28/12/2021
চকা কেতিয়া আবিস্কাৰ কৰিছিল
পুরো বিশ্ব চলছে চাকার ওপর। এই কথাটিতে কেউ দ্বিমত করবেন বলে মনে হয় না। শুধু চাকার বদৌলতে গোটা মানবসভ্যতা এক লাফে অনেক দূর এগিয়ে গেছে। চাকাকে যন্ত্রকৌশলের আদি পুরুষ বলে ধারণা করা হয়। যাতায়াত ব্যবস্থাতে চাকার অবদান সাদা চোখেই অনুধাবন করা যায়।
মানুষ চাকা উদ্ভাবন করেছে নাকি আবিষ্কার—এ নিয়ে ঢের বিতর্ক আছে। তবে পৃথিবীতে চাকার আবির্ভাব খুব বেশি দিনের নয়। খ্রিষ্টের জন্মের সাড়ে তিন হাজার বছর আগে চাকার খোঁজ মেলে। অর্থাৎ এখনকার সময় হিসাবে নিলে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে পাওয়া যায় প্রথম চাকা।
মানুষের সঙ্গে অন্যান্য প্রাণীর পার্থক্য গড়ে দিয়েছে চাকা। মানবসভ্যতায় চাকার অভাবিত অবদানের কারণে অনেকেই মনে করেন, এটিই হয়তো বিশ্বের সবচেয়ে প্রাচীন আবিষ্কার। কিন্তু আদতে তা নয়। এমন কিছু জিনিস চাকার আগেই এই ধরণিতে এসেছে, যা জানলে অবাক হতে হয় । কিন্তু বৰ্তমান কাঠৰ চকা ব্যৱহাৰ লাহে লাহে নোহোৱা হৈ আছে।
With RealNames, your email address is your name. You get email without ads that works with your favorite email program, in your web browser, and on your mobile phone or tablet.