Manosh Nath Mazumder

Manosh Nath Mazumder Hi guys welcome to fanky nath here we upload our prank, comedy video clips,drama, some breaking news

টাকা নিয়ে উক্তি 💸🪙💰💳💷💶💴💵🪙1. যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে!!! আর টাকা না থাকলে, নিজের পরিচিত মানুষ গুলোও অপরিচিত হয়ে...
07/12/2024

টাকা নিয়ে উক্তি 💸🪙💰💳💷💶💴💵🪙
1. যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে!!! আর টাকা না থাকলে, নিজের পরিচিত মানুষ গুলোও অপরিচিত হয়ে যায়।

2. প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না!!!!! এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন।

3. টাকা থাকলে পৃথিবী কেনা যায়,,, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়।

4. সুখী হতে যদি টাকা লাগে….!!!!! তবে আপনার সুখের সন্ধান কখনই শেষ হবে না।

5. এটা স্বার্থপর দুনিয়া! এখানে বুকভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি।

6. যখন কাছে টাকা থাকবে, তখন ভালোবাসার মানুষের অভাব হবে না।

7. অতিরিক্ত টাকা.. একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে।

8. প্রয়োজনের অতিরিক্ত অর্থ, কোনো মানুষের মঙ্গল আনতে পারে না।

9. আপনার যদি টাকা না থাকে, সম্পদ না থাকে, এবং কোন আশা না থাকে! তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ।

10. বেকার ছেলেটাও বোঝে, টাকা ছাড়া ভালোবাসার কোন মূল্য নেই এই সমাজে।

11. যখন আমাদের টাকা থাকে….! তখন আমরা ভুল করা শুরু করি।

12. মানুষ তখনই ভুলে যায় কে আপন কে পর! যখন সে টাকার ঘোরে থাকে।

13. লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো! আর টাকা বলে কিছু করলে আমি আসবো।

14. যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায়, সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউই হতে পারে না…!!

15. একটি বাস্তব সত্য হলো, অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ।

16. টাকায় টাকা আনতে পারে, কিন্তু সম্মান আনতে পারেনা…!!

17. যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো! আর যার টাকা নেই, তার কাছে আইন মাকড়সার জালের মতো।

18. টাকা মানুষকে সুখী করে না!!! এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে।

19. নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না…! কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চই।

20. যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে!! আর যারা পরের টাকা মেরে খায়, তারা টাকার মূল্য বোঝে না, শুধু টাকার গরম দেখায়।

21. টাকা মানুষকে পরিবর্তন করে না!!!!! এটি শুধুমাত্র তাদের মুখোশ খুলে দেয়।

22. বাস্তব এটাই যে, নিজের পকেটের টাকা না থাকলে, পৃথিবীর কেউ কারো আপন হয় না।

23. টাকা ছাড়া জীবন জল ছাড়া মাছের মতো!

24. যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে, তখন সে ভুলে যায় সে কে! কিন্তু যখন তার টাকা থাকে না, তখন পৃথিবী ভুলে যায় সে কে।

25. যে লোকের খুব কম আছে, সে কখনো গরীব নয়! যে লোক বেশি কামনা করে, সেই আসলে গরীব।

26. জীবনে অনেক টাকা থাকাটা খুব জরুরী নয়! কিন্তু জীবনে শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরী।

27. আগে টাকা কামাও, তারপর ভালোবাসো!! কারণ গরীবের ভালোবাসা নীলাম হয় চৌরাস্তার মোড়ে।

28. একজন ধনী ব্যক্তি…..! অর্থ-বিশিষ্ট গরীব ছাড়া আর কিছুই নয়!

29. আপনি যত বেশি অর্থ উপার্জন করবেন, তত বেশি সমস্যার সম্মুখীন হবেন।

30. অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও,, স্বভাব বদলাতে পারে না।

31. টাকা যদি অন্যের উপকারে কাজে লাগে, তবে তার কিছু মূল্য আছে! অন্যথায় তা মন্দের স্তূপ।

32. সবসময় টাকা সবকিছু করতে পারেনা! মাঝে মাঝে মনুষ্যত্বের কাছে টাকাও পরাজিত হয়।

33. এই পৃথিবীতে আপনার আপন মানুষ, কাছের মানুষ, পাশের মানুষ, কোনো কিছুরই অভাব হবে না…!! যদি আপনার টাকা থাকে।

34. টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয়! তার পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষুক মনে হয়।

35. এই পৃথিবীতে সবাই টাকা ও প্রশংসা নিতে চায়..! কিন্তু কেউ দিতে চায় না।

36. যে ব্যক্তি টাকার অহংকার করে…! তার সর্বনাশ হতে বেশি সময় লাগে না।

37. যদি একজন ব্যক্তির কাছে শুধুমাত্র টাকা থাকে,, তাহলে পৃথিবীতে সেই ব্যক্তির চেয়ে গরীব আর কেউ নেই।

38. টাকায় ভরা হাতটির চেয়ে….! বিশ্বাসে ভরা হাতটি অনেক বেশি দামী।

39. কিছু মানুষের অনেক টাকা থাকলেও, মানুষকে সাহায্য করার মন থাকে না…!! আর কিছু মানুষের টাকা কম থাকলেও নিজের সাধ্যমত চেষ্টা করে অন্যকে সাহায্য করার..!!

40. টাকাই সব কিছু নয়; কিন্তু সব কিছুর জন্যই টাকা দরকার।

41. টাকা লবণের মতো প্রয়োজনীয়! কিন্তু যদি এটি অতিরিক্ত হয়ে যায়, তবে তা জীবনের স্বাদ নষ্ট করে দেয়।

42. টাকা রোজগার করা বড় কথা! কিন্তু পরিবারের সাথে বসে একসঙ্গে খাওয়া, তার থেকেও বড় কথা।

43. আজকের যুগে যার টাকা আছে, সবাই তার বন্ধু!

44. টাকার প্রশ্ন হলে, সবাই একই ধর্মের!

45. অনেকে বলে আমি নাকি টাকা কে ভালোবাসি? কিন্ত আমি টাকা কে ভালোবাসি না,, আমি অভাব কে ভয় পাই।

46. টাকা দিয়ে খুশি কেনা যায়!! কিন্তু শান্তি কেনা যায় না।

47. পার্থিব জীবনে টাকা ছাড়া সুখী হওয়া যায়না।

48. টাকা ছাড়া প্রত্যেকটা পুরুষ অসহায়!

49. জীবনে টাকা ইনকাম করতে না পারলে, কাউকে পাশে পাবে না।

50. স্বার্থ আর অর্থ…!! ভালো মানুষকেও অমানুষ করে তোলে।

゚viral ゚ ゚viralシ ゚viral

★ শ্রীহট্ট : করিমগঞ্জ : শ্রীভুমি ও রবীন্দ্রনাথ★১৯১৯ সালের নভেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন অসমের শ্রীহট্ট জেলায় অব...
22/11/2024

★ শ্রীহট্ট : করিমগঞ্জ : শ্রীভুমি ও রবীন্দ্রনাথ★
১৯১৯ সালের নভেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন অসমের শ্রীহট্ট জেলায় অবতরণ করেন। সে সময় তিনি শ্রীহট্ট জেলাকে শ্রীভুমি আখ্যায়িত করে কয়েকটি লাইন লিখেছিলেন। তৎকালীন শ্রীহট্ট জেলা পাঁচটি মহকুমা যথাক্রমে সিলেট সদর, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও করিমগঞ্জ নিয়ে গঠিত ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কখনো করিমগঞ্জ মহকুমাকে শ্রীভুমি বলে সম্বোধন করেন নি, করেছিলেন শ্রীহট্ট-কে।
করিমগঞ্জ সর্বপ্রথম ১৭৭৮ সালে ৪০টি পরগনা নিয়ে অবিভক্ত সিলেট জেলার একটি মহকুমা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই এলাকাটির নাম মুহম্মদ করিম চৌধুরী, একজন বাঙালী মুসলিম মিরাশদার থেকে এসেছে, যিনি মূলত চার মাইলেরও কম দূরে একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন, নাটিখাল ও কুশিয়ারা নদীর সঙ্গমস্থলের দক্ষিণে । শরৎকালে নাটিখাল শুকিয়ে যেত এবং এই কারণে ১৮৭০-এর দশকে বাজারটিকে তার বর্তমান সদর দফতর করিমগঞ্জে স্থানান্তরিত করা হয়।
১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার সময় হওয়া দেশ বিভাজনে সিলেট জেলা পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) হস্তান্তরিত হয়। ১৯৪৭ সালে বিভাগের সময় বিতর্কিত গণভোটে করিমগঞ্জ সিলেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময়ের অবিভক্ত করিমগঞ্জ মহকুমা থেকে সাড়ে তিনটি থানার অঞ্চল নিয়ে গঠিত সংকুচিত করিমগঞ্জ মহকুমা ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার এক মহকুমা হিসেবে অন্তর্ভুক্ত হয়। এই অঞ্চলগুলি ছিল রাতাবাড়ী থানা, পাথরকান্দি থানা ও করিমগঞ্জ থানার অর্ধেক অঞ্চল।
১৯৪৭ সালে দেশভাগের সময় সিলেটকে নিয়ে গণভোটের আয়োজন করা হয়। ভারত না পাকিস্তান, সিলেট কার সঙ্গে যাবে—এ প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে সিলেটের জনগণ রায় দেন, তারা পাকিস্তানের সঙ্গে যাবেন। এ গণভোটের ফলে সিলেট ফিরে যায় বাংলায়। তবে সম্পূর্ণ না, অঙ্গহানি ঘটল। ব্রিটিশরা যখন সিদ্ধান্ত নেয় ভারত-পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র বানিয়ে তারা ভারতবর্ষ ছেড়ে যাবে, তখন দুটি রাষ্ট্রের সীমানা নির্ধারণের জন্য স্যার সিরিল র‌্যাডক্লিফের নেতৃত্বে কমিশন গঠন করা হয়। তারা চিহ্নিত করে সীমানা। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ ছাড়াও তখন সিলেটের আরেকটি মহকুমা ছিল যার নাম করিমগঞ্জ। র‌্যাডক্লিফের সিদ্ধান্তের ফলে করিমগঞ্জসহ সাড়ে তিনটি থানা থেকে যায় ভারতে। ১৯৮৩ সালের ১লা জুলাই থেকে আসাম সরকার করিমগঞ্জ মহকুমাকে পূর্ণ পর্যায়ভুক্ত জেলার স্বীকৃতি দেয়।
অতঃপর , ২০২৪ সালের ১৯ নভেম্বর শ্রীহট্টের সেই উপাধি 'শ্রীভুমি' অসম সরকার ক্যাবিনেটে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভুমি জেলা হিসেবে ঘোষণা করে যদিও শ্রীহট্টের সেই পাঁচটি মহকুমার মধ্যে চারটি মহকুমা বর্তমান বাংলাদেশে।

© প্রশ্ন :
রবীন্দ্রনাথ ঠাকুর করিমগঞ্জকে কখন শ্রীভুমি বললেন?

রবি ঠাকুরের কবিতার দুটি লাইন-
'ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে।
ধর্মকারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো।'

সোর্স- গুগল, উইকিপিডিয়া।

28/10/2024
17/10/2024
  🥹🥲😢😭
10/10/2024

🥹🥲😢😭

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷ কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফু...
05/10/2024

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷
কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়।

পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর।

এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সে একই পত্রিকার ১ কেজির দাম ১০ টাকা। হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন।

সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ২ টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না৷

এতকিছুর পরও চলুন একটু হেসে কথা বলি।
রাগটাকে কমাই। অহংকারকে কবর দেই।
যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান।

আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে।

আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন। কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতাসম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে।



      What is this
03/10/2024




What is this

01/10/2024

2024

  একটি শিক্ষামূলক পোস্ট ::১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্...
30/09/2024

একটি শিক্ষামূলক পোস্ট ::

১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে।
১০/১৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন।

২. কারো কাছ থেকে টাকা ধার/ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময়মতো ফেরত দিন বা তাকে এমন ভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরন করুন।

৩. এখনো বিয়ে করোনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন।

৪. যদি কোন বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন।

৫. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন।

৬. কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না।

৭. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ-ওপাশ করবেন না।

৮. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট ফোন টিপাটিপি করবেন না।

৯. যতক্ষণ পর্যন্ত কোন বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন।

১০. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না।

১১. সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস।

১২. কারো বেতন - চাকরি - ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।

১৩. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন।

১৪. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন।

১৫. কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন।

১৬. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না।

১৭. সবসময় কোনো কিছু ফ্রি - তে পাওয়ার আশায় থাকবেন না।

১৮. কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন। অপপ্রচার করবেন না।

১৯. কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না। নিজে চেষ্টা করুন। হয়তো আপনিও পারবেন।

২০. ছোট-বড় সবার সাথে মাধুর্য্যপূর্ণ আচরন করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন।

২১. বন্ধুত্বের মধ্যে ঝগড়া-বিবাদ হলে তার দোষ রটনা করবেন না।

২২. কাউকে খোঁটা দিবেন না।

২৩. কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না।

২৪. ছোট-বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না। বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না।

২৫. যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলু বনে মুক্তা ছড়াবেন না।

ধৈর্য্য সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

22/09/2024

ভাৰতবৰ্ষৰ বিভিন্ন চহৰৰ এইকেইদিনৰ তাপমাত্ৰা

☀ লক্ষ্ণৌ ৪৭ ডিগ্ৰী
☀ দিল্লী ৪৭ ডিগ্ৰী
☀ আগ্ৰা ৪৫ ডিগ্ৰী
☀ নাগপুৰ ৪৯ ডিগ্ৰী
☀ কোটা ৪৮ ডিগ্ৰী
☀ হাইদৰাবাদ ৪৫ ডিগ্ৰী
☀ পুনে ৪২ ডিগ্ৰী
☀ আহমদাবাদ ৪৬ ডিগ্ৰী
☀ মুম্বাই ৪৫ ডিগ্ৰী
☀ নাচিক ৪২ ডিগ্ৰী
☀ বাংগালোৰ ৪০ ডিগ্ৰী
☀ চেন্নাই ৪৫ ডিগ্ৰী
☀ ৰাজকোট ৪২ ডিগ্ৰী
☀️ গুৱাহাটী ৪১ ডিগ্ৰী

অহা বছৰ উপৰোক্ত আটাইকেইখন চহৰত ৫০ ডিগ্ৰী পৰ্যন্ত পাৰ হ’ব ৷AC য়েওঁ ৰক্ষা কৰিব নোৱাৰিব ৷গ্ৰীষ্ম কাল মানেই মৃত্যুৰ উপত্যকাত পৰিনত হ’ব ৷তাপমাত্ৰা বৃদ্ধিৰ কাৰন আমি সকলোৱে জানো...বিগত ১০ বছৰত ভাৰতবৰ্ষৰ কমচে কম প্ৰায় ১০ কোটি গছ কাটি পেলোৱা হৈছে ৰাষ্ট্ৰীয় ঘাইপথ নিৰ্মানৰ কাৰনে ৷আন আন কামত চোৰাংভাৱে বা অন্য যিকোনো কাৰনত কিমান কোটি কোটি দাল গছ কাটি পেলোৱা হৈছে তাৰ হিচাপ কাৰো হাতত নাই ৷

গছ অবিহনে পৃথিৱীক কোনে ঠাণ্ডা কৰিব ..কোনে অক্সিজেন দিব ...এতিয়া আৰু চৰকাৰক দোষ দি ..বা চৰকাৰলৈ ৰৈ লাভ নাই...নিজৰ লগতে নিজৰ সতি সন্ততি আৰু সিহঁতৰো সতি সন্ততিৰ কাৰনে যদি মানৱীয়তাৰ দায়িত্ব পালন কৰিব খোজে তেন্তে সকলোৱে সৰু বৰ যি পাৰে গছৰ পুলি ৰোৱাৰ অভ্যাস গঢ়ক ...দৰকাৰ হ’লে আমাক খাদ্য দিয়া গছেই ৰুই দিয়ক ..কল..কঠাল..আম..জাম অমিতা গছ..শিলিখা..কাজিটেঙা গছ..বেল..নিম..কমলা গছ ৰোৱাৰ কাম হাতত লওঁক...প্ৰয়োজনত ফুলনিকে গঢ়ক...দৰকাৰ হ’লে লতা..গুল্ম জাতীয় উদ্ভিদ ৰোৱক..মুঠতে গছ ৰুওঁক.. ৰাস্তা ঘাট ..ঘৰৰ বেৰ...বা যিকোনো ৰাজহুৱা স্থানত গছ ৰুওঁক ৷

বাৰিষাৰ এই সময়ছোৱাত সেউজ বিপ্লৱ হ’ব লাগে ৷বিভিন্ন গছৰ বীজ ছটিয়াব লাগে ..১৫/২০ দিনৰ পিছত সেই বীজৰ পৰা গছৰ পুলি জন্মিব ৷সেই পুলি নিজেওঁ ৰুই দিয়ক..আনকো ৰুবলৈ দিয়ক..উৎসাহ দিয়ক ৷

বাৰ্থ দে ..বিয়া..আৰু সৰু ডাঙৰ সকলো অনুষ্ঠানত গছৰ পুলি উপহাৰ দিয়াৰ পৰম্পৰা এটা সৃষ্টি কৰিব লাগে ৷

ক্ষীপ্ৰ গতিত যদি আমি ৪/৫ বছৰ গছ পুলি ৰোপন আৰু লালন পালনত গুৰুত্ব নিদিওঁ ..গ্ৰীষ্মকালত এইবাৰ ৪০/৫০ ডিগ্ৰী...অহাবছৰ ৫০/৬০ ডিগ্ৰী গৰমত মৰিব সাজু হৈ থাকক ৷

আহক আমি সকলোৱে মিলি গছ পুলি ৰুওঁ আৰু মানৱ সভ্যতাক জীয়াই ৰাখো ৷🌴🪴🌳🎋🎍🌴🌴🌴🌴🌴🪴🪴🪴🌳🌳🌳🌳🌳
🌳🌴🪴🎋🎍🪴🌴🌴🌴🌴

 #হাইলাকান্দি জেলার যুবা ভাই বোনদের জন্য সূচনা :   পরিক্ষার জন্য  #রেল_বিভাগ জেলা হইতে কয়েকটি বিশেষ রেল চালু করেছে। জামি...
13/09/2024

#হাইলাকান্দি জেলার যুবা ভাই বোনদের জন্য সূচনা :
পরিক্ষার জন্য #রেল_বিভাগ জেলা হইতে কয়েকটি বিশেষ রেল চালু করেছে। জামিরা ও শিলচরের মধ্যে সবকয়টি স্টেশনে স্টপেজ দিয়ে রেল চলবে।
14/09/2024 & 15/09/2024 দুইদিন ---
জামিরা থেকে ---- 14/09/2024
সকাল 10টা, রাত্র 9টা, সন্ধ্যা 6টা 15/09/2024 ভোর 3 টা
শিলচর থেকে 14/09/2024
দুপুর 2টা, রাত্র 10টা 15/09/ 2024 রাত্র 1টা ও সন্ধ্যা 6 টা

29/08/2024

Mizoram railway station

20/08/2024

a documentary the history of Hailakandi DIst of Barak Valley

            যারা বলে না আমি বিয়ে করবো না বা বিয়ে করার ইচ্ছে নেই সারাজীবন একাই পথ চলবো। আসলে কি জানো তো একা কেউ বাঁচতে পা...
13/08/2024






যারা বলে না আমি বিয়ে করবো না বা বিয়ে করার ইচ্ছে নেই
সারাজীবন একাই পথ চলবো। আসলে কি জানো তো একা কেউ বাঁচতে পারে না জীবনের শেষ বয়স অব্দি কাউকে পাশে রাখাটা অত্যন্ত জরুরি। একটা সময়ের পর দেখবে তুমি কাউকে পাশে পাবে না এমন কি তোমার শরীরটাও তোমার সাথে বেইমানি করবে। একটা রঙ চটা সত্য কথা কি জানোতো তোমার বয়সটা যখন ৩৫ এসে দাঁড়াবে তখন থেকে তুমি সব হারাতে শুরু করবে। ৩৫ এর পর সব কিছু হারানোর বয়স শুরু চুল হারাবে, দাঁত হারাবে, সৌন্দর্য হারাবে, বন্ধু হারাবে, মা হারাবে, বাবা হারাবে। মিলিয়ে নিও কেউ তোমার সঙ্গ দেবে না। শেষে একজনই তোমার পাশে থাকে আর সেটা তোমার স্ত্রী বা স্বামী তোমার খেয়াল রাখা, তোমার শরীর খারাপে তোমার সেবা করা মুখের সামনে খাবার তুলে দেওয়া। তোমার বিপদের মানসিক চাপের ভাগীদার হওয়া সেই তোমার প্রিয় মানুষটিই হবে। একলা হাতে তুমি কখনোই কিছু করতে পারবে না। কোনো পাড়ার প্রতিবেশী বা আত্মীয় স্বজন কেউ এসে তোমার খোঁজ নেবে না। তোমার অসুখে বিছানায় পরে থাকলে কেউ এসে তোমার মুখে এক গ্লাস জলও তুলে দেবে না। দেবে সেই তোমার প্রিয় মানুষটিই। তাই একা বাঁচে থাকাটা খুব কষ্টের খুব যন্ত্রণার। একা কেউ বাঁচতে পারে না।🖤😌🌻
❤️

Address

Hailakandi

Alerts

Be the first to know and let us send you an email when Manosh Nath Mazumder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share