Jateswar Online

Jateswar Online জটেশ্বর ও তার পার্শবর্তী এলাকায় কি হচ?
(8)

06/08/2023
10/07/2023

গতকাল রাতে জটেশ্বর বাজারে শিবমন্দির এলাকায় পরপর কয়েকটি দোকানে "চুরি "

25/06/2023

শুভ জন্মদিন জেলা আলিপুরদুয়ার। এই উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানাই।

৯০ দশকের ছেলে মেয়ে দের কাছে এখন একটা স্মৃতি ❤
24/06/2023

৯০ দশকের ছেলে মেয়ে দের কাছে এখন একটা স্মৃতি ❤

আজ অম্বুবাচী প্রবৃত্তি। এই সময় হল ধরিত্রীমায়ের ঋতুমতী হবার সময়। এই পর্ব আষাঢ়ের সাত থেকে দশ পর্যন্ত চলে। পৃথিবীর সকল নারী...
23/06/2023

আজ অম্বুবাচী প্রবৃত্তি। এই সময় হল ধরিত্রীমায়ের ঋতুমতী হবার সময়। এই পর্ব আষাঢ়ের সাত থেকে দশ পর্যন্ত চলে। পৃথিবীর সকল নারীর মতোই দেবীও ঋতুমতী হন এবং সেখান থেকেই অম্বুবাচী বা অমাবতী( অনেকেই অমরাবতী ও বলেন ) । এপ্রসঙ্গেই আমি নিজেই মায়ের কাছে শুনেছি
"যদি হয় অমাবতী
নদী হয় গর্ভবতী"
মানে প্রবল বৃষ্টির দ্বারা নদীর ফুলেফেঁপে ওঠা। এইসময়টাই আসলে বৃষ্টির জলে সিক্ত হয়ে ফসল ফলানোর উপযোগী হয় ধরিত্রী মা। আর এইসময় মাটির ওপর আঘাত হয় এমন কিছু কাজ করা বন্ধ থাকে, অনেকসময় শোনা যায় শুভ কাজ করাও বন্ধ থাকে, যদিও এসম্পর্কে সঠিকভাবে বলা সম্ভব নয়, কারণ অনেক শুভ পূজা পার্বণ হয়েছে আগেও, এবছরেও আছে। তাই শুভ কাজ করা যাবেনা এই জিনিসের কতটা ভিত্তি আছে তা বলা যাবেনা।

আসামের কামাখ‍্যা মন্দিরে আর ওড়িশাতেও এই অম্বুবাচী হয়। দেবীর ঋতুমতী হওয়া এটাই প্রমাণ করে যে এটি খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া, ধরিত্রী মায়ের ক্ষেত্রে এটি ঊর্বরতার সংকেত, নারীদের ক্ষেত্রে এটি মাতৃত্বলাভে সক্ষম হবার।

বাংলার ধরিত্রী ঊর্বর হোক। ফসল ফলুক জায়গায় জায়গায়, এই প্রার্থনা।

  তে  #টিকিট_কাটার_সময় 35 পয়সা তে যে  #ইন্সুরেন্স টা দেওয়া হয় সেটার ব্যাপারে বিস্তারিত পোস্ট 👇👇আপনি যদি ইন্সুরেন্স ট...
04/06/2023

তে #টিকিট_কাটার_সময় 35 পয়সা তে যে #ইন্সুরেন্স টা দেওয়া হয় সেটার ব্যাপারে বিস্তারিত পোস্ট 👇👇

আপনি যদি ইন্সুরেন্স টা নেন, তাহলে আপনার ইমেইল এ একটা মেইল আসবে ইন্সুরেন্স কোম্পানির থেকে আর সেখানে আপনার প্রথম কাজ হলো নমিনেশন আপডেট করার লিংকে ক্লিক করে নমিনি অ্যাড করা। চেষ্টা করবেন এমন কাও কে নমিনি করতে যিনি আপনার সাথে ট্রাভেল করছেন না।

Policy wordings এ ক্লিক করলে আপনাকে আপনার PNR আর মোবাইল নম্বর দিয়ে login করতে বলবে, সেটা করলে আপনি আপনার ডিটেইল পলিসি পেয়ে যাবেন, যাত্রার আগে সেটা আপনার ফ্যামিলি কে বা আপনার নমিনি কে দিয়ে যাবেন।
পলিসি তে নিম্নলিখিত দুর্ঘটনা গুলো কভার হয়
Death: 10 Lakh
Total permanent disability: 10 Lakh
Partial permanent disability: Upto 7.5 Lakh
Hospitalization Expenses: Upto 2 Lakh
Transport of mortal remains: 10000

দুর্ঘটনা হবার 4 মাসের মধ্যে claim intimate করতে হবে।
দুর্ঘটনার ফলে যদি কোনো ব্যক্তি injured/disabled হন, এবং সেই কারণে নেক্সট 12 মাসের মধ্যে মারা যান, তাহলে তাঁর ফ্যামিলি death claim করতে পারবেন। Disability বাবদ দেওয়া টাকা death claim এর সাথে অ্যাডজাস্ট করে নেওয়া হবে।

নিচে পুরো পলিসি টা দিয়ে দিলাম। কি কি কভার করা হবে, কিভাবে claim করবেন, জরুরি কন্টাক্ট নম্বর সব ডিটেইলস এই ফটো গুলো তে পেয়ে যাবেন।
©️

24/05/2023

জটেশ্বর উচ্চবিদ্যালয় থেকে নিকিতা সরকার ৪৭২ নম্বর পেয়ে ফালাকাটা ব্লকে সম্ভাব্য প্রথম এবং জয়শ্রী বর্মন ৪৭০ নম্বর পেয়ে সম্ভাব্য দ্বিতীয় স্থান অধিকার করেছে।

07/12/2022
জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ৭৫ তম বর্ষ পূর্তি উপলক্ষে আগামী ২০ জানুয়ারি, ২০২৩ এ উপস্থিত থাকবেন  ্রবর্তী।
03/12/2022

জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ৭৫ তম বর্ষ পূর্তি উপলক্ষে আগামী ২০ জানুয়ারি, ২০২৩ এ উপস্থিত থাকবেন ্রবর্তী।

ফালাকাটা ব্লকের দলগাঁও বনবস্তির মুন্সি লাইনে একটি বুনো হাতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে
23/11/2022

ফালাকাটা ব্লকের দলগাঁও বনবস্তির মুন্সি লাইনে একটি বুনো হাতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে

Address

Jateswar
Falakata
735216

Alerts

Be the first to know and let us send you an email when Jateswar Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jateswar Online:

Videos

Share