BiswaBangla News

BiswaBangla News The No. 1 online news portal of West Bengal

12/10/2024
10/02/2024

lets play

10/02/2024

hi

10/02/2024

hi

08/10/2023

পুলিশের আন্ডারপ্যান্টে তৃণমূলের ছাঁপ মারা আছে

08/10/2023

জলপাইগুড়ি, সায়ন সেন:-- ব্যাপক ক্ষতি সবজি চাষে।রেহাই কিছু টা ধান চাষে।সিকিমের বিপর্যয়ের জন্য জেলার সবজি চাষ ক্ষতিগ্রস্ত হলেও, ধান চাষে বড় কোনও প্রভাব পড়েনি। জেলা কৃষি দপ্তরে আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে জানালেন কৃষি দপ্তরের মুখ্য সচিব ওঙ্কার সিং মিনা। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে ব্যাপারে তার একটা রিপোর্ট আমরা চেয়েছি। এদিকে এদিন ক্ষয়ক্ষতি প্রসঙ্গে পরিসংখ্যান তুলে ধরেন জেলা কৃষি দপ্তরের আধিকারিক বৃন্দাবন চন্দ্র রায়। তিনি বলেছেন জেলার মধ্যে তিস্তা তীরবর্তী ময়নাগুড়ি, মালবাজার, সদর ও রাজগঞ্জ ব্লকের কিছু অংশে চাষের ক্ষতি হয়েছে। কৃষি দপ্তরের মুখ্য সচিব ওঙ্কার সিং মিনার সুরে সুর মিলিয়ে তিনি বলেন, সবজি চাষেই প্রভুত ক্ষতি হয়েছে। এক্ষেত্রে বানভাসি যাঁরা, বাংলা শস্য বীমার অধীনে আছেন, তাঁরা বীমার সুবিধা পাবেন। যাঁদের নেই তাঁরাও কৃষি দপ্তর থেকে বিভিন্ন ধরনের শস্য বীজ পাবেন।এই বিষয়ে জলপাইগুড়ি টাকিমারী অঞ্চলের এক কৃষক বলেন জল এখন ও কিছু টা রয়েছে। রকমারি সব্জি লাগানো হয়েছিল কিন্তু সব হঠাৎ জল আসার জন্য নষ্ট হয়ে গেছে। এখন আমাদের বড় অঙ্কের টাকা ক্ষতির সামনে পড়তে হলো।

08/10/2023

জলপাইগুড়ি, সায়ন সেন:-- নদীর স্বচ্ছতা বজায় রাখতে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবুজায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ! সূদুর আসাম থেকে জলপাইগুড়িতে সচেতনতার বার্তা দিলে এলেন অরণ্য প্রেমী তথা পদ্মশ্রী যাদব পায়েং। এদিন জলপাইগুড়ি 'অভিমুখ' এবং জলপাইগুড়ি 'প্রকৃতি প্রেমী ' সংগঠনের উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে পদ্মশ্রী যাদব পায়েং কে উত্তরীয় , ফুলের তোরা সহ মেমেন্টো দিয়ে সংবর্ধিত করা হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে । এছাড়াও এদিন বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের তরফেও সংবর্ধিত করা হয়। এদিন তিনি (যাদব পায়েং) নিজের হাতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন জলপাইগুড়ির করলা নদীতে । জলপাইগুড়ি প্রকৃতি প্রেমী সংগঠনের কনভেনার দেবাঞ্জন বক্সী বলেন, আমরা পরিবেশকে রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ গ্রহন করছি। অসমের পরিবেশখ্যাত পদ্মশ্রী যাদব পায়েং এর শরনাপন্ন হয়েছি। উনি যেভাবে পরিবেশকে রক্ষা ও পরিচর্যা করছেন তার এহেন কর্মের প্রতি শ্রদ্ধা জানাই। অন্যদিকে জলপাইগুড়ি অভিমুখ সংগঠনের আহ্বায়ক প্রশান্ত নাথ চৌধুরী তিনি বলেন,ভারতের মহান ব্যাক্তি যিনি আসামে নিজের হাতে কয়েক হাজার একর জমিতে নিজের হাতেই বনাঞ্চল তৈরী করেছেন তাঁকে সংবর্ধিত করে আমরা গর্বিত । আমাদের বার্তা ' নদীর কাছে যাও নদীর কথা শোনো ' সবাই আসুন জলপাইগুড়ি শহর ও করলা নদীকে দুষন মুক্ত করি।
এবিষয়ে অসমের পরিবেশ প্রেমী পদ্মশ্রী যাদব পায়েং বলেন জলপাইগুড়ির প্রকৃতি প্রেমী মানুষজনেরা ভালো কাজ করছেন। আজকে শহরে এসে সম্বর্ধনা পেয়ে খুবই অভিভুত আমি। তিনি আরও বলেন "জলই জীবন"! নদীকে দূষণমুক্ত করুন। নদীতে প্লাস্টিক না ফেলার আহবান জানান। নদীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সকলকেই একসাথে এগিয়ে আসার কথা বলেন। বেশী করে গাছ লাগান প্রাণ বাঁচান। পারিবারিক অনুষ্ঠান গুলিতে গাছ লাগানোর বার্তা দিলেন পদ্মশ্রী যাদব পায়েং। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সাহিত্যিক উমেশ শর্মা। বঙ্গীয় ভূগোল মঞ্চের তরপে জাতিসশ্বর ভারতী সহ শহরের বিশিষ্টজনেরা।

08/10/2023

টাকি পৌরসভার চেয়ারম্যানের বাড়ি ও টাকি পৌরসভায় তল্লাশি চালানোর পর সাড়ে ছয় ঘন্টা বাদে টাকি ছাড়ল সিবিআই। প্রদীপ সরকার।

08/10/2023

অসহায় বানভাসি এবং দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালো বঙ্গ ইউথ সোসাইটি ও জনসেবা হেলথ ক্লিনিক এন্ড নার্সিংহোম কর্তৃপক্ষ

মালদা, ৮ অক্টোবর। মালদায় মহানন্দা নদীর জলে প্লাবিত হয়েছে বহু ঘরবাড়ি। আশ্রয়হীন হয়ে পড়েছে অনেক পরিবার। আর সেইসব বানভাসি পরিবারের পাশে দাঁড়ালো বঙ্গ ইউথ সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা । আর সেই সংস্থাকে সব রকম ভাবে সহযোগিতা করেছে মালদার জনসেবা হেলথ ক্লিনিক এন্ড নার্সিংহোম কর্তৃপক্ষ। শনিবার বিকেলে বানভাসি মানুষদের ত্রাণ বিলি এবং রাতে মালদা টাউন স্টেশনের দুঃস্থ মানুষদের পেটপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয় বঙ্গ ইউথ নামক সংস্থা ও জনসেবা হেলথ ক্লিনিক এন্ড নার্সিংহোমের পক্ষ থেকে । আর এই সামাজিক গঠনমূলক কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি আবু রাইহান, জনসেবা নার্সিংহোমের কর্ণধার এম ডি হামিদুর রহমান সহ স্বেচ্ছাসেবী সংস্থার অন্যান্য সদস্যরা। শহরের মহানন্দা নদী তীরবর্তী এলাকার একশোরও বেশি বনবাসী মানুষদের চাল, ডাল, আলু, তেল, আরো অন্যান্য সামগ্রী বিলি করা হয়। এরপর রাতে মালদা টাউন স্টেশনে শতাধিক দুঃস্থ মানুষদের জন্য ডিম, ভাত, সবজি , ডাল চাটনি মিষ্টি পেটপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয় ওই স্বেচ্ছাসেবী সংস্থা ও নার্সিংহোমের পক্ষ থেকে।

07/10/2023

মালদা, ৬ অক্টোবর। বৃহস্পতিবার গভীর রাতে কলকাতা নিউটাউন এলাকার ভাড়াবাড়ি থেকে সুটকেস বন্দী মালদার কালিয়াচকের ওই ছাত্রের দেহ উদ্ধার করে পুলিশ। অপহরণের পর ৩০ লক্ষ টাকা মুক্তিপণ না দেওয়াই ওই ছাত্রকে খুন করেছে দুষ্কৃতীরা বলে অভিযোগ করেছেন মৃতের পরিবার। আর বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক এলাকায়। শনিবার সকালে কালিয়াচক-৩ ব্লকের বীরনগর-২ গ্রাম পঞ্চায়েতের ১৬ মাইল গুরুটোলা গ্রামে এসে পৌছায় মৃত ছাত্রের কফিনবন্দি দেহ। হাজার হাজার মানুষের ঢল নামে। জানাজার নামাজে ১৬ মাইল ঈদগাহাতে ভিড় উপচে পড়েছিল। শনিবার সকাল ৯ টা নাগাদ ১৬ মাইল কবর স্থানে কবর দেওয়া হয় মৃত ছাত্রের।
পুলিশের প্রাথমিক অনুমান, নেশাগ্রস্ত জাতীয় কোন পদার্থ খাইয়ে তার একপরে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই ছাত্রকে। মৃত ছাত্রের দেহ উদ্ধারের পর তার মুখে সেলোটেপ বাধা ছিল হাত-পা ছিল বাঁধা অবস্থায়। যদিও এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে মূল অভিযুক্ত গৌতম সিংহ, পাপ্পু ঘোষ সহ চারজনকে গ্রেফতার করেছে নিউটাউন থানা পুলিশ। ধৃতদের মধ্যে মৃত ছাত্রের দুই বান্ধবীও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত ছাত্রের নাম সাজিদ হোসেন (১৯)। তার বাড়ি মালদার কালিয়াচক থানার ১৬ মাইল এলাকায়। পরিবারের একমাত্র ছেলে ছিল সাজিদ। মৃত ছাত্রের বাবা মুক্তার হোসেন কালিয়াচকের একটি হাইস্কুলের শিক্ষক। মা সামিমা খাতুন। তিনি কালিয়াচকের একটি বেসরকারি ইংলিশ মিডিয়ামের কর্ণধার তথা প্রিন্সিপাল। এলাকার সম্ভ্রান্ত পরিবার রয়েছে সাজিদ হোসেনের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাজিদ হোসেন মেডিক্যালে নিট পরীক্ষার প্রস্তুতির জন্য কলকাতার নিউটাউনের একটি মেসে থাকত। গত বুধবার রাতে তাকে মেসের রুমে না পাওয়ায় বাড়িতে ফোন করা হয়। তারপরেই কিডন্যাপ হয়েছে বলে বাড়িতে তার বাবার কাছে ফোন আসে । মুক্তিপণ বাবদ ৩০ লক্ষ টাকা দাবি করা হয়। এরপর বৃহস্পতিবার রাতে তার মৃতদেহ পাওয়া যায়। ঘটনার খবর বাড়িতে আসার পরই শোকস্তব্দ হয়ে যায় পরিবার।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, মদ খাইয়ে বালিশ চাপা দিয়ে প্রথমে খুন করা হয় সাজিদ হোসেনকে। তারপরে মুখে সেলোটেপ জড়িয়ে দেয় মৃত্যু নিশ্চিত করতেই। পুলিশি জিজ্ঞাসাবাদে একথা স্বীকার করেছে ধৃত গৌতম সিং।

07/10/2023

করনদিঘী,৭ অক্টোবর।

শনিবার দুপুর ১২ টার সময় উওর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত সাবধান হাইস্কুলে ছাত্র ছাত্রীরা বোতলবাড়ি সাবধান রাজ্য সড়কে ৬ ঘন্টা ধরে অবরোধ করে বিক্ষোভ, স্কুলের ছাত্র ছাত্রীরা বলেন সাবধান হাইস্কুলে সময় মতো শিক্ষক শিক্ষিকারা আসছে না পড়াশোনা হচ্ছে না, মিডিমিল রান্না হয় না তাই এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়, পথ অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘী থানার পুলিশ ,সাবধান হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক বলেন সাবধান হাইস্কুলে ৪ হাজার ছাত্র ছাত্রী পড়াশোনো করে ১২ জন মাত্র শিক্ষক রয়েছে, তাই ঠিক মতো সব ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না আর এতেই ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন, গোটা ঘটনাটি নিয়ে করণদিঘী ব্লকের বিডিও নীতীশ তামাং সহ স্কুল পরিদশক এইআইকে লিখিত ভাবে জানানো হয়েছে, দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

07/10/2023

জলপাইগুড়ি, সায়ন সেন:-- উৎসবের মুখে বোনাসের ফয়সালা না হওয়ায় গুরুতর সমস্যার মুখোমুখি উত্তরবঙ্গের সাড়ে চার লক্ষ চা শ্রমিক ও তার পরিবার। চা বাগানের রীতি অনুযায়ী শুরুতে তরাই ও ডুয়ডুয়ার্সের চা বাগানে বোনাস নিয়ে আলোচনা হয় তারপর অন্যান্য বাগান গুলোতে বোনাস নিয়ে আলোচনা হয়।গত বৃহস্পতিবার কলকাতায় চা বাগানের বোনাস নিয়ে আলোচনা শুরু হয়। মালিকপক্ষ তিনবারের আলোচনার পর তারা ১৫ শতাংশ হারে বোনাস দিতে রাজি হয়। কিন্তু চা শ্রমিকদের অভিযোগ অনেকগুলো বাগান আছে যারা ২০ শতাংশ হারে বোনাস প্রদান করতে পারে। তা সত্ত্বেও তারা শ্রমিকদের প্রাপ্য থেকে বঞ্চিত করছে। সমস্ত শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবেই চা শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস প্রদানের দাবি জানায়। বৈঠকের পর চা বাগান মজদুর ইউনিয়নের নেতা জিয়াউল আলম জানান বোনাস নিয়ে মালিকপক্ষ সভা ডেকে কোন দায়বদ্ধতা নেয়নি। চা শ্রমিকদের সঙ্গে চূড়ান্ত অবহেলা ও শ্রমিকদের সঙ্গে অমর্যাদা করা হয়েছে। এর প্রতিবাদে শনিবার থেকেই তরাই ও ডুয়ার্সের আর্থিক ভাবে সক্ষম বাগানের বিক্ষোভ নামবেন শ্রমিকরা। সংগঠনের নেতাদের দাবি আর্থিকভাবে সক্ষম বাগান গুলো ২০ শতাংশ হারে বোনাস প্রদান করতে হবে। দুর্বল বাগান গুলোর ক্ষেত্রে আলোচনা করা যেতে পারে কিন্তু কোন প্রস্তাবে মালিকপক্ষ সায় দেয়নি বলে শ্রমিকদের অভিযোগ। আবার আগামী ১০ই অক্টোবর সভার আহ্বান করা হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই বাগান গুলোতে বিক্ষোভস সভা শুরু হয়ে গেছে। সমস্ত শ্রমিক সংগঠন যৌথভাবে এই গেট সভা প্রতিবাদ মিছিল সংঘটিত করছে বলে জানা গেছে। করলাভ্যালী চা বাগানের শ্রমিক নেতা গোবিন ওরাও বলেন যে করলাভ্যালী চা বাগান ২০% হারে বোনাস দিতে সক্ষম তা সত্ত্বেও তারা ২০ শতাংশ হারে বোনাস প্রদান করছে না যতক্ষণ না ২০ শতাংশ হারে বোনাস পাচ্ছি ততক্ষণ লড়াই সংগ্রাম চলবে।

07/10/2023

বামন গোলা:শুরু হয়ে গিয়েছে পূজোর কাউনডাউন। এরই মাঝে বেশ কয়েক দিন ধরে শুরু হয়া অসুর রুপি হাল্কা ও মাঝারি বৃষ্টিতে চরম সমস্যার মুখে পড়েছে মালদহের পাকুয়াহাটের মৃৎ শিল্পীরা। সূর্যের মুখ না দেখার ফলে প্রতিমার মাটির প্রলেপ শুকাচ্ছে না। আর তাতেই গভীর চিন্তার ভাঁজ পরেছে মৃৎ শিল্পীদের কপালে।
মৃৎ শিল্পী নিখিল পাল আক্ষেপের সুরে বলেন চতুর দিকে ভারি বৃষ্টির ফলে এক তো মাটি নিয়েও সমস্যায় পড়েছি। মাটি থেকে শুরু করে প্রতিমা তৈরীর সরঞ্জাম সবকিছুর দাম অন্য বারের তুলনায় এবার দ্বিগুণ। কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টির জেরে সুর্যের দেখা নেই। প্রতীমার গায়ে মাটির প্রলেপ শুকাচ্ছে না। তাই হাতে আর বেশি দিন সময় নেই প্রতিমার গায়ে রঙের প্রলেপ দিতে পারছি না। প্রতিমা তৈরীর কাঁচ আদৌ সময় মত হবে কিনা তাই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন মৃৎশিল্পীরা এখন পরিবারের সকলে নাওয়া খাওয়া ছেড়ে দিবা রাত্রি অক্লান্ত পরিশ্রম করে ক্লাব গুলোর বরাত নেওয়া প্রতিমার কাজ করে চলতে হচ্ছে।সূর্যের দেখা না পেয়ে বাধ্য হয়ে বার্নার দিয়ে প্রতিমার মাটির প্রলেপ শুকাতে হচ্ছে। কিন্তু এখন পূজা উদ্যোক্তাদের হাতে সময় মতো প্রতিমা তুলে দিতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছেন প্রতিমা শিল্পীরা।

07/10/2023

ভালোভাবে যখন কথাই বলতে শেখেনি সেই সময় এক বছর ১০ মাস বয়সের এক শিশুর " ইন্ডিয়া বুকস অফ রেকর্ডস "

07/10/2023

জলপাইগুড়ি, সায়ন সেন:-- ফের দেহ উদ্ধার তিস্তায়। জলপাইগুড়ি র তিস্তা নদীর নন্দনপুর বোয়ালমারী এলাকা থেকে উদ্ধার দুটো মৃতদেহ।উদ্ধার করলেন পুলিশ এবং এন ডি আর এফ কর্মীরা। এই নিয়ে তিন দিনে জলপাইগুড়ি তে এখনো পর্যন্ত উদ্ধার মৃত দেহের সংখ্যা বেড়ে দাড়ালো ২৯।উদ্ধার দেহ দুটো সেনা কর্মীর বলে সন্দেহ। মৃতদেহ দুটো নিয়ে আসা হচ্ছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে র মর্গে।রয়েছেন সেনার আধিকারিক এবং কর্মীরা। সেখানেই দেহ দুটোর সন্তাক্তকরন প্রক্রিয়া চলবে বলে জানাগিয়েছে। এলাকার বাসীদের বক্তব্য দু'দিন থেকে দুটি পচা কলা দেহ পড়ে রয়েছিল এখানে চারদিকে গন্ধের সৃষ্টি হয়ে পরিবেশ নষ্ট হচ্ছিল।বারবার প্রশাসন করে জানিয়ে কোন কাজ হয়নি। আজ সদর ব্লক এক আইএনটিটিইউসির সভাপতি শুভঙ্কর মিশ্রণ নেতৃত্বে পুলিশকে ফোন করার পর সেই লাশগুলো নিয়ে যাওয়া হয়েছে।

07/10/2023

জলপাইগুড়ি, সায়ন সেন:-- গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ এর প্রতিবাদ জানিয়ে ধরনা ও বিক্ষোভ কর্মসূচি পালন করলো অল ইন্ডিয়া লইয়াস ইউনিয়নের সদস্যরা ।সারা পশ্চিমবঙ্গর সাথে জলপাইগুড়িতেও এই কর্মসূচি পালিত হলো

।বিক্ষোভ সভা জলপাইগুড়ি জেলার আদালতের প্রধান ফটকের সামনে।শনিবার অল ইন্ডিয়া লইয়াস ইউনিয়নের একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো জেলা দায়রা আদালতের প্রধান গেটের সামনে ।এই বিক্ষোভ সমাবেশে অল ইন্ডিয়া ল ইয়াস ইউনিয়নের সদস্যরা উপস্থিত হয়ে সাংবাদিকদের গ্রেপ্তার ও নিগ্রহ করার প্রতিবাদ জানায়। অল ইন্ডিয়া লইয়াস ইউনিয়নের তরফে বলা হয়েছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ করছে বিজেপি সরকার ।তাদের কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা করছে ।তাই এর প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের ধর্না ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো।

07/10/2023

আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নং ব্লক এ গোয়ালপোখরের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জরুরী সরঞ্জাম বিতরণ করা হয়। গোয়ালপোখর অবর বিদ্যালয় পরিদর্শক ইন্দ্রজিৎ দাস জানান ১৮ বছরের নিচে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নাম নথিভুক্ত করা হচ্ছে তাদের জরুরী সরঞ্জাম প্রদান করা হবে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি গোলাম রাসূল ওরফে মুনি, উপস্থিত ছিলেন গোয়ালপোখর অবর বিদ্যালয় পরিদর্শক ইন্দ্রজিৎ দাস সহ একাধিক ব্লক প্রশাসনের আধিকারিকরা ও চিকিৎসকেরা।

07/10/2023

এবার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার মঙ্গলবাড়ী পঞ্চায়েত দপ্তরে ৷ তালা এবং গ্রিল ভেঙে চুরির ঘটনা ঘটে বলে জানা যায় ৷ জানা যায় বৃহস্পতিবার রাত্রে পঞ্চায়েত দপ্তরের প্রধান দরজার গ্রিল এবং ঘরের তালা ভেঙে দুষ্কৃতীরা পঞ্চায়েত দপ্তরের ভেতরের ইনভার্টার এর ব্যাটারি পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন সামগ্রী এবং ওয়ারিং এর তার খুলে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা | শুক্রবার সকালে পঞ্চায়েত দপ্তরের কর্মীরা দপ্তরের ভাঙ্গা দরজা এবং তালা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে ওঠে ৷ খবর দেওয়া হয় মালদা থানায় ৷ এই চুরি হওয়া নিয়ে মঙ্গলবাড়ী অঞ্চলের প্রধান বাপ্পা দাস জানান কে বা কারা রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটিয়েছে তবে এ বিষয় নিয়ে মালদা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং খুব শীঘ্রই মঙ্গলবাড়ী পঞ্চায়েত দপ্তরের চারপাশে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হবে।

Address

Haldia
721645

Alerts

Be the first to know and let us send you an email when BiswaBangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BiswaBangla News:

Videos

Share

Stay live with biswa bangla

Biswa Bangla is your one stop destination ending your search for a reliable and trusted candid wedding photographer in Haldia & Kolkata . We are passionate about capturing your special moments into photographs giving you a memory for a lifetime. Weddings are indeed a one-time special occasion in a person’s life. It has to be the best!

We cover live events ,news , & much more !!!

Nearby media companies


Other Gaming Video Creators in Haldia

Show All