আজ গোবরডাঙ্গা শিল্পায়ন ষ্টুডিও থিয়েটার হলে স্বপ্নচর-এর ভ্রাম্যমান নাট্যোৎসব ফেরি থিয়েটার ফেস্টিভেল অনুষ্ঠিত হয় । নাট্যোৎসবে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা থানার ওসি অসীম পাল, নাট্যব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়, সুভাষ চক্রবর্তী, সোমা মজুমদার প্রমুখ । উপস্থিত বক্তারা সুস্থ সংস্কৃতি চর্চায় স্বপ্নচর-এর ভূমিকা উল্লেখ করে তাদের উচ্ছ্বসিত প্রশংসা করে বক্তব্য রাখেন । অনুষ্ঠানে মঞ্চসফল এলারামের ঘড়ি , পুতুল নাচ ও ছাঁচ ভাঙার গান নাটকটি মঞ্চস্থ হয় । নাট্যমোদী দর্শক সাধারণের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে ।
আজ হাবড়া প্রেসক্লাব-এ প্রকাশিত হল 'টুকরো স্মৃতির খোঁজে' নামাঙ্কিত কবিতার বইটি ৷ যৌথভাবে মোড়ক উন্মোচন করে বইটি উদ্বোধন করেন হাবড়া পৌরসভার পুরপ্রধান নারায়ণ সাহা ও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক অর্ঘ্য বোস ৷ এছাড়া অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সুজিত বিশ্বাস, হাবড়া প্রেসক্লাবের সম্পাদক সুজিত দুয়ারী, কোষাধ্যক্ষ টিটব বিশ্বাস, কবি অচিন্ত্য মন্ডল, কবি দীপাঞ্জন সমাদ্দার প্রমুখ ৷ বইটিতে মূলত সামাজিক ও প্রেমের কবিতা স্থান পেলেও রাজনৈতিক বা সামাজিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে কবিদের জীবনেও যে, মানসিক উত্থান-পতন ঘটে — তাহাই এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয় বলে জানান বইটির প্রাণপুরুষ কবি প্রসেনজিৎ রায় চৌধুরী ৷
হাওড়া থেকে যাত্রী নিয়ে গন্তব্যে ছুটলো বন্দে ভারত
সমর বিশ্বাস: বহু প্রতীক্ষার পর অবশেষে রাজ্যে প্রথম হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করল ভারতের সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। অন্যান্য রাজ্যে চালু হলেও বাংলায় এই প্রথম চাকা গড়ালো বন্দে ভারত এক্সপ্রেসের। ৩০ ডিসেম্বর মাতৃবিয়োগের দরুন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ করে আনুষ্ঠানিক শুভ সূচনা করেন। কলকাতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির রাজ্য শীর্ষ নেতৃত্ব। নতুন বছরের শুরুতেই আজ ভোর ৫ টা ৫৫ মিনিটে হাওড়ার ১১ নং প্লাটফর্ম থেকে প্রথম যাত্রী নিয়ে এনজিপি'র উদ্দেশ্যে রওনা দেয় বন্দে ভারত এক্সপ্রেস। দ্রুত গতির এই ট্রেন গন্তব্যস্থলে মাত্র সাড়ে ৭ ঘন্টায় পৌঁছে দেবে বলে মনে করা হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে -"আগা
প্রকাশিত হল দাবদাহ হৈমন্তিকা সংখ্যা ১৪২৯ ৷ আজ বারাসত প্রেসক্লাবের এই মোড়ক উন্মোচনের মাহেন্দ্রক্ষণে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক প্রদীপ্ত ভট্টাচার্য, ডেক্স এক্সিকিউটিভ শুভদীপ রায়, মাবজুল চৌধুরী, সৈয়দ রেজাওনুল হাবিব, সতেন্দ্রনাথ মন্ডল সহ অন্যান্যরা ৷ সম্পাদক প্রদীপ্তবাবু জানান- পাক্ষিক দাবদাহ পত্রিকার পাশাপাশি পুস্তকাকারে ষান্মাসিক এই বইটি নিয়মিত প্রকাশিত হবে ৷
তপন থিয়েটারে সরস্বতী নাট্যশালা'র নাট্যোৎসব
সুমন গোলদারঃ নেতাজী নগর সরস্বতী নাট্যশালার উদ্যোগে ১১নভেম্বর কোলকাতার তপন থিয়েটারে শুরু হল তাদের ষষ্ঠ বর্ষের নাট্যোৎসব। সূচনালগ্নের এই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু, অরূপ রায়, ইজেডসিসি'র সচিব অভিজিৎ চট্টোপাধ্যায়, সংস্থার কর্ণধার জয়েশ ল সহ অন্যান্যরা। শুরুতেই 'নাটকের গান' সংগীতানুষ্ঠানে অংশ নেন অরিন্দম রায়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ শ্রীবসু বলেন, 'কোন একটি দেশ জীবনে মননে কতটা সমৃদ্ধ সেটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে সেই দেশের থিয়েটার কতটা সমৃদ্ধ।' চার দিনের এই অনুষ্ঠানে বাংলার বিভিন্ন প্রান্তের নাট্য দলের প্রযোজনায় অনুষ্ঠিত হবে বেশ কিছু নাটক ও সেমিনার। প্রথমদিনের এই অনুষ্ঠানকে ঘিরে দর
কবিতা কেন্দ্রিক প্রথম বাংলা ছবি কবর-এর মুক্তি
কবিতা কেন্দ্রিক প্রথম বাংলা ছবি কবর-এর মুক্তি
ঠাকুরনগরে সন্ধ্যা-কুমুদের রবি প্রণাম
সুমন গোলদার : ঠাকুরনগর সন্ধ্যা কুমুদ কালচারাল একাডেমীর পক্ষ থেকে ১৮ই মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে গানের কথা ও কবিতায় এই অনুষ্ঠান বর্ণময় হয়ে ওঠে। শিক্ষার্থীদের মনে রবীন্দ্র চেতনা জাগিয়ে তোলাই এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য বলে ব্যক্ত করেন সংস্থার অধ্যক্ষ পার্থ ঘোষ। উৎসবের অনুকূলে কথা, কবিতা ও সঙ্গীত রবি প্রণাম অনুষ্ঠানকে প্রাণবন্ত করে ৷
গোবরডাঙ্গায় ইন্দ্ররঙ্গ'র নাট্য-মহোৎসব
সমর বিশ্বাস : পাইকপাড়া ইন্দ্ররঙ্গ নাট্যসংস্থার পরিচালনায় গোবরডাঙ্গা শিল্পায়ন স্টুডিও থিয়েটার হলে ইন্দ্ররঙ মহোৎসব-এর আয়োজন করা হয় ৷ তিনদিনের এই নাট্যোৎসবে বিভিন্ন দলের মোট চারটি নাটক মঞ্চস্থ হয় ৷ নাট্যোৎসবে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গার পুরপ্রধান শংকর দত্ত, বিপ্লবকুমার ঘোষ,উজ্জ্বল চট্টোপাধ্যায়, দীপঙ্কর মল্লিক , হৈমন্তী চট্টোপাধ্যায়, উৎপল ফৌজদার, আশিস চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ চক্রবর্তী ও সুভাষ চক্রবর্তী সহ অন্যান্যরা ৷ আজ ৩১শে মার্চ সমাপ্তি দিনের নাটক খামোশ আদালতকে ঘিরে উপস্থিত নাট্য-মোদি দর্শক সাধারণের মধ্যে যথেষ্ট উদ্দীপনা পরিলক্ষিত হয় ৷
গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্যসংস্থার বিশ্ব নাট্যদিবস পালন
গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্যসংস্থার বিশ্ব নাট্যদিবস পালন
বেড়গুমে তৃণমূল ছাত্র-পরিষদের ক্রিকেট টুর্নামেন্ট
বেড়গুম- ২ আঞ্চলিক তৃণমূল ছাত্র-পরিষদের উদ্যোগে ১৬ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট
বিএসএফ-এর আয়োজনায় স্বাস্থ্য-শিবির
আজ ১৫৮নং ব্যাটেলিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্স(কল্যাণী)-এর পক্ষ থেকে তেঁতুলবেড়িয়ার পিপলি গ্রামে বিনামূল্যে এক স্বাস্থ্য-শিবিরের আয়োজন করা হয়। প্রয়োজনীয় ওষুধপত্র সহ চাঁদপাড়া রুরাল হসপিটালের তিনজন চিকিৎসক, একজন ফার্মাসিস্ট ও একজন সুপারভাইজারের তত্ত্বাবধানে সকাল দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত চলে এই চিকিৎসা শিবির। পিপলি সহ পার্শ্ববর্তী অঞ্চলের প্রায় দু'শো অসুস্থ মানুষ এই শিবিরে বিনামূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করেন। সীমান্ত রক্ষী বাহিনীর এহেন জনকল্যাণমূলক উদ্যোগে খুশি এলাকাবাসী ৷ এধরনের চিকিৎসা শিবির আরও যত বেশি পরিমাণে করা যাবে সীমান্তবর্তী এলাকার মানুষ তত বেশি করে উপকৃত হবেন বলেই মনে করেন স্থানীয়রা।
অগ্নিবীনা ক্লাবে মহিলা পরিচালিত শ্রীশ্রীহরিনাম সংকীর্তন
◆◆নারায়ণ রাহা ◆◆ হাবড়া গণদীপায়ন অগ্নিবীণা স্পোর্টিং ক্লাবের মহিলা ভক্তবৃন্দের পরিচালনায় তিনদিন ব্যাপী রকমারি ধর্মীয় অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিনে, হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হলো গণদীপায়ন ৷ শ্রীশ্রীরাধাকৃষ্ণের প্রেমঘন বিগ্রহের সম্মুখে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতল এলাকার ভক্তপ্রাণ আবাল-বৃদ্ধ-বণিতা ৷ আজ মধ্যরাতের বিশেষ অনুষ্ঠান রাসলীলাকে কেন্দ্র করে উপস্থিত দর্শক ভক্তজনের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ৷ নামযজ্ঞের এই অনুষ্ঠানে নর-নারায়ণ সেবার পাশাপাশি মাঙ্গলিক বস্তু ও চিহ্নের প্রয়োগ অনুষ্ঠানে এক স্বর্গীয় বাতাবরণ তৈরী করে ৷ বর্তমান যুগ মহাসমস্যার সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিশ্বকে পথ দেখাতে নদীয়ার মহাপ্রভুর সেই প্রেমের বাণীই যেন আজ ফের বিঘোষিত হল অগ্নিবীণার মধুর বৃন্দাবন ধামে ৷
কল্যাণীতে পৌরপ্রধানের দায়িত্বে শপথ গ্রহণ করলেন নিলিমেশ রায়চৌধুরী
কল্যাণীতে পৌরপ্রধানের দায়িত্বে শপথ গ্রহণ করলেন নিলিমেশ রায়চৌধুরী
নিউটন বিশ্বাস (১৭মার্চ ‘২২): আজ শপথবাক্য পাঠের মধ্য দিয়ে কল্যাণীর নব পুর-পারিষদ সাড়ম্বরে তাদের যাত্রা শুরু করলো ৷ অনুষ্ঠানটিকে চাক্ষুষ করার জন্য অনুগামী কর্মী-সমর্থকদের উপস্থিতিতে ভরে ওঠে কল্যাণীর ঋত্বিক সদন প্রাঙ্গণ । অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে বসে জনপ্রতিনিধিরা যথোপযুক্ত স্থানে একে একে স্বাক্ষর করেন ৷ নবনির্বাচিত পৌরপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান, ডেপুটি ম্যাজিস্ট্রেট নৃপেন চ্যাটার্জী ৷ এবং পরবর্তী পর্যায়ে পৌর-প্রতিনিধিদের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে নীলিমেশ রায়চৌধুরীকে পৌরপ্রধান রূপে মনোনীত করা হয়। পৌরপ্রধান রূপে স্বীকৃতি প্রাপ্তির পর নীলিমেশবাবু কল্যাণী পৌরসভার উপ-পৌরপ্রধান রূপে বলরাম মাঝি এবং দু'জন সিআইসি মেম্বার হিসেবে অরূপ মুখার্জি ও নিবেদিতা বসুর নাম ঘোষণা ক
BEDS-এর অষ্টমবর্ষ জেলা সম্মেলন
বেঙ্গল এডুকেশন ডেভলপমেন্ট ফাউন্ডেশনের অষ্টমবর্ষ জেলা সম্মেলন ১৩ই মার্চ বারাসত পৌরসভার বিদ্যাসাগর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ৷ বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কাজী আবদুর রহিম দিলু, ডঃঅর্চনকান্তি দাস ও কাইজ খান সহ অন্যান্যরা ৷ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয় ৷ অনুষ্ঠান সূচিতে ছিল স্বেচ্ছা-রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, গুণিজন সংবর্ধনা, বসে আঁকো প্রতিযোগিতা ও বিজ্ঞান প্রদর্শনী ৷ জেলার বিভিন্ন প্রান্তের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন ৷ উপস্থিত বিশিষ্টজনেরা বছরভর ফাউন্ডেশনের নানাবিধ সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন ৷
বারাসত বিবেকানন্দ রুরাল-এর বার্ষিক অনুষ্ঠান
আজ বারাসত বিবেকানন্দ রুরাল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সাড়ম্বরে সংস্থার বার্ষিক অনুষ্ঠান উদযাপিত হয় ৷ বারাসত দক্ষিণপাড়া স্থিত বিবেক ভবনের এই মাঙ্গলিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারাসত রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী অঘোরাত্মানন্দজি মহারাজ। এছাড়াও অন্যান্য বিশিষ্ট তত্ত্বদর্শী ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক অরিজিত সরকার, ভোলানাথ ঘোষাল, কুঙ্কুম চক্রবর্তী, নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, অধ্যক্ষ সুবীর দত্ত, তাপসকুমার ঘোষ প্রমুখ ৷ উপস্থিত বক্তারা সকলেই এই সমাজকল্যাণমুখি সংগঠনের রকমারী কর্মধারার খতিয়ান তুলে ধরে সংস্থার কর্ণধার সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের উচ্ছ্বসিত প্রশংসা করে বক্তব্য রাখেন ৷ আজকের এই মাহেন্দ্রক্ষণে সংগঠনের বার্ষিক মুখপত্র বিবেক-ও প্রকাশিত হয় ৷ প্রায় তিন শতাধিক নর-নারায়ণ সেবা ও নানাবি
টালিগঞ্জে 'খোয়াইশ' শীর্ষক চিত্র প্রদর্শনী
আজ টালিগঞ্জের গ্যালারি গোল্ড অডিটোরিয়ামে 'খোয়াইশ' শীর্ষক এক মনোরম চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। মূলত নারী জাগরণের কথা মাথায় রেখেই উদ্যোক্তাদের এই আয়োজন। প্রদর্শনীতে মূলত গৃহবধূদের আঁকা ছবি, গ্লাস পেইন্টিং-এর মতো বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে ৷ উদ্যোক্তাদের পক্ষে শ্রাবণী রায় জানান— নারীদের জীবন আর চার দেওয়ালের কবন্ধ কুঠুরিতে সীমাবদ্ধ নয়, তাদের অনবদ্য সৃষ্টি, শিল্প সত্তা ও সর্বোপরি দার্শনিক অন্তর্দৃষ্টি সর্বসমক্ষে তুলেধরবার লক্ষ্যেই এই আয়োজন। সরোদে শিল্পী মনিত পাল এবং তবলা সঙ্গতে রোহেন বোস অনুষ্ঠানকে প্রাণবন্ত করে।
আজ নীড় আইডিয়াল হোম ফর মেন্টালী রিটার্ডেড অ্যাণ্ড অ্যাসোসিয়েটেড ডিসঅ্যাবিলিটি'র পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী রোগীদের কল্যাণে একটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয় । বারাসত জেলা পরিষদের তিতুমীর হল ও ক্যাম্পাসে আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠানের শুভ সূচনা হয় ৷ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শীতল আগরওয়াল, দেবাদিত্য চক্রবর্তী, রাজা আচার্য ও কাজী মোঃ শরীফ সহ অন্যান্যরা ৷ সংগঠনের সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অর্থানুকূল্যে ও ব্যবস্থাপনায় অ্যাম্বুল্যান্সটি আজ আর্তের সেবায় যাত্রা শুরু করলো ৷ মহতী এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষজন ৷