বিধায়কের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনায় বক্তব্যরত দিল্লি পাবলিক স্কুল এর পক্ষ থেকে বক্তব্যরত প্রধান শিক্ষক ।
ফরাক্কা প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজে কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনায় মইনুল হক ।
ভারতের জল শক্তি মন্ত্রণালয়ের অধীনে DG, NMCG, &PD , NRCD (আইএএস) অধিকর্তা শ্রী জি অশোক কুমার , আজ ফরাক্কা গান্ধীঘাট সংলগ্ন হিলসা রেঞ্চিং স্টেশনের তৃতীয় দফার দারদ্ঘাটন করলেন। উনি এসে সেই প্রথমে গঙ্গা পূজায় অংশগ্রহণ করেন । এরপর তিনি এনটিপিসি এইচ ও পি , ফারাক্কা ব্যারেজ জেনারেল ম্যানেজার , জঙ্গিপুর এসডিএম , ফারাক্কা ব্লক আধিকারিক সহ হিলসা রেঞ্জিং স্টেশনের আধিকারিকরা অংশগ্রহণ করেন । এটি একটি ভারত সরকারের সম্মিলিত প্রোগ্রাম যাতে করে নদীর জলের স্বচ্ছতা সহ জলজ প্রাণী সংরক্ষণ ও তাদের বিপদের সময় চিকিৎসা পরিষেবা প্রদান করা এক কথায় জলজ পরিবেশ ঠিক রাখতে ক্রমাগত নদী পক্ষ থেকে হারিয়ে যাওয়া মাছের প্রযুক্তি গুলি সংরক্ষণ করে আবার নদীপক্ষে ছাড়া । আজ প্রায় ২০০ ইলিশ গঙ্গাবক্ষে ছড়া হলো ।।
গর্ভ গৃহে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কে কেন্দ্র করে এনটিপিসি মোড় দুর্গা মন্দির প্রাঙ্গণে রাম ভক্তদের প্রস্তুতি । সরাসরি লাইভ দেখুন ভাবধারা চ্যানেলে ।
অমৃত ভারত এক্সপ্রেস এ প্রথম যাত্রা : দর্শন করুন কি সুন্দর গতিতে ছুটে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস !
জোট বিষয়ে কি বলছেন দেখুন একটুখানি !
ফারাক্কায় দক্ষিণ মালদার লোকসভার সাংগঠনিক জেলার সম্পাদক প্রবীর সাহা ব্যারেজ কলোনির টেংকি মোড় সংলগ্ন স্ট্রিট কর্নারে বক্তব্য রাখছেন ! বক্তব্য বক্তার নিজস্ব ! .... এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী নয় ।
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে বিরাট ফরাক্কা থানা পাড়া কালী পূজার কমিটির বিচিত্রা অনুষ্ঠান শিশুতলার মাঠে ।
একান্ত আলাপচারিতায় সম্মানীয় গায়ক স্বাধীন সরকার মহাশয় । যে গানটি গাইছেন এটি সরস্বতী বন্দনা । মনসামঙ্গল ,কবিগান , ভোজপুরি , চাঁই ভাষার গান , বিহারী গান , ভজন গীতি কিংবা ভক্তিগীতি কি নেই উনার ঝুলিতে । যিনি দুরদর্শনে ও বিভিন্ন সময় কবিগান গেয়েছেন । এমন ব্যক্তির স্নেহের সান্নিধ্য পেয়ে সত্যিই খুব মধুময় হয়ে উঠল আমাদের আলাপচারিতা । দেখতে থাকুন ভাবধারা চ্যানেলে এই সম্মানীয় ব্যক্তির মধুর আলাপন ।
হটাৎ করেই বিখ্যাত কবিয়াল স্বাধীন সরকারের সঙ্গে সাক্ষাতের এক স্মরণীয় মুহূর্ত । এই সহজ সরল মানুষটি দূরদর্শনের শিল্পী !
ফারাক্কা অগ্রদূত সংঘের পরিচালনায় মুর্শিদাবাদ জেলার গর্ব গোবিন্দ দাস বাউল গাইছেন ভাই ফোঁটার রাত্রিতে ১৫-১১ ২০০২৩ ।