Shanti Hari Matua Tv

Shanti Hari Matua Tv FAN PAGE

https://youtu.be/IFoG1MZ2Z2Y
25/04/2024

https://youtu.be/IFoG1MZ2Z2Y

জয় হরিবল।বগুলা কলেজ মাঠে মতুয়া মহা সম্মেলনে দিনোকৃষ্ণ ঠাকুর: গৌতম, গৌরাঙ্গ এবং হরিচাঁদ এক ব্যাক্তি নয়। কোন কার্য ....

https://youtu.be/AJDNI6rZydA
21/04/2024

https://youtu.be/AJDNI6rZydA

জয় হরিবল।মতুয়া সংষ্কৃতি কার্টুন EP-21, রামকান্ত বৈরাগী গ্রামে বাসুকে নিয়ে বেরিয়েছে, অন্যদিকে তার গ্রমের লোকেরা তাক.....

19/04/2024

...

19/04/2024

বাংলাভিশন নিউজ, বিবিসি নিউজ বাং...

"কুড়মি সহ এসসি এসটি ওবিসি মাইনরিটি  সম্প্রদায় এর ঝাড়গ্রাম লোকসভার নির্দল প্রার্থী সমাজ দরদী এবং দক্ষ মূল নিবাসী জন সং...
19/04/2024

"কুড়মি সহ এসসি এসটি ওবিসি মাইনরিটি সম্প্রদায় এর ঝাড়গ্রাম লোকসভার নির্দল প্রার্থী সমাজ দরদী এবং দক্ষ মূল নিবাসী জন সংগঠক ও লড়াকু সৈনিক বরুণ মাহাতো মহাশয় কে বিপুল ভোটে জয় যুক্ত করুন 🙏🤝.

আমাদের দাবী ব্যক্তিগত এবং দলীয় স্বার্থ কে জলাঞ্জলি দিয়ে সমাজের সার্বিক উন্নয়নের স্বার্থে 🙏.

1.কুড়মি মাহাত কে ST করতে হবে যেহেতু তাদের কৃষ্টি কালচার ভাষা সংস্কৃতি বাসস্থান সব কিছু আদিবাসী সমাজের সমতুল্য এবং ব্রিটিশ ভারতের সরকার তার মান্যতা দিয়েছিল এবং গেজেট নোটিফিকেশন হয়েছিল।
2. জঙ্গল মহলে ভুমিজ, লোধা, মুন্ডা , ডোম, সদ গোপ, বাউরি, যাদব, তেলি, সহ পিছিয়ে পরা ও রাখা জন জাতি গুলির সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দাবি গুলি আদায় করা আমাদের একটা মূল লক্ষ্য।
3. জঙ্গল মহলে হাতির সমস্যা একটা বিরাট বড় সমস্যা তার সঠিক সমাধান করাই আমাদের মূল লক্ষ্য।
4. জঙ্গল মহলের বালি, কাঠ সহ জঙ্গল বাঁচানোর জন্য আমাদের মূল দাবি যা বেআইনি ভাবে জাতীয় সম্পদ ভীষণভাবে দুর্নীতিগ্রস্ত ও জর্জরিত।
5. জঙ্গলমহলে স্বায়ত্ত শাসিত অঞ্চলের জন্য 5th ও 6th সিডিউল লাগু করতে হবে ।
6. আর্থ সামাজিক ভিত্তিতে বাংলায় জাতি ভিত্তিক জনগণনা করতেই হবে।
7. জঙ্গলমহল তথা সমগ্র পশ্চিম বঙ্গে শিক্ষা , শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ,সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলি ভীষণভাবে দুর্নীতিগ্রস্ত , সেগুলিকে মুক্ত করে কর্মসংস্থান তৈরি করাই মূল লক্ষ্য।
8. SC,ST,OBC দের জনসংখ্যার ভিত্তিতে সংরক্ষণ দিতে হবে। অর্থাৎ যার যত সংখ্যা ভারী তার তত ভাগীদারি এই নীতি চালু করতেই হবে।
9. সারনা ধর্মের কোড চালু করতে হবে।
10. জঙ্গল মহল এ সাংস্কৃতিক বোর্ড গঠনের জন্য ও আমাদের লড়াই।
11. কুড়মালি, মুন্ডারি ও সাঁওতালি ভাষায় প্রাথমিক ও হাই স্কুলে পঠন পাঠন চালু করতে হবে।
12. কলেজ গুলিতে কুড়মালি পঠন পাঠন চালু করতে হবে।
13. কুড়মালি তে B.ED চালু করতে হবে।
14. সমস্ত ভুয়ো শংসাপত্র অবিলম্বে বাতিল করতে হবে। কারণ তপশিলি জাতি ও জনজাতি শংসাপত্র প্রদানের নিয়ম শিথিল করার সুযোগ নিয়ে এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয় এমন বহু ব্যক্তি অসৎ উপায়ে শংসাপত্র অর্জন করছেন এবং এর মাধ্যমে তারা সংরক্ষিত চাকুরী হস্তগত করছেন এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত পৌরসভা ,পৌর কর্পোরেশন এর বিভিন্ন সংরক্ষিত আসন থেকে তারা প্রতিনিধি হিসাবে নির্বাচিত হচ্ছেন। এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে না পারলে অদূর ভবিষ্যতে বিধানসভা ও লোকসভা আসন থেকে জেনারেল ক্যাটাগরির ব্যক্তিরাই নির্বাচিত হবেন তাই অবিলম্বে ভুঁয় শংসাপত্র বাতিল করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারকে বাধ্য করতে হবে।
15. নিয়োগ ক্ষেত্রে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পেশাল ড্রাইভ চালু করে এস সি, এসটি ওবিসিদের সমস্ত খালি পদ গুলো অবিলম্বে পূরণ করার জন্য ব্যবস্থা নিতে হবে ।
16. বহু রাষ্ট্রায়ত্ত সংস্থা ক্রমশ বেসরকারিকরণ করা হচ্ছে। বেসরকারি করনের পর সেখানে আর কোন সংরক্ষণ নীতি মানা হচ্ছে না ।এছাড়া সরকার প্রায় বিনামূল্যে বা নামমাত্র মূল্যে বিভিন্ন বেসরকারি সংস্থাকে সরকারি জমি বিদ্যুৎ সহজ ঋণ পরিকাঠামোগত অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে। রাষ্ট্রের সম্পদের মাধ্যমেই তারা মুনাফা করছে কিন্তু সেখানে তারা কর্মচারী নিয়োগে সরকারি সংরক্ষণ নীতি মানছে না ।তাই বেসরকারি ক্ষেত্রে অবিলম্বে সংরক্ষণের সুযোগ প্রসারিত করতে হবে। কেবল মেধার দোহাই দিয়ে সংরক্ষণ এড়িয়ে যাওয়া চলবে না।
17. ফরেস্ট রাইটস কনজারভেশন রুলস ২০২৩ বাতিল করার জন্য জনমত গড়ে তোলা এবং আদিবাসী সম্প্রদায়ের পাশে দাঁড়ানোই আমাদের একটা মূল লক্ষ্য।
18. ভারতীয় সংবিধান আজ ধ্বংসের পথে ।আমাদের একটা প্রধান লক্ষ্য হবে সম্মিলিতভাবে সর্বপ্রকার পদক্ষেপ অবলম্বন করে ভারতীয় সংবিধানকে রক্ষা করা।
19. আমাদের আরো একটা কর্মসূচি হলো পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে যে উদ্বাস্তু সমস্যা এবং নাগরিকত্ব সম্পর্কিত যে সমস্ত ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের সামনে তুলে ধরে আমাদের সমাজের লোকদের শুধু ভোট ব্যাংকে ব্যবহার করা হচ্ছে তার তীব্র বিরোধিতা করা এবং সঠিক পথ রূপায়ন করে তাকে কার্যকরী করা।
20. *পৃথক সাঁওতালি বোর্ড গঠন করতে হবে।
21.লালগড়, রামগড় ,সারেঙ্গা, রায়পুর, সিমলাপাল ,খাতরা, রানীবাদ ,মুকুটমনিপুর, ঝিলিমিলি, বান্দোয়ান, মানবাজার ,জঙ্গলমহলের এইসব পিছিয়ে পড়া এলাকাগুলো যোগাযোগ ব্যবস্থার দিক থেকে স্বাধীনতার আগে যেভাবে অনুন্নত ছিল, আজ স্বাধীনতার 76 বছর পরেও একই অবস্থায় পড়ে আছে। ভোটের সময় বিভিন্ন দলের হেভি ওয়েট প্রার্থীদের এখানে আসতে দেখা যায় কিন্তু ভোট ফুরিয়ে গেলেই পাঁচ বছর তাদেরকে আর দেখা যায় না। আমাদের প্রধান একটা কর্মসূচি হবে এই সমস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার সঙ্গে সুন্দর করে গড়ে তুলে এই সমস্ত জায়গায় পর্যটন শিল্পকে অবশ্যই বাস্তবায়িত করে বিভিন্ন রকমের কর্মসংস্থানের মাধ্যমে এই সমস্ত এলাকার মানুষদের পাশে দাঁড়ানো।
22.. কুড়র্মিসহ এসসি এসটি ওবিসি দিচ্ছে ডাক রাজ্য তথা দেশের দুর্নীতি নিপাত যাক✊।

19/04/2024

কুড়মি আদিবাসী ও সকল ST SC OBC মনোনীত ঝাড়গ্রামে লোক সভা কেন্দ্রে নির্দল প্রার্থী বরুন মাহাতো কে বিপুল ভোটে জয়ী করুন

19/04/2024

Livestream

17/04/2024
https://youtu.be/pLIScLW7emc
16/04/2024

https://youtu.be/pLIScLW7emc

জয় হরিবল।মতুয়া সংষ্কৃতি কার্টুন - EP-20, কিশোর যশবন্ত, পিতা মুকুন্দরাম বিশ্বাসের নিকট বৈষইক বিষয়ে শিক্ষা গ্রহন করছে, ....

12/04/2024
https://youtu.be/FrEo-Z2Gj9E
09/04/2024

https://youtu.be/FrEo-Z2Gj9E

জয় হরিবল। বাস্তবে হরিচাঁদ ঠাকুর মহান জ্ঞাীন ও সংগ্রামী মহান ব্যাক্তি ছিলেন, যেমন অন্য মহাপুরুষ, বিপ্লবী, বিঙ্গান.....

https://youtu.be/oRrsMJ0AZd0
04/04/2024

https://youtu.be/oRrsMJ0AZd0

জয় হরিবল। মুসলিম ঘরের মা, শ্রীমতী নাজমা কয়ালের মতুয়া ধর্ম দর্শন আলোচনা, PART-1, কোন কার্য সুন্দর উচ্চতা পায় যখন সকলে মি....

https://youtu.be/Uzkjh-pYbnkমতুয়া সংস্কৃতি কার্টুন, EP-18
02/04/2024

https://youtu.be/Uzkjh-pYbnk
মতুয়া সংস্কৃতি কার্টুন, EP-18

জয় হরিবল। মিড সাহেব ওড়াকান্দি প্রতিনিধিদের কাছে গুরুচাঁদ ঠাকুর সম্বদ্ধে বিস্তারিত জানতে চাহিলেন। মতুয়া সংষ্কৃ....

https://youtu.be/9MK7NCYTkm4
27/03/2024

https://youtu.be/9MK7NCYTkm4

জয় হরিবল। মতুয়া সংষ্কৃতি কার্টুন ভিডিও, EP-17, শশী, বিধূ ও ভীষ্ম ডাঃ সি এস মিডকে ওড়াকন্দিতে আমন্ত্রন জানালেন, কোন কার্.....

27/03/2024

**পুলিস বহিরাগত ক্রিমিনাল না ধরলে বাংলা পক্ষ সোজা মাঠে নামবে**
BSF CRPF সহ কেন্দ্রীয় আধাসেনায় পশ্চিমবঙ্গ কোটার চাকরি বেআইনি ভাবে দখল করতে ইউপি বিহার থেকে হাজার হাজার ক্রিমিনাল পশ্চিমবঙ্গের জাল ও ভুয়ো ডোমিসাই কাগজ দিয়ে পরীক্ষায় বসছে। বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় নেতৃত্বে বাংলা পক্ষর সহযোদ্ধারা সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় অভিযোগপত্র জমা দিল, যে থানার আওতাধীন এলাকার মধ্যে পরীক্ষা কেন্দ্রটি অবস্থিত।

https://youtu.be/mB8C_EPgp3w
23/03/2024

https://youtu.be/mB8C_EPgp3w

জয় হরিবল। মতুয়া সংষ্কৃতি কার্টুন, EP-16, মিড সাহেবকে তারা প্রশ্ন করেছিল: আপনি কী আমাদের সাহায্য করবেন ? কোন কার্য সুন্.....

https://youtu.be/BZpfhTXYl-U
15/03/2024

https://youtu.be/BZpfhTXYl-U

জয় হরিবল। মতুয়া সংষ্কৃতি কার্টুন - EP-15, ডাঃ সি এস মিড শশীভূষন, বিধূভূষন এবং ভীষ্মদেবকে ভীতরে নিয়ে গেলেন, কোন কার্য সু....

https://youtu.be/BZpfhTXYl-Uমতুয়া সংস্কৃতি কার্টুন ভিডিও। EP-১৫
14/03/2024

https://youtu.be/BZpfhTXYl-U
মতুয়া সংস্কৃতি কার্টুন ভিডিও। EP-১৫

জয় হরিবল। মতুয়া সংষ্কৃতি কার্টুন - EP-15, ডাঃ সি এস মিড শশীভূষন, বিধূভূষন এবং ভীষ্মদেবকে ভীতরে নিয়ে গেলেন, কোন কার্য সু....

https://youtu.be/ZTnaEBcKkEM
04/03/2024

https://youtu.be/ZTnaEBcKkEM

জয় হরিবল। কোন কার্য সুন্দর উচ্চতা পায় যখন সকলে মিলে করে । তেমনি মতুয়া ধর্ম এখন পৃথিবীর ১২৮ টি দেশকে ছুয়ে ফেলেছে। য.....

https://youtu.be/msL2z2GA9fM
26/02/2024

https://youtu.be/msL2z2GA9fM

জয় হরিবল।মতুয়া সংস্কৃতি কার্টুন পর্ব-13, নৌকা পথে অক্ষয় বাবুর সঙ্গে শশী ভূষন, বিধূ চৌধুরী ও ভীষ্ম দেব, C-EP-13 , কোন কার্য ....

Address

Habra
743263

Opening Hours

Tuesday 10am - 6pm
Wednesday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+918638174478

Alerts

Be the first to know and let us send you an email when Shanti Hari Matua Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shanti Hari Matua Tv:

Videos

Share


Other Social Media Agencies in Habra

Show All