Comments
প্রাইমারি দ্বিতীয় ধাপ♥️ নিয়ে কিছু কথা
প্রাইমারির ২ ধাপের প্রশ্নকে স্বাগত জানানোর জন্য অনেকে আমাকে অনেক কথা বলছে।আমি ওদের কে বলি আরে ভাই,২য় ধাপের প্রশ্ন নিয়ে ৯৫ ভাগ ই অসন্তুষ্ট,ওদের কাছে খুব হার্ড লেগেছে,অনেক ভালো ছাত্রের(A+) কাছেই হার্ড হয়েছে,কিন্তু আমি ঐ ৫ভাগের দলে(কঠিন মৌলিক),আমার কাছে অবশ্যই প্রথম ধাপ অপেক্ষা ইজি লেগেছে।আমি গতানুগতিক মডেল টেস্ট এ বিশ্বাসী নই,জিপি,জিপিএ,সিজিপিএ,মেরিট লিস্ট ইত্যাদিতে ও বিশ্বাসী নই,কেননা একজন ছাত্র গ্রেড ২.৯৯ পেল আর একজন ৩.০০ পেল,বা এর চাইতে বড় কোন তফাত থাকলেও এখানে কে ভালো তা বিছার করার মানদন্ড শিক্ষাবোর্ড কেন,পৃথিবীর বুকে আজ অব্দি আবিষ্কার হয় নাই😲।তবে এটা টিক যে আমি নিজেও খুব বেশি একটা ভালো ছাত্র নই,তবে স্মৃতিশক্তিতে অন্য যে কোন এ প্লাস পাওয়া ছাত্রকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখি( অহংকার নয়)এতটুকু বিশ্বাস আছে নিজের প্রতি।হয়ত গতানুগতিকের যাতাকলে পিষ্ট হয়ে সরকারি চাকরি পেলাম না তাই বলে আহামরি সর্বনাশ হয়ে যাবে এমন কিছু নয়,জ্ঞানের উপর বড়ই লোভ আছে আমার।
আমি আজ স্নাতকোত্তর পাস করতে যাচ্ছি,এই সাধারণ শিক্ষায় ও আমি পল্লব কান্তি মডেল টেস্ট,সাজেশন ইত্যাদি তে বিশ্বাসী ছিলাম না।আজ্ঞে হ্যা আমি একটু অন্য রকমই,রচনামুলক প্রশ্নে সবাই যেখানে স্টেপ দেয় আমি কোন স্টেপ না দিয়ে লিখে ফেলি,পাস করেছি,তবে যদি স্টেপ দিয়ে আজাইরা কথা লিখিয়া খাতা ভরাইতাম অবশ্যই এ প্লাস আসত,,,জীবনে এক্সট্রা পেপার লাগাই নি।এক্সট্রা পেপার নিয়ে/আধা দিস্তা লিখিয়া ও অনেকে ফেল করে,আবার মৌলিক ভাবে দুই পেজ লিখিয়া ও অনেকে ভালো ভাবে পাস করে,মনে রাখবেন সবাই শুধু মুখস্থ করিয়াই জ্ঞান অর্জন করে না, সমাজের তালে হয়ত চলি কিন্তু সমাজের সব বিধি নিষেধ মানতে হবে এমন নয়,আমার চাকরি হলে হোক না হলে নাই,১৩ তম গ্রেডের প্রয়োজন নেই আমার।আমি অল্পতেই সন্তুষ্ট,সার্বিক দিকটার কথাও তো চিন্তা করতে হবে।নাকি নিজে ১৩ তম গ্রেড পাইয়া বইয়া থাকলাম😡,মাসে মাসে বেতন ভাতা পেলাম😡,আর দেশের শিশুরা যেরকম হয় হোক আমার কি যায় আসে তাতে,এরকম মনোভাব।আরে ভাই এটা চিন্তা করেন না এরকম প্রশ্ন দ্বারা পরিক্ষা হলে ডিপিই ভাল মানের কিছু শিক্ষক পাবে পরবর্তী প্রজন্মের বেসিক ভালো করে দক্ষ হয়ে গড়ে উঠবে,ডিপিই যদি আবার আগের প্রশ্নে ফিরে যায়,তবে যেই লাউ সেই কদুই রয়ে যাবে😓
আরও অনেক কথা বলার ছিল কিন্তু মনে পড়ছে না,
ক্ষমা করবেন অনেকটা আত্ম প্রচারের মত শুনালেও বলতে বাধ্য হয়েছি,তবে এটাই... ।আপনাদের মতের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে অবশ্যই অনেক নেগেটিভ কমেন্ট আসবে,তাও জানি,করার কিছু নেই।
পরিশেষে ডিপিই কে অশেষ ধন্যবাদ❤️...
খাদ্য অধিদপ্তরে অাবেদন করেছেন। ID AND PASSWORD ভূলে গেছেন। নিতে চাইলে যোগাযোগ করুন।
apora aji shoro kora daw
ghora bosa income korun ...
Police niyog Kobe Hobe......?
★জরুরী ভিত্তিতে কিছু দক্ষ/অদক্ষ জনবল নিয়োগ করা হবে√√√
★বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত ই- কমার্স কোম্পানিতে কিছু জনবলের প্রয়োজন ( ছেলে বা মেয়ে) আগ্রহী প্রাথীকে আবেদন করার জন্য অনুরোধ করা হলো!!!
★পদের নাম :-
( ক) মাকেটিং ডিস্টিভিউটর ৮ম/১০ম শ্রেনী
(খ) মার্কেটিং অফিসার এসএসসি/এইচএসসি
(গ) মার্কেটিং ম্যানেজার অনার্স/মাস্টার্স
(ঘ) মার্কেটিং অডিটর অনার্স/মাস্টার্স
★বেতন প্রতিদিন কার টাকা প্রতি দিন দেউয়া হবে প্রতিদিন ইনকাম করতে পারবেন
(২৫০ -৩০০০) দুইশত ৫০ টাকা থেকে তিন হাজার টাকা ইনকাম করা জাবে
প্রতিদিন। কেউ আবেদন করতে চাইলে কাগজ পএ নিয়ে আসবেন আর ফোন দিয়ে সব জেনে নিবেন ধন্যবাদ
(ক) সারা বাংলাদেশ কাজ করার মত মানসিকতা থাকতে হবে।
(খ) নিজ জেলাতে ও কাজ করা যাবে।
নিজ বাসায় থেকেউ সারা বাংলাদেশের জে কোন জায়গায় থেকে করতে পারবেন
★কোম্পনী কতৃপক্ষ ইন্টারভিউ এর জন্য জানিয়ে দেয়া হবে!!!
★বিশেষ প্রয়োজনে ঃ- কল করুন --01854796981
★অফিসের ঠিকানঃ-
DEPZ,ASULIA,SAVAR,DHAKA