13/01/2025
_*সোম প্রভাতে শুভ্র প্রভাতী শুভেচ্ছা।*_
আজ *সোমবার।*
*১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রীষ্টাব্দ।*
*২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ।*
আজ:
# *LOHRI/লোহরি*
(উত্তর ভারতের রাজ্যগুলোতে পালিত হয়। ঐতিহ্যগতভাবে, উৎসবটি একটি ভাল ফসলের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানোর এবং পরবর্তী কৃষি চক্রে আরও সমৃদ্ধির জন্য প্রার্থনা করার সময় বলে মনে করা হয়।)
১৯১৯ - ভারতীয়দের মধ্যে *স্যার সত্যেন্দ্রপ্রসাদ সিংহ* সর্বপ্রথম *‘লর্ড’* উপাধিতে ভূষিত হয়ে পার্লামেন্ট মহাসভায় আসন লাভ করেন।
১৯৫৭ - ওড়িশা রাজ্যের সম্বলপুর থেকে পনেরো কিলোমিটার দূরে হীরাকুদে *"হীরাকুদ বাঁধের"* উদ্বোধন করেন ভারতের তৎকালীন *প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।*
১৯৭২ - *শেখ মুজিবুর রহমান* বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
*জন্মদিন*
১৫৩৮ - *মহারাজা উদয় সিং রাঠোর,* মারোয়ারের রাজা। তিনি *"মোটা রাজা"* হিসাবেও পরিচিত ছিলেন।
১৮৪৩ - *ফকির মোহন সেনাপতি,* ভারতীয় লেখক, কবি, দার্শনিক ও সমাজ সংস্কারক।
১৮৫৯ - *ভূপেন্দ্রনাথ বসু,* ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী, ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি, কলকাতার মোহনবাগান ক্লাবের প্রথম সভাপতি।
১৮৮৯ - *নলীনি কান্ত গুপ্ত,* বিপ্লবী, ভাষাবিদ, পণ্ডিত, সমালোচক, কবি, দার্শনিক, যোগী এবং শ্রী অরবিন্দ এর অন্যতম শিষ্য।
১৮৯৪ - *রামনাথ বিশ্বাস,* ভারতীয় বিপ্লবী, সৈনিক, ভূপর্যটক ও ভ্রমণকাহিনী লেখক।
১৯১৩ - *সি অচ্যূত মেনন,* রাজনীতিবিদ ও কেরলের মুখ্যমন্ত্রী। কেরলের একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি *পরপর দুবার* মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব পালন করেন।
১৯২৬ - *শক্তি সামন্ত,* ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
১৯৩৮ - *নবনীতা দেব সেন,* ভারতীয় লেখক, কবিতা, উপন্যাস, ছোটগল্প, নাটক, সাহিত্য সমালোচনা, ব্যক্তিগত প্রবন্ধ, ভ্রমণকাহিনী, রসরচনা, অনুবাদ, শিশুসাহিত্য ইত্যাদির জন্য বিখ্যাত।
১৯৩৮ - *পন্ডিত শিবশঙ্কর শর্মা,* সঙ্গীত নাটক একাডেমী, পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত ভারতীয় সঙ্গীত সুরকার ও সন্তুরবাদকl
১৯৪৯ - *রাকেশ শর্মা,* উইং কমান্ডার, ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন পাইলট। তিনিই একমাত্র মহাকাশ ভ্রমণকারী ভারতীয় নাগরিক।
১৯৫৭ - *রেজওয়ানা চৌধুরী বন্যা,* বাঙালী কণ্ঠশিল্পী।
১৯৭৮ - *মেজর মোহিত শর্মা,* মরণোত্তর অশোকচক্র সম্মানে ভূষিত ভারতীয় সেনা অফিসার।
১৯৮৩ - *ইমরান খান,* দক্ষিণ এশীয় বংশোদ্ভূত আমেরিকান প্রাক্তন অভিনেতা ও পরিচালক।
*তিরোধান দিবস*
১৯০৭ - *কৃষ্ণচন্দ্র মজুমদার,* স্বনামধন্য বাঙালি কবি ও পত্রিকা সম্পাদক।
১৯২১ - *রাও বাহাদুর রঘুনাথ নরসিংহ মুধলকর,* ভারতীয় রাজনীতিবিদ ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি।
১৯৫৯ - *হরিচরণ বন্দোপাধ্যায়,* ভারতীয় কথাসাহিত্যিক, পণ্ডিত এবং অভিধান সংকলক। বঙ্গীয় শব্দকোষ (বাংলা অভিধান) এর জন্য সবচেয়ে বেশি পরিচিত।
১৯৬২ - *অজয়কুমার ঘোষ,* কমিউনিস্ট লেখক ও বুদ্ধিজীবী।
১৯৬৩ - *নিখিলরঞ্জন সেন,* ভারতে ফলিত গণিতের জনক বাঙালি বিজ্ঞানী।
১৯৭৬ - *আহমেদ জান তিরাকওয়া,* পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত তবলাবাদক।
১৯৮২ - *মামিদীপুদি ভেঙ্কটারাঙ্গায়া,* পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত ভারতের অন্ধ্র প্রদেশের একজন আর্থিক ও রাজনৈতিক বিজ্ঞানী এবং ঐতিহাসিক লেখক।
১৯৮৩ - *রাধামোহন ভট্টাচার্য,* বিশিষ্ট বাঙালি চলচ্চিত্র ও মন্ত্র অভিনেতা,সিনেমা সমালোচক ও বহুভাষাবিদ।
১৯৮৫ - *মদন পুরী,* হিন্দি এবং পাঞ্জাবি চলচ্চিত্রের ভারতীয় অভিনেতা।
১৯৮৮ - *মাভেলিক্কারা কৃষ্ণানকুট্টি নায়ার,* পদ্মশ্রী পুরস্কার প্রাপক কর্ণাটকের মৃদঙ্গম বাদক।
১৯৯৭ - *ব্রজেন্দ্র চন্দ্র দেব,* খ্যাতনামা বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সমাজ সংস্কারক।
১৯৯৮ - *বেদারউদ্দিন আহমদ,* বাঙালি নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী।
২০১৩ - *রুশি ফ্রেমরোজ সুর্তি,* পার্সিয়ান ভারতীয় ক্রিকেটার।
২০১৪ - *অঞ্জলি দেবী,* তেলেগু এবং তামিল চলচ্চিত্রের অভিনেত্রী, মডেল এবং প্রযোজক।
২০১৮ - *সরস্বতী রাজামণি,* ভারতীয় জাতীয় সেনাবাহিনীর (আইএনএ) একজন সৈনিক।
২০২২ - *মধুমঙ্গল মালাকার,* প্রবাদপ্রতিম বাঙালি শোলা শিল্পী।
২০২৪ - *প্রভা আত্রে,* হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরনার খেয়াল শিল্পী।
*আজকের দিনটা শুভ ও শান্তময় হোক।*
🙏🙏
* সুমন মন্ডল *
*ঘাটাল শহর*