LionSuman MondalMjf

LionSuman MondalMjf চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।

15/01/2025

আজ ১লা মাঘ "আখাইন যাত্ৰা ও কুড়মালি নববর্ষ" কৃষি বর্ষের সূচনা দিবস।।
সূর্যের দক্ষিনায়ণ শেষে উত্তরায়ণে সকল জনজাতি মুলবাসীদের জানাই কুড়মালি নববর্ষের শুভেচ্ছা ও জহার।।

14/01/2025
14/01/2025
13/01/2025

ফেসবুকে আপনি কি করতে পরেন ?? আর কি পারবেন না, মেটার (facebook )2025 এর আপডেট নিয়ে নিয়ে আজকের আলোচনা

_*সোম প্রভাতে শুভ্র প্রভাতী শু‌ভেচ্ছা।*‌_আজ *সোমবার।**১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রীষ্টাব্দ।**২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ।*আজ: # ...
13/01/2025

_*সোম প্রভাতে শুভ্র প্রভাতী শু‌ভেচ্ছা।*‌_
আজ *সোমবার।*

*১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রীষ্টাব্দ।*
*২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ।*

আজ:

# *LOHRI/লোহরি*
(উত্তর ভারতের রাজ্যগুলোতে পালিত হয়। ঐতিহ্যগতভাবে, উৎসবটি একটি ভাল ফসলের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানোর এবং পরবর্তী কৃষি চক্রে আরও সমৃদ্ধির জন্য প্রার্থনা করার সময় বলে মনে করা হয়।)

১৯১৯ - ভারতীয়দের মধ্যে *স্যার সত্যেন্দ্রপ্রসাদ সিংহ* সর্বপ্রথম *‘লর্ড’* উপাধিতে ভূষিত হয়ে পার্লামেন্ট মহাসভায় আসন লাভ করেন।

১৯৫৭ - ওড়িশা রাজ্যের সম্বলপুর থেকে পনেরো কিলোমিটার দূরে হীরাকুদে *"হীরাকুদ বাঁধের"* উদ্বোধন করেন ভারতের তৎকালীন *প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।*

১৯৭২ - *শেখ মুজিবুর রহমান* বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

*জন্মদিন*

১৫৩৮ - *মহারাজা উদয় সিং রাঠোর,* মারোয়ারের রাজা। তিনি *"মোটা রাজা"* হিসাবেও পরিচিত ছিলেন।

১৮৪৩ - *ফকির মোহন সেনাপতি,* ভারতীয় লেখক, কবি, দার্শনিক ও সমাজ সংস্কারক।

১৮৫৯ - *ভূপেন্দ্রনাথ বসু,* ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী, ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি, কলকাতার মোহনবাগান ক্লাবের প্রথম সভাপতি।

১৮৮৯ - *নলীনি কান্ত গুপ্ত,* বিপ্লবী, ভাষাবিদ, পণ্ডিত, সমালোচক, কবি, দার্শনিক, যোগী এবং শ্রী অরবিন্দ এর অন্যতম শিষ্য।

১৮৯৪ - *রামনাথ বিশ্বাস,* ভারতীয় বিপ্লবী, সৈনিক, ভূপর্যটক ও ভ্রমণকাহিনী লেখক।

১৯১৩ - *সি অচ্যূত মেনন,* রাজনীতিবিদ ও কেরলের মুখ্যমন্ত্রী। কেরলের একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি *পরপর দুবার* মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব পালন করেন।

১৯২৬ - *শক্তি সামন্ত,* ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

১৯৩৮ - *নবনীতা দেব সেন,* ভারতীয় লেখক, কবিতা, উপন্যাস, ছোটগল্প, নাটক, সাহিত্য সমালোচনা, ব্যক্তিগত প্রবন্ধ, ভ্রমণকাহিনী, রসরচনা, অনুবাদ, শিশুসাহিত্য ইত্যাদির জন্য বিখ্যাত।

১৯৩৮ - *পন্ডিত শিবশঙ্কর শর্মা,* সঙ্গীত নাটক একাডেমী, পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত ভারতীয় সঙ্গীত সুরকার ও সন্তুরবাদকl

১৯৪৯ - *রাকেশ শর্মা,* উইং কমান্ডার, ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন পাইলট। তিনিই একমাত্র মহাকাশ ভ্রমণকারী ভারতীয় নাগরিক।

১৯৫৭ - *রেজওয়ানা চৌধুরী বন্যা,* বাঙালী কণ্ঠশিল্পী।

১৯৭৮ - *মেজর মোহিত শর্মা,* মরণোত্তর অশোকচক্র সম্মানে ভূষিত ভারতীয় সেনা অফিসার।

১৯৮৩ - *ইমরান খান,* দক্ষিণ এশীয় বংশোদ্ভূত আমেরিকান প্রাক্তন অভিনেতা ও পরিচালক।

*তিরোধান দিবস*

১৯০৭ - *কৃষ্ণচন্দ্র মজুমদার,* স্বনামধন্য বাঙালি কবি ও পত্রিকা সম্পাদক।

১৯২১ - *রাও বাহাদুর রঘুনাথ নরসিংহ মুধলকর,* ভারতীয় রাজনীতিবিদ ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি।

১৯৫৯ - *হরিচরণ বন্দোপাধ্যায়,* ভারতীয় কথাসাহিত্যিক, পণ্ডিত এবং অভিধান সংকলক। বঙ্গীয় শব্দকোষ (বাংলা অভিধান) এর জন্য সবচেয়ে বেশি পরিচিত।

১৯৬২ - *অজয়কুমার ঘোষ,* কমিউনিস্ট লেখক ও বুদ্ধিজীবী।

১৯৬৩ - *নিখিলরঞ্জন সেন,* ভারতে ফলিত গণিতের জনক বাঙালি বিজ্ঞানী।

১৯৭৬ - *আহমেদ জান তিরাকওয়া,* পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত তবলাবাদক।

১৯৮২ - *মামিদীপুদি ভেঙ্কটারাঙ্গায়া,* পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত ভারতের অন্ধ্র প্রদেশের একজন আর্থিক ও রাজনৈতিক বিজ্ঞানী এবং ঐতিহাসিক লেখক।

১৯৮৩ - *রাধামোহন ভট্টাচার্য,* বিশিষ্ট বাঙালি চলচ্চিত্র ও মন্ত্র অভিনেতা,সিনেমা সমালোচক ও বহুভাষাবিদ।

১৯৮৫ - *মদন পুরী,* হিন্দি এবং পাঞ্জাবি চলচ্চিত্রের ভারতীয় অভিনেতা।

১৯৮৮ - *মাভেলিক্কারা কৃষ্ণানকুট্টি নায়ার,* পদ্মশ্রী পুরস্কার প্রাপক কর্ণাটকের মৃদঙ্গম বাদক।

১৯৯৭ - *ব্রজেন্দ্র চন্দ্র দেব,* খ্যাতনামা বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সমাজ সংস্কারক।

১৯৯৮ - *বেদারউদ্দিন আহমদ,* বাঙালি নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী।

২০১৩ - *রুশি ফ্রেমরোজ সুর্তি,* পার্সিয়ান ভারতীয় ক্রিকেটার।

২০১৪ - *অঞ্জলি দেবী,* তেলেগু এবং তামিল চলচ্চিত্রের অভিনেত্রী, মডেল এবং প্রযোজক।

২০১৮ - *সরস্বতী রাজামণি,* ভারতীয় জাতীয় সেনাবাহিনীর (আইএনএ) একজন সৈনিক।

২০২২ - *মধুমঙ্গল মালাকার,* প্রবাদপ্রতিম বাঙালি শোলা শিল্পী।

২০২৪ - *প্রভা আত্রে,* হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরনার খেয়াল শিল্পী।

*আজ‌কের দিনটা শুভ ও শান্তময় হোক।*

🙏🙏
* সুমন মন্ডল *
*ঘাটাল শহর*

12/01/2025

সিমলা স্ট্রিট-এ বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে স্বামীজীর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন সনাতনের সেবক, জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। Suvendu Adhikari

সিমলা স্ট্রিট-এ বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ ...
12/01/2025

সিমলা স্ট্রিট-এ বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপনে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে স্বামীজীর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন সনাতনের সেবক, জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী Suvendu Adhikari

12/01/2025

শৈশব এর বন্ধু দের সাথে একটু গল্প...........

পশ্চিমবঙ্গ সরকারের আলিপুর চিড়িয়াখানার জমি কে বাণিজ্যিক স্বার্থে বিক্রি করার প্রতিবাদে দক্ষিণ কলকাতা জেলা বিজেপির ডাকে ...
11/01/2025

পশ্চিমবঙ্গ সরকারের আলিপুর চিড়িয়াখানার জমি কে বাণিজ্যিক স্বার্থে বিক্রি করার প্রতিবাদে দক্ষিণ কলকাতা জেলা বিজেপির ডাকে রবীন্দ্র সদন থেকে ন্যশনাল লাইব্রেরী পর্যন্ত হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক ,সাধারণ জনগনদের সঙ্গে নিয়ে বিশাল প্রতিবাদ পদযাত্রায় অংশগ্রহণ করে আলিপুর চিড়িয়াখানার স্বার্থে জমি দখল ও জমি মাফিয়াদের বিরুদ্ধে কলকাতার রাজপথ থেকে "চোর মমতা সরকারের" বিরুদ্ধে সরব হয়ে তীব্র প্রতিবাদ জানালেন সনাতনের সেবক, জনপ্রিয় জননেতা, তথা পশ্চিমবঙ্গ বিধানসভার লড়াকু বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী

11/01/2025

Ankita Bhattacharyya ( অঙ্কিতা ভট্টাচাৰ্য ) Ankita Bhattacharyya ゚ ゚ - 11

09/01/2025

Ankita Bhattacharyya ( অঙ্কিতা ভট্টাচাৰ্য ) Ankita Bhattacharyya ゚ ゚ - 10

সুপ্রভাত..........*প্রত‍্যুষকালীন প্রভাতী শু‌ভেচ্ছা।*‌আজ *বৃহস্পতিবার।**০৯ই জানুয়ারি, ২০২৫ খ্রীষ্টাব্দ।**২৪শে পৌষ, ১৪৩১...
09/01/2025

সুপ্রভাত..........*প্রত‍্যুষকালীন প্রভাতী শু‌ভেচ্ছা।*‌
আজ *বৃহস্পতিবার।*

*০৯ই জানুয়ারি, ২০২৫ খ্রীষ্টাব্দ।*
*২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ।*

আজ:

# *প্রবাসী ভারতীয় দিবস/Non-Resident Indian (NRI) Day.*

# *আন্তর্জাতিক কোরিওগ্রাফার দিবস/International Choreographers Day.*

# *আইফোন বার্ষিকী/iphone Anniversary.*

*আজ‌কের দিনে*
১৭৫৭ - *রবার্ট ক্লাইভ* হুগলি দখল করেন।

১৮১১ - প্রথম *মহিলা গলফ টুর্নামেন্ট* শুরু হয়।

১৯১৫ - *মহাত্মা গান্ধী* দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর এই তারিখে *প্রবাসী ভারতীয় দিবস* পালিত হয়।

১৮১৬ - *স্যার হামফ্রে ডেভির নিরাপত্তা বাতি* সর্বপ্রথম কয়লার খনিতে ব্যবহৃত হয়।

১৯৫১ - নিউইয়র্ক সিটিতে *জাতিসংঘ সদর দপ্তরের* আনুষ্ঠানিক উদ্বোধন।

১৯৬৮ - মার্কিন মহাশূণ্যযান *সার্ভেয়ার* চাঁদে অবতরণ করে।

১৯৬৮ - সৌদি আরব, কুয়েত আর লিবিয়ার যৌথ উদ্যোগে আরব তেল দাতা দেশের সংস্থা *ওপেক/OPEC (Organization of the Petroleum Exporting Countries)* প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার সদর দফতর কুয়েতে অবস্থিত।

*জন্মদিন*

১৯১৩ - *রিচার্ড নিক্সন,* মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি।

১৯২২ - *হর গোবিন্দ খোরানা,* নোবেল পুরস্কার প্রাপ্ত ইন্দো - আমেরিকান বায়োকেমিস্ট।

১৯২৭ - *সুন্দরলাল বহুগুনা,* পদ্মশ্রী, পদ্মবিভূষণ ও জামনলাল বাজাজ পুরস্কার প্রাপ্ত ভারতীয় খ্যাতিমান গড়ওয়ালি পরিবেশবাদী এবং চিপকো আন্দোলনের নেতা।

১৯৩১ - *সি. পি. সদাশিবায়াইয়া,* ভারতীয় স্বাধীনতা সংগ্ৰামী, শিল্পপতি, সমাজসেবী এবং আবিষ্কারক।

১৯৩৪ - *মহেন্দ্র কাপুর,* ভারতীয় প্লেব্যাক গায়ক ছিলেন।

১৯৩৮ - *চক্রবর্তী পদ্মনাভান রামানুজম,* ভারতীয় গণিতবিদ ও ভারতীয় বিজ্ঞান একাডেমির সহযোগী (Fellow )নির্বাচিত হয়েছিলেন।

১৯৫২ - *কৌশিক বসু,* ভারতীয় অর্থনীতিবিদ ও বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ছিলেন।

১৯৬৫ - *ফারহা খান কুন্দের (ফারহা খান),* ভারতীয় হল চলচ্চিত্র পরিচালক , চলচ্চিত্র প্রযোজক , অভিনেত্রী , নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার।

১৯৭৪ - *ফারহান আখতার,* ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, প্লেব্যাক গায়ক, প্রযোজক এবং টেলিভিশন হোস্ট।

২০০০ - *হিমা দাস (ধিং এক্সপ্রেস),* অর্জুন পুরস্কার প্রাপক আসামের স্প্রিন্টার । তিনি প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যিনি আই.এ.এ.এফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ট্র্যাক ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন।

*তিরোধান দিবস*

১৯২৩ - *সত্যেন্দ্রনাথ ঠাকুর,* ভারতীয় সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয়। লেখক, গীত রচয়িতা এবং ভাষাতত্ত্ববিদ ছিলেন এবং ব্রিটিশ রাজত্বকালে ভারতীয় সমাজে নারীর মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। পারিবারিক পরিচয়ে তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ।

১৯৩৭ - *কারনাড সদাশিব রাও,* ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।

১৯৪৫ - *স্যার ছোটু রাম,* নাইট উপাধিপ্রাপ্ত ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ।

১৯৯২ - *মানবেন্দ্র মুখোপাধ্যায়,* ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী ও সুরকার।

১৯৯৪ - *এস কল্যাণরমণ,* কর্ণাটকি কণ্ঠশিল্পী ছিলেন।

২০০৩ - *ওম প্রকাশ ভান্ডারী,* ওরফে *কমার জালালাবাদী,* ভারতীয় কবি এবং হিন্দি চলচ্চিত্রের গানের গীতিকার।

২০০৪ - *সুবিনয় রায়,* ভারতীয় গায়ক ও রবীন্দ্র সঙ্গীতজ্ঞ।

*আজ‌কের দিনটা শুভ ও গৌরবময় হোক।*

🙏🙏
* সুমন মন্ডল *
*ঘাটাল শহর*

২০১১ সালের ৭ জানুয়ারি নেতাই গ্রামে গণহত্যায় নিহত শহিদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি।
07/01/2025

২০১১ সালের ৭ জানুয়ারি নেতাই গ্রামে গণহত্যায় নিহত শহিদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি।

আজ ৭ই জানুয়ারি ২০০৭ বশ্যতা বিরোধী নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের অমর শহীদদের প্রতি মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে দ্ব...
07/01/2025

আজ ৭ই জানুয়ারি ২০০৭ বশ্যতা বিরোধী নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের অমর শহীদদের প্রতি মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার পর সাংবাদিকদের মুখোমুখি সনাতনের সেবক ,নন্দীগ্রাম গণআন্দোলনের প্রমাণিত জননেতা, নন্দীগ্রামের জনদরদী বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় Suvendu Adhikari

Address

Ghatal
721212

Telephone

+918001931669

Website

Alerts

Be the first to know and let us send you an email when LionSuman MondalMjf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LionSuman MondalMjf:

Videos

Share