Sobir Hussain

Sobir Hussain sad love stories

ইলেক্ট্রন মাইক্রোস্কোপের অধীনে, একটি পিঁপড়ার মুখ।
11/09/2023

ইলেক্ট্রন মাইক্রোস্কোপের অধীনে, একটি পিঁপড়ার মুখ।

কথা টা  সত্যি হতে চলছে
11/09/2023

কথা টা সত্যি হতে চলছে

09/09/2023

Yah kaisa majak hai

09/09/2023
 #🤲
28/08/2023

#🤲

So funny
27/08/2023

So funny

27/08/2023

বিয়ের পাঁচ মিনিট আগে মিতু আমাকে
মেসেজ দিল, "আমার বিয়ে হয়ে যাচ্ছে,
আমাকে তুমি ক্ষমা করে দিও"
তাড়াতাড়ি করে ফোন দিলাম। ফোন
কেটে দিয়ে মেসেজ দিল, "বিয়ের
অনুষ্ঠানে সবাই আছে, এখন কথা বলা যাবেনা"

আবারো শেষ মেসেজ ছিল, "ক্ষমা করে দিও"
আসলে সেই মূহূর্তে কেউ তার
প্রেমিকাকে ক্ষমা করতে পারবে কিনা
আমার জানা নেই। তাকে ক্ষমা করব কি করবনা সেটা নিয়ে তখন ভাবিনি। শুধু এটা
ভেবেছিলাম, তার বিয়ে হয়ে গেলে
আমি কি করে থাকব?
একবার গাড়ির নীচে পড়ে আমার পা আলাদা হয়ে রাস্তার নীচে পড়েছিল।
আমি যখন জোরে চিৎকার করলাম তখন
খেয়াল হল আসলে আমি এটা স্বপ্ন
দেখছিলাম। আমার পায়েরতো কিছুই হয়নি।
মিতুর মেসেজের কথোপকথন শেষ হওয়ার পরও ভাবছিলাম এটা স্বপ্ন।
হয়তো কিছুক্ষনের মধ্যে আমার ঘুম ভেঙ্গে যাবে।
আমি জোরে চিৎকার দিয়েও দেখি ঘুম ভাঙ্গেনি।
দু'চোখ বেয়ে টপ টপ করে পানি
পড়তেছ।

সে রাতে আমি একটুও ঘুমাইনি। সহ্য করতে না পেরে কয়েকবার চেষ্টা করেছি ফোন দিতে।
কিন্তু মোবাইল বন্ধ।

সকাল এগারোটা। পরিত্যাক্ত বাড়ির ছাদে শুয়ে আছি।
রাত থেকে কিছুই যায়নি পেটে। এক কাত হয়ে শুয়ে থাকার কারনে দুইটি চোখের পানি একই দিকে নামতেছে।
সাড়ে এগারোটার দিকে মিতু আমাকে ফোন করে বলতেছে, "বিশ্বাস করো
বিয়েটা আমার ইচ্ছাতে হয়নি।"
জানতে চেয়েছি, "
তুমি বাধা দিয়েছিলে?
যেন বিয়েটা না হয়।"
মিতু কোন কথা বলেনি।
আবারো বললাম, যেহেতো তোমার ইচ্ছের
বিরুদ্ধেই বিয়েটা হয়েছে তাহলে তুমি চলে এসো।
আমি তোমাকে আবার বিয়ে
করব।
মিতু উত্তরে বলেছিল,
"মেয়েদের বিয়ে একবারই হয়"

নিজেকে বড্ড বেহায়া আর নির্লজ্জ মনে হয়।
তবুও আমি মিতুর একটি ফোনের জন্য চাতক পাখির মত অপেক্ষা করি।
মিতুও আমাকে প্রায়ই ফোন দেয়।
ফোন দিয়ে সে তার শশুর শাশুড়ীর প্রশংসা করে।
তাকে নাকি নিজের মেয়ের মতই
আদর যত্ন করে।
কখনো তার স্বামীর প্রশংসা করে। তার স্বামী তাকে অনেক ভালবাসে।
ভাল একটা চাকুরী করে ইত্যাদি। আর আমি বেহায়ার মত মিতুর সুখের গল্প শুনি।

ফোনের শেষের কথাগুলো থাকে আবেগে ভরপুর।
"তুষার তুমি আমাকে ক্ষমা করে দিও,
আমি তোমাকে ঠকিয়েছি।
তুমি আমাকে ভুলে যাও।"
আর যখন বলি, হ্যাঁ আমি তোমাকে
আস্তে আস্তে ভুলতে শুরু করেছি।
তখন তার অভিমানী সুর,

"আসলে তুমি আমাকে কখনো ভালবাসোনি। ভালবাসলে
আমাকে ভুলতে পারতেনা।"
একেকবার নিজের ভুল স্বীকার করে বলে,
"জানো? আমি দুই নৌকায় পা দিয়েছি।
স্বামীর ভালবাসাও ছাড়তে পারিনা,
তোমাকেও ভুলতে পারিনা।"

আমি তাকে কি করে বুঝাব যে আমার পক্ষেও তাকে ভুলে যাওয়া সম্ভবনা।
তাইতো নির্লজ্জের মত কথা বলি।
কি করব? দেড়টা বছর একই সূতায় গাঁথা ছিল মন।
কন্ঠস্বরটি শুনতে যে বড্ড ইচ্ছে করে।

বাবা একদিন ধমক দিয়ে বলেছিল, "দাড়ি গোঁফ দিয়ে দেবদাস হচ্ছিস কেন?
মুখ সেভ করিসনা কেন?
আসলে মনেই নেই কবে সেভ করেছিলাম।
আয়নায় নিজের চেহারা দেখা হয়না সেই কবে থেকে।
ভাঙ্গা মন নিয়ে জীবন
ধারনটা কতটা কষ্টকর সেটা শুধু যাদের মন ভেঙ্গেছে তারাই বলতে পারবে।
এভাবে আর চলতে দেয়া যায়না। মিতুকে মুক্তি দিয়ে দেব।
দেখা গেল কখনো
আমারই কারনে তার সুখের সংসার ভাঙ্গতে পারে।
আমি দূরে মুখ থুবড়ে পড়ে থাকব সেটাই ভাল।
দূর থেকেই তার সুখ কামনা করব।

মাঝে মধ্যে নিজেকে গাড়ীর হেডলাইট মনে হয়।
দূর বহু দূর পর্যন্ত পথ খুঁজে বেড়ায়।
আমিও খুঁজি তবে সামনে শুধু অন্ধকারই দেখি।
কবে যে অন্ধকারে পথ চলতে গিয়ে কোন গর্তে হোচট খেয়ে পড়ে থাকি কে জানে?
পুরোনো কথাগুলো মনে পড়ছে। মিতু বলত
তার জীবনে আমার আগমন আশীর্বাদ স্বরূপ।
এখন নিজেকেই অভিশপ্ত মনে হচ্ছে।
বালিশের সাদা কাভারে নতুন দাগ লেগে যাচ্ছে।
প্রতি রাতে বালিশ আমার
চোখের জল শুষে নিলেও দাগটা ঠিকই থেকে যাচ্ছে।
প্রতিনিয়ত একবুক জ্বালা নিয়েও তার সুখ কামনা করি।
ভাল থাকুক মিতু স্বামী সংসার নিয়ে।
আমি আর কোনদিন তার
পথে কাটা হতে আসবনা।
মোবাইল থেকে সিম কার্ড নিয়ে মুখে দিলাম।
দাঁতে চিবিয়ে গুঁড়া করে ফেলে
দিয়েছি।

মিতু আর চাইলেও ফোন দিতে
পারবেনা।

"এই ব্যাথা আমারি থাক, চাইনা কারো শান্তনা।"

❝সমাপ্ত ❞

collection

বিঃদ্রঃ- যে ভালোবাসায় ব্রেকআপ হয় সেটা ভালোবাসা নয় শুধু ক্ষনিকের ভালোলাগা থাকে। সত্যিকারের ভালোবাসায় কখনো ব্রেকআপ হয়না। ভালোবাসার মানুষ হারিয়ে গেলেও হৃদয়ের গহীনে ভালোবাসা থেকেই যায়।

27/08/2023

একটা মিষ্টি প্রেমের গল্প.....

একটি ছেলে ও একটি মেয়ে......🖤
নেট এ তাদের পরিচয়,,
ধীরে ধীরে সেই পরিচয় থেকে তারা দু জনে দু জনার প্রেমে পড়ে গেল,
হঠাৎ একদিন ছেলেটি মেয়েটিকে বলল যে তারা দেখা করবে,
তারপর তারা দিন ও তারিখ ঠিক করল, তখন ছেলেটি মেয়েটি কে বলল সে তাকে কী করে চিনবে,,??
উত্তরে মেয়েটি বলল সে সাদা ড্রেস পড়ে যাবে এবং হাতে থাকবে গোলাপ,..
ছেলেটি বলল ঠিক আছে,,.
কথা মতো ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে পার্কে গেল,, ।
অনেক খোঁজার পর ছেলেটি দেখল পার্ক এর কোনো একটা বৃদ্ধ মহিলা সাদা ড্রেস ও হাতে গোলাপ নিয়ে বসে আছে, ছেলেটি কিছু চিন্তা না করে সোজা এই বৃদ্ধ মহিলা কে বলল, লাভ ইউ... তারপর বৃদ্ধ মহিলা ছেলেটি কে বলল,
তুমি যাকে খুঁজছ, সে তো এই গাছের আড়ালে,
মেয়েটি আড়াল থেকে এসে বলল আমি যদি সত্যি এই মহিলার মতো হতাম, তাহলে কী আমায় ভালবাসতে,,..??
তখন ছেলেটি বলল আমি তোমাকে ভালবাসি, তোমার শরীল কে নয়,আমি তোমার মনটা চাই, তোমার রূপটা নয়, তখন মেয়েটা অস্রুসিক্ত চোখ এ বলল,॥
লাভ ইউ টু...
এটাই হল সত্যিকার ভালবাসা,.. ♥️♥️♥️♥️♥️💛💛💛

মেয়েরা কেউ মাইন্ড করবেন নাসবাই ২ মিনিট সময় নিয়ে পড়বেন প্লিজ,,,প্রেম করেছো নিজের ইচ্ছায়।হোটেলে s*x করেছো নিজের ইচ্ছায...
26/08/2023

মেয়েরা কেউ মাইন্ড করবেন না
সবাই ২ মিনিট সময় নিয়ে পড়বেন প্লিজ,,,
প্রেম করেছো নিজের ইচ্ছায়।
হোটেলে s*x করেছো নিজের ইচ্ছায়।
প্রেমিকের সাথে যখন
তখন ফোনে সেক্স করেছো।
সেটাও নিজের ইচ্ছায়।
ডেটে গেলে শরীরের
জায়গায় জায়গায় হাত দিতে দিয়েছো।
কাওকে জিজ্ঞেস কর নাই,,,,,
কাজটা কি ঠিক না বেঠিক ?
দিন শেষে প্রেমিক তোমাকে ছেঁকা দিয়ে
চলে গেল,,,,,!!!
এখন তোমার মাথায় বুদ্ধির উদয় হয়েছে।
এখন বলছো,,, পৃথিবীর সব ছেলেরাই খারাপ।
"""""
তুমি যে খারাপ ছেলেটাকে বেছে
নিয়েছিলে,
তা তো বলো না!
তোমাদের তো এসব লুচ্চা ছেলেরই পছন্দ,
যারা লুতু পুতু কথা বলে মেয়ে পটাতে পারে,,,,,,
কখনো কি বুঝার বা জানার চেস্টা করেছো,,,,
একজন ছেলের পার্সোনালিটি বলতে
কি বুঝাই??
যে ছেলে তোমার পিছে ঘুরে, তোমাকে ইম্প্রেস করছে তার,,কি ভরসা, যে সে অন্য
মেয়ের পিছে ঘুরবে না?
কিন্তু না এসবের পর ও ,,তুমি যে নিজেই তার হাতে তোমার সম্ভ্রম তুলে দিয়ে, তার কাছে তোমাকে সস্তা করে দিয়েছো,,
তা আর স্বীকার করবে না।
ওই ছেলে নিশ্চিত বাহিরে বলে বেরাবে
"ওই মেয়েটা ভালো না আমিও করছি,,!
এই কথা তো আর মিথ্যা না,,,,!!!
তাকে এই কথা বলার সুযোগ দিলো কে?
তুমিই তো নাকি???
এরপর পুরুষ জাতিকে
গালি দিয়ে,,, বাবা-মা এখন যার সাথে বিয়ে দিবে,,,তাকেই বেচে নিয়ে চুপ থাকবে,,,!!!
তোমার এই ব্যবহৃত শরীরকে, সতীত্বের মিথ্যা মোড়কে পেচিয়ে,,,, তাকে উপহার দিবে,,,,!!!!
হ্যা বাবা-মা যা করে সন্তানের ভালোর
জন্যেই করে।

যে ছেলেটিকে বিয়ে করে জীবন কাটিয়ে দিবে সেও একটি পুরুষ।মেয়েদের কাছে অাশা করবো সুধু সুন্দর প্লেবয় টাইপ ছেলেদের বয়ফ্রেন্ড না বাছাই করে,ক্লাশের লাষ্ট ব্রেঞ্চে বসা সান্ত ছেলেটাকে সুযোগ দিবে। সে আর যাই করুক তোমার মোন ভংবেনা।

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
এই লেখাটা হয়তো অনেকের কাছেই
ভালো লাগবে না,,,,,,,,,,,!!!!
→ দয়া করে ক্ষমা করবেন.... love story

26/08/2023

Tumake bule thakte parbo na

Address

Hailakandi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sobir Hussain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like