ওঙ্কার সিং মিনা। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে ব্যাপারে তার একটা রিপোর্ট আমরা চেয়েছি। এদিকে এদিন ক্ষয়ক্ষতি প্রসঙ্গে পরিসংখ্যান তুলে ধরেন জেলা কৃষি দপ্তরের আধিকারিক বৃন্দাবন চন্দ্র রায়। তিনি বলেছেন জেলার মধ্যে তিস্তা তীরবর্তী ময়নাগুড়ি, মালবাজার, সদর ও রাজগঞ্জ ব্লকের কিছু অংশে চাষের ক্ষতি হয়েছে। কৃষি দপ্তরের মুখ্য সচিব ওঙ্কার সিং মিনার সুরে সুর মিলিয়ে তিনি বলেন, সবজি চাষেই প্রভুত ক্ষতি হয়েছে। এক্ষেত্রে বানভাসি যাঁরা, বাংলা শস্য বীমার অধীনে আছেন, তাঁরা বীমার সুবিধা পাবেন। য
নদীর স্বচ্ছতা বজায় রাখতে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবুজায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ!
জলপাইগুড়ি, সায়ন সেন:-- নদীর স্বচ্ছতা বজায় রাখতে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবুজায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ! সূদুর আসাম থেকে জলপাইগুড়িতে সচেতনতার বার্তা দিলে এলেন অরণ্য প্রেমী তথা পদ্মশ্রী যাদব পায়েং। এদিন জলপাইগুড়ি 'অভিমুখ' এবং জলপাইগুড়ি 'প্রকৃতি প্রেমী ' সংগঠনের উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে পদ্মশ্রী যাদব পায়েং কে উত্তরীয় , ফুলের তোরা সহ মেমেন্টো দিয়ে সংবর্ধিত করা হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে । এছাড়াও এদিন বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের তরফেও সংবর্ধিত করা হয়। এদিন তিনি (যাদব পায়েং) নিজের হাতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন জলপাইগুড়ির করলা নদীতে । জলপাইগুড়ি প্রকৃতি প্রেমী সংগঠনের কনভেনার দেবাঞ্জন বক্সী বলেন, আমরা পরিবেশকে রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ গ্রহন করছি। অসমের পরিবেশখ্যাত পদ্মশ্রী যাদব পায়েং এর শরনাপন্
চেয়ারম্যানের বাড়ি ও টাকি পৌরসভায় তল্লাশি চালানোর পর সাড়ে ছয় ঘন্টা বাদে টাকি ছাড়ল সিবিআই।।
টাকি পৌরসভার চেয়ারম্যানের বাড়ি ও টাকি পৌরসভায় তল্লাশি চালানোর পর সাড়ে ছয় ঘন্টা বাদে টাকি ছাড়ল সিবিআই। প্রদীপ সরকার।
অসহায় বানভাসি এবং দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালো বঙ্গ ইউথ সোসাইটি
অসহায় বানভাসি এবং দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালো বঙ্গ ইউথ সোসাইটি ও জনসেবা হেলথ ক্লিনিক এন্ড নার্সিংহোম কর্তৃপক্ষ
মালদা, ৮ অক্টোবর। মালদায় মহানন্দা নদীর জলে প্লাবিত হয়েছে বহু ঘরবাড়ি। আশ্রয়হীন হয়ে পড়েছে অনেক পরিবার। আর সেইসব বানভাসি পরিবারের পাশে দাঁড়ালো বঙ্গ ইউথ সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা । আর সেই সংস্থাকে সব রকম ভাবে সহযোগিতা করেছে মালদার জনসেবা হেলথ ক্লিনিক এন্ড নার্সিংহোম কর্তৃপক্ষ। শনিবার বিকেলে বানভাসি মানুষদের ত্রাণ বিলি এবং রাতে মালদা টাউন স্টেশনের দুঃস্থ মানুষদের পেটপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয় বঙ্গ ইউথ নামক সংস্থা ও জনসেবা হেলথ ক্লিনিক এন্ড নার্সিংহোমের পক্ষ থেকে । আর এই সামাজিক গঠনমূলক কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি আবু রাইহান, জনসেবা নার্সিংহোমের কর্ণধার এম ডি হামি
নিউটাউন এলাকার ভাড়াবাড়ি থেকে সুটকেস বন্দী কালিয়াচকের ওই ছাত্রের দেহ উদ্ধার করে পুলিশ।
মালদা, ৬ অক্টোবর। বৃহস্পতিবার গভীর রাতে কলকাতা নিউটাউন এলাকার ভাড়াবাড়ি থেকে সুটকেস বন্দী মালদার কালিয়াচকের ওই ছাত্রের দেহ উদ্ধার করে পুলিশ। অপহরণের পর ৩০ লক্ষ টাকা মুক্তিপণ না দেওয়াই ওই ছাত্রকে খুন করেছে দুষ্কৃতীরা বলে অভিযোগ করেছেন মৃতের পরিবার। আর বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক এলাকায়। শনিবার সকালে কালিয়াচক-৩ ব্লকের বীরনগর-২ গ্রাম পঞ্চায়েতের ১৬ মাইল গুরুটোলা গ্রামে এসে পৌছায় মৃত ছাত্রের কফিনবন্দি দেহ। হাজার হাজার মানুষের ঢল নামে। জানাজার নামাজে ১৬ মাইল ঈদগাহাতে ভিড় উপচে পড়েছিল। শনিবার সকাল ৯ টা নাগাদ ১৬ মাইল কবর স্থানে কবর দেওয়া হয় মৃত ছাত্রের।
পুলিশের প্রাথমিক অনুমান, নেশাগ্রস্ত জাতীয় কোন পদার্থ খাইয়ে তার একপরে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই ছাত্রকে। মৃত ছাত্রের দেহ উদ্ধারের পর তার মুখে সেলোটেপ বাধা
সাবধান হাইস্কুলে ছাত্র ছাত্রীরা বোতলবাড়ি সাবধান রাজ্য সড়কে ৬ ঘন্টা ধরে অবরোধ
করনদিঘী,৭ অক্টোবর।
শনিবার দুপুর ১২ টার সময় উওর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত সাবধান হাইস্কুলে ছাত্র ছাত্রীরা বোতলবাড়ি সাবধান রাজ্য সড়কে ৬ ঘন্টা ধরে অবরোধ করে বিক্ষোভ, স্কুলের ছাত্র ছাত্রীরা বলেন সাবধান হাইস্কুলে সময় মতো শিক্ষক শিক্ষিকারা আসছে না পড়াশোনা হচ্ছে না, মিডিমিল রান্না হয় না তাই এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়, পথ অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘী থানার পুলিশ ,সাবধান হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক বলেন সাবধান হাইস্কুলে ৪ হাজার ছাত্র ছাত্রী পড়াশোনো করে ১২ জন মাত্র শিক্ষক রয়েছে, তাই ঠিক মতো সব ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না আর এতেই ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন, গোটা ঘটনাটি নিয়ে করণদিঘী ব্লকের বিডিও নীতীশ তামাং সহ স্কুল পরিদশক এইআইকে লিখিত ভাবে জানানো হয়েছে, দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।
বোনাসের ফয়সালা না হওয়ায় গুরুতর সমস্যার মুখোমুখি উত্তরবঙ্গের সাড়ে চার লক্ষ চা শ্রমিক
জলপাইগুড়ি, সায়ন সেন:-- উৎসবের মুখে বোনাসের ফয়সালা না হওয়ায় গুরুতর সমস্যার মুখোমুখি উত্তরবঙ্গের সাড়ে চার লক্ষ চা শ্রমিক ও তার পরিবার। চা বাগানের রীতি অনুযায়ী শুরুতে তরাই ও ডুয়ডুয়ার্সের চা বাগানে বোনাস নিয়ে আলোচনা হয় তারপর অন্যান্য বাগান গুলোতে বোনাস নিয়ে আলোচনা হয়।গত বৃহস্পতিবার কলকাতায় চা বাগানের বোনাস নিয়ে আলোচনা শুরু হয়। মালিকপক্ষ তিনবারের আলোচনার পর তারা ১৫ শতাংশ হারে বোনাস দিতে রাজি হয়। কিন্তু চা শ্রমিকদের অভিযোগ অনেকগুলো বাগান আছে যারা ২০ শতাংশ হারে বোনাস প্রদান করতে পারে। তা সত্ত্বেও তারা শ্রমিকদের প্রাপ্য থেকে বঞ্চিত করছে। সমস্ত শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবেই চা শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস প্রদানের দাবি জানায়। বৈঠকের পর চা বাগান মজদুর ইউনিয়নের নেতা জিয়াউল আলম জানান বোনাস নিয়ে মালিকপক্ষ সভা ডেকে কোন দায়বদ্ধতা নে