মোহনপুর CHC হাসপাতালে ডাক্তার ডিউটিতে না থাকার জন্য ২২ বছরের এক তরতাজা যুবকের মৃত্যু হাসপাতালে। এই ঘটনার জন্য উত্তপ্ত মোহনপুর এলাকা , ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসেন আলগাপুরের মাননীয় বিধায়ক হাজী নিজাম উদ্দিন চৌধুরী।টেলিফোনে বার্তা আলাপ করেন হাইলাকান্দির জেলা শাসক এবং স্বাস্থ্য বিভাগের সঞ্চালকের সাথে জেলাশাসকের পরবর্তীতে অতিরিক্ত জেলা শাসক কে গঠনাস্থলে পাঠান জেলাশাসক হিবারে নিসর্গ গৌতম। মোহনপুর হাসপাতালে এটি একটি নতুন ঘটনা নয় বছরে এরকম ১০ থেকে ১২ টি ঘটনা ঘটে বলে দাবি করেন এলাকার ক্ষুব্ধ জনতা। বিধায়ক এবং অতিরিক্ত জেলাশাসকের নিকট আরো দাবী রাখেন জনতা যে হসপিটালে উপযুক্ত সময় ডাক্তার থাকেন না নার্স থাকেন না। এব্যাপারে পারে বহু বছর ধরে ভুক্তভোগী মোহনপুরের জনগণ। বারবার প্রতিবাদ করা সত্যেও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোন সুরাহা মেলেন
মোহনপুর সিএইচসি হসপিটালের ডাক্তার না থাকার কারণে 22 বছরের যুবকের মৃত্যু হসপিটালে । উত্তেজনা মোহনপুর হসপিটালে
আজকে পাঁচগ্রাম ইনটেক খেলার মাঠে BMS বাংলা চ্যানেলের Ala Uddin এই ছোটো বাচ্চাকে উপদেশ দিলেন বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী।
আনুক্কা বিনুক্কা স্টাইলে মহরম পালন করা হয়েছে ।
আসাম বিধানসভার নতুন ভবন উদ্বোধন করিয়া আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত সর্বানন্দ সনোয়াল এ খুব সুন্দর করিয়া বক্তব্য রাখছইন ।
আজ হলো রবিবার আজকের বিশেষ বিশেষ খবর ২০ হাজার টাকা ঘুষ নিয়ে হাতেনাতে গ্রেফতার হলেন যোরহাট সদর থানার এসআই প্রনব নাথ ।
ভারতবর্ষের কর্ণাটক রাজ্যে ব্যতিক্রমী রূপে মাহরম উদযাপন শরীর থেকে চাবুক দিয়ে রক্ত জড়িয়ে শহীদে কারবাল্লা মহরম উদযাপন করছেন আপনার দেখছেন HKD 360 Live🔴 এর পর্দায় ।
🔴আলগাপুর সমষ্টির বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী পাঁচগ্রাম ইনটেক খেলার মাঠে খুব সুন্দর ভাবে জারির গান এবং লাঠি খেলা প্রদর্শন করলেন।
প্রতি বছরের মতো এইবার হাইলাকান্দি জেলার মোহনপুরে মহরম উদযাপন HKD 360 Live🔴এর কেমেরায় বন্দি দৃশ্য।