কুড়মি আদিবাসী ও সকল ST SC OBC মনোনীত ঝাড়গ্রামে লোক সভা কেন্দ্রে নির্দল প্রার্থী বরুন মাহাতো কে বিপুল ভোটে জয়ী করুন
মতুয়া কার্টুন: YouTube : Shanti Hari Matua tv শান্তি হরি মতুয়া টিভি
কানার হাট বাজার
কানার হাট বাজার
লালন গীতি, কানার হাট বাজার, কন্ঠে কবি মনরঞ্জন বসু
লালন গীতি, কানার হাট বাজার, কন্ঠে কবি মনরঞ্জন বসু
দেশ ভাগ ও বাংলা ভাগের ইতিহাস। শ্রী নকুল চন্দ্র মহাশয়ের সম্পূর্ন বক্তব্য শুনতে শান্তি হরি মতুয়া টিভি Youtube চ্যানেল।
হরি সংগীত : আমার পাগল হতে বাকি আছে কি.......
হরি সংগীত, আমি হয়েছি পাগল.........
কণ্ঠে : শ্রী নিউটন বিশ্বাস
আজ ১৪ ই এপ্রিল ডাঃ ভীম রাও আম্বেদকরের ১৩২ তম জন্ম দিবস। উজান ব্যান্ড নিবেদিত ভীম বন্দনা।
আজ ১৪ ই এপ্রিল ডাঃ ভীম রাও আম্বেদকরের ১৩২ তম জন্ম দিবস। উজান ব্যান্ড নিবেদিত ভীম বন্দনা।
শ্রীমত্যা টিঙ্কু রানী পাল মহাশয়াকে বিরঙ্গনা সম্মাননা পত্র প্রদান।
বীরাঙ্গনার সম্মাননা হরি গুরুচাঁদ প্রদান স্থান, আম্বেদকর চেতনা মঞ্চ হরিচাঁদ বরন উৎসব।
বীর নারী মাননীয়া শ্রীমত্যা টিংকু রানী পাল, মহাশয় আর কর কমলে অর্পণ সম্মাননা পত্র প্রদান করেন। বঙ্গীয় হরি গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ স্থান বগুলা,নদীয়া।
অনুষ্ঠান: হরিচাঁদ বরণ উৎসব।
আয়ুর্বেদিক স্বাস্থ কেন্দ্র, যশোর রোড, কালিকা সিনেমা হলের নিকট। Ph: 8178221135, 8638174478
জিতেন গোসাঁই এর আশ্রমে বাৎসরিক অনুষ্ঠান।
হরি গুরুচাঁদ আরাধনার শ্রী জিতেন্দ্র গোসাঁই আশ্রম।
পরিচালনা : তারই পরম ভক্ত শ্রী জ্ঞানেন্দ্র গোস্বামী গোসাঁই
মান্না দের গান, আজ শ্রী নিউটন বিশ্বাস, মতুয়া ঘরের সন্তান, নিখুত গেয়ে শোনালেন
মান্না দের গান, আজ শ্রী নিউটন বিশ্বাস, মতুয়া ঘরের সন্তান, নিখুত গেয়ে শোনালেন
হরি গুরুচাঁদ ঠাকুর নির্দেশিত মতে প্রয়াত শ্রদ্ধেয় আনন্দ মোহন বিশ্বসে প্রতি শ্রদ্ধা অনুষ্ঠান।
জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ,
সকলের প্রতি শ্রদ্ধা ও প্রণাম,
আমাদের পিতৃদেব, শ্রদ্ধেয় আনন্দ মোহন বিশ্বস এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে গত , ১২ ই জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার, বাংলা ২৭ সে পৌষ, ১৪২৯, বিকাল পাঁচটা 15 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং সকলের স্মৃতি লোকে চলে গেছেন।
হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর নির্দেশিত মতে শ্রদ্ধেয় আনন্দ মোহন বিশ্বসে প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সামাজিক নিয়ম রক্ষায় পরিবারের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হয়েছিল।
ঐ অনুষ্ঠানের কিছু মুহূর্ত উপস্থাপন করা হইল।
প্রয়াত শ্রদ্ধেয় আনন্দমোহন বিশ্বাস মহাশয়ের সংক্ষিপ্ত জীবনী।
তিনি অবিভক্ত বাংলার পূর্ববঙ্গে যশোর জেলার নড়াইল সাব ডিভিশন, বাঘারপাড়া থানার অন্তর্গত জোকা নামক এক অতীব পল্লী গ্রামে একটি সচ্ছল চাষি পরিবারে জন্মগ্রহণ করেন, পিতা-মাতার আট সন্তানের চতুর্থ সন্তান ছিলেন।
গুরুচাঁদ সেনা দলের আলোচনা সভা
স্থান : চাকদহ পৌর কমোনিটি হল, নদীয়া
গুরুচাঁদ সেনা দলের পক্ষ থেকে বিভিন্ন প্রান্তে শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের ১৭৭ তম জন্মদিন পালন
গতকাল, ১৩ মার্চ "গুরুচাঁদ সেনা দলের" পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে, শহরে, গ্রামে যুগনায়ক শিক্ষাবিদ পতিত মানুষের রাজনৈতিক চিন্তার জনক শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের ১৭৭ তম জন্মদিন পালন করা হয়।
কয়েকটি অনুঠানের কিছু অংশ তুলে ধরা হয়েছে।
সমগ্র বিশ্ব ব্যাপি রাজর্ষী গুরুচাঁদ ঠাকুরের জন্মোৎসব পালন
বগুলায় বিশিষ্ট হরি ভক্ত শ্রী সুনীল ঠাকুর মহাশয়ের বাড়ির বাৎসরিক হরি সভা ও মতুয়া মহোৎসব। হরি সংগীতে পরম মতুয়া ভক্ত শ্রী নরোত্তম বিশ্বাস মহাশয় ।এই হরি ভক্ত প্রান বাড়ীর আর একটি গুরুত্বপূর্ণ পরিচয়, মতুয়া ফুটবলের প্রতিষ্ঠাতা শ্রী গৌতম ঠাকুরের বাড়ি।
জয় হরিচঁদ গুরুচাদ ঠাকুরের জয়। জয় মতুয়া ফুটবলের জয়।
পুটিখালি, মাঝদিয়া, নদীয়া যেখানে ৯৫% মানুষ পিছিয়ে পড়া, ৫০% অধিবাসী জনজাতির বসবাস। চার কিলোমিটারের মধ্যে কোনো উচ্চ বিদ্যালয় নেই। আজথেকে ২৫ বছর আগে ওই এলাকার কিছু হরি ভক্ত গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনকে মাথায় রেখে, নিজেরা দুই একরের বেশি জমি দান করে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো জ্বেলে দিতে চেয়েছিল। একটা কেন্দ্রীয় বিদ্যালয় করার স্বপ্ন ছিল।
কেন্দ্র সরকারের আধিবাসী কল্যাণ দপ্তর থেকে অনুমোদনও তারা পেয়ে গিয়েছিল। কিন্তু আমাদের সমাজের আত্ম অহংকারী এক শিক্ষিত, উচ্চ সরকারি পদাধিকারী তার ব্যক্তি গত রোষে সেই স্বপ্ন ধূলিসাৎ করে দেয়।